নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪৮

০৯ ই মে, ২০২০ বিকাল ৩:০৪



১। আমরা তো প্রায়ই ভুলে যাই, যে আমরা কুকুর অথবা পিপড়ে হয়ে জন্মাইনি। আমরা মানুষ, এই উওরাধিকারের দায়িত্ব কি বিরাট! একটি সিংহ আর একটি সিংহকে কখনো হত্যা করে না, পরস্পরের সঙ্গে লড়াই করার সময় নোখ গুটিয়ে রাখে। মানুষই শুধু তার ভাই বন্ধু, পরিজন ও প্রতিবেশীকে খুন করার জন্য আবিষ্কার করেছে কতরকম অস্ত্র। জন্মসূত্রে যে সে একা, এই কথা সম্পূর্ণ বিস্মৃত হয়ে সে বারবার গোষ্ঠীবদ্ধ হতে গিয়ে গোষ্ঠীকে ভাঙে।
সুনীল গঙ্গোপাধ্যায়
উপন্যাসঃ একা এবং কয়েকজন।

২। আমাদের দেশে রবীন্দ্র বিরোধীতা বাড়ছে। এটা খারাপ লক্ষণ জাতির জন্য।
বাঙ্গালী মুসলমানদের কাছে প্রধান সমস্যা- রবীন্দ্রনাথ হিন্দু। তারা বুঝে না- শিল্পি তো শিল্পি'ই। তাতে আবার হিন্দু মুসলিম কী! সাহিত্যে ধর্ম দেখার কিছু নেই।
সোজা কথায় বলা যায়, যারা রবীন্দ্র বিরোধী তারা রবীন্দ্রনাথের বিশালত্বের এক বিন্দু পরিমানেও জানে না।
রবীন্দ্রনাথ তো বিশাল বটবৃক্ষ।

৩। জাতি হিসেবে আমরা কেমন সেইটা বোঝাতে হলে আমি সবসময় এই একটা উদাহরন দিয়া থাকি-
নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ দুর্নীতিতে তিনবারের চ্যাম্পিয়ন।

৪। করোনা ভাইরাসের যে ওষুধ বাজারে আসছে (রেমডিসিভি) ৫ হাজার টাকা। পুরো কোর্স হয়ত ৩০, ০০০ টাকা হবে। তা কি গরীব জনগন কিনে খেতে পারবে? জানিনা এই কথা বলার স্বাধীনতা আছে কি না!

৫। কিছু ব্লগারদের এরকম অবস্থা হবে।


৬। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথের জন্মদিনে গান গেয়েছেন! কেউ কি গানের লিংক দিতে পারেন? আহ কতো দিন হয় ভালো গলার রবীন্দ্র সংগীত শুনি না!

৭। যেখানে বড় শপিংমল করোনার জন্য খুলছেনা সেখানে আগামীকাল আড়ং খুলছে।ব্রাক কি আড়ং না খুললে পাড়ত না!রাগ লাগছে।যদিও অনেক আড়ংপ্রেমী আছে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:১৫

মীর আবুল আল হাসিব বলেছেন: # দারুন ছিল।

# মাথা মোটাদের কথায় কান দিলে সময় নষ্ট। (কেউ কেউ যুক্তি দেয় রবীন্দ্রনাথ ধনী পরিবারে জন্মগ্রহন করেছিল বলে সাহিত্যের প্রতিটি শাখায় তার এত এত বিচরন; নজরুলের মত রুটির দোকানে কাজ করলে কিছুই করতে পারতো না) :P :P

# জব্বর উদাহরন।

# আগে আসুক তো!!!

# বিষয়টা বেশ চিন্তার।

# আড়ং মনে হয় গার্মেন্টস এর মত হয়ে যাচ্ছে।

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: আড়ং কাপড় গুলো ভালো না। একবার পড়ে ধোয়ার পরই পুরান মনে হয়। অথচ দাম খুব খুব বেশি।

২| ০৯ ই মে, ২০২০ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আপনার হেফাজত করুন।

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: শুধু আমি ভালো থাকলে হবে না। আল্লাহ সমাজের ধনী গরীব সবাইকেই ভালো রাখুক।

৩| ০৯ ই মে, ২০২০ বিকাল ৫:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবই বুঝলাম কিন্ত ৬নাম্বারটা বুঝতে পারলাম না।দুই হাতে লিখছেন বিভিন্ন বিষয় নিয়ে,তবে গুনের দিকে খেয়াল রাখবেন।শুভ কামনা

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: সব দিক খেয়াল রাখতে পারি না।

৪| ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: শুধু আমি ভালো থাকলে হবে না। আল্লাহ সমাজের ধনী গরীব সবাইকেই ভালো রাখুক।
উনি উনার দায়িত্ব সঠিকভাবেই পালন করবেন আশা করি।

০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: না উনি কিছু পালন করবেন না। উনি তো কোরআন দিয়েই দিয়েছেন। এখন কোরআন মোতাবেক চলতে হবে। কেউ কোরআন মোতাবেক না চললে আল্লাহ এখন কাউকে কিচ্ছু বলবেন না। তবে মরার পর ধরবেন। কাকড়া বান দিবেন।

৫| ০৯ ই মে, ২০২০ রাত ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: না উনি কিছু পালন করবেন না। উনি তো কোরআন দিয়েই দিয়েছেন। এখন কোরআন মোতাবেক চলতে হবে। কেউ কোরআন মোতাবেক না চললে আল্লাহ এখন কাউকে কিচ্ছু বলবেন না। তবে মরার পর ধরবেন। কাকড়া বান দিবেন।

কোরআন এর বাংলা অনুবাদ পড়েছি অনেক আগেই। এখনো মাঝে মাঝে পড়ি, শুনি। উহাতে তেমন কিছুই নাই।

০৯ ই মে, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: বাংলা অনুবাদ আমিও পড়েছি।
মুগ্ধ হই নি।

৬| ০৯ ই মে, ২০২০ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


রবী ঠাকুর বিরোধীতা বাড়ছে; কারণ, মুসলমানেরা সাহিত্য বুঝে না, সাহির‌্যের ভুমিকা বুঝে না। ব্লগে গল্প, কবিতা দেখতে ব্যাপারটা অনুমান করা সম্ভব।

০৯ ই মে, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: সবচেয়ে দুঃখজনক বর্তমানে যারা সাহিত্যিক আছে তাদের আমার মোটেও পছন্দ না। চাটুকার আর দালাল মনে হয়।

৭| ০৯ ই মে, ২০২০ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


৪ নং,

রেমডেসিভির বেশীরভাগ ক্ষেত্রে কাজ করে বলে মনে হয় না।

০৯ ই মে, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: একমত।

৮| ০৯ ই মে, ২০২০ রাত ১০:৪০

আলোকরশ্মি22 বলেছেন: বাঙ্গালি জাতী যখন বিপদে রবীন্দ্রনাথ ঠাকুর তখন বিলাতে আয়েশি জীবন কাটায় , ঠাকুরকে আপনার ভালো লাগে আমি তাকে কোনো দিন ভালোবাসিনি ,আমার দেহে শ্বাস থাকা কালীন আমি তাকে কোনো দিন ভালোবাসবেনা ।এই ঠাকুর ছিলন ইংরেজদের দালাল , ইংরেজদের দালালি করতে গিয়ে কবিতা লিখেন জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা । জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! ইংরেজ হলো ভারত ভাগ্য বিধাতা এই হল ঠাকুর। আপনি বলেন মুসলিমরা ঠাকুর বিরোধী , বাংলাদেশর মুসলিমরা কেন ঠাকুর বিরোধী হবেনা ? ইংরেজরা ১৯১২ সালে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বানাবার জন্য প্রস্তাব পাশ করেছিল তখন এই ঠাকুর ১৯১২ সালের মার্চ মাসে কোলকাতায় গোরের মাঠে বিশাল মিটিং ডাকেন আর ওই মিটিংয়ের সভাপতি ছিলেন আপনার আদর্শের এই ঠাকুর ,সেই মিটিং কেন ডেকেছিলেন বলতে পারবেন ? জানি পারবেন না কারণ আপনি ঠাকুরের প্রেমে অন্ধ হয়েছেন , সেই মিটিং ডাকা হয়ে ছিল যেন ঢাকাতে বিশবিদ্যালয় নাহয় ।আর বিরোধিতা প্রধান কারণ পূর্ববঙ্গে মুসলিমদের বসবাস ঢাকাতে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা শিক্ষিত হবে মুসলমানদের ছেলে মেয়ের যদি লেখে পড়া শেখে তাহলে এই তাদের মর্যাদা থাকেনা , মান থাকেনা সম্মান থাকেনা , তাই সে খুব দক্ষতার সাথে একবার না দুইবার না ১৮বার সড়ক লিপি দিয়া বিশবিদ্যালয় বানানো বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেছিল এই এই ঠাকুর , এই ঠাকুরেরা চেয়েছিল মুসলিমদের তাদের ক্রীতদাস হিসেবে রাখতে , চরম চরম সম্প্রদিক ঠাকুর আজকে আপনার কাছে আদর্শে পুরুষ হলে আমার কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে চিরকাল।

০৯ ই মে, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: তর্ক করবো না।
আপনার ভুল আমি ভাঙ্গাতে পারবো না।

৯| ১০ ই মে, ২০২০ সকাল ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: তর্ক করবো না।
আপনার ভুল আমি ভাঙ্গাতে পারবো না।

সহমত।

১০ ই মে, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: একটা পোকা আমের ভেতর থেকে বের হয়ে বলছে ভাই ভাই আম কেমন? এখন তাকে কিভাবে আম চেনাবেন? কাজেই এরকম লোকদের সাথে তর্কে যাওয়া ঠিক না। বিশেষ করে যারা লজিক বুঝে না। মানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.