নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী - ৫০

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২৫



আজ বাইরে গিয়েছিলাম।
অদরকারে না। দরকারেই বাইরে গিয়েছিলাম। যদিও সারাদিন বাসায় শুয়ে বসে থাকা আমার জন্য মোটেও আনন্দময় কিছু না। ঘরে বাজার সদাই কিছুই নেই। অল্প কিছু বাজার করলাম। বাজারের অর্ধেকের বেশি দোকান খোলা। বাজারে জিনিসপত্রের দাম তুলনামূলক কম। ডিম কিনলাম ৯০ টাকা ডজন। পেয়ারা কিনলাম দুই কেজি ১৪০ টাকা দিয়ে। নানান রকম বিস্কুট কিনলাম ৫০০ টাকার। আলু কিনলাম ৫ কেজি। ২২ টাকা করে কেজি। টমেটো কিনলাম দুই কেজি ৪০ টাকা দিয়ে। একটা বড় লাউ কিনলাম ত্রিশ টাকা দিয়ে। দুই পেকেট বেনসন সুইস কিনলাম ৫১০ টাকা দিয়ে। শশা কিনলাম দুই কেজি ৬০ টাকা। অনেককেই দেখলাম দুই তিন পেকেট করে সিগারেট কিনছে। আমার কাছে টাকা থাকলে আরো কয়েক পেকেট কিনে রাখতাম।

রাস্তার পরিবেশ বেশ ভালো।
অল্প কিছু লোক বাইরে। এই কিছু লোক বাইরে থাকবেই। এই শ্রেনীর লোকজন কোনো নিয়ম কানুন মানে না। এরা গর্ধব শ্রেনীর। প্রতিটা নাগরিকের রাষ্ট্রের নিয়ম নীতি মেনে চলাই উচিত। শুনেছি ৭১ সালে যুদ্ধের মধ্যেও নাকি কিছু লোক বাইরে বের হতো। দুই একটা সিনেমা হলও নাকি খোলা ছিলো। কেউ কেউ সিনেমা দেখতেও যেত। আজ বেশ কয়েকটা চায়ের দোকান খোলা দেখলাম। এক দোকানে দেখলাম- পুরী পিয়াজু আর আলুর চপ বিক্রি হচ্ছে। বাজারে লোকজন বেশ ভালোই আছে। রাস্তায় পুলিশের চেকপোষ্ট দেখলাম। তিন চারজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের কোনো কাজ নেই। তারা মোবাইল টিপাটিপিতে ভীষন ব্যস্ত। ট্রাফিক পুলিশ অযথাই রিকশাওলাদের উপর ক্ষমতা দেখাচ্ছে। কারো কারো রিকশা রাস্তায় পাশে উলটা করে ফেলে রেখেছে। গলির ভেতর সবজির দোকান গুলো খোলা। মসজিদে কিছু লোকজন নামাজ পড়ছে।

এক দোকানে দেখলাম লুডু সাজিয়ে রেখেছে।
লোকজন বেশ আগ্রহ নিয়ে লুডু কিনছেন। আমার বাসার লোকজনও খুব আগ্রহ নিয়ে লুডু খেলছে। সুরভি সন্ধ্যায় নিচে নামে। লুডু খেলে রাত ১১ টায় উপরে আসে। এসেই আমাকে বলে আজ আমি জিতেছি। হে হে। আমি থাকি ছয় তলায়। সারাদিন কড়া রোদ। পুরো ঘর গরম হয়ে থাকে। আমার ঘরে নাই এসি। অথচ গরম আমি সহ্য করতে পারি না। সারারাত ঘুম আসে না। বই পড়ি। মুভি দেখি। ঘুমাতে যাই শেষ রাতে। উঠি বারো টায়। গোছল টোছল করে ফ্রেশ হতে হতে দেড়টা বেজে যায়। সকালের নাস্তা আর খাই না। একেবারে দুপুরের ভাত খাই। আমি একাই ভাত খাই। সুরভি রোজা। আজকে রান্না হয়েছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আলু ভরতা, ডাল, বরবটি ভরতা, আর কাইকা মাছ বেগুন দিয়ে ভাজা ভাজা। আমি ভাত খাই, কম ভলিউমে গান চলে রবীন্দ্রনাথের। গান শুনতে শুনতে ভাবি- রবীন্দ্রনাথের গান গুলো হতে পারে পৃথিবীর সঙ্গীত। প্রতিটা গান আমাকে ভাবায়। আমাকে আনন্দ দেয়।

নিজের মনে প্রশ্ন জাগে-
কিছুদিন আগেও তো স্লোগান ছিল আমাদের খাদ্যের অভাব নেই, বস্ত্রের অভাব নেই। দেশ উন্নয়নের মহাসড়কে। কিন্তু হঠাৎ করে যেভাবে ত্রাণ বিতরণের নমুনা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে দেশে এখন দুর্ভিক্ষ চলছে। আসলেই কি তাই? করোনার দিনে গ্রাম গুলোতে মানুষজন কেমন আছেন? বিশেষ করে দরিদ্র মানুষ? আজ আমাদের বুয়া সুরভিকে ফোন দিয়ে বলল- কোয়ারেন্টাই ঘরেন্টাইন,
গরিব মানুষ মরেন্টাইন। বুয়াকে বিকাশ করে এক হাজার টাকা পাঠালাম। আমার এই বুয়া কিন্তু দরিদ্র না। তার ঘরে টিভি ফ্রিজ সবই আছে। মাসে বুয়া দশ হাজার টাকা ঘর ভাড়া দেয়। বুয়ার জামাই বেইলী রোডে ফুচকা বিক্রি করে। যাই হোক, আজ লেখা এখানেই শেষ করছি। এমন আকালের দিনে টাঙ্গাইলের চমচম খেতে ইচ্ছা করছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রথম আলোর খবর ডিম এখন প্রতিপিস ৫ টাকা
বয়লার মুরগী ৪০/৫০ কেজী তাও ক্রেতা নাই।

খানসাব দয়া করে এই সমেয়ে ধর্ম নিয়ে
কটাক্ষ না করলেই কি নয় ?

বড়ই আর পেয়ারা আমি কিনলাম ৪০ টাকা কেজি দরে।
এই সুযুগে বিড়ি খাওয়া ছেড়ে দিতে পারতেন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: তাহলে তো আমার কাছে দাম বেশি রেখেছে।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে কটাক্ষ করা ভালো না।
আল্লাহ শাস্তি দিবেন। মৃত্যুর পর।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৭

ফয়সাল রকি বলেছেন: আহ চমচমের কথা বলে দিলেন তো তেষ্টাটা বাড়িয়ে! আজ খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে B:-/

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: চিনি খান।
আমি দুই চামুচ চিনি মুখে দিয়েছি।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


সিগারেট বন্ধ করে দেন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: দেওয়া উচিত।
কিন্তু পারছি না।
সিগারেটের টাকা দিয়ে ১০ কেজি চাল পেতাম।

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:০১

Subdeb ghosh বলেছেন: যানিনা কতদিন এরকম থাকতে হবে আর??

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আর অল্প কিছু দিন। সব ঠিক হয়ে যাবে।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:২১

ফয়সাল রকি বলেছেন: হা হা হা--- চিনিই ভরসা! আমি ভাবছি, কনডেন্সড মিল্ক খাবো!

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে আমি রুটি দিয়েও খাই।
কমডেন্স মিল্কও খারাপ না।

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: মানুষের খুবই আহাকার চলছে ।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: তা শুধু আমাদের দেশে না। বলা যায় সারা বিশ্বে।

৭| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

আমি রানা বলেছেন: টাকার অভাবে সিগারেট খেতে পারছিনা, করোনা এসে ভালই করেছে, সিগারেট না খাওয়ার উছিলা পেলাম।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: সব খারাপের মধ্যে কিছু ভালোও থাকে।
গ্রেট।

৮| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০৩

নেওয়াজ আলি বলেছেন:

০২ রা এপ্রিল, ২০২০ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: চুরী করা চাল তাকে দিয়ে দেওয়া হোক। অন্য রকম নজির স্থাপন হবে তাতে।

৯| ০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৬:০২

রাফা বলেছেন: ধর্ম কি এ্যাডভার্টাইজ করে দেখানোর জন্য ? নাকি নিজের জিবনকে ধর্মের আলোকে পরিচালিত করাই প্রকৃত ধর্ম পালন! ধর্ম ও বিজ্ঞান একে অপরের পরিপুরক।মূর্খরা মনে করে ধার্মিকরা বিজ্ঞানের শত্রু।
ধন্যবাদ, রা.নুর।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধর্ম মানব জীবনের কোনো কাজে লাগে না। ধর্ম দিয়ে জীবন চলে না। এই সত্যটুকু যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত লাভবান হবে।

১০| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:২২

ইসিয়াক বলেছেন: জানলাম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সাবধানে থাকুন আপনজন নিয়ে।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধূমপান খুবই খারাপ অভ্যাস।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৪

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নূর,
আপনার লেখা পড়েতো কারো মনে হবে না করোনার কারণে দেশে কোনো সমস্যা হচ্ছে । সিগারেট খাওয়া, লুডু খেলা ! সবইতো চলছে । ঢাকার শান্তি শান্তি সুখের একটা ছবির কথাই মনে হলো আপনার লেখা পড়ে । হাহাহা-----কিছুদিন আগেও তো স্লোগান ছিল আমাদের খাদ্যের অভাব নেই, বস্ত্রের অভাব নেই। দেশ উন্নয়নের মহাসড়কে। কিন্তু হঠাৎ করে যেভাবে ত্রাণ বিতরণের নমুনা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে দেশে এখন দুর্ভিক্ষ চলছে। আসলেই কি তাই? প্রধানমন্ত্রীকে এতো বেকায়দা প্রশ্ন করার জন্যতো আপনার পেছনে গোয়েন্দা লাগবে । এতো জটিল প্রশ্ন করবেন না দেশ জাতি সম্পর্কে । উন্নয়নের সড়কে দ্রুততম গতিতে চলছে দেশ । এতো দ্রুত গতিতে চলতে থাকলে একটু ঝাকি টাকিতো খেতেই হবে ।সেটাই সবাই খাচ্ছে এখন আর কি । চিন্তার কিছু নেই সেটাই সরকার বলবে ।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: আমি তো চাই দেশের মানুষ ভালো থাকুক। খেয়ে পড়ে বেঁচে থাকুক।

১৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৬

সাইন বোর্ড বলেছেন: পরিবার কথন বরাবরের মতই, ধর্ম কখনো ছুটিতে যায় না আর বিজ্ঞানও ধর্মের বাইরের কিছু না ।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৪| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৮

অশুভ বলেছেন: বিজ্ঞানের কোন ক্ষমতা নাই ডিউটি করার। শুদ্ধ করে বলেন বিজ্ঞানীরা (বর্তমান প্রেক্ষাপটে ডাক্তার/নার্স) ডিউটিতে। আর এই বিজ্ঞানীদের একটা বড় অংশ আল্লাহ/ভগবান/ঈশ্বরের নাম নিয়ে ঘর থেকে বের হন, যাতে তারা নিজে সুস্থ থাকেন এবং অসুস্থদের সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারেন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: আসলে মানব জীবন অনেক রহস্যময়। এই সত্য সবচেয়ে বেশি জানে ডাক্তাররা। তাই তারা প্রভুর নাম নিয়ে ঘর থেকে বের হোন।

১৫| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: যাক আল্লাহ আপনাকে ভাল রেখেছে,সামনের দিনগুলোতেও ভাল রাখুক!

ভাইজান এই দুনিয়াতে বিজ্ঞান বা ধর্ম কখনো অফ ডিউটিতে থাকেন।পরিস্থিতি যাই হোক তারা সবসময় অন ডিউটি!!

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ওকে।
ওকে কি, ধন্যবাদ দিতে পারেন না :P

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: পারি ।

১৭| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬

আখেনাটেন বলেছেন: দুই পেকেট বেনসন সুইস কিনলাম ৫১০ টাকা দিয়ে। -- চাঁদগাজী একবার আপনাকে মনে হয় বলেছিল, আপনি দেশের সবচেয়ে ধনী বেকার। তখন কথাটায় ততটা বিশ্বাস না হলেও এখন বিশ্বাসটা পাকা হয়েছে। ;)

ধুমপান ছাড়ুন পরীর কথা মাথায় রেখে।

লেখা ভালো লেগেছে।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আমি দরিদ্র মানুষ।
কোনো কিছু নিয়েই আমার বিলাসিতা নেই। জাস্ট সিগারেট!!
এতটুকু ক্ষমা সুন্দর চোখে দেখা দরকার।

১৮| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

পুলক ঢালী বলেছেন: আপনার রোজনামচায় ব্যনারটার কোন সম্পর্ক খুঁজে পেলাম না। অপ্রাসঙ্গিকভাবে ব্যনারটা কেন যুক্ত করলেন তাও বুঝলাম না।
আপনার লেখা পড়ে মনে হল বেশ সুখেই আছেন দারুন দারুন সব রেসিপি সুরভিভাবী মনে হয় প্রতিনিয়ত আপনাকে উপহার দিচ্ছেন। ভাল থাকুন সুখে থাকুন।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: কিছুটা সুখেই আছি। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.