নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিকেল শেষ। সন্ধ্যা ঘনায়মান। আকাশ ভরা মেঘ।
বাংলামটর থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছি। প্রচন্ড মাথা ধরেছে। খুব চেষ্টা করলাম মাথাধরাকে পাত্তা না দিতে। পাত্তা না দেওয়ার কারণে মাথাধরা আরও বাড়ল। মাথাধরা কমানোর জন্য আমি একটা ওষুধের দোকানে ঢুকে পড়লাম। চারটা নাপা কিনব। দু'টা খেয়ে দু'টা ভবিষ্যতের জন্য পকেটে রেখে দিব।
দীর্ঘদিনের অভ্যাস যে-কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম জেনে নেই। মাঝে মাঝে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে। তখন বেশ মজা লাগে। একবার নিকুঞ্জ'তে একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম- 'ফেসবুক'। আরেকবার মিরপুরে একটা হোটেলের নাম পেয়েছিলাম- 'মায়ের আদর'। যাই হোক, ফার্মেসিতে ঢোকার আগে চট করে নামটা দেখে নিলাম। নামটা বেশ অদ্ভুত 'সরস্বতী' ড্রাগ হাউজ। সাইনবোর্ডে হাস্যমূখী সরস্বতী'কে হাসের উপর বসে থাকতে দেখা যাচ্ছে। সরস্বতীর হাতে আবার তানপুরা। বিদ্যার দেবী মনে হয় গান-বাজনাতেও পারদর্শী।
চারটা নাপা'র দাম আট টাকা। মাথাধরা নামক অতি যন্ত্রনাদায়ক রোগের জন্য খুব সস্তা চিকিৎসা। দোকানদারকে পানি দিতে বললাম। সে পরিস্কার গ্লাসে পানি এনে দিল। সাথে সাথে দু'টা ট্যাবলেট খেয়ে নিলাম। ওষুধের দাম দিতে গিয়ে আমি প্রচন্ড অবাক। মানিব্যাগ নেই। পকেটমার হয়নি জানি। সকালে ভুলে বাসায় রেখে এসেছি। ওষুধ দু'টা গিলে না ফেললে ফেরত দেয়া যেত। খুব লজ্জার মধ্যে পড়লাম। কী করবো বুঝতে পারছি না। দোকানদারটা যেন কেমন-কেমন করে তাকাচ্ছে।
একটি তরুনী মেয়ে দূর থেকে ব্যাপারটি লক্ষ করছিলেন। মেয়েটি একটুও সাজেনি, শুধু চোখে মোটা করে কাজল দিয়েছে। তাতেই তাকে অসাধারন সুন্দর লাগছে। মেয়েটি এগিয়ে এসে হাসিমুখে বলল, আপনি একটু আমার ঘরে আসবেন? আটটা টাকার জন্য কঠিন কিছু কথা শুনতে হবে কিনা বুঝতে পারছি না। আমি মেয়েটির ঘরে ঢুকলাম এবং খুব বিনীতভাবে বললাম, সিস্টার এই মুহূর্তে ট্যাবলেটের দাম দিতে পারছি না। কাল ভোরে এসে দিয়ে যাব।
সিস্টার সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল, আমি একজন ডাক্তার। সামান্য চারটে ওষুধের দাম দিতে না পারায় আপনি এ-রকম করছেন? ভাই, আপনি আরও দুই পাতা ট্যাবলেট নিয়ে যান। এর দাম আপনাকে দিতে হবে না। আর শুনুন আপনি আমার সামনের চেয়ারটায় বসুন। চা দিতে বলছি, গরম চা খান, মাথা ধরাটা কমবে।
বাচ্চা একটা মেয়ে, বলে কিনা সে ডাক্তার! আমি ডাক্তারের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম! দিনকাল পালটে গেছে, প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না, আর এই মেয়ে নিতান্ত'ই অপরিচিত একজন। আমি বললাম, আপনার নামটা জানতে পারি?
ডাক্তার মেয়েটি বলল, অবশ্যই জানতে পারেন। আমার এমনই নাম যে একবার শুনলে জীবনেও ভুলবেন না। আমার নাম- 'বালি'।
আমি অবাক হয়ে বললাম, বালি?
ডাক্তার মেয়েটি বলল, হ্যাঁ বালি। দুষ্ট করছি না। আসলেই আমার নাম বালি। আমার জন্ম হয়েছিল- ইন্দোনেশিয়ায়। আমার ভালো নাম অহনা।
আমি অহনা'র দিকে খুব মন দিয়ে তাকালাম। কি সুন্দর গায়ের রঙ, চোখ, মুখ! বয়স চব্বিশ এর বেশি হবে না। মাথা ভরতি চুল ফ্যানের বাতাসে উড়ছে। দেখতে ভালো লাগছে।
বালি- বলল, আপনার মাথাধরার অবস্থা কী?
আমি বললাম, একটু কমেছে।
অহনা বলল, এক মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন?
আমি বললাম, কেন?
আপনার কপালে আর চোখে একটা মলম লাগিয়ে দিব। চীন দেশের মলম। নাম 'ড্রাগন' মলম। লাগাবার তিন মিনিটের মধ্যে মাথারা চলে যাবে। আমি চোখ বন্ধ করলাম। বাইরে ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে। মেয়েটি এক আকাশ ভালোবাসা নিয়ে চোখের পাতায় আর কপালে 'ড্রাগন' লাগিয়ে দিল। খুব আরামদায়ক ম্যাসেজ। মুহূর্তের মধ্যেই আমার তন্দ্রাভাব এলো। এবং ম্যাজিকের মতো মাথা ব্যাথা ভেনিশ হয়ে গেল।
চা এলো। চায়ের সাথে নান রুটি আর শিক কাবাব। যেহেতু আমি খুব ছোট মাপের মানুষ, এই রকম আদর আপ্যায়নে অভ্যস্ত নই। তাই কিছুটা অস্বস্থি লাগে।
আমি খেতে খেতে ডাক্তার অহনার ঘর খুটিয়ে- খুঁটিয়ে দেখছি। সুন্দর করে সাজানো ঘর। পায়ের নীচে নরম কার্পেট। দেয়ালে একটা বাঁধাই করা ছবি। ছবিটা নিশ্চয়ই অহনার ছোটবেলার। ফ্রক পরা অহনা দুইহাত দিয়ে একটা বারবি পুতুল বুকে জড়িয়ে ধরে রেখেছে। টেবিলের উপর দু'টা বই। একটার নাম 'হিউম্যানিজন' আরেকটার নাম- তিথিডোর। দু'টা বই'ই আমার পড়া।
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: কিছুটা।
২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ভয়ংকর ছবি দিয়েছেন।
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ছবিটা ভয়ংকর না।
ছবিটাতে চিন্তার বিষয় আছে।
৪| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: আহা্ ছবি
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: একটা গল্প বলি আপনাকে-
খবর পেলাম সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন ঢাকায়- একটা কবিতা উৎসবে। উঠেছেন রেডিসন হোটেলে। আমার প্রিয় লেখক সুনীল। রাত জেগে জেগে তার কত বই পড়েছি। ক্যামেরা কাঁধে নিয়ে চলে গেলাম রেডিসনে। নানান বিধিনিষেধ অমান্য করে, সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেলাম লেখকের রুমে। রুমে গিয়ে দেখি আমার প্রিয় লেখক মদ খাচ্ছেন। তার চোখ লাল হয়ে আছে। হাতে জলন্ত সিগারেট। আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। বললেন- অটোগ্রাফ নিবে, ছবি তুলবে? আমি বললাম- না। এসব কিছু না, শুধু আপনাকে দেখতে এসেছি। সেদিন সুনীল আমাকে তার একটা বই এবং একটা কলম গিফট করেছিল।
৫| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫
ইসিয়াক বলেছেন: #যখন তখন ব্যথার ওষুধ খাবেন। সমস্যা হবে।
#ড্রাগন মলমের নাম সম্ভবত টাইগার বাম।
#আচ্ছা সব মেয়েরাই কি আপনার সাথে দেখা হলেই এক আকাশ ভালোবাসা দেয়।আমার চোখে তো এমন মেয়ে পড়লো না! আফসোস। কবিতা লেখা সব বৃথা। ভাবছি কবিতা গুলো সব আপনাকে দিয়ে দেবো।
#তারপর কি হলো? প্রতেকদিন অসমাপ্ত গল্প ভালো লাগে না। রাগ উঠে যায়। এখন রাগে মাথায় চুল ছিড়তে ইচ্ছা করছে।
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: অর্ধেক লিখেছি, বাকি অর্ধেকও লিখব।
সবুর করুন মিয়া।
৬| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫
আমি রানা বলেছেন: মজাতো....... চোখ খুলে কিডনি দুইটাই ছিল? নাকি একটা মিসিং?
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: হে হে হে-
৭| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: অর্ধেক লিখেছি, বাকি অর্ধেকও লিখব।
সবুর করুন মিয়া।
মিয়া!!!!!!!!!!!!!
২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: মিয়া মানে ভাই। আদরের ভাই।
৮| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমন মানুষ ঢাকা শহরে নেই।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: আছে। আছে।
৯| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৩
বিক্ষিপ্ত মস্তিষ্ক বলেছেন: দারুণ
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১০
পলাতক মুর্গ বলেছেন: বাকি আর্ধেক গল্পে দেখা যাবে মেয়েটা আসলে একটা প্রেত্মাত্মা অথবা রক্তচোষা, রাজিব নূরের সামনে মনে হচ্ছে বিরাট বিপদ।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: বিরাট বিপদের মধ্যে আছি। আবার কিসের বিপদ।
১১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭
মীর আবুল আল হাসিব বলেছেন: আপনার আর অপু তানভীর ভাই এর পোস্ট ক্লাস টেন থেকে বাটনওয়ালা ফোনে/ফিচার ফোনে পড়া শুরু করেছিলাম। এখন আমি অনার্স ২য় বর্ষে পড়ি। ৪ মাস হলো পিসি কিনেছি। কোনদিন কমেন্ট করতে পারিনি, পোস্টে + দিতে পারিনি। আজ সুদে আসলে মিটিয়ে দিলাম। পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।
১২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার তো ভাই ২৪ বছর বয়সী ডাক্তারের কাছে যাইতেই ভয় করে, কারণ দেখা যাইব এইগুলা সবই প্রশ্ন ফাঁস ডাক্তার জেনারেশন!! লাস্টে কইতে পারে, এই জিনিস কমন আছিল না আর আমি তো পড়ি নাই!!!
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটাই তো ব্যাপক চমক হয়েছে। অহনা নামটা খুব সুন্দর।
আরেকটি কথা জানাই, আমার পোস্টে প্রতিমন্তব্য দেওয়ার সবুজ বাটন আসছে না। আজকে সারাদিন প্রবল সমস্যার মুখোমুখি হয়েছি। ভায়ের কমেন্ট দেখলাম। কিন্তু উত্তর দেওয়ার সুযোগ নেই।
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: দাদা এটা নেট সমস্যা। আপনি রিফ্রেস দেন। ঠিক হয়ে যাবে।
১৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪২
মা.হাসান বলেছেন: আমি নাপা এক টাকা করে কিনি। আপনাকে সরল লোক পেয়ে সবাই ঠকিয়ে দেয়। চারটাকার ট্যাবলেট আট টাকা। চার টাকা ঠকিয়ে দিলো!
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: দুই চার টাকা কোনো টাকা হলো? ভিক্ষুকও দুই টাকা দিলে নেয় না।
১৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবির মেয়েটাই অহনা !!
নান রুটি আর শিক কাবাব
ভক্ষনের পরে আপনার ঝিমুনি
ধরবে, তখন সে আপনার ঘাড়
মটকে রক্ত পান করবে। সাবধান !!
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৭
রাজীব নুর বলেছেন: হা হা হা-
১৬| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৬
কাছের-মানুষ বলেছেন: মেয়েটা খুবই ভাল, বালি নামটাও আনকমন, উপরের ছবিটাও আনকমন, আজকাল এমন ডাক্তারও আনকমন।
গল্প চলুক।
২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই গল্প চলবে।
১৭| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৯
কুমার কৃষ্ণ রায় বলেছেন: বাকি টুকু কাবে লিখবেন
২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: আগামী মাসে।
১৮| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১
হিজ মাস্টার ভয়েস বলেছেন: ছবি পড়লাম, লেখা দেখলাম
ভাল্লাগসে রাজীব ভাই ।
২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৯| ০১ লা মে, ২০২০ রাত ৮:২৭
ডেভিড গোমেজ বলেছেন: বালি নামটা ভালো লাগছে, এমন নাম ভাবতে পারি না কেন!!
০১ লা মে, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: হে হে----
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮
ইসিয়াক বলেছেন: ছবিটা মজার!