নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৮

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৮



১। কতটুকু পেলে জীবনটাকে নরম্যালি হাসিখুশি ভাবেই যাপন করা যায়?
আমার হিসেবে বেশি কিছু না। মাথা গোঁজার একটা ঠাই, ঘুমানোর সময় মাথা রাখার জন্যে একটা বই, তিন বেলা খাবার, দুই সেট পোশাক, সাবান, একটা প্লেট, একটা গ্লাস, একটা স্টোভ, একটা শীতকালীন চাদর। ব্যাস! জীবনে এইটুকু থাকলেই লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়।

২। অনুবাদ বই পড়লেই সারাক্ষণ ঠকে যাচ্ছি বলে অনুভূতি হয়।

৩। কবি ঢোল বাজানোর কাজ পায় এক মেয়ের দলে।
সেই মেয়ে দিনে গান গেয়ে-নেচে জীবন চালাতো আর রাতে দেহ বেঁচে। দলে বেহালা, হারমোনিয়া, বাঁশি বাজানোর লোকও ছিল। ওলাওঠাতে সেই মেয়ের মৃত্যু হয়। কাউকে না পেয়ে কবি একাই লাশ দাহ করে। কিন্তু এমন পাপিকে আগুন ছোঁয়ানো ছিল মস্ত পাপ। সবাই কবিকে বলে, তুমি এটা কি করলে? ভগবান যখন প্রশ্ন করবে তখন কি জবাব দেবে?
কবি বলেছিল- কোন জবাব দিব না, মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকবো। কবির কাছে আমিও শিখলাম নিরব বিদ্রোহ। যা আজো আমার পথ চলার পাথেও।

৪। অন্যের কথা মতো নিজের জীবনকে না গড়ে, অন্যের ইচ্ছা মতো নিজেকে পরিচালিত বা ব্যবহৃত না হয়ে নিজের মধ্যের গুপ্ত সম্পদের আহোরণই আপনাকে প্রকৃত মানুষ হতে সহায়তা করবে।বিখ্যাত হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া বেশি কঠিন।

৫। শার্লক হোমস একজন গোয়েন্দা।
প্রফেসর শঙ্কু একজন পাগলাটে টাইপের বিজ্ঞানী।
মিসির আলি সম্পূর্ণ অন্য রকম। গোয়েন্দাও নয়, আর পাগলাটে টাইপের বিজ্ঞানীও নয়। মিসির আলি অত্যন্ত ঠাণ্ডা মাথার একজন যুক্তিবাদী মানুষ, যার জীবনের পথচলার সম্বল হলো লজিক।
প্রফেসর শঙ্কুর জীবনের চালিকাশক্তি হলো বিজ্ঞান। মিসির আলির চালিকাশক্তি লজিক। তিনি লজিক দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে চান। কিন্তু কোনো কোনো সময় থমকেও যান, যখন দেখেন এমন বিষয় বা পরিস্থিতির তিনি মুখোমুখি হচ্ছেন, যা তিনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না।

৬। রবীন্দ্রনাথের একটা গানে তাঁর রাষ্ট্রদর্শন প্রকাশ পেয়েছে। সে বিস্ময়কর বিপুল জনপ্রিয় গানটিতে রবীন্দ্রনাথ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রের শাসক ও শাসিতের সর্ম্পক কেমন হওয়া উচিত। কেমন হওয়া উচিত নাগরিকের কার্যবিধি ও প্রশাসকের ক্ষমতার প্রকৃত সরূপ। গানটিতে আমরা রবীন্দ্রনাথের কল্যাণরাষ্ট্রের ধারনা পেয়ে যাই। রবীন্দ্রনাথের যে কটি গান প্রতিটি বাঙালির চেতনা ধারন করা উচিৎ - আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে -এই গানটি তেমনই একটি গান।

৭। পশু পশুত্ব নিয়ে জন্মায় এবং সারাজীবন পশুই থাকে।
কিন্তু মানুষ মনুষ্যত্ম নিয়ে জন্মায়না তাকে মনুষ্যত্ম অর্জন করতে হয়। ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক প্রাণী আছে যারা জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়, কিন্তু মানব শিশু তা পারেনা। মানুষ জন্ম হয় পরনির্ভরশীল হয়ে পরে সে আত্মনির্ভরতা অর্জন করে। সকল প্রাণী আহার করে, বিশ্রাম করে, ভোগ করে, যৌন তারনা অনুভব করে, ক্ষুধার তীব্রতা বুঝতে পারে, মানুষও এসব পারে। মানুষ আরো অনেক কিছু পারে যা অপর কোন সৃষ্টি পারেনা।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




মিসির আলী হুমায়ূন আহমেদের এক অনন্য সৃষ্টি।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: এই রকম চরিত্র সৃষ্টি করতে গত ৩০ বছরে কেউ পারে নাই বাংলাদেশে।

২| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




মিসির আলী ও হিমু এই ধরণের চরিত্র গত ১০০ বছরে কেউ পারে নি, আগামী ৩০০ বছরেও আর পারবে না।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: একদম আমার মনের কথাটা বলেছেন।

৩| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


১ নং:

একজন মানুষের কতটুকু প্রয়োজন, সেটা নিয়ে আপনার ভাবনা তুলে ধরেছেন, বাকী ১৮ কোটীর মতামত পেলে বুঝা যাবে। এখন সব মানুষকে ভালো রাখার জন্য পদ্ধতি আছে, সেটার নাম সমাজতন্ত্র।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সমাজতন্ত্র বর্তমান দুনিয়ায় সম্ভব না।

৪| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " সমাজতন্ত্র বর্তমান দুনিয়ায় সম্ভব না। "

-সমাজতন্ত্র সম্ভব হচ্ছে না বলেই, আপনিই একা ন্যনতম চাহিদার কথা বলছেন, সালমান রহমান, বসুন্ধরা আপনার মতো বলছে না।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: কোথায় চকির তলা? কোথায় আগরতলা?
তারা সমাজের হর্তা কর্তা।
আর আমি সাধারণ সেপাই।

৫| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


১ নং:

আপনি ১ নং'এ নিজেই নিজের "সামজতান্ত্রিক" ভাবনাকে নিজের অজান্তেই প্রকাশ করেছেন। আপনি জানেন না যে, আপনি সমাজতান্ত্রিক ভাবনার কথা বলছেন।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: আসলেই তো!
খেয়াল করি নাই।

৬| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২০

ভুয়া মফিজ বলেছেন: এবারের সাদা মিথ্যাগুলো ভালো লাগলো। :)

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে - আমার অন্যতম প্রিয় একটা গান। রবিঠাকুর বিশেষ করে বাঙ্গালী জাতির জন্যই এই গানটি রচনা করেছিলেন। এমন একটা জাতির আদ্যোপান্ত বর্ণনা করার জন্য এর চেয়ে উপযুক্ত গান আর হতে পারে না।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ একজন ম্যাজিশিয়ান। উনি সবার মনের কথা বলে গেছেন।

৭| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯

ইসিয়াক বলেছেন: ১ নম্বরটা আমার মনের কথা।
সেই কারণে আত্নীয় স্বজন কাছের লোকের কাছে আমায় অনেক কথা শুনতে হয়েছে।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: আহারে---

৮| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

সোহানী বলেছেন: এ কিউট পোলাপানগুলা কে?? ভাবীকে সুন্দর লাগছে। আপনার দ্বিতীয বিয়ের ব্যবস্থা কদ্দুর, সুরভী ভাবীরে বলছেন পাত্রী দেখতে B-) ??

তবে প্রফেসর শঙ্কু কিন্তু বৈজ্ঞানিক যুক্তি ভিন্নভাবে দেয়. অনেকটা ফ্যান্টাসি টাইপের। এর কারন কি বলেনতো???

মিসির আলী আর হিমু একটি অসাধারন ক্রিয়েশান। তরুন এবং যুক্তি নির্ভর মানুষের চরিত্রের এ অলিগলির সন্ধান খুব কম লেখকই জানে।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কিউট পোলাপান গুলো সুরভির বোনের ছেলে।
বিয়ের কথা সুরভিকে বলব এই সাহস এখনও অর্জন করতে পারি নি।

৯| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: একজন মানুষের ভালো থাকার জন্য আসলে বেশিকিছুর প্রয়োজন নেই। বাংলাদেশে এখন যে পরিমাণ, টাকা বা সম্পদ আছে- সেটার সুষ্ঠু বণ্টন হলে দেশের ৮০% মানুষই ভালো থাকতো।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
যে পরিমান কালো টাকা আছে তা কেন সরকার নিচ্ছে না?
সেই টাকা গুলো নিয়ে সরকার দেশে কাজে লাগাক।

১০| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: ৩ নম্বরের ক্ষেত্রে বলবো, সিস্টেম তৈরি করে মাবুষ চালায়ও মানুষ অপরাধীতবে কে?

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: বুঝলাম না।

১১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিক্ষিপ্ত লেখাগুলো আপনার বিক্ষিপ্ত মনের প্রকাশ !!
মনকে শান্ত করুন। স্থির চিত্তে যা বুঝেন তাই প্রকাশ
করুন। অগোছালো মনের ভাব প্রকাশ পাগলের নামান্তর।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: না পাগল হই নাই।
নিউটনের সুত্র গুলো কি বলব? একজন পাগল নিশ্চয়ই নিউটনের সুত্র গুলো বলতে পারবে না।
আমার লিজিক ঠিক আছে।

১২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল কখনো কি বলেছে সে পাগল !!
পাগল চিনার বড় উপায় হলো যে নিজেকে
পাগল বলে স্বীকার করেনা।



১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: পুরোনো ধ্যান ধারনা বাদ দিতে হবে।

১৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ২)অনুবাদ বই বেশী পড়ি।পড়ার সময় মনে হয় অনুবাদক বানিয়ে বানিয়ে যা তা লিখছে না,বড় লেখকদের মনের কথাই লিখছে।মূল বইয়ের স্বাদ পাওয়া যাবে না-এটা সত্য।তবে যা পাওয়া যায় তাও অমূল্য।
অফ টপিকঃগল্প উপন্যাসের বই সুত্বনি কত ফন্টে ছাপানো হয়?যেমন মনে করেন হূমায়ুন আহমেদের বইগুলো কত ফন্টে ছাপা হয়?আপনার বইগুলো কত ফন্টে ছাপানো হয়েছিল?

১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: কত ফন্টে ছাপানো হয়েছিলো এটা গুরুত্বপূর্ন কিছু না।

১৪| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: পুরোনো ধ্যান ধারনা বাদ দিতে হবে।

পুরাতন ধ্যান ধারনা বাদ দিয়ে নতুন কিছু সৃষ্টি সম্ভব না ।
পুরাতনকে ঘষে মেজেই নতুনের সৃষ্টি!

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আগামীকাল আমেরিকায় করোনা ভ্যাক্সিনের প্রথম ট্রায়াল হবে।প্রার্থনা করি সফল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.