নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩৯

১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৫



১। একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো।

২। চূড়ায় কি করে উঠতে হয় তা নিয়ে ভাবতে হয় না। চূড়ায় উঠতেই হবে, শুধু এটাই ভাবতে হয়।

৩। মানুষ যখন মানুষের ব্যথা বোঝে, মানুষের বিপদে মানুষ যখন পাশে দাঁড়ায়, যখন মানুষ মানুষের জন্য হাসে এবং কাঁদে, আকাশের ফিরেশতারা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে।

৪। মানুষের একটাই তো মাত্র ছোট্র জীবন, যার যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত।

৫। মানুষ ভয় পায় অজানাকে, সত্য জ্ঞানীর কাছে তো কোন কিছুই অজানা নয়, তাঁর কাছে এই জগত এবং পৃথিবী এর সীমাহীন রহস্যের ব্যাখ্যা আছে, তাই সে নিঃশঙ্ক।

৬। জীবন এত ছোট, তবু কত সামান্য ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় কত সুন্দর সম্পর্ক।

৭। তখন আমার বয়স ছিল সাত বছর। বন্ধুদের সাথে খেলতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি। হাঁটতে হাঁটতে আমি দূরে কোথাও চলে যাই। আমি একটা মসজিদের সিড়িতে বসে খুব কাঁদলাম। তারপর সেখানেই ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে গেছে, রাত সমাগত। আমি দেখলাম আমার পাশে কয়েকটা পয়সা পড়ে আছে।

৮। বাংলাদেশের মানুষ ধর্মের প্রতি দুর্বল।(আমার মনে হয়, যারা পাপ বেশী করে তারা ধর্মের প্রতি খুব দুর্বল হয়।) খানকা শরিফ, দরগা, আশেক রাসূল, দরবার শরীফ, চিশতী- মাজার এদেশের বিশাল লোকজীবনে অশিক্ষা, অজ্ঞানতা আর কুসংস্কার জমাট বেধে আছে। পীর-ফকিরদের প্রতি ভক্তি-বিশ্বাসের মূল আছে অশিক্ষা আর কুসংস্কার। মানুষের ধারণা, পীর-ফকিরেরা আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান, সৃষ্টিকর্তার নৈকট্যে তারা আছে, কাজেই তাদের মুরিদ হয়ে তাদের সেবাযত্ন করতে পারলে পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে।

৯। আমাদের একটা ভালো দৈনিক পত্রিকা এবং ভালো একটি টিভি চ্যানেলের খুব অভাব। যে পত্রিকা বা চ্যানেল কোনো দলের কথা বলবে না। নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু দেখাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪২

রাশিয়া বলেছেন: যারা পাপ বেশি করে, তারা ধর্মের প্রতি দুর্বল - এটা একটা ভুল ধারণা। ধর্ম মানুষকে এই শিক্ষা দেয় যে তুমি প্রতিনিয়ত পাপের মধ্যে ডুবে আছ, তাই সচেতন থাকো। তারা ধর্মের প্রতি দুর্বল নয়, তাদের কাছে কোন কাজই পাপ নয় - পাপ পূণ্যের ধারণাই তাদের নেই।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এটাও ঠিক বলেছেন।

২| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৬

তারেক_মাহমুদ বলেছেন: ৯ নং টা নিয়ে বলি এটা কোন সরকার ই হতে দেবে না। ভাল থাকুন, সাবধানে থাকুন।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন মা্নুষ বা দল নিরপেক্ষ থাকতে পারেনা।
মানুষ থাকে সত্যের দলে না হয় মিথ্যার দলে।
নিরপেক্ষরা মেরুদন্ডহীন্, তারা নিশ্চুপ থাকে!

যেমন কেউ দূর্ঘটনায় আহত হয়ে বাঁচার
জন্য চিৎকার করছে। তখন একদল দাঁড়িয়ে
তামসা দেখে তারা মিথ্যার দলে, আর একদল
তাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায় তারা সত্যের
দলে। আর যারা নিজেকে ঝামেলা মুক্ত রাখতে সেখা্ন
থেকে সটকে পড়ে তারা তথাকথিত নিরপেক্ষ বা মেরুদন্ডহীন
বা সুবিধাবাদী জঘন্ন মানুষ।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: জ্বী মুরুব্বী।

৪| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আপনি যেসব ভালো ভালো কথা বলেন, তার কতো ভাগ নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন? B-)

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আমার মধ্যে খারাপ কিচ্ছু নাই।
খারাপ কিচ্ছু আমি ধারন করি না।

৫| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৭

ভুয়া মফিজ বলেছেন: চাপাবাজি কম করেন।
আপনার চরিত্র কি পরলোকগত এরশাদ চাচার মতো পবিত্র??? =p~

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল জীবন যাপন করি। ব্যস।

৬| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: তাহলে আল্লাহ করোনা আক্রান্ত রোগীদের রক্ষা করছে না কেন??

৭| ২০ শে মার্চ, ২০২০ রাত ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: তাহলে আল্লাহ করোনা আক্রান্ত রোগীদের রক্ষা করছে না কেন??

কিছু নাস্তিক, কিছু অহংকারী, কিছু জেনাকারী, মিথ্যাবাদী, হত্যাকারী, লোভী সয়তানদের শাস্তি দেবার জন্য।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: হাস্যকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.