নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছু দিন আগেও আমার কাছে ছিল। এখন হারিয়ে গেছে।
বইটির নায়ক 'উভচর মানুষ'। সে স্থলে থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন।
২। মানুষকে তার দীর্ঘ জীবনে নানান অপমানের ভেতর দিয়ে যেতে হয়। অপমান আগুনের মতো, মানুষকে শুদ্ধ এবং পবিত্র করে।
৩। যে ব্যক্তি নিজেকে জাহির করার জন্য কবিতা রচনা করেন তিনি কবি নামের অযোগ্য। 'কবি' শব্দটাকে তিনি অসম্মান করলেন। মানুষ একমাত্র মনের আনন্দ লাভের জন্যই কাব্য চর্চা করতে পারে, এর অন্যথা হলে বুঝতে হবে তার অন্তরে ব্যাধি আছে।
৪। আপনার বয়স যদি এখন তিরিশ হয়, তবে এখন পর্যন্ত আপনি কমপক্ষে ৫১ মণ চালের ভাত খেয়েছেন।
প্রথম দুই বছর বাদ দিয়ে ২৮ বছর প্রতিদিন গড়ে অন্তত ২০০ গ্রাম চালের ভাত খেয়েছেন ধরলে, তিরিশ বছরে এসে দাঁড়ায় ৫১ মণ চালের ভাত।
৫। ৫০ বছর আগেও হাওরের মানুষ ছিল প্রকৃতির কাছে অসহায়, আজও তাই।
তাহলে স্বাধীনতার এত বছরে হাওরের মা্নুষদের জন্য কিছু করা হয় নি।
৬। প্রতিদিন শত শত গাছ কাটা হচ্ছে, পাহাড় ধ্বংশ হচ্ছে, নদী দখল হচ্ছে বন জঙ্গল উজার হচ্ছে- প্রকৃতি তার প্রতিশোধ তো নিবেই।
৭। ১৯৩৪ সালে আমি যখন সপ্তম শ্রেনীতে পড়ি তখন ভীষনভাবে অসুস্থ্ হয়ে পড়ি। ছোট সময়ে আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম। খেলাধুলা করতাম, গান গাইতাম। হঠাৎ বেরীবেরী রোগে আক্রান্ত হয়ে আমার হার্ট দুর্বল হয়ে পড়ে। আব্বা আমাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান।
১৯৩৭ সালে আমি আবার লেখাপড়া শুরু করলাম। এবার আর পুরনো স্কুলে পড়বো না। কারণ সহপাঠীরা আমাকে পেছনে ফেলে গেছে। আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আব্বাও আবার গোপালগঞ্জ ফিরে এলেন।
আমি ভীষন একগুঁয়ে ছিলাম। আমার একটা দল ছিলো। কেউ কিছু বললে আর রক্ষা ছিলো না। মারপিট করতাম। আমার দলের ছেলেদের কেউ কিছু বললে একসাথে ঝাঁপিয়ে পড়তাম।
অসমাপ্ত আত্মজীবনী # শেখ মুজিবুর রহমান,অনুচ্ছেদ- ৪
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!!
২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:২০
কাছের-মানুষ বলেছেন: ১৯৩৪ সালে সপ্তম শ্রেণিতে পড়তেন এটা মনে বংবন্ধুর আত্নজীবনী থেকে নেয়া!!!!
ভাল লাগল সবগুলো, তবে ৩ নং এ যেটা লিখেছেন সেটার ব্যাপারে বলব যে কবিতার লিখে বই ছাপায় সেতো ভাবে সে ভাল বই লিখেছে, খারাপ যদি লিখেও!!!
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫১
নেওয়াজ আলি বলেছেন: 1934
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৩:১৫
শের শায়রী বলেছেন: ইকথিয়ান্ডর, উভচর মানুষের নাম। আমারো অসম্ভব প্রিয় একটা বই।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৪
রুদ্র নাহিদ বলেছেন: মনের আনন্দের বাইরে কি কবিতা চর্চা হয় না?
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: হয়। হবে না কেন??
৬| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ সময় যাচ্ছে।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো সময় আসবে।
৭| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কিছু হাওরের বিষয়ে যেমন দক্ষিন পশ্চিম অঞ্চলের হাওর গুলোর অবস্থা ভাল।বৃহত্তর সিলেট অঞ্চলের হাওর গুলোর অবস্থা তুলনামূলক খারাপ।বিবিধ কারন আছে।প্রধান কারন বর্ষায় পাহাড়ী ঢল।
অপমান বলবনা,প্রতিকুলতার মধ্যদিয়ে যেতে হয়।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: তার মানে কি হাওর এর স্থায়ী সমাধান নাই??
৮| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮
ইসিয়াক বলেছেন: উভচর মানুষ
আহ কতদিন! কত দিন পরে নামটা মনে করিয়ে দিলেন বন্ধু ।আমি সত্যি আপ্লুত । আমার অসম্ভব প্রিয় বই । অনেক অনেক হারিয়ে যাওয়া বইগুলো মতো এই বইটিও হারিয়ে গিয়েছে। যা হোক এখন পি ডি এফ ফাইল নামালাম আগেও অনেকবার পড়েছি, আবার পড়বো।
অনেক ধন্যবাদ সহ শুভকামনা জানবেন।
লিঙ্ক দিলাম ..
https://drive.google.com/file/d/0B_YaosR26qWjSXdMWWxUci1RR2M/view
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: দন্যবাদ। ভালো থাকুন।
৯| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'।
আসলেই তাই। ইংরেজী সাহিত্য পড়ে রস নেয়ার মতো ইংরেজী জ্ঞান নেই বলে আমি অনুবাদ পড়ি। কিছু কিছু অনুবাদ উপন্যাসের আসল রস নষ্ট করে। এটির ক্ষেত্রে তা হয়নি।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২
Subdeb ghosh বলেছেন: ৬ নং ভালো লেগেছে। গাছ কাটা হচ্ছে,পাহাড় ধ্বংশ হচ্ছে,নদী দখল হচ্ছে বন উজাড় হচ্ছে-প্রকৃতি প্রতিশোধ তো নিবেই।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: তাই একটা গাছ কাটলে তিন গাছ লাগাতে হবে। এই আইন করা জরুরী।
১১| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২১
পদাতিক চৌধুরি বলেছেন: লেখার ধরনে 7 নম্বরটা বেশ চমক লেগেছে।হেহেহে
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
১২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৫
শুভ্রনীল শুভ্রা বলেছেন: কবি জীবনানন্দ দাশ তো বলেছেন ই সবাই কবি না, কেউ কেউ কবি।
অন্য সবার মতো আমিও ভড়কে গিয়েছিলাম ১৯৩৪ সাল দেখে। পরে বুঝলাম ওটা আপনি নন।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
১৩| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোহানী আপু ভয় পাবার কিছু নাই
খা্নসাব সবসময় টুকরা টুকরা সাদা
মিথ্যা কথা বলে। কার কথা কখন
বলে ঘোর লাগায় কে যানে।
১৯৩৪ সালটা খা্নসাবের না
ওটা বঙ্গবন্ধুর !!!
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।
১৪| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: Man from Atlantis হলিউডে তৈরি আমাদের সময়ের বাংলাদেশ টেলিভিশনের টিভি সিরিয়াল, ইউটিউবে থাকতে পারে, দু একটা পর্ব দেখতে পারেন। মানুষ হবার অনেক জ্বালা! না চাইলেও কিছুটা জ্বালা আপনার তো সহ্য করতেই হবে।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪২
এইচ তালুকদার বলেছেন: এই নগরে কাক আর কবির সংখ্যা সমান।
হাওড়ের কথা আমিও চিন্তা করছিলাম,এই ২০২০ সালে এসেও যদি দেশবাসীর সিংহভাগ ধান চালের যোগান দেয়া অঞ্চল টাকে যদি ম্যনুয়াল লেবার দের দিকে তাকিয়ে থাকতে হয় তাহলে বুঝতে হবে আমরা এখনো সভ্য হতে পারি নী। আমাদের বাপ দাদা রা নদীর পারে হাগু করতো আমরা কমোডে হাগু করছি পরিবর্তন বলতে শুধু এইটুকু।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: কিন্তু দেশ তো উন্নয়নের মহাসড়কে।
১৬| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫০
এইচ তালুকদার বলেছেন: মহাসড়কে বেশি স্পিডে গাড়ি চলে বলে এক্সিডেন্টও বেশি হয়।দেশ কে সাবধানে থাকতে বলবেন
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৫
সোহানী বলেছেন: ১৯৩৪ এ আপনি সপ্তম শ্রেনীতে পড়তেন?? রাজিব ভাই আপনার বয়স কত?