নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪৯

১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪২



১। আমার জানতে ইচ্ছা করে- পয়ষট্রি বছর বয়সে জীবন টা কেমন হবে?

২। বিশ্বাস করুন কড়া কড়া ওষুধ খাওয়ার থেকে রোজ একটা করে কলা খেলে বেশি সুস্থ থাকবেন।

৩। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভিশন হলো- দু'টো ডাল-ভাত খেয়ে কিভাবে বেচে থাকা যায়।

৪। রোম সম্রাট নিরো বেসুরো গলায় একটা অর্থহীন গান গাইলেন।
গান শেষ হতে না হতেই তার পারিষদগণ আনন্দে হর্ষধ্বনি করে উঠলেন। সম্রাটের প্রিয় পারিষদ পেত্রোনিয়াস বললেন, এটা অবশ্যই কোন মানুষের কন্ঠ নয়.........আমি নিশ্চিত এটা দেবকন্ঠ! অন্যান্য উপদেষ্টাগণও প্রতিযোগীতা মূলক প্রশংসায় ভাসালেন সম্রাটকে। কেউ বললেন, মহামান্য সম্রাটের কণ্ঠে এই অমৃত শুনে আমার জীবন ধন্য হয়েছে, আমার পিতা মাতার জীবন ধন্য হয়েছে। আর কেউ তো আনন্দে একেবারে মূর্ছা গেলেন।

৫। হে গরিব, তুই সবার শত্রু। সংসার, সমাজ, রাষ্ট্র, নেতা-নেত্রী, দল, সকলের!

৬। শ্রেষ্ঠত্ব অর্জনের আকাংখাই মানুষ কে শান্তিতে থাকতে দেয় না। এর থেকেই আসে হিংসা, লোভ, মারামারি এবং রক্তপাত।

৭। বউ কে বউ না ভেবে শালি ভাবুন। দেখবেন ভালোবাসা টগবগিয়ে থাকবে আপনার বিবাহিত জীবনে।

৮। খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় ,পাপের শাস্তি রুপে ৷ ভালকাজ উপহার হয়ে ফিরে আসে প্রতিদান হিসাবে ৷

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একেক বয়সের একেক রকম মজা।
জীবন খুবই সুন্দর।

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষের জীবন সুন্দর না।

২| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪৭

গুরুভাঈ বলেছেন: ৪৫ এর পরেই এখন অনেকে স্বাস্থ্যগত কারনে পরপারের ভিসা অন এরাইভেল পাচ্ছে পরোলোকের।

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: বলতে চাচ্ছেন আমি ৬৫ পর্যন্ত টিকে থাকবো না?

৩| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪৮

মীর আবুল আল হাসিব বলেছেন:
১. আমার জানতে ইচ্ছা করে পয়ষট্টি বছরে জীবনটা কেমন হবে? --- বুড়ো বয়সে দুটো জিনিস দরকার স্বাস্থ্য আর সম্পদ।

৭. বউকে বউ না ভেবে শালি ভাবুন, ভালোবাসা টগবগিয়ে থাকবে আমার জীবনে। কি টিপস রে বাবা!!! =p~ =p~

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: বুড়ো বয়সে টাকা দিয়ে মানুষ করবে কি? খন দুটো ডাল ভাত পেলেই খুশি।

৪| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে । গরীব নাইকা

১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমেরিকাতেও গরীব আছে।

৫| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:৫৬

নতুন বলেছেন:
৭। বউ কে বউ না ভেবে শালি ভাবুন। দেখবেন ভালোবাসা টগবগিয়ে থাকবে আপনার বিবাহিত জীবনে।


যদি আপনার শালী না থাকে তবে ভাবুন। যদি শালী থাকে তবে এই ভাবার পরিনতি এমন হতে পারে...

১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৬| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩৪

কল্পদ্রুম বলেছেন: সাদা মিথ্যা,ইংরেজিতে white lie,এর অর্থ এমন মিথ্যা যা অন্যের ক্ষতি করে না।
অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা পড়লাম।করোনা থেকে দূরে আছেন নিশ্চ্যই।

১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: স্বাগতম আপনাকে।
জ্বী সাদা মিথ্যা দেশ সমাজ এবং মানুষের কোনো ক্ষতি করে না। বরং আনন্দ দেয়।

আমি ভালো আছি। আপনিও ভালো থাকুন।

৭| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪৩

সাইন বোর্ড বলেছেন: গরীবকে সাফ করে দেয়ার মনে হয় এটাই সুযোগ ।

১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: গরীব মানুষ আমার ভালো লাগে। অবশ্য আমি নিজেও গরীব।

৮| ১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এত বছর বেঁচে থাকার আগ্রহ নেই।

১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: ৬৫ তো খুব বেশি বয়স না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.