নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একদিকে অগনিত মানুষ দুমুঠো ডাল-ভাতের জন্য, গায়ে সামান্য দুটুকরো কাপড় জড়ানোর জন্য, ছোট একটা কুড়ে ঘরে মাথা গোজার ঠাইয়ের জন্য জীবিকার আশায় হন্যে হয়ে জলে জঙ্গলে- স্থলে ছুটে বেড়ায়, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে; আবার অন্য দিকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিতান্তই শখ পুরনের জন্য যন্ত্রপাতি কিনে জলে-স্থলে ঘুরে বেড়ায় পানির নিচের ছবি তোলার জন্য, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। তাদের টাকাগুলো মনে হয় অতিরিক্ত হয়ে গিয়েছে। কি বিচিত্র এই দুনিয়া!!! এই দুনিয়ার মানুষগুলো !!!
২। বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়। ক্যামনে??
৩। রবীন্দ্রনাথ ঠাকুর যে ক’টি প্রেমের গল্প লিখেছেন, ‘মেঘ ও রৌদ্র’ তার মধ্যে অন্যতম।
স্বদেশের সাধারণ মানুষের ভীরুতা, অজ্ঞতা ও হীনম্মন্যতার পরিচয়টিও তিনি এখানে একেবারে নির্মোহ দৃষ্টিতে পরখ ও উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি লিখেছিলেন তার দৃপ্ত যৌবনে ১৮৯৪ সালে। তখন তিনি জমিদারি দেখাশোনার কাজে স্থায়ীভাবে বসবাস করছেন শিলাইদহের কুঠিবাড়িতে। তাই এক তেজস্বী যৌবনশক্তি গল্পটির অন্তরাত্মা দীপ্তিময় করে রেখেছে। গল্পের নামই যেখানে 'মেঘ ও রৌদ্র' সেখানে আকাশ যে তার মেঘ আর রোদের আলোছায়া নিয়ে জীবন এবং প্রকৃতির ওপর একটা প্রভাবসঞ্চারী ভূমিকা পালন করে যাবে, সহজেই তা অনুমান করা যায়।
রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম জুড়েই গড়ে উঠেছে মানুষ ও প্রকৃতির এক চমৎকার সহাবস্থান। মানুষের অব্যক্ত অনুভবকে ব্যক্ত ভাষার শিল্প মাধুর্যে অনবদ্যভাবে প্রকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেমন বিস্ময়করভাবে পারঙ্গম ছিলেন প্রকৃতি বর্ণনাতেও ছিলেন তেমনি অনন্য।
৪। সিগারেটের দাম আবার বাড়ছে ! একটা বেনসন ১৩ টাকা !! দূর, সিগারেট না খেয়ে একটা ডিম কিনে সিদ্ধ করে খাবো । Smoking is very harmful. দোকানিকে ১৫ টাকা দিলে ২ টাকা ফেরত দেয় না। একটা চকলেট ধরিয়ে দেয়। অর্থাৎ একটা সিগারেট ১৫ টাকা। সারাদিনে দশটা খেলে!! হায় হায়---
৫। খারাপ মানুষরা কখনো ভালো হয় না....
খারাপ চিরজীবন খারাপই থাকে...
৬। আমাদের দেশের নিয়ম হচ্ছে- সকলের মন রক্ষা করে চলা, মানে তেল দেওয়া। সাহিত্যিক, সম্পাদক, সাংবাদিক, চাকরীজীবি, আমলা, ব্যবসায়ী, দালাল সবাইকে তেল দেওয়া। তেল না দিলে তুমি শেষ। আজকাল তো কারো মধ্যে মনুষ্যত্ব দেখি না! এযুগে প্রান ভরে প্রেম করা যায় না। ভালোবাসা যায় না। এমনকি প্রান ভরে কাউকে ঘৃ্নাও করা যায়।
৭। হিটলার পরিচালিত নাৎসিরা যখন নিষ্ঠুরভাবে ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করছে এটা তখনকার গল্প।
বার্লিনে ছদ্মবেশী হিটলার ঘুরছিলেন। এক সময় পা পিছলে সাঁতার না জানা হিটলার রাইন নদীতে পড়ে যান। তার চিৎকার-চেঁচামেচিতে পাশ থেকে একটা বালক এসে তাঁকে টেনে তীরে তুললো। হিটলার ছেলেকে বললেন তোমার নাম কি? ছেলেটি নাম বলতেই হিটলার বললেন তার মানে তুমি ইহুদি। আর আমি হিটলার। অতঃপর হিটলার প্রাণ বাঁচানো স্বরূপ ছেলেটিকে বললেন, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করবো, বলো তুমি কী চাও? ছেলেটি বললো, একটাই অনুরোধ শুধু আমার বাবাকে জানাবেন না যে আমি আপনাকে বাঁচিয়েছি।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: হে হে---
২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুদু মিয়াকে জিগাইতে হবে কেন ২ মিটার ৩ মিটার হলো?
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: হুমহুমহুম।
৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৪| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৩
মুক্তা নীল বলেছেন:
৫ নং মনে হয় মাঝে মধ্যে পরিবর্তনশীল । অনেক খারাপও
যেমন ভালো হয় আবার অনেক ভালোও খারাপ হয়।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৩
রাশিয়া বলেছেন: ২। বদু মিয়া তার ছাগল কিসের সাথে বেঁধে বাজারে গিয়েছিল?
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: উফ!!!
৬| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২। বদু মিয়ার ছাগল কোথাও বাঁধা ছিল না
৪। সিগারেট না খেয়ে এ পর্যন্ত আমার বেঁচে যাওয়া ৫ লাখ টাকা কোথায়?
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: ৪ নং হা হা হা----
৭| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৬
বোকা পুরুষ বলেছেন: বদু মিয়ার ছাগলের দড়ি ২ মিটার আর ছাগলের সাইজ মনে হয় ১ মিটার আর দড়ি টা ছাগলের পিছনের পায়ে বাধা ছিলো
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: না।
৮| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ,বেশ ভালো লাগলো ।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৪. সিগারেট খান , জাহান্নাম খান , নিজের টাকা খরচ করুন , বছরে ৫৪০০০ টাকা খরচ করুন । দয়া করে ধোঁয়া ছাড়বেন না। ওটাও খান। বের হতে দিবেন না। তাহলেই হবে।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
১০| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বদু মিয়ার ছাগলের গলার ২ মিটার দড়িটি কিছুর সাথে বাধা ছিলনা বলে
সে তিন মিটার কেন ১০ মিটিার দূরে ঘাস খেলেও সমস্যা হবার কথা না।
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আর ইউ সিউর??
১১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নট অনলি শিওর, আই এ্যাম ওভার শিওর।।
বানান টানান একটু শিওর হেয়ে লিখবেন!!
১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন:
SURE
১২| ১০ ই মার্চ, ২০২০ রাত ৮:৪১
সোহানী বলেছেন: হুম........ সিগারেট খাওয়া ভালো। দেশের ডাক্তাররা নতুবা ভাত পেতো না
১৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: আমি কম খাই।
১৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:১৮
উপেক্ষিতা বলেছেন: ছবিটা মনে হয় যেন জীবন্ত।
১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: হে হে---
রঙ হোক তারপর দেখবেন।
১৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৬
নিভৃতা বলেছেন: আপনি সিগারেট খান!!! মনে বড় দুশকো পাইলাম।
১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: অল্প খাই।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭
জাহিদ হাসান বলেছেন: কি মন্তব্য করব বুঝতে পারছি না।