নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
"শেখ হাসিনা আল্লাহওয়ালা মানুষ, করোনা কিছুই করবে না।"
- শামিম ওসমান।
"যে দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে কুরআন তেলওয়াতের মাধ্যমে দিন শুরু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সেই দেশে আল্লাহর রহমতে করোনাভাইরাসে খুব বেশি আক্রান্ত হবে না।"
-পানিসম্পদ বিষয়ক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
"আল্লাহ নিজে আসলেও কিছু করতে পারবেন না।"
- জাহিদ ফারুক।
"করোনা ভয়ংকর শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী!"
- ওবায়দুল কাদের।
"করোনা মোকাবেলায় প্রয়োজনে চীনের মত হাসপাতাল বানানো হবে।"
- মুস্তফা কামাল।
"করোনা নিয়ন্ত্রণে আমেরিকা, ইতালির চেয়েও বেশী সফল বাংলাদেশ।"
- জাহিদ মালেক
"শেখ হাসিনার মত নেত্রী পাওয়ায় করোনা প্রতিরোধ করতে পারছি।"
- মোহাম্মদ নাছিম।
"করোনা নিয়ে বিএনপি জামায়াত জনগনকে আতঙ্কিত করছে।"
-হাছান মাহমুদ
"করোনা মারাত্মক রোগ নয়,এটা সর্দি-জ্বরের মত।"
- আব্দুল মোমেন।
"করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মত ব্যাবস্থা উন্নত দেশগুলোতেও নেই।"
- শাহরিয়ার আলম।
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: ক্ষমতাবানরা চাটুকারিতা পছন্দ করেন।
২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: What a bunch of idiots!
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০০
জাহিদ হাসান বলেছেন: Stay at Home, stay safe.
বাসায় বসে সবাই আল্লাহকে ডাকুন।
আতংকিত না হয়ে, সবাই সতর্ক থাকুন।
বাইরে যাওয়ার প্রয়োজন হলে মাস্ক পরুন আর ঘরে ফিরে সবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: হাত আমি নিয়মিত ধুচ্ছি।
৪| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা কুকুর পোষে, শেখ হাসিনা খচ্চর পোষেন
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: কেন দেশে কি সৎ দক্ষ ও যোগ্য লোক নেই?
৫| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৯
এস সুলতানা বলেছেন: রাজীব নুর ভাই আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমাকে?
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: অবশ্যই দিব।
৬| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা কুকুর পোষে, শেখ হাসিনা খচ্চর পোষেন
তবে মনে রাখবেন রাজীব ভাই , সরকার কিন্তু আপনার হাত ধুয়ে দিয়ে যাবেনা। নিজের হাত নিজেরই ধুতে হবে।
২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: সো, আমাদের করোনা মোকাবিলার প্রস্তুতি হচ্ছে খাবার দাবার কিনে ঘর বোঝাই করে বাইরে হাওয়া লাগায়া ঘুরে বেড়ানো। ২ দিন আগে যে পেয়াজ ৪০ টাকায় কিনলাম, সেটা দেখলাম গতকাল ৮০ টাকা। চালের দামও বাড়তি। বিপদে আছে দিনমজুর শ্রেনীর মানুষ।
৭| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৮
মিরোরডডল বলেছেন: উফ ! ইম্পসিবল ক্রিয়েচার !
Shameless !
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৮| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাল ডাল পেঁয়াজ কিছুই কেনা হয়নি।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: আমিও কিনি নি।
৯| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: নিজের সতর্ক নিজে হওয়া ভালো।
সরকারের সমালোচনা করে খামাকা সময় নষ্ট না করে নিজের এবং নিজের পরিবারের দিকে বেশি খেয়ার রাখতে হবে ।সতর্ক
এবং সাবধান হতে হবে।সব দেশে সব সরকারেরেই ভুলক্রুটি আছে এবং থাকবে।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ওকে।
১০| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪১
ইসিয়াক বলেছেন: হাল ছেড়ো না
============
কণ্ঠ= কবীর সুমন
**********************
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোলচাল
পুরনো ঘর, পুরনো ঘর,কুড়োনো জঞ্জাল
হাল ছেড়ো না…
হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালবাসি
স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে
আমারও তো বয়েস হচ্ছে,রাত বিরেতে কাশি
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৪
আকন বিডি বলেছেন: হাসিনা খচ্চর পোষেন না। বরং বাঙালি তার মত খচ্চরকে পোষে।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: তাও ঠিক।
১২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৭
ইসিয়াক বলেছেন:
করোনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, নিহত ১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ি সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তাঁর মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে সাতটার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাঁধলে লাবলু মোল্লা গুরুতর আহত হন। এ অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রথম আলো
প্রতিনিধি, রাজবাড়ী
২১ মার্চ ২০২০, ১০:৩১
আপডেট: ২১ মার্চ ২০২০, ১০:৩২
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৩| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৩
ঈশান মাহমুদ বলেছেন: কিছুই বলার নেই।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
১৪| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাধারণত নেতারা আহাম্মক, নির্বোধ ও মূর্খ টাইপের লোকদেরকে তাদের সহযোগী হিসাবে নিয়োগ দেন, যাতে তারা নেতাদের বিরুদ্ধে না যায়। কিন্তু বাংলাদেশে যারা সরকারের মন্ত্রী, এমপি ও হর্তাকর্তা হিসাবে নিয়োগ পেয়েছে, তারা শুধু আহাম্মক, নির্বোধ ও মূর্খই নয়, ইতিহাসের সেরা গর্দভের বাচ্চা। সরকারের বিরুদ্ধে না গেলেও এরা সরকারের পতন ডেকে আনবে নিশ্চিত।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: তারা তো দেশকে ভালোবেসেই রাজনীতিতে নেমেছেন।
১৫| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৭
ফেরদাউস আল আমিন বলেছেন: সব পদবী গুলো লিখা হলে, আরও পূর্ণাঙ্গ হোত
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: ইনারা একেকজন হলেন হেকিম,
নুরে পাগলা, কামে আগলা, পীরে জাদা, নবাব জাদা। কুতুবে রব্বানি, কুতুবে সিলসিলা, চিশতিয়া খানকা, খানায়ে মুজাদদেদি, আইক্কেল আলী তেলেশ্বরী....
১৬| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪০
রানার ব্লগ বলেছেন: এই সব গাজা খাওয়া নেতা ও আফিম খাওয়া মৌলোনা থাকলে সেই দেশ এর মানুষ কতটা নিরাপদ এটা সয়ং আল্লাহ ই জানে।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ সব আজেন এবং বুঝেন। তাই তিনি আআমদের রক্ষা করবেন।
১৭| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান
কোথা সে আরিফ, আবেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান
যার মুখে শুনি তৌহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: বাহ!
১৮| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৭
আসোয়াদ লোদি বলেছেন: হূমায়ুন আজাদ বলেছেন, দেশের খারাপ লোকেরাই মন্ত্রি হয় ।
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: কথা সত্য।
১৯| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৩
খাঁজা বাবা বলেছেন: আমার মনে হয় এরা সবাই বুদ্ধিপ্রতিবন্ধী
২১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: এদের বুদ্ধির ঘাটতি আছে। অথবা হয়তো নিয়ম বড় পদে থাকলে নির্বোধের মতো কথা বলতে হয়।
২০| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮
নেওয়াজ আলি বলেছেন:
২১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: হুম।
২১| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৪
ইলি বলেছেন: বেগুন হাগোল নি ক্যান।
২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: হয়।
২২| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০
তারেক ফাহিম বলেছেন:
২১ শে মার্চ, ২০২০ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
২৩| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জন্য জয় বাংলা বলে মরতে মন চায়।
২১ শে মার্চ, ২০২০ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন। সব ঠিক হয়ে যাবে।
২৪| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০
সোহানী বলেছেন: এতো দু:খে ও হাসি পায় এইসব ছাগলদের কথা শুনে ...............
২১ শে মার্চ, ২০২০ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: আর ছাগলেরা মনে করে শতাব্দীর সেরা কথাটা বলে ফেলেছে।
২৫| ২১ শে মার্চ, ২০২০ রাত ১১:১০
নিরীক্ষক৩২৭ বলেছেন: সারা দেশ খুঁজে খুঁজে মনে হয় সব থেকে অযোগ্য লোকজনদের সংসদে আর মন্ত্রী পরিষদে ঢোকানো হয়।
গাধার বাচ্চাদের ভিতরেও এইসব লোকদের থেকে বেশি সেন্স থাকে।
রাজনীতিবিদদের উপর কেমন যেন একটা ঘৃণা ঢুকে গেছে মনের ভিতর।
২১ শে মার্চ, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: আসলে ক্ষমতায় গেলেই মনে হয় বুদ্ধি লোপ পায়।
২৬| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা সবাই একধরণের ননসেন্স।
২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ইতালিভে ২১ মার্চের একদিনেই ৭৯৩ জনের মৃত্যু। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা ইতালির চেয়ে উন্নত। কারণ এখানকার ডাক্তাররা রান্নার পোশাক প'রে চিকিৎসা করবেন। সঙ্গে সমবেত মুসল্লিরা তো আছেনই। করোনা নামের শয়তানকে তারা শায়েস্তা করবেন। চিন্তা কী! ঘুরে বেড়াও আর দোকান উজাড় করো!
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাটুকারিতারও একটা সীমা থাকে।