নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কেমন ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল (স)?
আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে। নবীকে পেতে হলে নবীর দেখানো পথে চলতে হবে।
১। তিনি ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন! তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন। তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
২। তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। তিনি কম হাসতেন। তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো। তিনি অট্রহাসি হাসতেন না।
৩। তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না। তিনি শতবার এস্তেগফার করতেন।
৪। তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি। তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাড়িয়ে যেতেন। তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
৫। তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
৬। তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন। তিনি উপহার গ্রহণ করতেন।
৭। তিনি সাদকাহ (দান) করতেন। তিনি সব সময় আল্লাহ কে স্মরণ করতেন। তিনি আল্লাহ কে সার্বাধিক ভয় করতেন।
৮। হাতে যা আসত, তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
৯। বক্তব্য দীর্ঘতর করতেন না যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায়। এবং এত সংক্ষিপ্ত করতেন না যাতে কথা অসম্পূর্ণ থেকে যায়।
১০। খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
১১। যে কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী সে ব্যাপারে পরিপূর্ণ অবহিত হয়।
১২। সর্বদা ধৈর্য্য ধরতেন। নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে খানা খাওয়াতেন!
১৩। কেউ কষ্ট দিলে প্রতিশোধ নিতেন না,ক্ষমা করে দিতেন ও তার হেদায়েতের জন্য দোআ করতেন!
রাসুল (সা.) এর গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে মহানবী (সঃ) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই মে, ২০২০ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
উনি শতশত আরব গোত্র (স্হায়ী) ও বেদুইন গোত্রসমুহকে (যাবাবর আরব) এক করে, ইতিহাসে আরব সাম্রাজ্য গঠন করেন।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: উনি পুরো আরব সমাজ বদলে দিয়েছেন।
৩| ১৬ ই মে, ২০২০ রাত ৩:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিনি একসাথে কয়েকজন স্ত্রী রাখতেন,এই গুনটাও কি চান?
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: আমার টাকা থাকলে আমিও রাখতাম।
৪| ১৬ ই মে, ২০২০ সকাল ৭:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকাল হুজুর সাহেব খুব ওয়াজ করছেন।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: যা ই লিখবেন তা অবশ্যই কারো না কারো বিরুদ্ধে যাবেই।
৫| ১৬ ই মে, ২০২০ সকাল ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মৌলানা রাজিব নূর ভাগ্যকুলী।
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: বিক্রমপুরী।
৬| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২১
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৭| ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:৪৯
মুহাম্মাদ তরিক বলেছেন: নিঃসন্দেহে অনুকরনীয় গুনাবলী। লেখনীতে ভাললাগা জানবেন।
১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ রাত ২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: মনোযোগ দিয়ে পড়লাম। ভাল