নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে ভেজা মেয়েটি!

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪২



অনেক রাত!
ঝুম বৃষ্টির মধ্যে মধ্যরাত্রে কে দরজায় কড়া নাড়ে?
জানি, আকাশি রঙের শাড়ি পরা একটি মেয়ে এসেছে-
কড়া নাড়ার ধরন দেখেই বুঝতে পারছি। দুই হাত ভরতি তার কাঁচের চুড়ি আর কপালে বড় একটা নীল টিপ
শাড়িটা গায়ের সাথে লেপটে আছে, মাথা ভরতি চুল বেয়ে ঝরছে পানি।
জীবনান্দের কবিতা পড়ছিলাম ''পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম ব'সে; শিশির পড়িতেছিলো ধীরে-ধীরে খ'সে''
আমি আগে দরজা না খুলে ঝটপট দুই মগ চা বানাতে গেলাম রান্না ঘরে-
অপেক্ষা করুক বৃষ্টিতে ভেজা মেয়েটি। নাকি চা'র বদলে আইসক্রীম দিব, ফ্রীজে আছে আইস্ক্রীম
এই ঝড় বৃষ্টির রাতে আজ ইচ্ছে মতোন মেয়েটির সাথে পাপ করলে কেমন হয়? প্রয়োজনে নরকে যাবো
ঠিক এই সময় কড়া বেলী ফুলের ঘ্রান পেলাম, মেয়েটির খোঁপায় কি বেলী ফুলের মালা আছে?
আচ্ছা, ডারউইন সাহেবের মুখের সাথে কি আমাদের এরশাদ সাহেবের মুখের মিল আছে? অথবা মাদার তেরেসার সাথে লতা মঙ্গেশকর!
আমাদের ধর্মমন্ত্রীর নামটা যেন কি?
একদিন আমি মধ্যরাত্রে শহীদ মিনারের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলাম,
কয়েকজন নিশিকন্যা দেখলাম খুব হাত নেড়ে নেড়ে গল্প করছে, যদিও তারা আমার দিকে ফিরেও তাকায়নি
মেয়ে গুলো কি করে জানলো আমার পকেটে টাকা নেই! এই ঘটনার পর আমি বেশ বদলে গেলাম
রবীন্দ্রনাথের মতোন আমারও একটা বজরা নৌকা আছে, মাঝে মাঝে জোছনা রাতে নৌকা বিলাস করি
পাশের বাসায় গান বাজছে- '''আমি কোথায় পাবো তারে? আমার মনের মানুষ যে রে।''
এক হাতে চায়ের মগ অন্য হাতে টাওয়াল নিয়ে দরজা খুলে দেখি- কেউ কোথাও নেই!



(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কয়েকদিন পর পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। আমার এই দোষ অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন।)

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

কুমার কৃষ্ণ রায় বলেছেন: খুব ভালো লাগলো।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

নূর আলম হিরণ বলেছেন: আপনার এনার্জি লেভেল ভালো। প্রতিদিন পোস্ট দিচ্ছেন। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: পোষ্ট কোনো সমস্যা না।
আমাকে যদি বলা হয়- প্রতি্দিন দশটা পোষ্ট করতে হবে। আমি রাজী। আমি পারবো।

৩| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটার নাম কবিতা !!
আরো কত কি যে দেখতে হবে,
শুনতে হবে কে জানে !!

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: মুরুব্বী এটা আধুনিক কবিতা।
আধুনিক কবিতা সম্পর্কে আপনার ধারনা নেই।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার লেখার হাত ভালো।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া দোয়া করবেন।

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৩

আমার চিরকুট বলেছেন: পড়ে আর নিরবে ব'সে থাকতে পারলাম না,
আনন্দে খ'সে পরলাম।
#ভালো লাগলো....

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


দিলেন তো নুরু সাহেবের দিনটা মাটি করে!

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: হে হে
নুরু সাহেব চোখে রঙ্গিন চশমা লাগিয়েছেন।

৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

আখেনাটেন বলেছেন: – দেখ, অনন্তকাল ঝিঝি পোকার মতো
আমরা কথা বলছি
অথচ কোনো কথায় শেষ হল না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্প
শোনাবে বলেছিলে
কবে বলবে?

– চলো উঠি। বড্ড গরম এখানে।

– দেখ, অনন্তকাল শুকনো বাঁশপাতার মতো
আমরা ঘুরছি
অথচ কেউ কাউকে ছুঁতে পারলুম না এখনো।
একটা কালো হরিনকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিল
কবে দেবে?

– চলো উঠি। বড্ড ঝড়ঝাপটা এখানে। --(?)

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৮| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব কোনো কবিতা হলো । দূর পড়ে সময় নষ্ট ! :-/ =p~

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: সময় নষ্ট করার জন্য দুঃখিত।

৯| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৭

সাইন বোর্ড বলেছেন: নিচে আপনার নোট দেখে বুঝলাম যে, এটা কবিতা লিখেছেন; তবে বর্ণনায় চমৎকার একটা আহাওয়া তৈরী হয়েছে । অনেক ভাল লেগেছে ।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

১০| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আকাশী রঙের শাড়ি পরা মেয়েটাকে প্রেমের কবিতা শোনালে কেমন হয়?

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৩

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

খুব ভালো হয়।

১১| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরু হুজুর সাহেব কি কবিতা পছন্দ করেন না?

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের কাহিনি আমি আর চাঁদগাজী ধরে ফেলেছি। হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.