নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৬

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:১২



১। সাল ১৮৩০।
স্যামুয়েল কোল্ট নামের বছর ১৬ বয়সের এক ছেলে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ল। ভাগ্যসন্ধানের জন্য চড়ে বসলো ভারতবর্ষগামী এক বানিজ্য জাহাজে। জাহাজের কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে খেলাচ্ছলে বানিয়ে ফেলল এক নতুন ধরনের আগ্নেয়াস্ত্র- যেটা বারবার লোড না করেই গুলি ছোঁড়া যায় পরপর। কোল্ট এরপর স্থাপন করেন রিভলবার এর কারখানা। ১৮৫০ এর দিকে প্রথম কোল্ট এর কারখানা অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করে।

কারিগরী দিক থেকে ভীষনরকম সরল এই যন্ত্রটি প্রথমে আমেরিকা এবং পরে সাড়া পৃথিবীর মানুষের জীবনধারাই পাল্টে দেয়। শুনতে নিষ্ঠুর হলেও ভীষণ বাস্তব এই সত্য যে, মুঠোভর্তি মাত্র এই অস্ত্র যত সহজে মুহুর্তের মধ্যে মেরে ফেলতে পারে একটা প্রানীকে, এত সহজ খুন করার যন্ত্র ছিলনা আগে মানুষের হাতে।

২। 'পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাচঁবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর নির্ভরশীল না নারী, না সংসার, না গৃহ, না সমাজ সেভাবেই বাচঁবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সমাজের অপাংতেয়রা।
পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে ধর্মে সমান মান-মর্যাদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ।'
প্রশ্নঃ উপন্যাসটির নাম বলুন?

৩। পাহাড়ে ওঠার অর্থ হলো তুমি যাতে পৃথিবীটাকে দেখতে পারো। এর অর্থ এই নয় যে পৃথিবী তোমায় দেখবে। অর্থাৎ অযথা ক্যামেরা ক্লিক না করে বিষয়বস্তুর সঙ্গে নিজেকে একাত্ম করতে চেষ্টা করতে হবে।

৪। দয়া দেখানোর মধ্যেও এক ধরনের দীনতা আছে। আমি দয়া দেখাচ্ছি, কারণ আমার অনেক আছে। ' আমার অনেক আছে'- চিন্ততাই তো এক ধরনের দীনতা।

৫। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ আট বছর ধরে তদন্ত করে জানা গেল এই আলোচিত হত্যায় জড়িত অজ্ঞাতপরিচয় দুজন পুরুষ!
খুশির খবর বটে, তদন্ত কর্মকর্তা যে বলেননি তারা দুজন আত্মহত্যা করেছে!

৬। "শেখ হাসিনাই প্রথম বিশ্ববাসীকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন"
-স্টিভ জব্বার

৭। বইমেলা চলার সময় যে বিষয় গুলো চোখে পড়তো-

১. অমুক স্টলে থাকবো বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত। প্রিয় পাঠক আসুন। অটোগ্রাফ দিবো। সেলফিও হবে।
২. প্রকাশক চাপ দিচ্ছেন স্টলে বসার জন্য, পাঠকরা আমাকে না পেয়ে বই কিনছেন না।
৩. যারা ইনবক্সে জানতে চেয়েছেন, তাদের বলছি- আগামীকাল অমুক স্টলে থাকব।
৪. মেলার ৭ম দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ। যারা আমার বইটি কিনতে এসে ফেরত গেছেন তাদের বলছি আজ দ্বিতীয় মুদ্রণ মেলায় এসেছে।
উল্লেখ্য প্রথম বার এক হাজার কপি ছাপানো হয়েছিলো।
৫. লেখক বলছি মঞ্চে থাকবো বিকাল ৪ টায়। কথা বলব, আমার উপন্যাস নিয়ে।
৬. বইমেলা নিয়ে কথা বলব, অমুক টিভিতে। দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
৭. জনৈক লেখক একটা ছবি পোষ্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একলোক একটা বই বুকে জড়িয়ে ধরে আছেন। তার চোখে পানি। তার বই পড়ে পাঠক ভেউ ভেউ করে কাদছেন।৭।

মন্তব্য ৪৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লিখেছেন ।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
২ নং এর কথা গুলো বুদ্ধদেব গুহ এর “মাধুকরী” বইয়ের প্রথম ফ্লাপে লেখা।

চমৎকার পোস্ট। সব গুলো ভালো লাগলো। ++

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আপনি সত্যিকারের পড়ুয়া মানুষ।

৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৫। সাগর রুনি তনু আফসানা ত্বকি রাজন আবরার কোনটার বিচার হয়েছে শুনি :(

৭। সবগুলিতেই আমার লজ্জা লাগে। আমি প্রচার বিমূখ। আর অটোগ্রাফ ফটোগ্রাফ দিতেও লজ্জা লাগে :(

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ৫। শেখ হাসিনা চাইলে বিচার অবশ্যই হইবে।
৭। তবে আমি অটোগ্রাফ এবং সেলফি দু'টাই চাই।

৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
''বিশ্বাস করত, এই ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে। শুধু প্রশ্বাস নেওয়া আর নিশ্বাস ফেলা বাঁচার সমার্থক নয় । কিন্তু সত্যিই কি এভাবে বাঁচতে পারবে পৃথু ঘোষ ? সে কি জানবে না, বড় বাঘের মতো বাঁচতে পারে না কোনও নরম মানুষ ?''

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: দারুন।
এবং আপানকে অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ।

৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: ৭ এর ৭ টা মজার ছিল।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: বাস্তব লেখা।

৬| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


বইমেলার পর, ব্লগের লেখকেরা (যাঁরা বই বের করেছেন) নিজেদের বই নিয়ে তেমন কিছু লিখেননি।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: কি আর লিখবেন??
সবাই জানে।
বই বিক্রি হয় ২০ কপিও। একজনেরও।
এখন লেখক নিজেই প্রকাশকের কাছ থেকে নগদ টাকা দিয়ে বই কিনে নিবে। কমপক্ষে ১০০ বই কিনে নিতে হবে।

৮| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কেউ কেউ আছে লেখার চেয়ে অটোগ্রাফে আগ্রহী ।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আমি ভালোবাসা আর আন্তরিকতায় বিশ্বাসী।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আমি ভালোবাসা আর আন্তরিকতায় বিশ্বাসী।

৯| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
২ এর্ উত্তরে বলছি
'মাধুকরী' লেখক- বুদ্ধদেব গুহ।

“মাধুকরী” শুধু পৃথু ঘোষের বিচিত্র জীবঙ্কাহিনী নয়।
“মাধুকরী” এই শতকের মানুষের জীবনের যাবতীয়
অভিজ্ঞতার ভিত্তিতে আগামী প্রজন্মের মানুষের সার্থক
ভাবে বেঁচে থাকার ঠিকানা। এই কারণেই এ উপন্যাস
উৎসর্গ করা হয়েছে ‘একবিংশ শতাব্দীর নারী ও পুরুষদের হাতে’।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মাধুকরী পড়েছেন??

১০| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বই মেলায় একদিন


বই মেলায় একদিন

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
আচ্ছা, ছোটবেলায় কি আপনি অনেক দুষ্ট ছিলেন?

১১| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১৭

আরাফাত আবীর বলেছেন: সুন্দর। বইমেলার বিষয়গুলো খুব ভালো লেগেছে।

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আবীর ভাই।

১২| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৪৪

জাহিদ হাসান বলেছেন:
জলে যখন নেমেছি মাছ আমি ধরবোই।
বড় যখন হয়েছি, বিয়ে আমি করবোই।

:D :D

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: জাহিদ হাসান বলেছেন:
জলে যখন নেমেছি মাছ আমি ধরবোই।
বড় যখন হয়েছি, বিয়ে আমি করবোই।

বেশির ভাগ পুরুষের দূর্ভোগ শুরু হয় বিয়ে করার পর।

১৩| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:৫৫

জাহিদ হাসান বলেছেন: বেশির ভাগ পুরুষের দূর্ভোগ শুরু হয় বিয়ে করার পর।
আপনি তো বলবেনই। আপনি বিয়ে করে ফেলেছেন । আমি তো করিনি। :-< :(( :((

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে, বিয়ে করেন। তারপর ১/২ বছর পার হোক। তখন বুঝবেন। আর হ্যা তখন আমাকে জানিয়েন- আমার কথা ভুল না সত্য? আমি অপেক্ষায় থাকলাম।

১৪| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২

ভুয়া মফিজ বলেছেন: ডেল কার্নেগীর মতো একটা উপদেশমূলক বই লিখে ফেলেন। আমি আপনের একটা অটোগ্রাফ নিমু নে! ;)

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আমি কাউকে উপদেশ দেই না। তবে অনুরোধ করি।

১৫| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৭

ইসিয়াক বলেছেন: ১০নং মন্তব্যের প্রতিমন্তব্যে
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।
আচ্ছা, ছোটবেলায় কি আপনি অনেক দুষ্ট ছিলেন?

চরম বিনোদন

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: না, আসলে তাকে দেখলে মনে হয় উনি ছোটবেলায় ভীষন দুষ্ট ছিলেন।

১৬| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




মাধুকরী। লেখক - বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ বিখ্যাত মানুষ বনে যাওয়ায় তিনি যা বলেছেন তাই বাণী হয়ে গেছে। আজকে ব্লগার রাজীব নুর বিখ্যাত হয়ে গেলে তার বানীও অমর হয়ে যাবে।

বই মেলার চিত্র আমিও ভয়ঙ্করভাবে দিতে চাচ্ছি। তবে বই মেলার চিত্র অঙ্কনে আপনি ইটের উত্তর পাথর দিয়ে দিয়েছেন - এটির প্রয়োজন ছিলো।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: বিখ্যাত আমি হতে চাই না।
কোনো রকমে যে ক'টা দিন বেচে থাকবো, সেক'টা দিন যেন আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারি। আর কিচ্ছু চাই না।

অবশ্যই প্রয়োজন ছিলো। পারলে আরো কঠোর ভাবেই লিখতাম।

১৭| ০৩ রা মার্চ, ২০২০ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।
আচ্ছা, ছোটবেলায় কি আপনি অনেক দুষ্ট ছিলেন?


স্বভাবতই সব ছেলেরা দুষ্ট হয় আর মেয়েরা মিষ্টি !!

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু দুষ্ট ছিলাম না।
খুব বেশি সহজ সরল ছিলাম। কেউ আমাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিলেও আমি কিছু বলতাম না। নোংরা জামায় বাসায় ঢুকতেও সাহস পেতাম না। মা দেখলে খবর আছে। সন্ধ্যায় মা কান ধরে বাসায় নিয়ে আসতো।

১৮| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার ছাদে বাগান করেছেন নাকি?

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আমার ছাদ খুব ছোট।
বাগান করি নাই।
তবে আম, পেয়ারা আর লেবু গাছ আছে।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: এছাড়াও আরো কয়েকটা গাছ আছে।
তবে ইদানিং গাছ গুলোর যন্ত নেওয়া হয় না।

১৯| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৩৫

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো....

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২০| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১২:১০

নিভৃতা বলেছেন: লেখা ভালো লেগেছে। অনেক কিছু জানতে পারি আপনার পোস্ট থেকে।
গল্পটা লিখছেন তো। ঐ যে একটি পর্ব লিখেছিলেন। এইভাবে পাঠককে ঝুলিয়ে রাখা ঠিক না কিন্তু।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: হুম, মনে আছে।
২/১ দিনের মধ্যেই বাকিটা লিখে ফেলব।

২১| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ আমি কিন্তু দুষ্ট ছিলাম না।
খুব বেশি সহজ সরল ছিলাম। কেউ আমাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিলেও আমি কিছু বলতাম না। নোংরা জামায় বাসায় ঢুকতেও সাহস পেতাম না। মা দেখলে খবর আছে। সন্ধ্যায় মা কান ধরে বাসায় নিয়ে আসতো।


আপনার জন্মগত বৈশিষ্টে হরমোন সমস্যা আছে মনে হয়!!
আপনার স্বভাব বৈশিষ্টে নারী হরমোনের আধিক্য পরিলক্ষিত হচ্ছে!
আপনার কথা ছিলো মেয়ে হবার কিন্তু হরমোনের হের ফেরের জন্য
পুরুষ হয়ে জন্মেছেন, কিন্ত নারীর বৈশিষ্ট রয়েগেছে আপনার ভিতর
তাই ধাক্কা খেলেও প্রতিবাদ করেন না, লাজুক লতা হয়ে ফিরে আসেন
ঘরে। এ জন্য সুরভী ভাবীর কাছে কথা কম শুনেন না।

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: জ্যোতিষী শুরু করেছেন নাকি??

২২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: জ্যোতিষী শুরু করেছেন নাকি??


জ্যোতিষ বিদ্যা আর হোমিওপ্য্যাথি শিখতে হয়না
যখন তখন শুরু করা যায়!! চেষ্টা করে দেখুন,
আপনিও পারবেন।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: যে বিদ্যা মানূষকে বিভ্রান্ত করে সেই বিদ্যা আমি শিখতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.