নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গোটা দুনিয়াটা কেমন বদলে গেল!
প্যারিস আর রোম্যান্টিক নগরী নয়। মক্কা মদীনা বন্ধ। আমেরিকা ঈশ্বরের মতো শক্তিধর নয়। চীনের প্রাচীর কি কিছু আটকাতে পারলো? দেখো, চারিদিকে কি ভীষন করুন পরিবেশ! মানুষ মানুষকে জড়িয়ে ধরা বারণ। চুমু নিষিদ্ধ। প্রাণের মানুষের থেকে দূরে থাকাটাই নাকি এখন প্রকৃত ভালোবাসা। ভালো মানুষ, মন্দ মানুষ রাতারাতি টের পেয়েছে, ক্ষমতা, রূপ যৌবন এবং অর্থ এসবই ভীষণ অকর্মণ্য। তাকে প্রাণে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র শক্তি এদের কারও নেই। অথচ দেখুন, মানুষ নামের সব থেকে শক্তিধর প্রাণীটিকে মৃত্যুভয় দেখিয়ে খাঁচায় ভরে দিয়ে বাকি দুনিয়া দিব্বি হাসি খুশি। মানুষের কিচ্ছুটি করার নেই। বাতাসে সামান্য ধুলোও নেই। প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ মাটির পুতলা। হে মানুষ- এখন করো টাকার বড়াই, ক্ষমতাই বড়াই, মিথ্যার বাহাদুরি। করো বদমাইশি, করো জমিদারগিরি। করো ফুটানি। এখন কানের আগায় কলম গুজে বাঈজি নাচাও।
প্রকৃতি এখন আগের থেকে আরও সুন্দর।
অনাবিল। অমলিন। স্বচ্ছ, পবিত্র। কোথাও কোনও বে-সুর নেই। আসলে, মূর্খ নির্বোধ মানুষকে করোনার হাতে ঈশ্বর একটি চিঠি পাঠালেন, 'ওহে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত এই পৃথিবীর নকশায় তুমি অচ্ছুৎ, ভীষণরকম অপ্রয়োজনীয় হয়ে উঠেছ। তাকিয়ে দেখ, বোঝো, তোমার খবরদারি ছাড়া গাছপালা, পশুপাখি, নদীনালা, পাহাড়, সমুদ্র, আলো বাতাস আকাশ সবাই খুব ভালো আছে। অমলিন, নিশ্চিন্ত, দেদার খুশি। তাই করোনা থেকে বেঁচে উঠে মাথা নত করো প্রকৃতির কাছে। প্রকৃতির আর সর্বনাশ করো না। প্রকৃতির প্রতি দৃষ্টিতে যেন বিনয় থাকে, শ্রদ্ধা থাকে, থাকে ভালোবাসা। জিভে কৃতজ্ঞতা। মগজে একটা কথা ভালো করে গেঁথে নাও রে বোকা মানুষ, তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি। আকাট, অকৃতজ্ঞ জীব কোথাকার। এখন থেকে আচরণ উন্নত করো। ক্ষমতা কম দেখাও। মানুষ হও। ভালো মানুষ। স্বচ্ছ পবিত্র মানুষ।
তোমাদের তথাকথিত যে শিক্ষা!
যার বিনিময়ে, ভাগাভাগি, হিংসা, হত্যা, রাহাজানি, অবিচার করে মনগড়া ধর্মের বেড়াজালে গোলোকে ঘুরছো, অহংকারে ঘোষণা করে চিৎকার করে বলেছিলে তুমি...মানুষ! একমাত্র শ্রেষ্ঠ জীব! প্রকৃতি 'করোনা' নামক এক থাপ্পড় মেরে মনে হয় বুঝিয়ে দিল এবং বলছে ওহে মানুষ তোমরা শ্রেষ্ঠ জীব নও, দিনকে দিন তোমরা পশুতে পরিনত হয়েছ। তোমাদের কর্মকান্ডে পশুরাও লজ্জা পায়। তাই, এখনো সময় আছে, পারলে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও, করোনা থেকে শিক্ষা নাও। আল্লাহ, গড, ভগবান পরে হবে। মঠ, মসজিদ, মন্দির, গির্জা, আশ্রম, ওসব পরে বানিও। আগে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হও। বুঝতে চেষ্টা করো- ধর্ম মানুষের স্বাভাবিক, প্রাকৃতিক মানবিক গুণগুলো ধ্বংস করে দেয়, কৃত্রিম ও অবান্তর মানসিকতার জন্ম দেয়।
আশা রাখি মানুষও পরিবর্তন হবে। পরিবার কে নিয়ে সতর্ক এবং ভাল থাকবেন। পৃথিবীর সবাই ভালো থাকুক এই আশা করি।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩
নেওয়াজ আলি বলেছেন: মুক্তিলাভের কথা বলেন।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: মুক্তি লাভ হবে।
৩| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪
আমি রানা বলেছেন: মনের কথা বলেছেন।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: আমি সব সময় জীবনের কথা গুলো বলতেই চেষ্টা করি।
৪| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮
কাছের-মানুষ বলেছেন: মানব জাতী এরকম খারাপ সময় পার করেছে আরো এবং দারুনভাবে ফিরেও এসেছে আবার। এই সংকটও মোকাবেলা করবে মানুষ।
১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: হুম মানুষ আবার এই সংকট থেকে ফিরে আসবে। কিন্তু তার আগেই অনেক ক্ষতি হয়ে যাবে।
৫| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫১
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আফসোস এটাই যে আমরা প্রকৃতিকে সাথে নিয়ে বাঁচতে শিখিনি---শুধু স্বার্থপরতা করতে শিখেছি--কিন্ত প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচলে পারেনা।
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সন্ধ্যা ৬ টার পর ঘরের বাইরে বের হতে পারবেন না ।
৬| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১
ইসিয়াক বলেছেন: খারাপের মাঝেও ভালো কিছু লুকিয়ে থাকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
নিশ্চয় সামনে ভালো দিন আছে।
শুধু একটু ধৈর্য ধরতে হবে।
১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: তবে কিছু গুড নিউজও আছে।
জাপানের গবেষকরা মনে করতেছেন করোনার বিরুদ্ধে অ্যাভিগান এখন পর্যন্ত সবচয়ে কার্যকর ওষুধ। চীন অলরেডি এইটাকে শতভাগ কার্যকর ওষুধ বলে স্বীকৃতি দিয়ে ফেলছে।
৭| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: তবে কিছু গুড নিউজও আছে।
জাপানের গবেষকরা মনে করতেছেন করোনার বিরুদ্ধে অ্যাভিগান এখন পর্যন্ত সবচয়ে কার্যকর ওষুধ। চীন অলরেডি এইটাকে শতভাগ কার্যকর ওষুধ বলে স্বীকৃতি দিয়ে ফেলছে।
আমি ও এমন একটা খবর পেয়েছি সত্যি মিথ্যা জানি না।
=====================================
জাপানের আবিষ্কার করা দুটি ঔষধ আভিগান ও ওরভেসকো সেটা মানুষের শরীরে খুবই কার্যকর হতে শুরু করেছে। জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের (আনঅফিসিয়াল) ফলাফল-
যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।
যারা মধ্যময়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ।
দুঃখিত লিঙ্কটা খুঁজে পাচ্ছি না।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।
৮| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এতো খারাপ সময় পৃথিবীর মানুষ আগে কখনই দেখেনি।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: যেসকল ওয়াজকারিরা ধর্মের ভুল ব্যাখ্যা দিচ্ছে, কোরান নিয়ে কসম কাটছে, যেজন্য কসম কাটছে তা ভুল প্রমাণিত হচ্ছে, মানুষের মাঝে অজ্ঞতা ছড়াচ্ছে, মানুষকে জীবন আর ধর্ম নিয়ে মনগড়া ফতোয়া দিচ্ছে। ভুল পথে ঠেলতেছে। হুজুগে বাঙালি সেসবই ঠিক মনে করছে।
৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ শ্রেষ্ঠ জীব এটা মানুষ নিজেই বলে।
অন্য কোন প্রাণী আজ পর্যন্ত বলেছে কি?
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: হয়তো্ বলেছে। আমরা জানি না। অন্য জীবের ভাষা তো আর আমরা বুঝতে পারি না।
১০| ১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৯
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।
হুম ! হুম!! হুম!!!
১১| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: ওকে।
১২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ খুবই খারাপ প্রাণী।
১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: ভাই সব মানুষ খারাপ না।
অল্প কিছু মানূষ খারাপ।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭
সোনালি কাবিন বলেছেন: +++++