নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রতি বছর বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়।
নতুন নতুন বই, নতুন নতুন বইয়ের গন্ধ আমার ভালো লাগে। মানূষজন আগ্রহ নিয়ে বইমেলায় যায়। বই কিনে। পড়ে। কেউ কেউ বই পড়ে খুব ভালো লাগলে, রিভিউ লিখেন। এবার বইমেলায় আমার পরিচিত বহুলোক বই লিখেছেন। অবশ্য প্রতি বছরই লিখেন। তাদের বই নিয়ে আজ আমি এই পোষ্ট সাজিয়েছি। একসময় আমি লেখকের নাম না দেখে, শুধু মাত্র বইয়ের প্রচ্ছদ দেখে বই কিনতাম। কিছু কিছু বইয়ের প্রচ্ছদ এত সুন্দর হয়! বই পড়বো কি, প্রচ্ছদ দেখেই মুগ্ধ আমি!
বহুদিন ধরে সমস্ত লেখক এবং প্রকাশকের কাছে আমার দাবী- পাঠক তৈরি করুন। যে পরিমান, কবি, সাহ্যিতিক আর প্রকাশনী বাড়ছে সেই তুলনায় পাঠক বাড়ছে না। পাঠক বাড়ানোর দায়িত্ব সরকার নিবে না। তাদের অনেক কাজ। এজন্য লেখক এবং প্রকাশকে পাঠক তৈরির দায়িত্ব নিতে হবে। এই ফেসবুক, টিকটক, ইউটিউব এর দুনিয়ায় পাঠক খুব কম। দিন দিন পাঠক কমছেই। দেশের কারো পাঠক তৈরিতে নজর নেই। এটা খুব দুঃখজনক।
১।
গ্রন্থকুটির। লেখকঃ হামীম কামরুল হক। ১৯২ পৃষ্ঠা। প্রচ্ছদ: ধ্রুব এষ।
২।
ইতিহাসে শেখ রাসেল। লেখক: জুলফিয়া ইসলাম। প্রচ্ছদ : ধ্রুব এষ। দাম : দুইশ' টাকাI
৩।
চিলিংহাম দুর্গে আতঙ্ক। পাঞ্জেরী পাবলিকেশনস। লেখকঃ অরুন কুমার বিশ্বাস। গোয়েন্দা উপন্যাস।
৪।
পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদমূল্য ২৭০টাকা। লেখকঃ মোজাফ্ফর হোসেন।
৫।
হ্যাঁ। লেখকঃ মোহিত কামাল। বিদ্যা প্রকাশ। প্রচ্ছদঃ ধ্রুব এষ। উপন্যাসটির মূল্য ৩০০ টাকা।
৬।
মুখোশ। লেখকঃ ফারজানা মিতু। নালন্দা।
৭।
রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণের শতবর্ষ পর নীলসাধু পৌঁছলেন! এক রঙ্গা এক ঘুড়ি। লেখকঃ নীল সাধু।
৮।
বজলু জানে লাশের পরিচয়। লেখকঃ হাবীবুল্লাহ ফাহাদ। পাঞ্জেরী পাবলিকেশন্স।
৯।
‘গতকাল’। লেখক: ইশতিয়াক আহমেদে। অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ ধ্রুব এষ।
১০।
'বানিয়া শান্তার মেয়ে'। লেখকঃ স্বকৃত নোমান। পাঞ্জেরী পাবলিকেশন্স।
১১।
মায়াবী দৌলত। লেখকঃ মোজাম্মেল হক নিয়োগী। প্রকাশক নালন্দা। মূল্য ৩০০ টাকা।
১২।
জালাল মাস্টারের সংসার। লেখকঃ মাজহারুল ইসলাম। অন্যপ্রকাশ।
১৩।
প্রধানমন্ত্রী প্রতিদিন চা খেতে আসেন আমাদের বাসায়। লেখকঃ সুমন্ত আসলাম। কথাপ্রকাশ।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৮:৫৫
রাজীব নুর বলেছেন: না। উনি সারা জাকের। আলী জাকেরের স্ত্রী।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৮:৫৫
রাজীব নুর বলেছেন: সারা জাকের টিভি নাটক, মঞ্চ নাটক করেন।
২| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই তালিকা বইমেলার চলার সময় দিলে আগ্রহী পাঠকের পক্ষে বই কেনার সুযোগ থাকতো। তবু তালিকাটির জন্য ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আসলেই।
দেরী করে ফেলেছি।
৩| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: এবারের মেলায় সবচেয়ে আলোচিত বই কোনটি ?
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: জানি না।
৪| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:৫০
প্রেক্ষা বলেছেন: পাঠক বাড়বে কি করে?? আগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ১ম পত্র ও ২য় পত্র ছাড়াও আনন্দপাঠ নামের একটা গল্পের বই ছিলো,এখন আর নেই।আমার পরিচিত এমন অনেক ছেলেমেয়েই আছে যারা কোনোদিন গল্পের বই পড়ে নি,কারণ জিজ্ঞেস করলে জানতে পারি আন্টিরা নাকি বলেছেন পড়ার বই বাদ দিয়ে ঐ সব পড়লে পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে।
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
৫| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য। ♥️♥️
০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২০ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
ছবিতে সবুজ (একোয়া ) শাড়ী-পরা তরুণী কি ব্লগার 'আরজু পনি'?