| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। তাই আসুন, আজ থেকে ঘৃণাকে ঘৃণা নয়, ভালবাসা দিয়ে জয় করি।
২। একটা কোম্পানিতে ৫ জন কর্মচারী এবং ১ জন মালিক ছাড়া আর কেউ নাই, একদিন মালিক কে খুন করা হল ,পুলিস সন্দেহ করলো ৫ জন কর্মচারীকে ,তাদের নাম হল-
১.আমজাদ
২.পিংকি
৩.আকাশ
৪.মামুন
৫.রাসেল
পুলিশ তালাশ করে মালিকের ঘর থেকে একটা ক্যালেন্ডার পেল ,যাতে কত গুলো তারিখ লিখা,তারিখ গুলো হল ৪,৫,৭,৮,১২।
বলতে হবে খুনি কে ......?
৩। 'মুকছুদোল মো'মেনিন'- নামে একটি বই আছে, বইটি আমাদের অশিক্ষিত, মুর্খ ও বর্বর মুসলমানদের অতি প্রিয় একটি বই।
৪। যারা মরে গেছে তারা কিন্তু আমাদের আশে পাশেই থাকে।
মন থেকে চাইলে তাদের অনুভব করা যায়। মধ্যে রাত্রে আমি বেলকনিতে গিয়ে বসি। সমস্ত অদেখা ভুবনের মানূষদের আমি তখন অনুভব করি। তারা আমার পাশে বসে। আমাকে বুদ্ধি পরামর্শ দেয়। কোনো ভয় লাগে না। বড় আনন্দ লাগে।
৫। দুনিয়াতে আসার উদ্দেশ্য কি?
শুধু বেচে থাকা নয়। দুনিয়ার আনন্দ গুলো, মজা গুলো ইচ্ছে মতোন উপভোগ করে নেওয়া। কারন এই দুনিয়াতে তুমি একবারই এসেছো আর আসবে না। কাজেই এক জীবনেই তোমাকে সবটুকু আনন্দ নিগড়ে নিতে হবে। কে কি করলো তা দেখার দরকার তোমার নাই। তুমি শুধু মজা লুটে নাও।
৬। শুধু দেখে যাও এবং খাও।
অতি তুচ্ছ বিষয়ও মন দিয়ে দেখতে হয়। দুনিয়াতে দেখার বিষয়ের অভাব নেই। অবশ্য সবার দেখার চোখ থাকে না। এই যে প্রতিদিন ভোরে একটু একটু করে আলো ফুটে- মানে সকাল হয়। ভোর হয়। ভোর হওয়া দেখা দারুন আনন্দময় একটা ব্যাপার। ঠিক দেখার মতো খাওয়ার ব্যা্পারটিও অনেক আনন্দময়। সামান্য পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে খেতে কতই না আনন্দ হয়। রুটিটা দুধে চুবানো মাত্র ফুলে যায়। মুখে দিলেই মোমের মতো গলতে গলতে গলা দিয়ে বেয়ে পেটে নেমে যায়। নামতে নামতে আনন্দে আনন্দে ভরে যায় মন।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বিড়ি বাসাতেই খাই।
বাইরে যাই না।
আমার ঘরের লগেই ছাদ।
২|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩
নেওয়াজ আলি বলেছেন: অশিক্ষিত মূর্খ মুকছুদুল মোমিন পড়তে পারবে না । কারণ মূর্খ অশিক্ষিত পড়তে পারে না ।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: জ্বী।জনাব।
৩|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: আশা করছি, মজা লোটা ফজা মিয়া এবার 'টুকরা টুকরা কালো মিথ্যা'র একটা নতুন সিরিজ শুরু করবেন। ![]()
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: করোনা মুক্ত হোক সমাজ তার পর।
৪|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১০
সাকলায়েন শামিম বলেছেন: দেশে সবচেয়ে বড় শত্রু তারাই যারা এখনও মনে করে,
১। আল্লায় যা করে ভালোর জন্য করে।
২। ভাগ্যে যা আছে তাই হবে।
এরা নিজেরা অকাইম্মা তারপর কেউ কিছু করলে সেটাকে ঈশ্বরের কৃপা বলে চালিয়ে দেয় আর খারাপ কিছু হলে বলে বেড়ায় আল্লার গযব।
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৫|
১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
মানব সমাজ একটি কমপ্লেক্স সিষ্টেম, প্রতিটি মানুষ ইহার সাথে যুক্ত; জীবন সেজন্য কমপ্লেক্স।
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬|
১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ৫ কর্মচারী মিলে খুন করেছে।
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: না।
৭|
১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
খিলগাও ফ্লাইওভার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা তপন দেব নাথ (৩৫) গত ৬ মাস ধরে মধ্যেরাতে তার থেতলানো রক্তাত্ব মাথা নিয়ে ঘুরছে মালিবাগ, রাজারবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, কমলাপুর সহ ঢাকার নানা এলাকা। গভীর রাতে ব্লগার রাজীব নুর ভাইয়ের সাথে থেতলানো মাথা নিয়ে তপন দে’র সম্ভবত আজ-কাল-পরশু মিটিং হয়েও যেতে পারে, বলা যায় না।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: এমনিই আমি ভয় পাই। আপনি আরো ভয় দেখান।
৮|
১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৮
আমি রানা বলেছেন: করোনার প্রকোপ বোঝা যাচ্ছে।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: বেশ।
৯|
১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিটা দেখতে খুবই সুন্দর হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০|
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২১
সোনালি কাবিন বলেছেন: Amzad, Mamun and Akash killed the owner/employer.
Correct ?
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: কিভাবে??
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কি বিড়ি খাওয়ার জন্য বাসা থেকে বাহিরে যান? নাকি বাসায় নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন?