নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪৪

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১



১। স্বামীর আচরণ সন্দেহজনক না হলে স্ত্রী কখনোই সন্দেহপরায়ণ হয় না।

২। আমরা শুধু সমালোচনা করতেই অভ্যস্ত, সমস্যা সমাধান আমাদের কাম্য নয়। সমাধান হয়ে গেলে যে আর সমালোচনা করবার সুযোগ থাকবে না।

৩। বিজ্ঞান একদিকে থাকুক, ধর্ম অন্যদিকে থাকুক। তাহলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়।

৪। এক আকাশ আনন্দ নিয়ে বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত ভালো জীবন সঙ্গিনী।

৫। তসলিমা নাসরিন একজন সত্যভাষী, যাকে নিয়ে পৃথিবীর সবাই অনবরত ইচ্ছেমতো মিথ্যেচার করেছে।

৬। নারীকে সবচেয়ে বেশি অমর্যাদা করেছে ধর্ম।

৭। মানুষের মৃত্যু আছে। কিন্তু নদীর মৃত্যু নেই। মানুষ জন্মের পর গতি, স্রোত, বেগ ও আবেগের ভেতর দিয়ে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যায়। কবি বলেছেন, মানুষ ধরনীতে আসবে, আবার একদিন চলেও যাবে। কিন্তু নদী নিরবধি বয়ে চলবে।

৮। খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে?

৯। মানুষকে ভালোবাসতেই হবে। মানুষ খারাপ হোক, মিথ্যাবাদী হোক, অসৎ হোক, মন্দ হোক, ভন্ড হোক, অসুস্থ হোক। তবু মানুষকে ভালোবাসতে হবেই।
মানুষকে ভালো না বাসলে পাপ হয়। এই পাপের শাস্তি হলো- জীবনে ভালোবাসা না পাওয়া।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬

ওমর সাহিত্যিক বলেছেন: ছবিটাও কি রাস্তায় পাওয়া ?

২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:

৩ নং:

বাংলাদেশে ধর্ম আছে, বিজ্ঞান নেই বললেই চলে; ফলাফল: বিশৃংল সমাজ, দারিদ্রতা, অসততা, নীচুমানের রাজনীতি, অদক্ষ প্রশাসন।

জাপানে ধর্ম নেই বললে চলে, আছে সায়েন্স ও টেকনোলোজী: ফলাফল: উন্নত দেশ, জীবনযাত্রার মান উঁচু, মানুষ সত ও দক্ষ, বাংলাদেশকে সাহায্য করে চলছে।

ইসরায়েলে ধর্ম কম, সায়েন্স বেশী; ওরা ৭ মিলিয়ন বিশ্বের রিসার্চে ও টেকনোলোজীতে সবচেয়ে বেশী অবদান রাখছে।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: এইসব তো নুরু সাহেব বুঝেন না।
সমাজে নুরু সাহেবের মতো লোকই বেশি।
এই জন্য আজ দেশের এউ অবস্থা।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: সবকিছুই বুঝলাম, শুধু এটাই বুঝি না, বাঙ্গালির পড়া লেখায় আগ্রহ এত কম কেন??? |-) :((

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: শিক্ষা ব্যবস্থা আজ উন্নত হয় নি বলে।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


টাইপো:

ইসরায়েলে ধর্ম ও সায়েন্স *সমানে সমান; ওরা ৭ মিলিয়ন বিশ্বের রিসার্চে ও টেকনোলোজীতে সবচেয়ে বেশী অবদান রাখছে।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: টেকনোলোজী আমরাও আছি।
আমাদের স্যাটালাইট আছে। নিজস্ব।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫

করুণাধারা বলেছেন: ৯ নম্বরে সহমত।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ৭ নাম্বারটে এখন আর সত্যি নাই।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: সব কিছু বদলে যায়।

৭| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

আমি রানা বলেছেন: জ্বী

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ঊণকৌটী বলেছেন: মানুষের লোভের কারণে নদী ও আজ বিপন্ন।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: তা ঠিক। বউ নদী আর নাই হয়ে যাচ্ছে।

৯| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: এইসব তো নুরু সাহেব বুঝেন না।
সমাজে নুরু সাহেবের মতো লোকই বেশি।
এই জন্য আজ দেশের এই অবস্থা।

সহমত।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই সাহেব।

১০| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫

কিশোর মাইনু বলেছেন: ১/ নীরবতা
২/ কঠিন সত্য বলেছেন। স্কুলে থাকতে এই বিষয় নিয়ে পোস্ট দিয়ে একবার গালি খেয়েছিলাম বন্ধুদের কাছে।
৩/ কিন্তু কিছু করার নাই ভাইয়া। ধর্ম ও বিজ্ঞানের লড়াই যে আজীবনের।
৪/ নীরবতা
৫/ জানিনা খুব একটা আসলে।
৬/ খুব একটা ভুল বলেন নি
৭/ মূগ্ধতা
৮/ চিন্তার বিষয়। এভাবে চিন্তা করিনি
৯/ সহমত।

ভাল থাকবেন, রাজীব ভাই। শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩১

অনল চৌধুরী বলেছেন: স্বামীর আচরণ সন্দেহজনক না হলে স্ত্রী কখনোই সন্দেহপরায়ণ হয় না- কিছু নারী এবং পুরুষের স্বভাবই সন্দেহ করা ,যা মানসিক রোগ।

তসলিমা নাসরিন একজন সত্যভাষী, যাকে নিয়ে পৃথিবীর সবাই অনবরত ইচ্ছেমতো মিথ্যেচার করেছে-তসলিমা একাট টাকা ও খ্যাতিলোভী নিকৃষ্ট নারী যে এসবের লোভে নিজেকে পতিা বানিয়েছে এবং কতার বইয়ে এসব স্বীকারও করেছে। তার পুরুষ সঙ্গীর তালিকা দেখেই বোঝা যায়,তার পুরুষবিরোধিতা ভন্ডামি ছাড়া কিছু না।

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি একমত না। তবুও আপনাকে ধন্যবাদ জানাই।

১২| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪১

বিভ্রান্ত পাঠক বলেছেন: সবগুলোই ভাল।শুধু-

৫- সে একটি ধূর্ত চরিত্র, তার প্রসংগ এসেছে এমন কয়েকটি বই পড়ুন।।

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: যদি বই গুলোর নাম বলতেন।

১৩| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: 1,3,4 ভালো লেগেছে।
কয়েকটি মোটামুটি।
তসলিমা নাসরিনের ব্যাপারে পক্ষে বিপক্ষে একটি বাক্য যথেষ্ট নয়।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। সন্দেহ একটা মানসিক রোগ এর জন্য কোন কারণ দরকার হয়না।
সন্দেহ করা মানসিক রোগের প্রধান উপসর্গ হিসাবে বিবেচিত হয়।
সন্দেহ নামক ঘুণপোকা যার মনের ঘরে আশ্রয় নেয়, তাকে একেবারে
মানসিক যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং নিঃশেষ করে ফেলে।
স্বামী স্ত্রী উভেযেরই এই রোগ থাকতে পারে। এক পক্ষের দোষ দিয়ে
অন্য পক্ষের শত্রু হতে চান কেন?

২। সমালোচনা করার বাতিক সবার মাঝেই বিদ্যমান। এর থেকে আপনিও
ব্যতিক্রম নন। গাজীসাবের ২নং মন্তব্যে আপনি তার প্রমান দিয়েছেন। আপনি
অপ্রসাঙ্গিক ভাবে সাহেবের সমােলোচনা করে আপনার স্বভাবগত অভাসের
বহিঃপ্রকাশ করলেন। আপনার সাথে এমন ধরনের কিছু মানুষ বিনা কারনেই
দলভুক্তহ হবে। মনে রাখবেন অপরের সমালোচনা নয়, আত্মসমালোচনাই
বুদ্ধিমানের কাজ।

৩। বিজ্ঞান ধর্মের সাথে সাংঘর্ষিক নয়। ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু আর
বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ’ - বিখ্যাত উক্তিটি আলবার্ট আইনস্টাইনের।
উভয়টাই গুরুত্বপূর্ণ, হাতে হাত মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ও ধর্মের আলোয় যে
আলোকিত নয় সে মৃতপ্রায়।" আজ বিজ্ঞান বলেছে সংক্রামন থেকে বাঁচতে নিজ
এলাকার বাইরে যেওনা আর অন্য এলাকার লোক আক্রান্ত এলাকায় এসোন, এই
পরামর্শ দেড় হাজার বছর আগে মহানবী (সঃ) বলে গেছেন।

৪। এক আকাশ আনন্দ নিয়ে বাঁচতে হলে শুধু জীবন সঙ্গী হলেই হবে না। তাকে
হতে হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আদর্র্শ নারী। একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য হলোঃ
ক) পর্দাশীল ও লজ্জাশীল হওয়া, খ) ধৈর্যশীল হওয়া,গ) ‎সত্যবাদী হওয়া, ঘ। কোমলতা হওয়া,
ঙ। উত্তম ব্যবহারকারী হওয়া, চ) শোকরগুজারকারী হওয়া, ছ) আনুগত্যশীল হওয়া, জ) দায়িত্বশীল হওয়া।
এসব গুনাবলী না থাকলে এক আকাশ কেন এক ঝিনুক পরিমান আনন্দ সুদুরে মিলাবে।

৫। আপনার এবং তসলিমা নাসরিনের আদর্শগত মিল আছে। তসলিমা ধর্মকে কটাক্ষ করে সেলিব্রেটি হতে
চায়। আপনিও অপ্রসাঙ্গিকভাবে ধর্মকে কটাক্ষ করেন। আপনার উদ্দেশ্যও কি তাই? এটা খারাপ উদ্দেশ্য।

৬। নারীকে সবচেয়ে বেশী সম্মান দিয়েছে ইসলাম ধর্ম। কেবলমাত্র ইসলামই এমন এক দীন বা জীবন ব্যবস্থা,
যা নারী জাতিকে তাদের ন্যায্য অধিকার দিয়েছে। তাদেরকে সমাসীন করেছে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে।
আর হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই একমাত্র ব্যক্তিত্ব যিনি নারীদের সকল অধিকার আদায়
করে দেয়ার ব্যবস্থা করেছেন। মা'এর পদতলে আল্লাহ তার বেহশত পেতে রেখেছেন। এর চেয়ে বড় নেয়ামত বা
মর্যদা কোথায় আছে নারীদের জন্য?
ইসলাম পূর্ব আরব সমাজে নারীদের অবস্থা এমনই ছিলো। এমনকি ইসলাম
ব্যতীত অন্য সকল ধর্মে আজ পর্যন্ত নারী জাতির অধিকারের কোনো স্বীকৃতি দেয়া হয়নি।
ইসলাম ছাড়া অন্য সকল ধর্মেই নারী জাতিকে পাপিষ্ট, অলুক্ষুণে, অপয়া ও ক্ষতিকর বলে
উল্লেখ করা হয়েছে। তাদেরকে কোনো অধিকার দেয়া তো দূরের কথা, তাদেরকে মানুষ
বলেই স্বীকার করা হয়নি। তারা নারীদেরকে কেবলমাত্র ভোগের পণ্য হিসেবেই গণনা করতো।
অন্যান্য ধর্মে নারীদের কি ভাবে অবমাননা করা হয় জেনে রাখুনঃ

১। হিন্দুধর্মে নারী জাতিকে মৃত্যু, নরক, সর্প, বীষ ও আগুন থেকেও মারাত্মক বলা হয়েছে।
নারীদের মৃত্যুর পর তাদের মৃতদেহ সৎকারের সময় পবিত্র ধর্মগ্রন্থ থেকে কিছু পাঠ করা যাবে না। [মনুসংহিতা ২:৬৬]
২। খৃষ্টান ধর্মে নারী জাতিকে চরম লাঞ্চনার বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে।
তাই তো খৃষ্টান পাদ্রী মি: সেন্ট টার্টুলিয়ামের মতে, নারী হচ্ছে বন্য জন্তুর চেয়েও অধিক বিপদজনক।
৩। ইহুদী ধর্মে নারীকে পুরুষের জন্য প্রতারক বলা হয়েছে। তাদের মতে একজন
সতী নারীর চেয়ে একজন পাপিষ্ট পুরুষ বহু গুণে শ্রেষ্ঠ।
৪। বৌদ্ধধর্মে নারী কন্যা সন্তান জন্ম লাভ করাকে অলক্ষণীয় বলে মনে করা হয়।
নারীর কোনো অধিকার আছে বলে স্বীকৃতি দেয় না।

৭। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? এর ধারাবাকিতায় নদীও মরে।
বাংলাদেশে ৫৭ বছরে মরে গেছে ১৫৮ নদী । জীবনানন্দ দাশের প্রমত্তা ধানসিঁড়ি নদী এখন মৃতপ্রায়।
দুই যুগ আগেও এই নদী দিয়ে লঞ্চ-স্টিমার চলাচল করত। এখন নৌকাও চলে না।
গাজীপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদী একসময় বহু মানুষের কর্মসংস্থানের উৎস ছিল।
এখন অনেক নদীর মত তুরাগ নদীও পানিশূন্য আর দূষণে ভরে যাচ্ছে।

৮। আত্মা কোন অঙ্গ-প্রতঙ্গ নয় যে তা শরীরের কোন নির্দিষ্ট স্থানে অবস্থান করবে।
আত্মা হলও শক্তি, আর এই শক্তি জীবের পুরো শরীরেই বিদ্যমান। আত্মাতো নিজেই
একপ্রকার শক্তি, এই শক্তি শুধুমাত্র জীবের শরীরেই নিজের ধর্মকে কাজে লাগাতে সক্ষম।
জীবের শরীর ছাড়া আত্মা কিছুই না।সূত্র মিলিয়ে নিনঃ
শরীর + আত্মা = জীব।
শরীর - আত্মা = জড়

৯। জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ আরো যত ধর্মাবলম্বী মানুষ আছে, সব মানুষই এক। মানুষ মানুষের
ভাই। সব মানুষই এক পিতা-মাতার সন্তান। আল্লাহর বান্দা হিসেবে সব মানুষ এক ও অভিন্ন। গোটা মানব
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও বিশ্বাসে যতই বিভক্ত থাকুক না কেন, তারা সবাই সন্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন
তাঁর স্বীয় কালামে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এই বলে, আমি মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছি।
জীবের আত্মারূপে স্রষ্টা স্বয়ং জীবের মধ্যেই অবস্থান করেন। তাই জীবের সেবা করলেই আসলে স্রষ্টারই সেবা করা হয়। বস্তুত জীবের প্রতি আন্তরিক না হলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব নয়। স্বয়ং স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমেই কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ করা সম্ভব।

ধুৃর ছাই !!এইসব আমি কাকে বলছি, আপনার উর্বর মস্তিস্কে এসব ঢুকবেনা। আপনার গুরুকে বলেন আমার সাথে এ বিষয়গুলো নিয়ে কথা বলতে। তিনি অনেক জ্ঞানী মানুষ তবে আপনাকে যথার্থ শিক্ষা দিতে পারেন নাই। যা তার চরম ব্যর্থতা!!

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: আপনার এই কপি পেস্ট মন্তব্যে খুব বিরক্ত লাগে।

১৫| ২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলদ পিটাইলে মানুষ হবার কোন সম্ভবনা নাই
তাই বলদ পিটাইয়া সময় নষ্ট করিনা।
সরা রাত ব্রাহ্মণের মন্ত্রপাঠ আর সকালে
পাঠার কানঝাড়া !!



২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: বড় গলা করে জিততে চান নাকি??
বড় গলার দিন শেষ মুরুব্বী।

১৬| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

অনল চৌধুরী বলেছেন: শান্তি !!!!

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আমি তো তাই চাই।

১৭| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনল দা
খানসাব নিজের মত
অন্যের উপর চাপিয়ে শান্তি খুঁজে।
অগত্যা শান্তি নাস্তি !!

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আমার উপর আপনার ধারনা এত নিম্ম মানে রকেন ??
এটা আমার জন্য প্রচন্ড দুঃখজনক।

১৮| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৭

অনল চৌধুরী বলেছেন: আমরা সবাই ভাই-ভাতিজা।
সুতরাং শান্তি।

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমার উপর আপনার ধারনা এত নিম্ম মানে রকেন ?? এটা আমার জন্য প্রচন্ড দুঃখজনক।

আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি তা বহুবার বলেছি। তবে আপনার স্ববিরোধী বক্তব্যে খুবই কষ্ট পাই।
আল্লাহর অস্তিত্ব নিয়ে আপনার সন্ধিহান হওয়া, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার নেতিবাচক মন্তব্য করা
থেবে বিরত রাখতে মাঝে মাঝে রুঢ় আচরণ করি। আশা করি ভুল বুঝবেন না। সব সময় দৃঢ় চিত্তে
আল্লহকে স্মরণ রাখুন। তার উপর আস্থা রাখুন।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: স্ববিরোধী না।
আমার লাইন বা কর্ম কান্ড অন্য সবার মতো না। তাই আপনি আসলে আমাকে বুঝতে পারেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.