নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষের চিন্তা ভাবনা এবং মতামতের শেষ নেই।
কারো কারো চিন্তা ভাবনা উন্নত এবং মতামত সর্বজনীন। আবার কারো কারো চিন্তা ভাবনা আর মতামত অতি নিম্মমানের। আমি শুধু মানুষের কথা গুলো মন দিয়ে শুনি। বুঝতে চেষ্টা করি। একজন বলল, করোনা ভাইরাস চীনদের আবিস্কার। ওরা পরিকল্পিত ভাবে এটা পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আমার ধারনা চীনকে অযথাই দোষ দিচ্ছে। কোরআন হাদীস বলছে- আল্লাহ তার বান্দাদের উপর বিরক্ত হয়ে এই মহামারী দিয়েছে। নাকি আল্লাহ চীনদের দিয়ে এই কাজ করিয়েছেন? সে যাই হোক, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেটিরে লোকজন আল্লাহর গায়েবি নিদর্শনের জোরে নাস্তিক থেকে নাকি সোজা আস্তিক হয়ে যাচ্ছে! আল্লার কি মেহেরবানি! এদিকে, বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে!
আমাদের দেশটাই দরিদ্র।
তবু আমাদের দেশের সরকার এই করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের জন্য বিপুল ত্রান দিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু পিশাচ এর মধ্যেও ত্রাণ চুরি, তেল চুরি, চাল চুরি করেছে, ধরাও পড়েছে। যারা চুরী করছে তারা কি অসহায়? খুব বেশি দরিদ্র? না তাদের স্বভাবই এই রকম? গরীবের খাদ্য এভাবে মেরে খাওয়া ঠিক না। গতকাল এক বেটিকে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- ''এ টি এম শামসুজ্জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন''। এই বেটি ফেসবুকে ৫/৭ টা পেজ চালান। আমি খোজ নিয়ে জানলাম, এটিএম শামসুজ্জামান সাহেব মারা যান নি। আমি মহিলাকে বললাম, এটিএম সাহেব তো মারা যান নি। আপনিউ কেন ৭টা পেজ থেকে প্রচার করছেন তিনি মারা গেছেন? তিনি কি আপনার আত্মীয়? ভদ্র মহিলা আমাকে ব্লক করে দিলেন। অন্ধকার সরে গিয়ে আলো আসুক।
সাংবাদিকরা কারা?
যারা পত্রিকাতে কাজ করেন তারা সবাই সাংবাদিক? যে পত্রিকা অফিসের একাউন্সে বা বিজ্ঞাপন বিভাগে চাকরি করেন সে-ও কি সাংবাদিক? নাকি যে রাজনীতি বা অর্থনীতি নিয়ে নিউজ করেন? নাকি খেলা বা বিনোদন নিয়ে যে নিউজ করেন? নাকি যে বিশিষ্ট ব্যাক্তিদের সাক্ষাতকার নেন তিনি সাংবাদিক? নাকি যে নেট থেকে তথ্য নিয়ে নিউজ করে সে সাংবাদিক? তবে আমি দেখেছি যারা পত্রিকা অফিসে চাকরি করেন তারা বেশ তেলবাজ হয়। চাটুকার হয়। দালাল হয়। মিথ্যাবাদী হয়। ভন্ড হয়। কেউ কেউ বলেন, হলুদ সাংবাদিকতার ভীড়ে মূলধারার সাংবাদিক এবং সংবাদপত্র, আজ বড্ড অসহায়। আমার এক শিক্ষক বলতেন- বেশির ভাগই হলো- চান্দা আর ধান্ধাবাজ! এরা অধিকাংশই মানুষের পর্যায়ে পড়ে না। মুখোশপরা কিছু প্রাণী। সে যাই হোক, পত্রিকার মালিকেরা কি উদ্দ্যেশে পত্রিকার বের করেন?
একজন মানুষ যদি তার নিজস্ব বিশ্বাস নিয়ে বাঁচতে চায় তাহলে সবচেয়ে প্রথম তার অন্যের বিশ্বাসের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। নিজের অবিশ্বাস দিয়ে আরেকজনের বিশ্বাসকে আহত করা ঠিক না। কিছু স্বার্থবাদী মানুষ সব যুগেই ছিলো, আছে, থাকবে। হিব্রু বাইবেল অনুসারে যে মানুষের বিশ্বাসের ওপর আঘাত করে সেই শয়তান। শয়তানকে র্যাংকিং অনুযায়ি বিভিন্ন নামে ডাকা হয় যেমনঃ- লুসিফার, বিল জীবাব, মোলোখ, ম্যামন, আজাজেল, অ্যাস্মোডিয়াস এরা নিউ টেস্টামেন্টের বিভিন্ন স্তরের ক্ষমতা অনুযায়ি শয়তান। এবং ইসলাম ধর্মে শয়তানের নাম দেওয়া হয়েছে- ইবলিশ।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: লুসিফার নামে সাউথ ইন্ডিয়ান একটা মুভি আছে। লুসিফার মানে শয়তান।
২| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিশ্বাসের উপর সবথেকে বড় আঘাত করেছে ধর্ম প্রনেতারা।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: ধর্ম একদিন দুনিয়া থেকে নাই হয়ে যাবে। সেই দুনিয়াতে হবে সুন্দর দুনিয়া।
৩| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:৪৬
নেওয়াজ আলি বলেছেন: এটি এম সাহেবকে তিনবার মেরে ফেলছে । জেলা পর্যায় প্রতিটি ব্যবসায় সমিতি প্রেসক্লাবে চাঁদা পাঠায় সাংবাদিকদের জন্য ।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: এই চাদা কেন?
৪| ১৭ ই মে, ২০২০ ভোর ৫:০৬
অনল চৌধুরী বলেছেন: হঠাৎ সাংবাদিকদের উপর ক্ষোভের কারণ কি?
ভূইফোড়ে লোকদের ধান্ধাবাজ বলা হয়,সাংবাদিক না।
এখনো সব পেশার লোকদের মধ্যে সাংবাদিকদের নৈতিকতাবোধ সবচেয়ে বেশী।
একদিন সাংবাদিকরা না লিখলে বা পত্রিকা না বের হলে বুঝবেন,দেশটা কোন অন্ধকারে চলে গেছে
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: একদিন সমস্ত পুলিশ বাসায় বসে থাকলে- দেখবেন দেশের অবস্থা কি হয়!!
৫| ১৭ ই মে, ২০২০ ভোর ৫:০৯
অনল চৌধুরী বলেছেন: যারা পত্রিকা,টিভি,ইন্টারনেটসহ যেকোনো গণমাধ্যমে নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখেন,তারাই সাংবাদিক।
ব্লগারদের মধ্যেও অনেককে সাংবাদিক বলা যায়।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় সাংবাদিক হলো ব্লগারেরা। অথচ ব্লগারদের সেলারি নাই।
৬| ১৭ ই মে, ২০২০ সকাল ৭:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।
১৭ ই মে, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: আমি সব সময় ঠিক কথাই বলি। লোকে বুঝতে পারে না আমার কথা।
৭| ১৭ ই মে, ২০২০ দুপুর ১:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি সব সময় ঠিক কথাই বলি। লোকে বুঝতে পারে না আমার কথা।
আপনাকে বড় বেলে বড় সেই নয়
লোকে যাকে বড় বলে বড় সেই হয়।
লোকে আপনাকে বুঝতে পারেনা সেই
দোষ লোকের নয়। তাদের না বুঝাতে
পারা আপনার অক্ষমতা।
১৭ ই মে, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: আসসালা্মু আলাইকিউম।
মুরুব্বী অক্ষমতা নয়। একদিন সবাই আমার কথা মানবে। সেদিন আমি থাকবো দুনিয়াতে।
৮| ১৭ ই মে, ২০২০ রাত ৯:২৮
অনল চৌধুরী বলেছেন: সবচেয়ে বড় সাংবাদিক হলো ব্লগারেরা। অথচ ব্লগারদের সেলারি নাই- কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
১৮ ই মে, ২০২০ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:৩১
নিরীক্ষক৩২৭ বলেছেন: ল্যাটিন ভাষায় লুসিফার মানে হল 'Light Bringer' এটা কি জানতেন?
ধর্মমতে এত খারাপ একটা এনটিটির এমন নাম দেওয়া ঠিক হয় নি।