নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অপ্রয়োজনে কত ক্লিক !

১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৮



সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হল- বৌয়ের ভাই যদি শালা হয়, তাহলে বৌয়ের দূর সম্পর্কের ভাই হবে: দূর - শালা!! সারা পৃথিবীতে কিয়ামত চলছে। যার যার নিজের পুলসিরাত নিজেকেই পার হতে হবে একা একা। কারো সহায়তা মিলবে না। ধর্ম নষ্ট হয় পলিটিসিয়ানদের খপ্পরে পড়লে, বিজ্ঞান নষ্ট হয় ব্যবসায়ীদের খপ্পরে পড়লে। সরকার যখন দেশে লকডাউন দিয়েছিল তখন সবাই বলেছিলো সরকার দেশ লকডাউন করে দিছে ঘরে খাবার নেই,আমরা কি ভাবে চলবো তাহলে এখন মানুষ হাজার হাজার টাকা খরচ করে শপিং করে কি কিভাবে? মাশরাফি হাতের ব্রেসলেটটি নিলামে রেকর্ড ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে।ব্রেসলেটটি কিনে নিয়েছে দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। নাটকীয় ব্যাপার হলো মাশরাফীকেই ব্রেসলেটটি উপহার হিসেবে ফেরত দিবে বলে জানিয়েছে সংগঠনটি।আর ব্রেসলেটটি কিন্তু সোনা কিংবা রুপার নয়,স্টীলের একটি সাধারন মানের ব্রেসলেট

১।
অপ্রয়োজনে বহু ছবি তুলেছি।

২।
সুরভির শিল্প কর্ম।

৩।
সেবার যখন কুমিল্লাহ গেলাম।

৪।
এক পিচ্চির জন্মদিনে।

৫।
ফোটোগ্রাফী এক্সজিবিশন।

৬।
প্রকৃতি আমার সব সময় ভালো লাগে।

৭।
ড্রাগন ফল। আমি কখনও খাই নি। খাবোও না।

৮।
আমার পরিচিত।

৯।
এগুলো দিয়ে সম্ভবত মেয়েরা চুল বাঁধে!

১০।
ব্যবসায়িক অনুষ্ঠান।

১১।
কেক।

১২।
বর্ষায় গ্রাম বাংলা।

১৩।
শীতের সন্ধ্যা।

১৪।
পদ্মা সেতু হলে ফেরী গুলো অকেজো হয়ে যাবে।

১৫।
কলা গুলো একটূ একটূ করে হলুদ হয়ে যাবে।

১৬।
ফানুস।

১৭।
দেউল।

১৮।
কোনো এক অনুষ্ঠানে।

১৯।
কেক।

২০।
হাঁস মনের সুখে পুকুরে ঘুরে বেড়াচ্ছে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আপনে তো দেখি সম্পর্কে আমার দুর-শালা!!! =p~

২ নাম্বার ছবিটা পছন্দ হয়েছে। :)

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর ছবি।

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৩| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় +

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১৮ ই মে, ২০২০ দুপুর ২:০২

কল্পদ্রুম বলেছেন: ডিমের শিল্পকর্মটা সুন্দর।ড্রাগন ফল শুনেছি খেতে ভালো।

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: একদিন খেয়ে দেখেন কেমন?

৫| ১৮ ই মে, ২০২০ দুপুর ২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৮ কে তো চিনলামনা।
পরিচিত হলেই তার কাধে
হাত রাখতে হবে? :`>
প্রয়োজনে ক্লিক করুন
অপ্রয়োজনে ক্লিক করা ভালো না।

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনার যদি আমার মতো কচি বয়স হতো তাহলে বুঝতেন অপ্রয়োজনে ক্লিক করা কত আণন্দ। কত মজা।

৬| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:১৭

অজানা তীর্থ বলেছেন: "ড্রাগন ফল। আমি কখনও খাই নি। খাবোও না।" একটা ফল এনে বীজ সংগ্রহও করে দেখুন। কে জানে তা থেকে সত্যিকারের ড্রাগন জন্মাবেনা। B-)

১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---

রুপকথার দিন শেষ।

৭| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:০৩

নতুন বলেছেন: ড্রাগন ফল না খেয়ে থাকলে খাবার দরকার নাই। এটা শুধুই দেখতে ভালো খেতে কোন স্বাদ নেই।

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা ছিলো।

৮| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৪৯

সাইন বোর্ড বলেছেন: সবগুলোই ভাল লেগেছে, তবে কয়েকটা খুবই চমৎকার !

১৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ১৮ ই মে, ২০২০ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




অপ্রয়োজনে অনেকগুলো ক্লিক করেছেন মানে ক্লিকের অপচয় করেছেন। অপচয়কারীরা শয়তানের ভাই.....................

১৮ ই মে, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আমি শয়তানের বন্ধু হতে চাই। ভাই না।

১০| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৪৭

সোহানাজোহা বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।

১৮ ই মে, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: ২নম্বর ছবিটা বেশি সুন্দর।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু। থুক্কু। ভাই।

১২| ২২ শে মে, ২০২০ ভোর ৬:২৫

ইসিয়াক বলেছেন: এইটা কি হলো? B:-/





বন্ধু

২২ শে মে, ২০২০ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: না কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.