নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গল্পটি আপনাদের সবার পড়া। আরেকবার পড়লে তো ক্ষতি নেই।
ক্লাস থ্রীর একছেলে প্রথম সাময়িক পরীক্ষার সময় 'কুমির' রচনা শিখেছে।
সমস্যা হল এরপর পরীক্ষায় যে রচনা আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার রচনা এলো 'বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য'।
সে লিখলো- বাবা মা আমাদের জন্ম দেয়।
তারা আমাদের লালন পালন করেন। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
এরপরের পরীক্ষায় রচনা এলো 'আমার প্রিয় শিক্ষক'।
সে লিখল- আমার প্রিয় শিক্ষক এর নাম মোহাম্মদ আসাদ হোসেন। তার চোখ গুলো গোল গোল। কুমিরেরও চোখ গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।
শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ।
শেষে তিনি অনেক ভেবেচিন্তে রচনার বিষয় ঠিক করলেন 'পলাশীর যুদ্ধ'। শিক্ষক মনে মনে ভাবলেন- লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।
ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরজুদ্দৌলা তার সেনাপতি মীরজাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: হুম।
২| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: খাজ কাটা খাজ কাটা......
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: হে হে--
৩| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জি এটা আগের থেকেই জানা
আমাদের সমাজে এমন ধুরন্দর প্রকৃতির
কিছু মানুষ আছে যাদের কোন কিছু দিয়েই
আটকানো যায় না, বাইন মাছের মতো
পিছল কেটে বের হয়ে যাবেই।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন, ধার্মিকেরা অনেকটা এই ছাত্রটি মতোন। একই কথা ঘ্যান ঘ্যান করে সারা জীবন বলতে থাকে।
৪| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
একটা রচনা ভালো করে জানলে, সামুতে ভালো পোষ্ট লেখা সম্ভব।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: ঠিক।
৫| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬
নেওয়াজ আলি বলেছেন: অপরূপ ভাবনা।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৭
বাকপ্রবাস বলেছেন: যতবার পড়ি মজা লাগে
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: হে হে---
৭| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের শিক্ষাব্যবস্থা ও চলছে ওই কুমিরের প্রবন্ধ রচনার মতো।
কোন উন্নতি নেই ।
একই জিনিস।
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আমার অবস্থাও কুমিরের মতোন।
৮| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
পদ্মপুকুর বলেছেন: ঘটনা কি স্যার?
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: ঘটনা সামান্য।
৯| ১২ ই মার্চ, ২০২০ রাত ৮:১০
ঊণকৌটী বলেছেন: • আর একটু সংযোজন করতে পরেন, শিক্ষক ঠিক করলেন এরোপ্লেন আকাশের অনেক উপর দিয়ে যায়, এইখানে ব্যাটা কুমির কে কিভাবে নিয়ে আসবে, চল লিখ এরোপ্লেনর উপর...... ছাত্র লিখল এরোপ্লেন আকাশের অনেক উপর দিয়ে একদেশ থেকে আরেক দেশে যায়। এরোপ্লেন নদীর উপর অ্যাক্সিডেন্ট করলে কুমির আসিয়া খাইয়া ফেলে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ!
১২ ই মার্চ, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: হা হা হা--
হে হে হে---
হও হও হও
১০| ১২ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮
সোহানী বলেছেন: হাহাহাহা..... গরুর রচনার এমন গল্প পড়েছিলাম
১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: আবার নতুন করে মনে করিয়ে দিলাম।
১১| ১২ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৭
Subdeb ghosh বলেছেন: সত্যি অসাধারণ লিখেছেন।
১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: এটা আমি লিখি নি।
অনেক পুরাতন গল্প এটা।
১২| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: হুম হুম হুম
১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই গল্প পাঠ্য বইয়ে থাকা উচিত শিশুরা আনন্দের সাথে পড়বে। আপনার কি মনে হয় শিশুরা আনন্দের সাথে পড়া উচিত নাকি পরিক্ষা নামক ভুতের ভয়ে?
১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই শিশুদের শিক্ষা দিতে হবে আনন্দের সাথে।
রবীন্দ্রনাথ এই বিষয়ে অনেক বলে গেছেন।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজার গল্প।