নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ২৫ (ছবি ব্লগ)

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০



আজ অনেকদিন পর বাইরে গেলাম।
ভাববেন না অসচেতন লোকের মতো খামাখা বাইরে গিয়েছি। দরকারেই গিয়েছি। ঘরে কোনো খাবার নাই। ফ্রিজ পুরা খালি। এমন কি ভাতের চালও নাই। ডিম নাই, তেল নাই। লবন নাই। তরিতরকারী, মাছ মাংস কিছুই নাই। গরীব বলে না খেয়ে তো আর থাকা যায় না। তাই বের হয়েছি। অল্প কিছু বাজার করেছি। আরো বাজার করতে হবে। বাজার করতে গিয়ে ভাবলাম- একটু আশেপাশে ঘুরান্তি দেই। দেখি চারপাশের অবস্থা কি। রাস্তাঘাট বেশ নিরিবিলি। রাস্তায় পুলিশ আছে। সেনা সদস্যরা আছে। অল্প কিছু পথ হেটেই পুরো শরীর ব্যথা হয়ে গেছে। কিন্তু অন্য সময় এর চার গুন বেশি হাটি। আসলে অনেকদিন বাসায় শুয়ে বসে থেকে হাতে পায়ে খিল ধরে গেছে। অনেকদিন পর হঠাত ফুটবল খেললে যেরকম শরীর ব্যথা করে আজ সেই রকম ব্যথা করছে। এই গলি, সেই গলি হেঁটে শেষে গেলাম বাজারে। বাজারে বেশ ভিড়। তবে বাজারের সব দোকান খোলা না। পিয়াজ ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। আদার দাম খুব বেশি। ৩০০ টাকা কেজি। দশ দিন আগেও ১৬০ টাকা ছিলো। গলির ভিতরে থাকা সবজির দোকান গুলো মেইন রাস্তা এসে পড়েছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে দেশ কোণ দিয়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম না।

১।
বেইলী রোড। মহিলা সমিতির সামনে। একটু সামনেই ভিকারুন নেসা স্কুল। ছবিতে কি দেখা যাচ্ছে বা পাশে সেনা সদস্যদের বেশ কয়েকটা গাড়ি থেমে আছে?

২।
এটা খিলগাও বাজারের দৃশ্য। এই বাজারে সব সময় ভিড় লেগেই থাকে। ছোটবেলা থেকেই দেখছি।

৩।
এটা শাহজাহানপুর এলাকায় কম মূল্যে বা বলা যায় ন্যায্য মূল্যে টিসিবি'র বিক্রয় কেন্দ্র। তেল আটা বিক্রি হচ্ছে। মানুষজন লাইন ধরে কিনছে।

৪।
এই ছবিটা যে কোথা থেকে তুললাম বুঝতে পারছি না।

৪।
বেইলী রোডের মুখে, সিদ্বেশরী উচ্চ বিদ্যালয় স্কুলের গেটের পাশে হাত ধোয়ার এই আয়োজন। বেশ ভালো উদ্যোগ। সবাই এরকম ব্যবস্থা করলে ভালো হতো। অবশ্য রাস্তায় লোকজন কম। হাত ধুবে কে?

৫।
খিলগাও শাহজাহানপুর ফ্লাইওভার। দেখেছেন রাস্তা কেমন খালি!

৬।
মৌচাক মার্কেটের কাছে। পিকআপ ভ্যান থেকে কম মূল্যে তেল আটা বিক্রি করছে। মানুষের বেশ লম্বা লাইন।

৭।
অই যে কিছু লোকজন দেখা যাচ্ছে। সম্ভবত তারা ত্রানের অপেক্ষায় আছে।

৮।
রাস্তায় রিকশার চেয়ে বেশি দেখা যায়- ব্যক্তিগত গাড়ি।

৯।
আমার বাসার কাছের রাস্তা।

১০।
মগবাজার মোড়।

১১।
রাজারবাগ মোড়।

১২।
পরীবাগ যাওয়ার রাস্তা টা।

১৩।
খিলগাও বাজারের প্রবেশ পথ অনেক গুলো। এখন মাত্র দুটা পথ খোলা। বাকি সব পথ বন্ধ করে রাখা হয়েছে।

১৪।
হ্যালি ফ্যামিলি হাসপাতালের সামনে।

১৫।
আমার বাসার কাছেই এই মাংসের দোকানটা। আমি জানি এরা কিভাবে ক্রেতাকে ঠকায়।

১৬।
পুরাতন রমনা থানার সামনের রাস্তা।

১৭।
আমার বাসার কাছে এই রাস্তা। এই পথ দিয়েই খিলগাও বাজার যেতে হয়।

১৮।
মৌচাক মার্কেট এলাকা। পুলিশ অযথাই এপথ দিয়ে রিকশা যেতে দিচ্ছে না।

১৯।
মৌচাক মগবাজার ফ্লাইওভার।

২০।
তেল, গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইন থাকতো এই পাম্পে। এখন ফাকা।

২১।
বেইলী রোড। কোনো জ্যাম ট্যাম নেই।

২২।
শান্তি নগর মোড়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন:

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: এই ছবি কি আপনার?
চালের বস্তা মাথায় নিয়ে দাড়িয়ে আছেন কেন?

২| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৮

ঢাবিয়ান বলেছেন: যাক লকডাউন মোটামোটি সফল বলা যায়।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: তা বলা যায়।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

আমি রানা বলেছেন: পেয়াজ আর আদা নিয়েই বাসায় ফিরলেন?

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: না, অনেক কিছু কিনেছি। পেয়াজ আর আদা কিনি নাই।

যা যা কিনলাম-
১। তেল- ৫ লিটার
২। লবন- ১ কেজি
৩। ডাল- ২ কেজি
৪। লবন- ২ কেজি
৫। ডির্টারজেন- ১ কেজি
৬। নুডুলস ৩ পেকেট
৭। ডিম- ২ ডজন
৮। দুধ ডালো- ১ কেজি
৯। চা পাতি- আধা কেজি
১০। ওষুধ।

৪| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

ইসিয়াক বলেছেন: ঘুরান্তি দেই মানে কি?

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: ঘুরে ঘুরে দেখা।

৫| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

ইসিয়াক বলেছেন: প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ রইলো জনাব।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আমি তো সব সময়ই উত্তর দেই।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাস্তাঘাট তো বেশ নোংরা আর ময়লা।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: এটা ও নতুন কিছু না।

৭| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

ইসিয়াক বলেছেন: করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল শনিবারের চেয়ে আজ রোববার বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৯ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৪।

গতকাল আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৫৮, মৃত্যু হয় ৩ জনের।
আজ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। এ সময় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০ জনের।
তথ্যঃ প্রথম আলো।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: জানি।

৮| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মগবাজার থেকে মালিবাগ,
খিলগাও থেকে বেইলি রোড
মৌচাক থেকে শান্তিনগরৎ

কেন এত ঘোরা ঘুরি
সামন্য কিছু তে'ল ডাল
কেনার জন্য ??
হাটার বিলাসিতা !!!

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: অনেকদিন হাটি নাতো সেজন্য।

৯| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ সচেতন হয়েছেন, লক-ডাউন মোটামুটি কাজ করছে; আরেকটু ভালো করা যেতো, হয়তো!

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: তা ঠিক এই শহরের বহু মানূষ সচেতন হয়েছে। এটা অনেক বড় ব্যাপার।

১০| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রানা আমান বলেছেন: আপনার পোস্টের শুরুতেই আছে ভাতের চাল না থাকার কথা অথচ বাজারের লিস্টে লবন দুবার এবং ভাতের চাল অনুপস্থিত । অবশ্য নুডলস ৩ প্যাকেট আছে তবে তা তো আর ভাতের বিকল্প নয় । ভাতের চাল কিনতে ভুলে গিয়েছিলেন বোধহয় ।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: না, ভুলি নি।
যে দোকান থেকে চাল কিনি সেই দোকান বন্ধ। আগামীকাল আবার যাবো। আরো অনেক কিছু কেনা বাকি আছে।

১১| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: এই ছবিগুলারে প্রিয়তে নিয়া রাখলাম, পরে কোনও এককালে হয়ত দেখমু আর চিন্তা করমু "আহা! কী সব দিন কাটাইছি /:)

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: হুম সেটাই।
এই ফাকা রাস্তা কিন্তু উপভোগ করা যাচ্ছে না।

১২| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

সজল_ বলেছেন: আপনার ছবি ব্লগগুলো অনেক ভালো হয়। :)

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ সজল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.