নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। হ্যাপিনেস মানেই কিন্তু সেন্স অফ সিকিউরিটি। আমার কখনও বিপদ হবে না, আমার কখনও অভাব হবে না, আমার সব কিছু ঠিকঠাক থাকবে, আমাকে বাচানোর জন্য কিছু লোক সবসময়ে প্রস্তুত থাকবে, কেউ আমার নিন্দে করবে না।
২। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
৩। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?
৪। স্ত্রী হয়ে যে স্বামীর বচন না শুনে, স্বামীর বংশ রক্ষা না করে, অবজ্ঞায় স্বামী কার্য্যে অনাদর করে তবে সে নারী চিরকাল নরকে মজবে।
(মহাভারত)
৫। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।
৬। বাংলাদেশের এই করোনা পরিস্থিতে অসৎ পথে নব্যধনী হওয়াদের কাছ থেকে টাকা গুলো নিয়ে করোনার কল্যানে ব্যয় করলে ভা্লো হয়।
৭। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই। আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ। দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন। সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে…
৮। শীর্ষ আলেমরা মসজিদে জামাত নিয়ে নিজেদের আভ্যন্তরীণ ‘রাজনৈতিক’ বিরোধটা এই মুহূর্তে সামনে না আনলেও পারতেন।
৯। IEDCR থেকে নিয়ম করে দৈনিক যেমন আহত নিহত (আক্রান্ত ও মৃত) সংখ্যা জানানো হচ্ছে ঠিক তেমন করে দুদক থেকে দৈনিক চাল চোরদের সংখ্যাটা জানিয়ে দিলে জাতির উপকার হতো।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব। ভালো থাকুন।
২| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
৭। ধর্ম মানুষের স্বাভাবিক, প্রাকৃতিক মানবিক গুণগুলো ধ্বংস করে, কৃত্রিম ও অবান্তর মানসিকতার জন্ম দেয়।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন- করোনা ভয় পাচ্ছেন না। কারণ আল্লাহ ভরসা।
অথচ করোনা রোগীর জানাযার নামাজ পড়তে দিচ্ছেন না। যদি করোনায় ধরে। এখন আল্লাহ ভরসাটা গেলো কই?
জীবিত মানুষের শরীরে করোনা ভাইরাস থাকে। অথচ গলাগলি করছি।
মৃত মানুষের শরীরে করোনা ভাইরাস থাকেনা। অথচ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি।
যেটা নিষেধ সেটাই পালন করছি। আর যেটা নিষেধ না- সেটা পালন করছিনা। এমন কেন আমরা !!!!
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিউইয়র্কে বসবাসরত আমার এক সহপাঠী বান্ধবী গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
সাইন বোর্ড বলেছেন: ভাল উপলব্ধি ।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রফেসর রাজ্জাক low profile personality ছিলেন। রাষ্ট্রীয় ভাবেও তেমন সম্মান পান নাই। যদিও তিনি পাওয়ার যোগ্য ছিলেন। আহমদ ছফা চেষ্টা করেছেন প্রফেসর রাজ্জাকের মূল্যবান কথা গুলো মানুষকে জানাতে।
ব্রিটিশরা সতীদাহ বন্ধ করেছিলেন ভারতের কিছু গুনি মানুষের সহায়তায়।
সত্যিকারের ধার্মিকরা নিজেকে লুকিয়ে রাখে।
আলেমদের নামের আগে লম্বা লম্বা টাইটেল থাকে। রসূলের (সাঃ) জমানায় এমন ছিল না।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: চমতকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৪। স্ত্রী হয়ে যে স্বামীর বচন না শুনে, স্বামীর বংশ রক্ষা না করে, অবজ্ঞায় স্বামী কার্য্যে অনাদর করে তবে সে নারী চিরকাল নরকে মজবে। (মহাভারত)
আপনারও কি তাই ধারণা?
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ নারীই নরকে যাবে।
৭| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাসার কোনও নারী সদস্যকে এ কথা বইলেন না। রাস্তায় থাকতে হতে পারে।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: না। খাইছে আমারে। এত সাহস আমার নাই। বাসায় আমি বোবা হয়ে থাকি।,
৮| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩
ঊণকৌটী বলেছেন: গোটা দুনিয়াটা বদলে গেল। প্যারিস আর রোম্যান্টিক নয়, মৃত্যুগন্ধী। আমেরিকা ঈশ্বরের মতো শক্তিধর নয়। চীনের প্রাচীর কি কিছু আটকাতে পারে, না আটকাতে চায় ?! মানুষের মানুষকে জড়িয়ে ধরা বারণ। চুমু নিষিদ্ধ। প্রাণের মানুষের থেকে দূরে থাকাটাই নাকি প্রকৃত ভালোবাসা।
মানুষ রাতারাতি টের পেয়েছে, ক্ষমতা রূপ যৌবন অর্থ এসবই ভীষণ অকর্মণ্য। তাকে প্রাণে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র শক্তি এদের কারও নেই। অথচ দেখ, মানুষ নামের সবথেকে শক্তিধর প্রাণীটিকে মৃত্যুভয় দেখিয়ে খাঁচায় ভরে দিয়ে বাকি দুনিয়া দিব্বি প্রাণোচ্ছল। কারও কিচ্ছুটি যায় আসেনি। প্রকৃতি আগের থেকে আরও সুন্দর। অনাবিল। অমলিন। কোথাও কোনও বে-সুর নেই।
আসলে, মূর্খ মানুষকে কোরোনার হাতে ঈশ্বর একটি চিঠি পাঠালেন, "ওহে শ্রেষ্ঠ জীব, এই পৃথিবীর নকশায় তুমি অচ্ছুৎ, ভীষণরকম অপ্রয়োজনীয় হয়ে উঠেছ। তাকিয়ে দেখ, বোঝো, তোমার খবরদারি ছাড়া গাছপালা পশুপাখি নদীনালা আলো বাতাস আকাশ সবাই খুব ভালো আছে। আরও অমলিন, নিশ্চিন্ত, দেদার খুশি।
তাই বেঁচে উঠে মাথা নত করে ফিরো। দৃষ্টিতে যেন বিনয় থাকে। জিভে কৃতজ্ঞতা। মগজে একটা কথা ভালো করে গেঁথে নাও রে মানুষ, তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি। আকাট, অকৃতজ্ঞ জীব কোথাকার, এরপর থেকে আচরণ তেমনই কোরো।"
তথাকথিত যে শিক্ষা !!! যার বিনিময়ে, ভাগাভাগি, হত্যা, রাহাজানি, অবিচার, করে মনগড়া ধর্মের বেড়াজালে গোলোক ধাদায় ঘুরছিলে, অহংকারে স্বদর্ভে ঘোষণা করে বলেছিলে...... তুমি...মানুষ !!! নাকি একমাত্র শ্রেষ্ঠ জীব !!! প্রকৃতি ★ করোনা ★ নামক এক থাপ্পড় মেরে মনেহয় বুঝিয়ে দিল..... এবং বলছে......ওহে মানুষ তুমি শ্রেষ্ঠ জীব নও, তুমি পশুর ও অধমে পরিনত হয়েছ। তাই, এখনো সময় আছে, পারলে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও, আল্লা, গড, ভগবান, পরে হবে, মঠ, মসজিদ, গির্জা, আশ্রম, ও সব পরে বানিও। আগে এই প্রকৃতি থেকে পাঠ নাও। প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হও।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: চমতকার বলেছেন।
৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৩
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । শুভ কামনা আপনার জন্য।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: আমরা আসলেই ভন্ড । আমাদের মনে এক আর উপরে এক ।
চাল চোরের বিষয়টি নিয়ে ভাবা উচিত। পুরো দেশবাসীর সামনে এদের চেহারা ফাঁস করা উচিত । আসলে এরা মানুষের পর্যায়ে পরেনা ।
আর মানুষের অসহায়ত্ব কে পুজি করে যারা পাবলিসিটি পেতে চায় এদেরও কিছু করা উচিত । যেমন গতকাল ফেসবুকে এক ভিডিও দেখলাম এক শিশু কাঁদতে কাঁদতে খাবারের জন্য গাড়ির পেছনে দৌড়াচ্ছে আর গাড়ি থেকে কেউ একজন বলছে খাবার শেষ হয়ে গিয়েছে কিন্তু আবার সেই দৃশ্য সে ভিডিও করছে । মানুষের মনুষ্যত্ব আবেগ অনুভুতি বিবেক সব লোপ পাচ্ছে । এরা সবাই মনে হয় চুরি করা চাল খায় ।
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: কোয়ারেন্টাইন জীবন শেষ হলে কিছু মানুষ নাকি কার কার সাথে সকালের নাস্তা,দুপুরের খাবার বিকেলের কফি,রাতের খাবার খাবে,,,মনে হয় যেন জীবনে খায় নাই
১১| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: কল্পিত কাহিনী মহাভারত ও আজকাল বিশ্বাস করছেন দেখি। ভালই আপনাদের উন্নতি হয়েছে
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬
ইসিয়াক বলেছেন: ১,২,৭ ও ৯ নম্বরটা ভালো লেগেছে।