নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী দুর্ভাগা জাতি

০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১১



আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন- “আমি শুনতে ভালোবাসি, শুনতে শুনতে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু অধিকাংশ মানুষই শুনতে আগ্রহী নন।

আপনি কি কখনও ভেবে দেখেছেন-
যে শ্রমিক গুলো দিন-রাত কাজ করে- মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া বিল্ডিং বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়। যে ছেলেটি সারাদিন পথে ঘুরে-ঘুরে জুতো পালিশ করে, সে একজোড়া ভালো জুতো পড়েনি কোনোদিন। যে লোকটা বারো মাস বাড়ি-বাড়ি গিয়ে দুধ বিক্রি করে, সেই'ই সারাটা বছর পুষ্টিহীনতায় ভোগে। যে লোক গুলো বড় বড় মঞ্চ বানায়, তারা কোনোদিন সে মঞ্চে বসার দাওয়াত পায় না।

আপনি কি কখনও ভেবে দেখেছেন বন্ধু-
গ্রাম বাংলার কৃষক গুলো সারা বছর চাষ-বাস করে, তারা হয় মূর্খ- দরিদ্র-অনাহারি ও অসহায়- আর এই কৃষকদের নিয়ে যারা গল্প, কবিতা
উপন্যাস লিখে- তারা হয় সাহিত্যিক, বুদ্ধিজীবি। যুগ-যুগ ধরে যে শ্রমিক চা বাগানে কাজ করে, তার ঘরে এক সেট ভালো চায়ের পেয়ালা নেই, কিন্তু একজন মডেল টিভিতে একটা চায়ের বিজ্ঞাপন করে হয়ে যায় তারকা, সেলিব্রেটি। ধনী লোকেরা জাহাজে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায় অবসর যাপন করতে আর পরিবারের সুখের জন্য, জীবিকার সন্ধানে যে লোক গুলো রাতের অন্ধকারে সমুদ্র পাড়ি দেয়- তারা হয় অবৈধ্য অধিবাসী। শ্রমিকেরা সারাদিন কাজ করে সন্ধ্যার পর রাস্তার পাশের চায়ের দোকানে বসে আড্ডা দেয়- ধনীরা যায় তাদের রঙ মহলে, পেগ এর পর পেগ চলে মধ্যরাত পর্যন্ত।

বাড়িঘর যেমন নিয়মিত পরিষ্কার করতে হয়, না করলে যেমন ধুলো জমে যায় ঠিক তেমনি প্রতিদিন মনের ময়লা-আবর্জনা ধুয়ে মুছে সাফ করুন। তাহলে দেশের ভালো হবে। এই পরিস্থিতিতে অনেক মানুষের চাকরি চলে গেছে। কারো কারো বেতন হয় নি। আর যাদের বেতন হয়েছে তাও অর্ধেক। দুনিয়া ভরে গেছে পাপে। পাপের টাকায় বিশ্ব সংসার চলছে। এই জন্যই মানুষের মধ্যে মায়া মমতা একেবারেই কমে গেছে।
যদিও ধনীরাই চাকুরী সৃস্টি করতে সক্ষম, দরিদ্রা চাকুরী সৃস্টি করতে পারে না! তবে, একজন ধনী এবং গরীব একটা জায়গায় সবাই সমান হয়- সবার শেষ ঠিকানা- সাড়ে তিন হাত মাটি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।

০১ লা মে, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
প্রভু আপনার মঙ্গল করুক।

২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


যত মানুষ কবিতা লেখে, সবাই কবি নয়; যত লোক বই লেখে সবাই লেখক নয়; সাধারণ মানুষের জীবন নিয়ে যারা লিখেন, তাঁরাই কবি, তাঁরাই লেখক; বাকীগুলো হাউকাউ

০১ লা মে, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন। আমার পছন্দ হয়েছে।

৩| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি লিখব ভেবে পাই না! মনের ময়লা পরিস্কার করবো কিভাবে?আমার মনে হয়,করোনা সেই কাজ কিছুটা করছে। যুদ্ধবাজ দেশগুলোর যুদ্ধের সক্ষমতা কমিয়ে আনছে।মধ্যপ্রাচ্চের দেশগুলোর হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিবে।মানুষের মনে নুতন চিন্তা
চেতনার উদয় হবে।তখন হয়তো মনের ময়লা কিছুটা দুর হবে।
এখন পৃথীবিতে যত পাপআছে এরচেয়ে বেশী পাপ সবসময় ছিল।এটা একশ্রেনীর লোকের প্রচার,পাপে ভরে গেছে।তাহলে তাদের
কিছুটা সুবিধা হয়।

০১ লা মে, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: না পাপ আগের থেকে এখন বেশী।
পাপ যত দিন যাবে তত বাড়তে থাকবে।

৪| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ইসিয়াক বলেছেন: চমৎকার উপস্থাপন।
মানুষ আরো মানবিক হোক।
শুভ সন্ধ্যা

০১ লা মে, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: আপনি কি মানবিক? প্রমান দিন।

৫| ০১ লা মে, ২০২০ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


আপনাকে ধন্যবাদ খানসাব
নির্মম বাস্তবতা তুলে ধরার জন্য।
তবে কথা হলো পাপ পূ্ণ্য
স্বর্গ নরক তো আপনার
লেখার বিষয় হবার কথা নয়।
তবে কি ধর্মে মতি হলো
আপনার?

০১ লা মে, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: কোনো মানুষই ধর্মের বাইরে নয়। সামান্য চুম্বক তারও ধর্ম আছে।

৬| ০১ লা মে, ২০২০ রাত ৮:১০

Subdeb ghosh বলেছেন: ভালো লিখেছেন, +++
শ্রমজীবী যেখান থেকেই নিজের জীবনবাজী রেখে নিজের জীবিকার জন্য,
পরিবারের জন্য, সমাজের জন্য সর্বোপরি বাংলাদেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন সবাইকে স্বশ্রদ্ধ সালাম।

০১ লা মে, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: তাদের জন্য কিছু করুন।

৭| ০১ লা মে, ২০২০ রাত ১০:১৮

সুপারডুপার বলেছেন:

একটি মসজিদ নির্মাণের কিছু ইট কী এমন নেকীর কাজ করলো যে তাদের কে মিম্বর ও সিজদার স্থানে দেওয়া হলো, কিছু ইট কী এমন গুনাহর কাজ করলো যে তাদের কে টয়লেটে দেওয়া হলো!

০১ লা মে, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: !

৮| ০২ রা মে, ২০২০ রাত ৯:১১

নয়ন বিন বাহার বলেছেন: বিশ্ববিদ্যায়গুলোর দিকে তাকান।
কি খায় ওরা? কোথায় থাকে?
চারপোকার কাপড় সহ্য করতে করতে, কেন্টিনের কুখাদ্য খেতে খেতে মানবিকতা, উৎকর্ষতার চিন্তা কিভাবে করবে?

০২ রা মে, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: তারপরও মানবতাকে বাচিয়ে রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.