নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা?
আমি বলব অবশ্যই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় প্রেমে পড়ার সময়টা। প্রেমের চেয়ে আনন্দময় দুনিয়াতে আর নেই। কোনো কোনো প্রেম মানুষকে ধ্বংস করে দেয়, আবার কোনো প্রেম মানুষকে মহান করে তোলে। তবে প্রেম করা ভালো। প্রেম মানুষকে ভালো করে তোলে, প্রেম মানুষকে শক্তি দেয়। কিন্তু যার সাথে দীর্ঘ দিন প্রেম ছিলো তাকে বিয়ে না করা অনেক বেশি ভালো। কারন, তাহলে তাকে না পাওয়ার কারনে সারা জীবন তাকে নিয়ে ভাবা যায়। হা হুতাশ করা যায়। পাওয়া না পাওয়ার মাঝখানে থাকা যায়। তাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখা যায়। শত ব্যস্ততার মাঝেও এক আধদিন আকাশের দিকে তাকিয়ে তাকে নিয়ে সাতপাঁচ ভাবতে বেশ লাগে। আর যদি যার সাথে প্রেম করলেন এবং তাকেই পেয়ে গেলেন, তাকেই বিয়ে করে ফেললেন। তাহলে ভবিষ্যতে আপনি অনেক কিছু মিস করে গেলেন। বিয়ের চেয়ে বেশি আনন্দময় ঘটনা প্রেম।
শাহেদ জামাল বিয়ে করেছে।
তার স্ত্রী নীলা বেশ ভালো মেয়ে। তাদের একটা কন্যা আছে। অহনা না। সুন্দর সংসার তাদের। অথচ শাহেদ আজকাল সাদিয়া নামের একটা মেয়ের কথা খুব ভাবে। মেয়েটার রোল নম্বর ছিলো নয়। তার আট। মেয়েটা খুব সুন্দর ছিলো। একদম সহজ সরল সুন্দর। সাদিয়ার মুখটা ফুলের মতো সুন্দর ছিলো। পবিত্র। ক্লাশে সাদিয়া কোনো হইচই করতো না। এমন কি কারো সাথে কোনো কথাও বলতো না। প্রতিটা ক্লাশে তার খুব মনোযোগ ছিলো। শাহেদ মুগ্ধ হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে থাকতো। ক্লাশ ছিলো চল্লিশ মিনিট। শাহেদ টিচারের কথা না শুনে সাদিয়ার দিকে চেয়ে থাকতো। তখন হয়তো শাহেদ প্রেম ভালোবাসা এগুলো ঠিক বুঝতো না। কিন্তু সাদিয়াকে তার ভালো লাগতো- একথা সে কিছুতেই অস্বীকার করতে পা্রবে না। অবশ্য শাহেদ ভীষন লাজুক। তাই সাদিয়াকে কোনো ভালোবাসার দু'চারটা কথা কখনও বলা হয় নি।
নীলা আর অহনা গভীর ঘুমে।
শাহেদ বেলকনিতে বসে আছে। এখনও আকাশ পুরোপুরি ফরসা হয় নি। একদিন শাহেদ সাহস করে সাদিয়ার পাশে গিয়ে বসলো। তখন ক্লাশে কেউ ছিলো না। স্পোর্টস ডে ছিলো। সবাই মাঠে ছিলো। শাহেদ বলল, তুমি সব সময় এমন চুপ করে থাকো কেন? হাসো না কেন? সব সময় মুখটা কেমন বিষন্ন করে রাখো! আমার ভালো লাগে না। সাদিয়া বলল, প্লীজ আমাকে বিরক্ত করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। শাহেদ বলল, ঠিক আছে বিরক্ত করবো না। শুধু বলো আজ কি এনেছো? আমি জানি প্রতিদিন তুমি বাসা থেকে খাবার নিয়ে আসো। সাদিয়া টিফিন বক্স বের করে দিলো। শাহেদ দেখলে বক্সে দু'টা রুটি আর আলু বাজি। শাহেদ বলল, রুটি আলু বাজি আমার ভীষন প্রিয়। আমার খিদে পেয়েছে। আমি কি রুটি আলু ভাজি খেতে পারি? সাদিয়া হেসে ফেলল। সাদিয়ার হাসিটা যেন শাহেদের বুকে এসে লাগলো। একটা মেয়ে এত সুন্দর করে হাসে কি করে!
শাহেদ একটা সিগারেট ধরালো।
বেশ লাগছে তার সাদিয়ার কথা ভাবতে। স্ত্রী, কন্যা ঘুমাক আরামে। শাহেদ একটু পুরোনো দিনে ফিরে যাক। একদিন শাহেদ তার বন্ধুর বাসায় যাচ্ছিলো। বন্ধুর বাসায় গিয়ে জানতে পারে বন্ধু হাসপাতালে ভরতি। শাহেদ হাসপাতালে গেলো। বন্ধু বলল, সারারাত একাএকা থাকি ভালো লাগে না। আজ তুই থেকে যা। শাহেদ বলল, অবশ্যই থাকবো। কোনো সুবিধা নাই। অনেক রাত। বন্ধু ঘুমাচ্ছে। শাহেদের চোখে ঘুম নেই। শাহেদ রুম থেকে বের হয়ে হাসপাতালের করিডোরে এসে দাড়ালো। করিডোরের সব গুলো বাতি বন্ধ। তবে রাস্তার ল্যাম্পপোষ্টের আলো এসে ভরে দিয়েছে করিডোর। ল্যাম্প পোষ্টের আলোতে শাহেদ সাদিয়াকে দেখলো। গ্রীলে মাথা ঠেকিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে! মুখটা বেশ মলিন। চোখে কি দু'টা পানি দেখেছিলো? ল্যাম্পপোষ্টের আলোতে সাদিয়াকে অন্য ভূবনের মানুষ বলে মনে হচ্ছিলো! শাহেদের ইচ্ছা করছিলো সাদিয়াকে জড়িয়ে ধরতে। তুমি মন খারাপ করো না রাজকুমারী। আমি আছি। জানালার গ্রীলে নয় তুমি এসো আমার বুকে মাথা রাখো।
সাদিয়া এখন কোথায় আছে?
কেমন আছে? বিয়ে করেছে? বিয়ে করলে তার স্বামী কি করে? বাচ্চা কয়টা। এখন যদি সাদিয়া শাহেদকে দেখে তাহলে চিনতে পারবে? আচ্ছা, শাহেদ যেমন এই ভোরবেলা সাদিয়ার কথা ভাবছে, সাদিয়াও কি এক আধদিন আকাশের দিকে তাকিয়ে শাহেদের কথা ভাবে? ভেবে ভেবে মন খারাপ করে? হাসে? আবেগে আপ্লুত হয়? বিষন্ন হয়? বাকি জীবনে কি সাদিয়ার সাথে দেখা হবে? একবার? মাত্র একটি বার? দেখা হলেইবা শাহেদ কি বলবে? সাদিয়া তোমাকে আমার ভালো লাগতো। তোমার কথা আমি অনেক ভাবতাম। এরকম নাটুকে কথা শুনে সাদিয়া নিশ্চয়ই বিরক্ত হবে। না সাদিয়াকে শাহেদ বিরক্ত করতে চায় না। বহু বছর আগে সাদিয়াকে একটা গভীর চুমু দেওয়ার খুব ইচ্ছা হয়েছিলো শাহেদের। এই ইচ্ছা কি আর কোনো দিন পূরন হবে শাহেদের? অসংখ্য ইচ্ছার মতোন এই গোপন ইচ্ছাটাকেও মাটি চাপা দিতে হবে। হয়তো কোনো একদিন সাদিয়ার সাথে দেখা হয়ে যাবে। সাদিয়া রাগ করে বলবে- শাহেদ তুমি এতো বোকা কেন? কেন বলোনি তুমি আমাকে ভালোবাসো? তাহলে.....
০৬ ই মে, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:৪৫
সোহানাজোহা বলেছেন: সমগ্র বিশ্বে সাহেদের মতো সাদিয়ার মতো অসংখ্য নরনারী আছেন। মনে রাখার মতো গল্প।
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: প্রতিটা মানুষের এরকম জীবনের গল্প আছে। বড় সুন্দর। বড় বাস্তব।
৩| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি সেটেল মেরিজের পক্ষে,কিন্ত বিশ্ব এখন এগিয়ে চলছে লিভ টুগেদার এর দিকে।বরিস জনসন তার উৎকৃষ্ট উদাহরণ ।
গল্পটা সাধারন মানের তবু পড়ে সময়কাটল।ধন্যবাদ
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: মুসলিম দেশে আবার লিভ টুগেদার কি?
৪| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহ্। অসাধারণ।
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৫| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
Subdeb ghosh বলেছেন: গল্পটা ভীষণ ভালো লাগলো।
ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।
ধন্যবাদ!
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।
৬| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
এটা কি আপনার আগের কোন গল্পের নতুন সংযোজন?
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: সাদিয়ার কোনো গল্প মনে হয় আগে করি নাই।
৭| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
গুরুভাঈ বলেছেন: যে সময়টা চলে যায় সেই সময়টাই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। বিশেষ করে প্রাইমেরি আর হাইস্কুল জীবন।
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: তা ঠিকই বলেছেন।
৮| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের পর্বের মতো ভালো লাগেনি তবে
উৎরে গেছে। আরো ভালো লিখুন।
শুভেচ্ছা রইলো।
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: যদি ভালো না লেগে থাকে তাহলে বলব- আপনি একেবারে বুড়ো হয়ে গেছেন।
৯| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: এটা কি আপনার আগের কোন গল্পের নতুন সংযোজন?
গাজীসাব এটা খানসাবের শাহেদ জামাল এবং তার চিন্তা ভাবনা পরবিতী এপিসোড
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: না না শাহেদ জামাল আমি না।
১০| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব লালমিয়া চেয়ারম্যানের ২য় পর্ব কই ?
০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: ২য় পর্ব আর আসবে না।
জানেন তো আমি খুব অলস।
১১| ০৬ ই মে, ২০২০ রাত ৮:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: যদি ভালো না লেগে থাকে তাহলে বলব- আপনি একেবারে বুড়ো হয়ে গেছেন।
ভালো লাগলে যুবক আর না লাগলে বুড়ো।
খুব ভালো যুক্তি। রাজার গায়ে কোন জামা নাই
এ্টা যে বলবে সে গর্দভ আর শিশুটা যখন বলে
তখন সে হয় জ্ঞানী !!!
০৬ ই মে, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আমি তর্ক করবো না।
১২| ০৬ ই মে, ২০২০ রাত ৮:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জীবনে আমি কোন পরীক্ষায় দ্বিতীয় হইনি!
০৬ ই মে, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
১৩| ০৬ ই মে, ২০২০ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ডাকা হচ্ছিল নিজের সম্পর্কে কিছু বলার জন্য। এক জন শিক্ষার্থী ডায়াসে ওঠে প্রথমেই ভাব গম্ভীর গলায় বলতে শুরু করলেন, জীবনে আমি কোনো পরীক্ষাতেই দ্বিতীয় হইনি !
বাকি প্রশিক্ষণার্থীরা সবাই অবাক হয়ে বলে উঠলো, ওয়াও!!
তখন বক্তা আবার বলা শুরু করলেন , জীবনে আমি কোন পরীক্ষার্থীয় প্রথমও হইনি!
গল্পের সারমর্মঃ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়া বড় কথা নয়। পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতা লাভ করাই আসল কথা।
০৬ ই মে, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতা লাভ করাই আসল কথা।
একদম ঠাসা বলেছেন ভাই।
১৪| ০৬ ই মে, ২০২০ রাত ১০:০৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: প্রেমের গল্প কার না ভালো লাগে ? গল্পের পটভুমি ও ধারাবাহিকতা বেশ গোছানো । আসলে, ‘রোমান্টিকতা’কে কোন বয়স দিয়ে বিচার করা যায়না । বেশ নস্টালজিক একটা অনুভুতি নিয়ে এক নিশ্বাসে গল্পটি পড়া শেষ করলাম । খুব.... খু... খুব.. ভালো লাগলো । অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল লেখকের জন্য ।
০৬ ই মে, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৫| ০৬ ই মে, ২০২০ রাত ১০:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি তর্ক করবো না।
জ্ঞানী মানুষ তর্ক করেনা। তারা বিতর্ক করে !!
০৬ ই মে, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: তর্ক বিতর্কর ঝামেলায় যাবো না।
১৬| ০৬ ই মে, ২০২০ রাত ১০:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবির বাড়িটি কি আপনাদের ?
০৬ ই মে, ২০২০ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: না।
আমাদের বাড়ির সামনে এই বাড়িটি।
আমি ছাদ থেকে তুলেছি। পেয়ারা গাছের পাতা দেখা যাচ্ছে। এটা আমার পেয়ারা গাছ।
১৭| ০৭ ই মে, ২০২০ রাত ১:০৭
কানিজ রিনা বলেছেন: আমি তাকে দেখেছি মধ্য বয়সে,তারপর আর
দেখতে চাইনা, আশি নব্বই বয়সে তাও না,
মৃত্যুর মুখ না না না সে পথ খোলা নাই।
সেকি প্রেম না না নাহ্ মিথ্যা সবটাই মিথ্যা
ছিল। (গুলতেকিন)
ভালই লাগল বেশ,আপনার গল্পে অতীতে
গিয়ে ছিলাম। তারপর মনে হোল এখন করোনা
সাবধান। ধন্যবাদ।
০৭ ই মে, ২০২০ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ০৭ ই মে, ২০২০ সকাল ৭:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাতে নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। এমনকি এক জনের সাথে আরেকজনের পাও স্পর্শ করে দাঁড়াতে হয় । এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো স্কোপ কি আছে?
০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: নাই।
আমাদের দেশের মানুষ বোকা। বোকাদের কপালে দুঃখ থাকে।
১৯| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্মৃতি সব সময় জ্বালাময়!
হোক তা মধুর কিংবা দুঃখের
তাইতো কবি বলেন স্মৃতি তুমি বেদনা।
০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: আমার কাছে জ্বালাময় মনে হচ্ছে না। আনন্দময় মনে হচ্ছে।
২০| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৮
এইচ তালুকদার বলেছেন: আমার প্রাপ্তন তার বর্তমানকে নিয়ে আমার এলাকাতেই থাকে,রাস্তা ঘাটে প্রায়ই দেখা হয়ে যায়।ভাবছি এবার ঈদের দিন তার বাসায় যেয়ে উপস্থিত হব
০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: কোনো দরকার নাই। সে ভালো থাকুক। আপনিও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:০৭
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন