নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উপভোগ করার নামই জীবন

০৬ ই মে, ২০২০ রাত ১০:৩৭



জীবন নিয়ে আপনি কি ভাবেন?
একটা মানুষ জন্মায়, বড় হয়, লেখাপড়া শিখে, রোজগার করে, বিয়ে হয়, সন্তান হয়, টাকা জমায়, বাড়ি করে, তারপর বুড়ো হয়ে একদিন মরে যায়। শুধু এইটুকুর জন্যই কি জীবন? ব্যাপারটা বড় অদ্ভুত! শুনুন, জীবন অনেক মূল্যবান। তাই প্রতিটা মুহুর্ত হিসাব করেই চলা উচিত। অযথা সময় নষ্ট করা মোটেও ঠিক না। একটা শিশু যখন জন্মায় মা বাবার খুশির শেষ থাকে না। অথচ বাবা মা বুঝে না, চিন্তা করে না- কোন দুনিয়ায় শিশুটিকে আনলাম। কোন সমাজে? শিশুটি কি এক আকশ আনন্দ নিয়ে বড় হতে পারবে? শিশুটির সব চাওয়া কি পূরন করা যাবে? ভালো একটি স্কুলে কি ভরতি করা যাবে? দরিদ্র দেশ। দরিদ্র জনগোষ্ঠি। চারপাশে দুষ্টলোক দিয়ে ভরা। এর মাঝে আপনার সন্তান কিভাবে আনন্দ নিয়ে বেচে থাকবে? হয়তো আপনি যতদিন বেচে থাকবেন, ততদিন আপনার সন্তানকে বুকে আগলে রাখবেন। কিন্তু আপনি মরে গেলে? কে খেয়াল রাখবে আপনার প্রিয় সন্তানের?

লেখাপড়ার বিকল্প কিছু নেই।
কিন্তু যারা শুধু মাত্র একটা চাকরির জন্য লেখাপড়া শিখে তারা দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়। বাঙ্গালী ছেলেমেয়েদের চিন্তা একটাই। লেখাপড়া শেষ করে যেন একটা চাকরী পায়। যেন তাদের কাছে চাকরিটাই সব। চাকরিতে শুধু আনন্দ নাই। অনেক অপমান অবহেলাও আছে। বন্ধুগন জীবনে চাকরীই সব না। বরং চাকরি আপনার ক্ষতি করে। সারাটা দিন অফিসেই কেটে যায়। মাসের পর মাস। বছরের পর বছর। নিজের যে একটা ব্যাক্তিগত জীবন আছে তা চাকরি করলে মনে থাকে না। কামলা খাটতে খাটতেই জীবন শেষ। নিজের শখ, আনন্দ, স্বপ্ন এবং অবসর সব বিসর্জন দিতে হয়। অবশ্য চাকরি করলে টাকা পাওয়া যায়। কাজ না করলে টাকা দিবে কে? আমার বন্ধু শাহেদ চাকরি করে না। সকাল আট টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সে গাড়ি, বাড়ি করতে চায় না। জমি কিনতে চায় না। মাস শেষে কিছু টাকার জন্য জীবনের মূল্যবান সময় অপচয় করার কোনো মানে হয় না। বরং চাকরির সময়টায় সে ভালো মুভি দেখে, অথবা বই পড়ে কাটায়। অথবা ঘুরে বেড়ায় কোনো পার্কে। চাকরি করে না বলে তার কোনো আফসোস নেই।

বাঙ্গালী ছেলেদের এডভেঞ্চার বিয়ে পর্যন্ত।
বিয়ে করার পর সংসারের ঘানি টানতে টানতেই জীবন শেষ। সংসারে শুধু নাই নাই। এবং শুধু আনো আনো। আর দাও দাও। বাড়ি ভাড়া দাও, প্রাইভেট টিউটরের বেতন দাও। পরীক্ষার ফিস দাও। সন্তানের ভালো স্কুলে ভরতি, ওষুধ, ডাক্তার, দাওয়াত ইত্যাদি সামলাতে সামলাতে জীবন শেষ। অফিসে বসের জারি, ঘরে বউয়ের জারি। এই করতে করতে একসময় দেখবেন বুড়ো হয়ে গেছেন। নিজের জীবনের শখ, স্বপ্ন, আনন্দ কিছুই পূরন করা হয়নি। তখন ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও। চাকরি বা ব্যবসা করে যদি কিছু সঞ্চয় থাকে তো সেই সঞ্চয় ছেলে মেয়ের বিয়েতে খরচ করা। জীবনে হয়তো আপনার শখ ছিলো বাড়ি করবেন, গাড়ি করবেন। জমি করবেন। ছুটি কাটাতে যাবেন আন্দামান দ্বীপে। কিন্তু কোথাও যাওয়া হয় না আপনার। আপনি বুরো হয়ে গেছেন। মাথার সব চুল সাদা হয়ে গেছে। একটানা দশ মিনিট দাড়িয়ে থাকতে পারেন না। আবার বেশিক্ষন বসে থাকলে কোমরে ব্যথা শুরু হয়ে যায়। প্রস্বাবের বেগ পেলে আটকাতে পারেন না। মুহুর্তেই কাপরে চোপড়ে হয়ে যায়।

একদিন নুরু সাহেবের মতো বুড়ো হয়ে গেলেন।
শেষ জীবনে এসে মনে হবে ঘর সংসার করে জীবনটা বেহুদা শেষ করে দিলেন। কাজের কাজ কিচ্ছু করলেন না। দিন শেষে বেলকনিতে বসে চায়ের কাপ হাতে নিয়ে আফসোস আর আফসোস করে যাবেন। জীবনে সবাই সাফল্য পায় না। অতি ভাগ্যবান যারা তারাই শুধু জীবনে সাফল্য পায়। সাফল্য পাওয়া ব্যক্তিদের সংখ্যা হাতে গোনা যায়। তাই বুঝতে হবে জীবন একটাই। এই দুনিয়াতে আপনি বারবার আসবেন না। বুদ্ধিমান লোকেরা জীবনের প্রতিটা মুহুর্ত শুধু উপভোগ করে যায়। ভালো খাবেন, ভালো পড়বেন, ঘুরে বেড়াবেন, মুভি দেখবেন, আড্ডা দিবেন। আনন্দ করবেন। ভালোবাসবেন। ভালোবাসতে হবে। সবাই সবাইকে ভালোবাসতে হবে। তাহলে একটা সুন্দর পৃথিবী তৈরি করা সম্ভব। দীর্ঘদিনের তথাকথিত নিয়ম ভাঙ্গুন। দুনিয়াটাকে ভালো করে দেখুন। চিন্তা করুন। ভাবুন। উপভোগ করতে শিখুন। কি হবে কারি কারি টাকা করে? একদিন তো মরেই যাবেন। তাই যতটা দরকার ততটুকুই ইনকাম করুন। নির্বোধ মানুষের মতোন টাকা খামচে ধরে রাখবেন না। দুই হাতে টাকা খরচ করুন।

আমার বন্ধু শাহেদ। শাহেদ জামাল।
জীবনটা সবাই উপভোগ করতে জানে না। বন্ধু শাহেদ জানে। শাহেদ জামাল বুদ্ধিমান ছেলে। সে জীবনটা উপভোগ করতে জানে। তার কারি কারি টাকার করার নেশা নাই। টাকার প্রতি কোনো লোভ নাই। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট করার কোনো ইচ্ছা নাই। সারা জীবন চাকরি করে সে জীবনটা শেষ করে দিতে চায় না। ছোট্র একটা জীবন। আর এই পৃথিবীতে আসা হবে না শাহেদ জানে। তাই শাহেদ অন্য সবার মতোন টাকার চিন্তা করে না। জমি কেনার চিন্তা করে না। ব্যাংকে টাকা জমানোর চিন্তাও তার নেই। সে তার স্ত্রী আর এক কন্যা নিয়ে বেশ আছে। প্রিয় বই গুলো পড়ছে, প্রিয় মুভি গুলো দেখছে, হাতে টাকা থাকলে বউ বাচ্চা নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছে। স্ত্রী কন্যাকে প্রচুর সমস্য দিচ্ছে। নিজে বাজার ঘুরে ঘুরে বাজার করছে। খাচ্ছে। কে গাড়ি করলো, কে বাড়ি করলো, কে জমি কিনলো, কে ইউরোপ ট্যুরে গেলো সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ রাত ১০:৪১

গুরুভাঈ বলেছেন: বাণীতে সাকাচৌ

০৭ ই মে, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: !

২| ০৬ ই মে, ২০২০ রাত ১০:৪৫

পাঠক০০৭ বলেছেন: আপনি কিভাবে জীবন উপভোগ করেন?

০৭ ই মে, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: শাহেদ জামালের মতোন।

৩| ০৬ ই মে, ২০২০ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাহেদ জামালের বাপে কি প্রচুর অর্থ তাকে দিয়ে গেছে?
এই আক্রার বাজারে, বাজার করা, বউ বাচ্চার আব্দার
ঘুরতে যাওয়ার খরচ কি ভূতে যোগায়। বড় বড় কথা
বলাই যায়, কথা বলতেও টাকার দরকার। কেউ উপযাযক
হয়ে টাকা দিয়ে যাবেনা। স্বপ্ন আর বাস্তব দুই মেরুর দুই বাসিন্দা!!

০৭ ই মে, ২০২০ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: শাহেদ জামালের বাপ বেচে আছে।
খেয়ে পরে বেচে থাকতে খুব বেশি টাকা লাগে না। অবশ্য ঘুরতে গেলে খরচ আছে।

৪| ০৬ ই মে, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


যেসব বাচ্চা জীবনে স্কুলে যাবার সুযোগ পায়নি, আপনি তাদের কথা শুনেননি জীবনে?

০৭ ই মে, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: সব এলাকায় সরকারী স্কুল আছে। এ্মন কি প্রতিটা গ্রামে একটা করে সরকারী স্কুল আছে। বাচ্চাদের স্কুলে আনতে হবে। তাদের শিক্ষার দরকার আছে।

৫| ০৬ ই মে, ২০২০ রাত ১১:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যতক্ষন দেহে আছে প্রান
প্রান পনেে পৃথিবীর সরাব জন্মাল,
এ বিশ্বকো এ শিশুর বাসযোগ্য করে যাব আমি।
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সুকান্ত
ভোগে আনন্দ নাই,ত্যাগেই আনন্দ।মানুষের জন্য কিছু করতে পারাতেই আনন্দ।

০৭ ই মে, ২০২০ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই মানুষের জন্য করতে হবে। মন দিল উজার করে মানুষের জন্য করে যেতে হবে।

৬| ০৬ ই মে, ২০২০ রাত ১১:৪৭

মীর আবুল আল হাসিব বলেছেন:
আমার প্লান হলোঃ--

১. বয়স ৩২ না হলে বিয়ে করব না।
২.বিয়ের আগ পর্যন্ত অনেক অনেক পরিশ্রম করবো। (জব + ফ্রিল্যান্সিং দুটোই করবো)
৩.বিয়ের পর দুটো থেকে যেকোন একটা বেছে নেব।
৪. খুঁজে খুঁজে দুনিয়ার সবথেকে কম লোভ যে মেয়েটার; তাকে বিয়ে করবো।
৫. অতিরিক্ত সঞ্চয় এর নেশা বাদ দিয়ে, জীবনটা উপভোগ করবো।

০৭ ই মে, ২০২০ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: ১। ৩২ এ না। আরো সময় নেন। কমপক্ষে ৩৫।
২। গ্রেট চিন্তা।
৩। গুড।
৪। মেয়েরা কি লোভী? মোটেও না। বলুন, লক্ষী টাইপ একটা মেয়ে বিয়ে করবো।
৫। গ্রেট।

৭| ০৭ ই মে, ২০২০ রাত ১২:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স্ত্রী কন্যাকে প্রচুর সমস্য দিচ্ছে। ;)

০৭ ই মে, ২০২০ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: সময় দেওয়াই উচিত।

৮| ০৭ ই মে, ২০২০ রাত ১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাহেদ জামালের মাথার উপর ছাতা আছে
বুঝবে যখন ছাতাটা মাথার উপর থেকে
উড়ে যাবে!! বাস্তবতা বড়ই নির্মম!!

০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: সকলের ছাতা আছে। ছাতা থাকা দরকার।

০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: সকলের ছাতা আছে। ছাতা থাকা দরকার।

৯| ০৭ ই মে, ২০২০ ভোর ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: ৬৮ হাজার গ্রাম নিয়ে বাংলাদেশ । আর গ্রামের ছেলেদের পড়ালেখার পর চাকরীই মূখ্য । এখন অবশ্যই প্রেম পিরিতও করে ।

০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র জনগোষ্ঠী।

১০| ০৭ ই মে, ২০২০ সকাল ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: ১। ৩২ এ না। আরো সময় নেন। কমপক্ষে ৩৫।
২। গ্রেট চিন্তা।
৩। গুড।
৪। মেয়েরা কি লোভী? মোটেও না। বলুন, লক্ষী টাইপ একটা মেয়ে বিয়ে করবো।
৫। গ্রেট।

বিয়ে করার উত্তম বয়স হলো 20 থেকে ২৫। 35 বছর বিয়ে করে সে কি করবে? মানুষের ছায়াছবি দেখবে?

০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ভাই রে ভাই--- সমাজ ব্যবস্থা তো ভালো না। সামাজিক প্রেক্ষাপট বিচার বিবেচনা করেই বলেছি ৩৫।

১১| ০৭ ই মে, ২০২০ দুপুর ১২:২৬

ভুয়া মফিজ বলেছেন: আপনার বন্ধু শাহেদ জামাল বেকুব টাইপের মানুষ। বুঝলাম যে তার বাবার অনেক টাকা আছে। কিন্তু বসে বসে খেলে সাত রাজার ধনও একসময়ে ফুরিয়ে যায়। টাকা শুধু ফুর্তি করতে লাগে না। অনেক জরুরী কাজেও লাগে। মনে করেন, আজকে তার বউ বা মেয়ের কোন কঠিন অসুখ হলো, প্রচুর টাকা দরকার। তখন? একটা উদাহরন দিলাম। এরকম আরো অনেক অনেক বিষয় আছে।

বরং আপনার উচিত নিজের প্রিয় বন্ধুকে সঠিক পরামর্শ দেয়া। তাকে বলেন, ভন্ডামী ছেড়ে, শুয়ে-বসে গায়ে চর্বি না বাড়িয়ে চাকুরী-বাকুরী বা ব্যবসা, কিছু একটা করতে। :D

০৭ ই মে, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: সমাজের সব লোক তো চাকরি ব্যবসা করছেই। দুই একজন থাক না ছন্নছাড়া।

১২| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভোগে নয় ত্যাগেই শান্তি
ত্যাগের মহিমা প্রচার করুন।

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আইছে ত্যাগওয়ালা।

১৩| ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভোগে নয় ত্যাগেই শান্তি
ত্যাগের মহিমা প্রচার করুন।

বাংলাদেশের মানুষ ত্যাগের মধ্যে করতে পারে কেবল মলমূত্র ত্যাগ

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: এখনও বহু লোক রাস্তায় মলমূত্র ত্যাগ করে।

১৪| ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: এখনও বহু লোক রাস্তায় মলমূত্র ত্যাগ করে।

আজ থেকে ৭/৮ বছর আগে মওলানা ভাসানী স্টেডিয়াম এর সামনে দিয়ে হেঁটে যেতে পারতাম না । পেট ফেটে প্রচন্ড বেগে বমি আসত। এখন কি অবস্থা আল্লাহ সুবহানাতায়ালা ভালো জানেন।

০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের অনেক রাস্তায় টাটকা গু পড়ে থাকতে দেখা যায়।

১৫| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ঢাবিয়ান বলেছেন: একমাত্র বাপের প্রচুর টাকা থাকলেই এমন সুখের জীবন যাপন করা যায়। শুনেছি আমাদের রাজনীতিবিদদের সন্তানেরা এমন সুখের জীবন যাপন করে থাকে।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: বহু মানুষ এরকম সুখের জীবন যাপন করছেন।

১৬| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আইছে ত্যাগওয়ালা।

আপনি ভােগ নিয়ে থাকেন।
খেয়ে দেয়ে ভুড়ি বাড়ান।

০৭ ই মে, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: মিথ্যা বলব না ভুড়ি কিছুটা বেড়েছে।

১৭| ০৭ ই মে, ২০২০ রাত ১০:৪২

অনল চৌধুরী বলেছেন: ফুলটার নাম কি ? গন্ধ আছে?

০৭ ই মে, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ফুলটার নাম ঠিক এই মুহুর্তে মনে করতে পারছি না।
গন্ধ আছে। হালকা মিষ্টি গন্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.