নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'চক্র\' উপন্যাস রিভিউ

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১



'চক্র' উপন্যাসটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন দূর্দান্ত লেখক। তার সব লেখাই আমার ভালো লাগে। এর আগে তার জনপ্রিয় উপন্যাস 'দূরবীন', 'মানবজমিন', এবং 'পার্থিব' পড়েছি। খুব ভালো লেগেছে। উপন্যাস পড়ে মন আনন্দে ভরে গেছে। আমার মনে হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন যাদুকর। তার লেখা পড়তে শুরু করলে, শুধু পড়তেই ইচ্ছা করে। এত এত মোটা মোটা বই অথচ পড়তে একটুও বিরক্ত লাগে না। তার বইয়ে অনেক গুলো চরিত্র থাকে। এবং প্রতিটা চরিত্রের একজনের সাথে আরেকজনের কোনো না কোনোভাবে যোগাযোগ থাকে। এই লেখকের জন্ম হয়েছিলো আমাদের ময়মনসিংহে। দেশ ভাগের সময় তারা কোলকাতায় চলে যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বর্তমানে আনন্দবাজার ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।

'চক্র' দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
উপন্যাসটি ৫১৬ পৃষ্ঠা। খুব ছোট ছোট করে লিখা। ঢাকা থেকে এই বই বের হলে ১০০০ হাজার পৃষ্ঠার উপরে হতো। বাংলাদেশের প্রকাশকেরা বড় বড় ফন্ট ব্যবহার করে। কোলকাতার প্রকাশকেরা ছোট ছোট ফন্ট ব্যবহার করে। এত মোটা বই, ছোট ছোট ফন্টে লেখা কিন্তু আমার পড়তে একটুও বিরক্ত লাগে নি। বরং বারবার মনে হয়েছে আহারে বইটা কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বই আমি আগে আরো দুইবার পড়েছি। ইদানিং করোনার কারনে ঘরে বন্দি। হাতে অঢেল সময়। হাতের কাছে নতুন কোনো বই নেই। তাই আবার নতুন করে পড়া শুরু করেছি। মাত্র সাত দিনে বইটা শেষ করে ফেললাম। পড়া বই অথচ আবার নতুন করে পড়তে একটু বিরক্ত লাগে নি। আমি মনে করি ভালো বই বা ভালো মুভি সবার দুই তিনবার করে পড়া উচিত। কোলকাতার সুনীল, সমরেশ এবং শীর্ষেন্দু এই তিনজন খুব শক্তিশালী লেখক। এদের মতোন লেখক আমাদের দেশে কেউ নেই।

'চক্র' উপন্যানের কাহিনি বলি।
আসলে এই উপন্যাসের কাহিনি বলে বুঝা্নো যাবে না। অনেক গুলো চরিত্র। তাদের সবার সমস্যা আছে, দুঃখ কষ্ট আছে। আনন্দ আছে। পাওয়া না পাওয়া আছে। উপন্যাসের নায়ক অমল। সে খুব ভালো ছাত্র ছিলো। পুরো গ্রামে তার মতো বিলিয়ান্ট ছাত্র আর একজনও নেই। সে জীবনে সাফল্য পেয়ে যায়। লন্ডন, আমেরিকা চলে যায়। অনেক বছর পর সে বুঝতে পারে সব পেয়েও যেন সে জীবনে কিছুই পায়নি। অমলের স্ত্রী মনা। দারুন সুন্দরী। তাদের এক ছেলে বুড্ডা ও এক মেয়ে সোহাগ। সোহাগের বিরাট সমস্যা। একবার আমেরিকাতে সে বিরাট বিপদে পড়ে এরপর তার জীবন বদলে যায়। তার বাপ-মা তাড়াতাড়ি আমেরিকা থেকে কোলকাতা চলে আসে। মাঝে মাঝে অমল তার পরিবার নিয়ে গ্রামে বেড়াতে আসে। বর্ধমানের কাছে তাদের গ্রাম। কোলকাতা থেকে বর্ধমান আসতে সময় বেশি লাগে না। সোহাগের গ্রাম খুব ভালো লেগেছে যায়। ভালো লেগে যায় গ্রামের মানূষ গুলোকে।

পারুল নামের একটা মেয়ে আছে গ্রামে।
খুব সুন্দরী। অমল তাকে ভালোবাসতো। কিন্তু অমলের ভুলের কারনে পারুল তাকে বিয়ে করে নি। একদিন অমল পারুলের উপর ঝাপিয়ে পড়েছিলো। বলা যায় তাকে ধর্ষন করেছিলো। পরে শোনা যায়, অমল বেশ্যাবাড়িতেও যেত। শেষমেষ পারুলের বিয়ে হয় এক বড় ব্যবসায়ীর সাথে। পারুলের স্বামী ভালো মানুষ। অমলের পরিবার গ্রামে এলে পারুলের সাথে দেখা হয়। কথা হয়। গ্রামে এসে অমল কেমন পাগল পাগল হয়ে যায়। উপন্যাসের শুরু হয় একটা বাস্তু সাপ দিয়ে। উপন্যাস শেষও হয় বাস্তু সাপ দিয়ে। উপন্যাসটা আমার কাছে ভালো লেগেছে। একবারও মনে হয়নি আমার সময়ের অপচয় হচ্ছে। মাঝে মাঝে উপন্যাস পড়তে পড়তে আমার মনে হয়েছে লেখক নিজেই যেন উপন্যাসটি লিখে দারুন আনন্দ পেয়েছেন। পাঠক হিসেবে আমি নিজেও দারুন আনন্দ পেয়েছি। এত বড় বিশাল উপন্যাস বাংলাদেশের কেউ লিখতেও পেরেছে আজও?

'চক্র' উপন্যাসে অনেক গুলো চরিত্র।
প্রায় সব চরিত্র গুলোই আমার কাছে ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে ধীরেন কাষ্ঠ চরিত্রটি। ধীরেন কাষ্ঠ খুব দরিদ্র মানুষ। তার ঘর সংসার আছে। বয়স প্রায় আশি। সে প্রতিদিন গ্রামের স্বচ্ছল পরিবার গুলোর কাছে যায়। কেউ কেউ তাকে সকালের নাস্তা খেতে দেয়। সে খুব আরাম করে খায়। এজন্য তার স্ত্রী তাকে অনেক আ্কথা কুকথা বলে। ধীরেনের জীবন ইতিহাস লেখক বিস্তারির বলেছেন। ধীরেন মাঝে মাঝে অমলদের বাড়ি যায়। অমলের বাবা মহিম। মহিম তা্কে কফি খাওয়ায়। মহিমের কাছে ধীরেন প্রশ্ন করে- 'আচ্ছা এই স্ট্রোক জিনিসটা ঠিক কেমন? জানলে মরার সময় কিভাবে মরছি, শরীরে কেমন করছে সেটা বেশ বুঝতে বুঝতে মরতে পারতাম।' আবার কখনও প্রশ্ন করে 'খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে?' ধীরেনের দুই ছেলে। তারা নেশা করে। বখাটে। ধীরেন চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে।

আরেকটা চরিত্র আছে 'মরন' নামে।
মরন এর বয়স বারো বছর। সে মুহুর্তের মধ্যে যে কোনো গাছে উঠে যায়। দারুন সাতার পারে। মরন আবার দেবতা শিব এর ভক্ত। সে শিবের কাছে অনেক কিছু চায়। শিব তাকে দেয়ও। মরনের বাপ 'রসিক বাংঙ্গাল'। খুব ভালো মানূষ। দারুন হৃদয়বান একজন মানুষ। সমস্যা হলো তার দুটা বউ। একটা শহরে। একটা গ্রামে। মরনের মায়ের নাম বাসন্তি। খুব ভালো মানূষ। একজন সহজ সরল ভালো মানুষ। মরনের দাদী আছে। জিজিবুড়ি নাম, বিরাট দুষ্ট মহিলা। তার কথার ধার আছে। যাই হোক, সব মিলিয়ে উপন্যাসটা যে পড়বে তার ভালো লাগবে। আমার ভালো লেগেছে। এত বড় উপন্যাস এক মুহুর্তের জন্য বিরক্ত লাগে নি। আর এত এত চরিত্র অথচ এক মিনিটের জন্যও কোথাও জট পাকায় নি।



মন্তব্য ৯৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

সোনালি কাবিন বলেছেন: শীর্ষেন্দুর লেখা খুব আরামদায়ক

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা। পড়তেও বেশ লাগে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: উনি প্রচুর লিখেছেন।
তার লেখার স্টাইল দারুন।

২| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে ভাই এর রিভিউ। অনেক আগে পূর্ব পশ্চিম পড়েছিলাম।অসাধারণ লেগেছিল। কিন্তু কেন জানিনা সমরেশ মজুমদার কে আমার ভীষণ ভালো লাগে। ভায়ের রিভিউ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইকে।


শুভকামনা রইলো।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: পূর্ব পশ্চিম সূনীলের। পড়েছি। দুইবার। দারুন।
সমরেশ মজুমদার খু বড় লেখক।

দাদা ভালো থাকবেন।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: দাদা সমরেশ এর কালবেলা, গর্ভধারিনি এবং কালপুরুষ আশা পড়েছেন??

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


বইতে কোন সময়কার সমাজের কথা বলেছেন উনি?

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
নির্ধারিত কোনো সময়ের কথা না। আবহমান সময়ের কথা। আসলে লেখার টানে এবং প্রয়োজনে অতী্ত ব্তমান মিলেমিশে একাকার হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: পশ্চিম বাংলা সমাজের কথা বলা হয়েছে। তখন কম্পিউটার এবং মোবাইল ফোন মাত্র এসেছে।

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম বংগের লেখকদের একটা ব্যামো আছে, উাদের অনেকের কাহিনীতে ১টা ব্রিলিয়েন্ট ছাত্র থাকে, উহাকে তারা বড় স্কলারশীপে বিলা্ত পাঠায়, উহা ওখানে হুইস্কি মুইস্ক খায়, এক সময় দেশে আসে। যতসব হাউকাউ

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা---
চক্র উপন্যাসেই এমনটা ঘটেছে। নায়ক অমল রায় বিদেশ থেকে আসে। দেশে এসে প্রচুর মদ টদ খায়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: হাউ কাউ বলবেন। সে গুলো আসলে জীবনের গল্প।

৫| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঙ্কু বলেছেন: রিভিউটা লেখার জন্য অনেক ধন্যবাদ। শীর্ষেন্দুর লেখা পড়তে গেলে সময় কোন দিক দিয়ে চলে যায় খেয়াল থাকে না। পার্থিব পড়ার মাঝখানে একবার আমাকে হঠাত করে ভারতে যেতে হয় কিন্তু তখন আমি পার্থিব এ এত বুঁদ হয়ে ছিলাম যে বইটা সাথে করে নিয়ে গেছিলাম। দেখি সময় পেলে চক্র পড়ে ফেলব!

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: পার্থিব আবার পড়া শুরু করেছি।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: 'মানব জমিন' পড়েছেন?

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মৌরি হক দোলা বলেছেন: কলেজ লাইব্রেরী থেকে এনে পড়া শুরু করেছিলাম। বেশ ভালো লাগছিল। তবে ৭দিন পেরিয়ে যাওয়ায় আর শেষ করা হয় নি। সামনে পরীক্ষাও ছিল না কি জানি! ভাবছি সামনে চক্র, পার্থিব কিনে পড়ব। মানবজমিন এতটাই ভালো লেগেছিল যে এক বন্ধুকে গিফট করেছিলা্ম। আসলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় আলাদা এক মাধুর্য আছে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
পড়ার চেয়ে, জানার চেয়ে আনন্দ আর কিছুতেই নেই।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: মানবজমিনের জন্য লেখক পুরস্কারও পেয়েছেন।

৭| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখনো পড়িনি।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: সময় অপরচয় করবেন না ভাই। পড়ে ফেলুন।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় আপনি বই কম পড়েন।

৮| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

রিফাত হোসেন বলেছেন: এসব দিয়ে সুন্দর নাটক সিনেমা বানানো সম্ভব। কিন্তু দেশের অতি পন্ডিত অভিজ্ঞ পরিচালকরা তা করবে না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: নাটক সিনেমা সম্ভব। কিন্তু অনেক খরচ। এত খরচ করলে পোষাবে না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: নাটক সিনেমা বানানো অনেক খরচ। আর সাহসী পরিচালক ছাড়া এরকম কাজে হা্ত দিতে পারবে না।

৯| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

ইসিয়াক বলেছেন: চমৎকার রিভিউ।
শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'চক্র' উপন্যাস
রিভ্যিউ ভালো লাগলো্। এভাবে নাম
উল্লেখ করে পোস্ট দিলে হোচট খেতে
হয়না যা আপনি সচারচর করেন না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আপনার চোখে তো আমার দোষের নেই।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: বয়স হয়েছে আপনার হোচট তো খাবেন ই।

১১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

জুন বলেছেন: চক্র আমি যে কতবার পড়েছি তার হিসাব নাই। মানব জমিন সবচেয়ে প্রিয় রাজীব নুর। যেসব বই আমার পছন্দের সেগুলোর ভালো লাগার জায়গাগুলো অনেকবার চোখ বুলাই।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।
আসলে শীর্ষেন্দু অন্য রকম জিনিস। যারা শীর্ষেন্দু পড়েনি তারা বুঝবে না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: তাহলে আপনি নিশ্চয়ই পার্থিব, দূরবীন পড়েছেন?

১২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

চাঙ্কু বলেছেন: দূরবীন, মানবজমিন, গুহামানব, দ্বিচারিনী, কাছের মানুষ সহ তার বিখ্যাত বেশকিছু বই পড়া শেষ। সমস্যা হল ল্যাপটপে বই পড়তে তেমন ভাল লাগে না। এইজন্য বাংলা বই পড়া অনেক কমিয়ে দিয়েছি। আপাতত ল্যাপটপে মাসুদ রানা পড়তেছি।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: 'উজান' পড়েন নি?

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: গুহামানব, দ্বিচারিনী, কাছের মানুষ- এসব কি শীর্ষেন্দুর বই?

১৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

জুন বলেছেন: শীর্ষেন্দুর কত বই যে পড়েছি তার হিসাব নাই। দুরবীন আর পার্থিব বই প্রকাশের সাথে সাথেই পড়া শেষ। আমাদের সময় বিনোদন বলতে এক নম্বরেই ছিল বই পড়া।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার কি অনেক বয়স?

পার্ক ছিলো? সিনেমা হল ছিলো না?
আডদা ছিলো না?

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: বই পড়ার বিনোদন সবচেয়ে সুন্দর বিনোদন। পবিত্র বিনোদন।

১৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

জুন বলেছেন: সবই ছিল রাজীব নুর। কিন্ত আমাদের পারিবারিক নেশা ছিল বই পড়ার। আমাদের ফ্যামিলির প্রত্যেকের বাসায় ছোট খাট একটা লাইব্রেরি থাকতোই থাকতো। আমাদের বাবা মা আমাদের প্রচুর দেশ বিদেশের গল্পের বই কিনে দিত। আমি তো শুনে অবাক হই যখন কেউ বলে পাঠ্যসূচির বাইরে কোন বই পড়ার কথা তাদের বাবা মা চিন্তাই করতে পারে না। টিভি দেখা, সিনেমা দেখা, খেলাধুলা করা, ব্যাডমিন্টন, ছাড়াও ঘুড়ি উড়ানো, মার্বেল খেলাও ছিল ইনক্লুড। দেশ বিদেশ ভ্রমনও ছিল বিনোদন সুচীতে :) পারিবারিক ভাবেই আমরা প্রচন্ড ভ্রমন পিয়াসি।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আমাদের বাসায় কোনো লাইব্রেরী ছিলো না। তবু আমার বই পড়ার অভ্যাস হয়েছে।
আপনার বাবা মা ছিলেন আধুনিক মানূষ। সব বাবা মায়ের চিন্তা আধুনিক না।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান।
সবাই জন্মের পর এরকম ভাগ্য হয় না।

১৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯

চাঙ্কু বলেছেন: উজান পড়া হয়নি। গুহামানব, দ্বিচারিনী, কাছের মানুষ- এইগুলো শীর্ষেন্দুরই বই তবে কাছের মানুষ নামে সুচিত্রা ভট্টাচার্যেরও একটা বই আছে যেইটা শীর্ষেন্দুর কাছের মানুষ এর চেয়ে অনেক বেশী জনপ্রিয়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনাকে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কাছের মানুষ নিয়ে বাংলাদেশে একতা নাটকও হয়েছে। সূবর্না মোস্তফা অভিনয় করেছেন।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২০

নেওয়াজ আলি বলেছেন: যুগ যুগ ধরে মানুষের হ্রদয়ে বেঁচে থাকবে

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২১

মীর আবুল আল হাসিব বলেছেন: এত এত বই পড়েন, ব্লগিং করেন, মুভি দেখেন (অবশ্যই কোন চাকুরিও করেন) --- এত সময় পান কই?

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: না চাকরি নাই।
'তাই তো হাতে অঢেল সময়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: যা ই করি তার মধ্যে বেশির সময়ই অপচয় করা হয়। শুধু মাত্র বই পড়লে সময়ের অপচয় হলো বলা যায় না।

১৮| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

পুলক ঢালী বলেছেন: আপনার চক্র বিষয়ক রিভিউ পড়লাম। আপনার কি মনে হয়নি মানুষের জীবন একটা চক্রে আবর্তিত হয় তাই বইটার নাম চক্র। আপনি স্বীকার করেছেন বাস্তু সাপ দিয়ে শুরু ও শেষ। আমার মনে হয় উপন্যাসের নামকরনের স্বার্থকতা রিভিউতে থাকা উচিৎ।
শীর্শেন্দুর উপন্যাস বড় হয় রিপিটেশনের কারনে এটা ছাড়া ওনার লেখা ভালই লাগে। সুনিল গঙ্গোপাধ্যায়ের বইও ভাল লাগে তবে সমরেশ মজুমদারের বই বেশী ভাল লাগে। আপনি যে সিক্যুয়ালের কথা বলেছেন ওগুলো পড়া আছে। সমরেশ বসুও অনেক শক্তিমান লেখক বিভূতি, শংকর ওনারাও বিখ্যাত আরও অনেকেই আছেন। আপনি ওনাদের বই পড়েন জেনে ভাল লাগলো।
ভাল থাকুন।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
মানুষের জীবন একটা চক্রে আবর্তিত হয় তাই বইটার নাম চক্র।

আসলে আমি রিভিউ লিখতে জানি না। তাছাড়া রিভিউ তে আমি কিছুই বলতে চাই নি। সব রিভিউতে বলে দিলে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: আমি হাতের কাছে যাই পাই পড়ি।
পড়তে ভালো লাগে। বই তো মানূষের সবচেয়ে ভালো বন্ধু।

১৯| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার মন্তব্যে ২টা করে প্রতিমন্তব্য করে কি
মন্তব্য সংখ্যা বাড়ান? খুব ভালো বুদ্ধি !!

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: বুদ্ধি আমার আছে। আপনার চেয়ে কম নয়। বরং বেশীই বলা যায়।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আপনার যে কোনো বিষয়ে বুদ্ধি লাগলে বলবেন। ফ্রি বুদ্ধি দিব।

২০| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পশ্চিম বঙ্গে কিছু বামপন্থী লেখক আছে।যাদের লেখা সমাজের ঘভিরে আঘাত করে।তারা লেখার মাধ্যমে সমাজেের পরিবর্তন করতে চান।তাদের মাঝে কয়েকজন মুসলমান লেখকও আছেন।আমার ভাললাগে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা।শীষের্ন্দুরকোন বইআমি পরিনি।বইটা পিডিএফে রেখে দিব,সময় করে পড়ে নিব।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: আসলে আমাদের সব রকমই বইই পড়া উচিত।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: জ্যোতিরিন্দ্র নন্দীর কি কি পড়েছেন?

২১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: পড়া হয়নি এখনো

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: হয়তো আপনি ব্যস্ত। সময় পান না।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আপনার পড়া তিনটা বইয়ের নাম বলুন।

২২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:১২

কাছের-মানুষ বলেছেন: বিশাল বই তবে পড়ার ইচ্ছে রইল। যদি কয়েক পৃষ্টা পড়ার পরে আগ্রহ পাই তাহলে অবশ্যই পড়ব।

আপনি সম্পতি প্রতিশোধ নামের একটি সিরিজ শুরু করেছিলেন, অফলাইনে পড়েছিলাম। সেটা এখনো আসছে না অনেকদিন ধরে!!

শীর্শেন্দুর ছোট কোন উপন্যাস রিকোমেন্ট করতে পারবেন!!

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: না কম পক্ষে ১০০ পাতা পড়তে হবে। কয়েক পাতা পড়ে কিছুই বুঝতে পারবেন না।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: প্রতিশোধ লিখব। এখন পর্যন্ত ৩ টা হয়েছে। আরো আসবে।

২৩| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৪০

সোনালি কাবিন বলেছেন: Mysterious mystery সহি মুমিনের আসল পরিচয় দিয়ালাইছে। মাশাল্লাহ!

২৪| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৫

সোনালি কাবিন বলেছেন: mysterious mystery, আন্নে জ্ঞানী মানুষ। তাও এক্টা কথা জিগাইবার চাই। গালাগালি যে করতাসেন, ওইডা কি দেশি আইপি দিয়া? তাইলে কিন্তু traceable

২৫| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২৭

সোনালি কাবিন বলেছেন: কি mysterious mystery, রোজা রেখে গালাগালি করে সংযম পালন??

২৬| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রিভিং ভাল হয়েছে। ওনার খেলা পড়তে ভাল লাগে। হাজার হোক বাংলাদেশের মানুষ।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

২৭| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২১

ইসিয়াক বলেছেন: আপনি শীষের্ন্দুর মাধব ও তার পারিপার্শ্বিক পড়েছেন? খুব ভালো বই । আমার খুব প্রিয়। দেশভাগ নিয়ে লেখা । পড়লে মনে হবে চরিত্রগুলো একেবারে জীবন্ত।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: মাধব ও তার পারিপার্শ্বিক পড়েছি।
আগেও একবার বলেছিলাম। পড়েছি।

২৮| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনার পড়া তিনটা বইয়ের নাম বলুন।
শুধু তিনটা বই এর নাম বলা কি সম্ভব!!
১। ফাউন্ডেশন সিরিজ।
২। দূরবীন
৩। গর্ভধারিনী<কালপুরুষ<কালবেলা

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৯| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনার যে কোনো বিষয়ে বুদ্ধি লাগলে বলবেন। ফ্রি বুদ্ধি দিব।

আপনার বুদ্ধি নিলে নাস্তিক হতে হবে। নাউজুবিল্লাহ, আমি নাস্তিক হতে চাইনা।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা হা---

৩০| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Mysterious Mystery ব্লগারদের বিভিন্ন পোস্টে আপনার সাম্প্রতিক
মন্তব্যগুলে আমাকে আহত করে। জানি আমার ধর্ম, আমার বিশ্বাস নিয়ে
কেউ কটুক্তি করলে তার বিপক্ষে শক্ত অবস্থান নিতে হয়। তবে ইসলাম
শান্তির ধর্ম, এখানে অশ্লীল বাক্যবানে কাউকে জর্জরিত করে নিজেকে
তাদের স্তরে নামিয়ে আনব্নে না। সারমেয়রা যতই ঘেউ ঘেউ করুক না
কেন হাটুর উপরে কামড়াতে পারবেনা। ওদের হেদায়েতের ভার আল্লাহর
উপর ছেড়ে দিন। আমিন

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: Mysterious Mystery এটা একটা অমানুষ।

৩১| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল অশ্লীল বাক্য ব্যবহারকারী ব্লগারদের না বলুন।
সম্ভব হলে কোয়ারাইন্টেনে পাঠান। তাদের উৎসাহিত
করবেন না। যে একসময় আপনাকে তোষামদী করবে
তারা পরক্ষনেই আপনার পিছনে ছুরি মারবে। তাই
মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু শ্রেয়। বাজে মন্তব্য আপনার
নিজ দ্বায়িত্বে আপনার লেখা থেকে অপসারন করে এদের
প্রতিহত করুন।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।

৩২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯

সোনালি কাবিন বলেছেন: রাজিব সাহেব, আপ্নার বয়স তো ১৮ এর উপরে তাই না। মিস্ট্রির সাথে আমাকে এক ব্রর‍্যআকেটে রাখলেন কোন আক্কেলে? আপ্নার প্রতি এক রাশ ঘৃণা।
আপ্নাকে মন্তব্য মুছতে অনুরোধ করা হচ্ছে।

আর যদি আপ্নার যুক্তি দিতে চান, দিন। আমিও তর্কে রাজি আছি।

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: তর্ক করে লাভ নাই।
আমি তর্ক পারি না। কথার পিঠে কথাও বলতে পারি।
ভালো থাকুন।
আর এই পোষ্ট টাই মুছে দিব। এটা দুষিত হয়ে গেছে।

৩৩| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

সোনালি কাবিন বলেছেন: মিস্ট্রি যখন আপ্নারে আর চাদগাজিরে গাইল পারল, তখন কেউ মন্তব্য করে নাই। আমি আইপি ট্রেসের ভয় দেখানোতে মিস্ট্রি মন্তব্য করা বাদ দিয়ে সেই যে গেল, এই মন্তব্য লেখা পর্যন্ত আসে নাই। চাদগাজি আমাকে ভাল রিপ্লাই দিল আর আপ্নি করলেন ইত্রামি?

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: না আপনি তাকে ভয় দেখিয়েছেন । ইহা সত্য।
আমি ইতরামি করি নাই।
মানূষ তার ভালো কাজের মূল্যায়ন পাবেই।

৩৪| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

সোনালি কাবিন বলেছেন: তর্ক করবেন নাকি করবেন না আপ্নার ব্যাপার। হয় ক্ষমা চান নাইলে মন্তব্য মুছে দেন

৩৫| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: অপরাধটা কি করলাম? যে ক্ষমা চাইতে হবে?
মন্তব্য না পুরো পোষ্ট টাই মুছে দিব।

৩৬| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৯

সোনালি কাবিন বলেছেন: আরেহ! আপ্নে মিস্ট্রির সাথে এক্সাথে আমাকে বদ বল্লেন কেন? আপ্নি ওই মন্তব্য মুছে দেন।

৩৭| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬

সোনালি কাবিন বলেছেন: পুরো পোস্ট মুছে দেব বার বার বলে ন্যাকামো করছেন কেন? আপ্নার মুছার সদিচ্ছা থাক্লে এক ক্লিকে কয়েক সেকেন্ডেই তা মুছতে পারেন। নাকি অপেক্ষায় আছেন নুরু গং এর কেউ নতুন মন্তব্য করলে জম্বে ভাল?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: না আমি কোনো অপেক্ষায় নাই।
দিলাম মুছে।

৩৮| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

সোনালি কাবিন বলেছেন: ধন্যবাদ আপ্নাকে।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
ওই বদ মনটা খুব খারাপ করে দিয়েছে। এর পর আর একটা ও পোষ্ট দেই নি।

৩৯| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমার মনে হয় আপনি বই কম পড়েন।

এখানে বাংলা বই পাওয়া যায় না। ইংরেজি বই পড়তে পড়তে বাংলা বই পড়া ভুলে গেছি প্রায়।

২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.