নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৯

২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪২



১। হুড়োহুড়ি করে বাসে দাঁড়িয়ে যাওয়ার চেয়ে সাইকেলে করে যাতায়াত আমার কাছে আরামের মনে হয়।
সাইকেল, মটর সাইকেল নয়। দূর্ঘটনা এদেশে ঘটতেই থাকবে। কারন, এদেশের মানুষ আইন না মানাটাই বাহাদূরী মনে করে। প্রতিদিন অসংখ্য ছাগলকে দেখি ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যেতে। কুপ্রবৃত্তির মানুষের শুভবুদ্ধির উদয় হবার আশা করাটাই আসলে বড় ভুল। শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন চুপ মেরে পড়ে থাকা এই জাতির।

২। 'দুর্গেশ নন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।

৩। পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।

৪। সুকুমার রায়ের 'সৎপাত্র' কবিতাটি যারা পড়েন নি। তারা খুব মন দিয়ে পড়ে নিবেন।

৫। যে যাকে যতটা ভালবাসা দেবে, প্রতিদানে ততটা ভালবাসাই পাবে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।"

৬। স্বাধীনতার পরে এই দেশের জনগণ তাহাদের নেতা মুজিব কবে মুক্তি পাইয়া দেশে ফিরিয়া আসিবে তাহা নিয়া উৎকণ্ঠিত ছিলো। জিয়াকে নিয়া নয়।

৭। পুরুষের একমাত্র দূর্বলতা হচ্ছে নারীর চোখের পানি। এই নারীটি হতে পারে তার বোন, হতে পারে তার মা কিংবা হতে পারে স্ত্রী অথবা প্রেমিকা। কিন্তু নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই।

৮। “... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― শিবরাম চক্রবর্তী, ঈশ্বর পৃথিবী ভালোবাসা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪২

হাসান রাজু বলেছেন: স্বাধীনতার পরে এই দেশের জনগণ তাহাদের নেতা মুজিব কবে মুক্তি পাইয়া দেশে ফিরিয়া আসিবে তাহা নিয়া উৎকণ্ঠিত ছিলো। জিয়াকে নিয়া নয়।
- বুঝলাম না। জিয়াকে নিয়ে উৎকণ্ঠার কি ছিল তখন ?

জিয়াকে নিয়ে মানুষ ভালবাসা দেখিয়েছে তার জানাজায়।

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৬। তখন মুজিবই ছিলেন একমাত্র নেতা। জিয়া তখনও নেতা হওয়ার উপলক্ষ তৈরি হয়নি। তাই এই পয়েন্ট খামোখা...
৭। চরম সত্য...
৮। সেই লেভেল...

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। এদেশে সবাই বাইসাইকেল কেনার সামর্থ রাখেনা।

৫। সাপকে যাই ভালোবাসুন. দুধ কলা দিযে পুষুন
সুযোগ পলে নে আপনাকে দংশন করবেই।
সুতরাং অপাত্রে ভালোবাসা দান করতে যাবেন না।

৭। এ্যাবসার্ড !!! নারীর দূর্বলাতা তার সন্তান।
সন্তানের মঙ্গলের জন্য মা তার জীবন উৎসর্গ
করতে পিছপা হয়না।

৮। কথা সত্য !!

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: ১ নং এই দেশের কিছু মানুষের হাতে কি পরিমান টাকা আছে, সেই ধারনা কি আপনার আছে?

৪| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

নেওয়াজ আলি বলেছেন: 6. :D

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ১ নং এই দেশের কিছু মানুষের হাতে কি পরিমান টাকা আছে, সেই ধারনা কি আপনার আছে?

আমার ধারনা আছে তবে কি পরিমান লোকের কাছে একবেলা খাবারের সংস্থান যে নাই সে খবর কি আপনি রাখেন?

২২ শে মার্চ, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.