নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ২৪ (ছবি ব্লগ)

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১



পুরো পৃথিবীতেই গজব অবস্থা।
করোনা ভাইরাস মানুষকে কাপিয়ে দিয়েছে। তবু মানুষের শিক্ষা হবে না। ক'দিন পর সবাই ভুলে যাবে। আবার নতুন কোনো ইস্যু নিয়ে মাতবে। বাঙ্গালীদের কপালে দুঃখ আছে। এই দুঃখের জন্য তারা নিজেরাই দায়ী। কারন তারা বেশি বুঝে। দেশ এবং সমাজের প্রতি মানুষের যা দায়িত্ব তা যদি সবাই সে সঠিকভাবে পালন করে তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্রে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সব ফাঁকিবাজ। বিশেষ করে সরকারী অফিসের লোকজন।
এদিকে আমি আগের মতোই আছি। খাইদাই আর শহরের পথে পথে ঘুরে বেড়াই। চলতে চলতে ইচ্ছা হলে দুই একটা ছবি তুলে নিই। ১৫/২০ টা ছবি জমে গেলেই ব্লগে পোষ্ট দেই। যাই হোক, এখন ছবি দেখুন। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আর হ্যা অবশ্যই সচেতন থাকতে হবে। খুব সচেতন থাকতে হবে।

১।
খিলগাও। আমতলা মসজিদের মিনার। আগে এরকম লাইটিং ছিলো না। কয়েকদিন ধরে দেখছি। এই মসজিদের ইনকাম মনে হয় খুব ভালো। আগের মসজিদটা ভেঙ্গে নতুন করে করা হয়েছে।

২।
বলুন তো এই ছবিটা ঢাকার কোন এলাকা থেকে তুলেছি? একটু সহজ করে দেই- এই ছোট্র লেকের পাশ দিয়েই রেল লাইনে গিয়েছে। লেকটার পাশেই নামীদামী একটা আবাসিক হোটেল আছে। দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। সেটা সরকার ভাঙতে শুরু করেছে।

৩।
ফলের দোকানে আপেল, আঙ্গুর ঝুলিয়ে রাখে। দেখতে ভালো লাগে। আমি এরকম থোকা ধরে আঙুর কিনতে পছন্দ করি।

৪।
সামনে সচিবালয় দেখা যাচ্ছে। সচিবালয়ের ক্যান্টিনে একদিন দুপুরবেলা ভাত খেয়েছিলাম।

৫।
সন্ধ্যার পর মাছের বাজার গুলো খুব জমে উঠে। কাপড়ের দোকানে যেমন অনেক লাইট থাকে। মাছের দোকানেও অনেক লাইট থাকে। লাইটের আলোতে মাছ গুলো ঝকমক করে।

৬।
সেদিন রমনা পার্কে গিয়েছিলাম। রমনা পার্কে আমি প্রায়ই যাই। গাছপালা আমার ভালো লাগে।

৭।
এই ছবিটাও রমনা পার্ক থেকে তুলেছি। এই সিজনে গাছ থেকে সব পাতা ঝরে যায়। তারপর নতুন পাতা গজায়। গাছ ভরতি সবুজ পাতা দেখতে ভালো লাগে।

৮।
এই ছবিটা তুলি মধ্যদুপুরে। যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছি। তার পাশেই হাজীর বিরানীর দোকান। দুপুরে সেই হোটেলে খেয়েছি। খাসি দিয়ে রান্না করে। খাবারটা খেতে বেশ।

৯।
এই শহরে কেউ কেউ কাগজ টোকায়। সেই কাগজ বিক্রি করে তিনবেলা খায়। এরকম কাগজ টোকানো কত লোক আছে এই শহরে? এই হিসাব কি কারো কাছে আছে?

১০।
বুড়ো চাচা চা-সিগারেট বিক্রি করে। সিগারেটের পেকেট চুরী হয়ে যায়। তাই চাচা সিগারেটের পেকেট ব্যাগে করে কাঁধে ঝুলিয়ে রাখে। অবাক ব্যাপার হলো স্থানীয় থানার পুলীশ তাদের কাছ থেকে প্রতিদিন টাকা নেয়। অথচ সিটি কর্পোরেশন এসে তাদের দৌড়ানী দেয়। তখন পুলিশ তাদের সহযোগিতা করে না।

১১।
এই শহরের মানুষ সচেতন না। তারা কোনো নিয়ম কানুন মানেন না। রংসাইট দিয়ে তারা যাবেই। নিয়ম না মানাটাই তারা বাহাদুরি মনে করে।

১২।
ভোক্তা অধিকার দিবস চলছে পিকআপ এ মাইক লাগিয়ে। মাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলা হচ্ছে। সেদিন মহিলা অধিদফতরে দেখলাম নারী দিবসের বিশাল বিশাল ব্যানার আর পোস্টার করেছে। সেখানে শুধু বঙ্গবন্ধুর ছবি।

১৩।
কাজের বিনিময় খাদ্য। জীবনে কোনো হাতের কাজ শিখলাম না। হাতের কাজ জানা থাকলে বেকার থাকতে হয় না।

১৪।
তেজগা এলাকা। ঢাকার সব এলাকাই এখন জমজমাট ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ভরে গেছে।

১৫।
রাত নয়টা। খিলগাও রেলগেট মোড়। ভীষন ব্যস্ত রাস্তা। সবচেয়ে বড় কথা এখানে রেললাইন আছে। বড্ড অগোছালো এবং এলোমেলো জায়গা। কেউ নিয়ম মানে না। অথচ আল্লাহর রহমতে এখানে দূর্ঘটনা খুব কম ঘটে। যদিও প্রতিদিন দূর্ঘটনা ঘটার কথা।

১৬।
দুই বিল্ডিং এর ফাঁকা জায়গাটায় রাজমনি সিনেমা হল ছিলো। ভেঙ্গে ফেলা হচ্ছে। এই হলে আমি একটা সিনেমা দেখেছি।

১৭।
পুরো বাংলাদেশে কি পরিমান লোক পান খায় এই হিসাব কি কারো কাছে আছে?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: ভাই একটা টিম করে ঘুরেন । আর লোকজনকে একটু সচেতন করেন প্লিজ।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আপনি আসুন। আরেকজনকে নিয়ে আসুন।

২| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




০২ নং ছবি সম্ভবত হাতির ঝিল ও বিজিএমইএ ভবন। - ঢাকা শহর ছবিতে আর বাস্তবে এক রকম না। সারা জীবন ঢাকা থেকে আজো সন্ধার পর নতুন কোনো এলাকায় গিয়ে আমি রাস্তা চিনতে বারবার ভুল করি।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আমি আবার ঢাকা শহরের অলি গলি চেনার ওস্তাদ লোক।
না হাতিঝিল না।

৩| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবিগুলো জীবন্ত মনে হচ্ছে
খুবী চমৎকার লাগল রাজীব দা

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো মোটেও ভালো হয় নি।

৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩

হাবিব ইমরান বলেছেন:

বাস্তব পরিচিত ঢাকার চেয়ে ছবিগুলো একটু ভিন্ন। তবে সুন্দর। যথেষ্ট তাৎপর্য বহন করছে ছবিগুলো। আমি নিশ্চিত, ভালোবেসে ছবিগুলো তুলেছেন ৷আবেগের সংমিশ্রণ ঘটেছে ৷

কিন্তু আপনাকে কেমন জানি মনমরা লাগছে! ঠিক আছেন?

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: সারদিন বাইরে ঘোরাঘুরির পরে দিন শেষে মনমরা লাগারই কথা।

৫| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৯

পদ্মপুকুর বলেছেন: আপনি কি মোবাইল ফোনে ছবি তুলেন?

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ডি এসএলআর আছে।
তবে ইদানিং মোবাইল দিয়েই তুলি।

৬| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

করুণাধারা বলেছেন: ভালো লাগলো, লাইক দিলাম।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি আবার ঢাকা শহরের অলি গলি চেনার ওস্তাদ লোক। - বলুন তো বালুর মাঠ কোথায়?
না হাতিঝিল না। - তাহলে উত্তর কি আমার প্রাপ্য নয় - এটি কোন এলাকা?

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: বালুর মাঠ তো অনেক গুলোয়া ছে- বাসাবো বালুর মাঠ, মগবাজার বালুর মাঠ।
এফডিসির উল্টো পাশে।
ছবিতে ভালো করে দেখুন। বিজিএমইএ ভবন ভাঙছে।
হোটেল সোণার গাঁও এর পাশে।

৮| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০১

ইসিয়াক বলেছেন: করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু: আইইডিসিআর
প্রথম আলো
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যু হলো। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
১৮ মার্চ ২০২০, ১৫:৪৭

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: তার মৃত্যুতে ফেসবুক মনে হয় খুশী। যেভাবে স্টাটাস দিচ্ছে!!!!!!!!!!

৯| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১০| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি ঢাকা আসলেই মারত্বকভাবে চেনেন। আপনি ঢাকার হিমু।
বালুর মাঠ সমগ্র ঢাকার চারোদিকে বিদ্যমান। অজস্র বালুর মাঠ নামক যায়গা ঢাকা’তে আছে। ১০০% সঠিক।।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা-------

এরপর কোথা যেতে হলে আমাকে সাথে করে নিয়ে যাবেন।

১১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮

জগতারন বলেছেন:
পুরো বাংলাদেশে কি পরিমান লোক পান খায় এই হিসাব কি কারো কাছে আছে?


পান খাওয়া মানুষ, পান খায় ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কান, বাংলাদেশ, ভূটান, নেপাল, মিয়ানমার, ভিয়েতনাম, কম্বডিয়া ইত্যাদী দেশের মানুষসকল; ইহা মানুষদের নিকৃষ্ট অভ্যাসের অন্যতম।
পান খাওয়া নিতাপ যাক।

১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: কোণ কোণ দেশের মানুষ পান খায় সেটা জানতে চাই নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.