নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৫১

১৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৪



১। আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি মুসলমান, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

২। আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন।
চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন। এখোন আপনার অবস্থান কি?

৩। প্রতিদিন অন্তত একটিবার ভালো কিছু ভাবুন। এই একটি ভাবনা আপনাকে ভালো কিছুর পথ দেখাবে। আপনি উৎসাহীত হয়ে উঠবেন। একটি ভালো ভাবনা পথ থেকে একটি করে বাধা দূর করে দেবে।

৪। ফুটবল রেফারী হবার জন্য ঢাকায় কি কোন প্রতিষ্ঠান আছে?

৫। আমার বউ বলল, খুব দ্রুত একটা গাড়ি আর একটা ফ্ল্যাট কিনতে হবে। খুব দ্রুত।
এদিকে সকালের নাস্তার জন্য আটা আর ডিম কেনার টাকা পকেটে নেই।

৬। সংসার মানেই- বাজারে যাও। ফ্যান মুছো। লাইটের হোল্ডারে ময়লা জমেছে- পরিস্কার করো। ফ্রীজ পরিস্কার করো। ব্যাগের জিপার নষ্ট হয়ে গেছে- ঠিক করে আনো। কাপড় আয়রন করো। গ্যাসের চুলার চাবি নষ্ট হয়ে গেছে- ঠিক করো। রান্না ঘরের কলে সমস্যা- ঠিক করো। ড্রয়ারটা গুছাও। ফুলের টবটা রঙ করে দাও। ইলেকট্রিক মিস্ত্রী নিয়ে আসো- লাইট এর সুইচটা ঠিকভাবে কাজ করছে না। ফিল্টারে পানি ঠিকভাবে পড়ছে না, ফিল্টারটা ঠিক করো। তোষক আর বালিশ গুলো রোদে দাও। জুতোটা কালি করে রাখো। ছাদ থেকে কাপড় গুলো নিয়ে আসো। অমুক অসুস্থ তাকে দেখতে যেতে হবে। অমুকের বিয়েতে যেতে হবে। ইত্যাদি ইত্যাদি...
এই রকম জীবন তো আমি কখনও চাইনি।

৭। গভীর রাতে ঘুম ভেঙে গেল। অন্ধকারে মনে হলো, কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে।

৮। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২১,
নতুন আক্রান্ত ১২৫১,
সুস্থ ৪০৮ জন।
নমুনা পরীক্ষা ৮৪৪৯।
মোট মৃত ৩৭০, আক্রান্ত ২৫১২১, সুস্থ ৪৯৯৩ জন।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৪

মীর আবুল আল হাসিব বলেছেন:

ফুটবল রেফারি হওয়ার জন্য ঢাকায় কি কোন প্রত্ষ্টিান আছে????


আপনি আমায় বলেন এখন হাসি থামাবো কিভাবে????

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আমি দৌড় ভালো পারি। তাই রেফারি হতে চেয়েছিলাম। স্কুলে থাকতে দৌড় প্রতিযোগিতায় প্রাইজ পেতাম।

২| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা অনেক ভালো একটি শহর।

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: টাকা থাকলে ঢাকাতে বেহেশতি জীবন যাপন করা যায়।

৩| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কষ্ট করে দৌড় যখন দিলেনই তখন প্রথম হোন। দ্বিতীয় হবার কি দরকার?

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ১৯ শে মে, ২০২০ বিকাল ৩:৫৯

আল-ইকরাম বলেছেন: আপনার লেখাটি মনোযোগ দিয়ে পড়লাম। ৩নং এর জন্য সাধুবাদ রইল। ৬নং কঠিন বাস্তবতা; তবুও অনেক উপভোগ্য। ৮নং সচেতনতা, দেশ প্রেম তথা মনুষ্য প্রীতি। অবশিষ্ট নং গুলোর মান আমার কাছে সাধারণ। ভাল থাকুন। মোবারকবাদ অগনিত।

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছোট্ট একটি দেশে ১৮ কোটি মানুষ। আমেরিকার জনসংখ্যা মাত্র ৩২ কোটি। অথচ কত বড় আর সম্পদশালী একটি দেশ।

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আমাদের দূর্ভাগ্য এই ১৮ কোটি জনসংখ্যাকে কাজে লাগাতে পারছি না। পারলে এইদেশ হতো সোনার দেশ।

৬| ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:৩৪

সাইন বোর্ড বলেছেন: এসব কিছু নিয়েই জীবন, এখান থেকে পালানোর কোন রাস্তা নাই ।

১৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আমি পা্লাবো। পথ খুজে চলেছি।

৭| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


সকাল ৫ টায় বাজার করতে গিয়ে, ৭ টায় ফিরেছি, ভয়ংকর; আগে আমার লাগতো ৩০ মিনিট।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: এত সময় বেশি লাগলো কেন?
খুব ভিড়?
এত ভোরে বাজারে যান কেন? বাজার কি সারাদিন খোলা থাকে না?

এদিকে ট্রাম্প তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে খুব চটেছেন।

৮| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

কল্পদ্রুম বলেছেন: ৫ এবং ৬ নম্বর যদি সত্যি হয় তাহলে বিবাহ করা উচিত হবে না।বাফুফে তে রেফারি ট্রেইনিং কোর্স আছে।টাকাপয়সা কত লাগবে জানি না।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: আসলে কারো বিয়ে করা ঠিক হবে না। বিয়ে না করাতে শান্তি বেশি।

৯| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘরে থাকতে থাকতে খানসাবের মাথা
আউলা হয়ে গেছে, চিন্তা একখানে থাকেন
অ দিয়ে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত দৌড়াতে
থাকে। ব্উয়ের জন্য গাড়ি বাড়ির খোঁজে
নামুন। না হলে একূল ও কূল দুকূলই হারাবেন।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: গাড়ি বাড়ি এ জীবনে করা সম্ভব হবে না আমার।

১০| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে বাড়িতে আছেন সেখানে কি
সংকুলান হচ্ছে না?
কত তলা বাড়ি, ক ভাইবোন?
ভাগে কতটুকু পাবেন?

১৯ শে মে, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ভাগ জি্নিস টা আমার ভালো লাগে না। ভাগাভাগি শব্দটাও আমার অপছন্দ।

১১| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমাদের দূর্ভাগ্য এই ১৮ কোটি জনসংখ্যাকে কাজে লাগাতে পারছি না। পারলে এইদেশ হতো সোনার দেশ।

এত ক্ষুদ্র আয়তনের এবং এত কম সম্পদের দেশে 18 কোটি মানুষকে কাজে লাগানো কখনোই সম্ভব না। যারা এই অসম্ভব ব্যাপারটা নিয়ে ভাববেন তারা পাগল হয়ে যাবেন । এটা কোনো ভাবেই সম্ভব নয়।

শুধু এক বার ভাবুন পুরো আমেরিকার অর্ধেক জনসংখ্যা বাংলাদেশে। অথচ সম্পদ নেই বললেই চলে। আছে খালি প্রাকৃতিক দুর্যোগ। কি ভয়ঙ্কর কথা।

১৯ শে মে, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি আমাদের দেশটাকে যতটা দরিদ্র ভাবেন আসলে আমাদের দেশ এতটা দরিদ্র না।

১২| ২০ শে মে, ২০২০ সকাল ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: আপনি আমাদের দেশটাকে যতটা দরিদ্র ভাবেন আসলে আমাদের দেশ এতটা দরিদ্র না।

--- এর বাঘা নাম ।

২০ শে মে, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষ, খেলাধূলা, যে কোনো দিবস অথবা ভ্রমনে এদেশের মানুষের কত টাকা খরচ হয় বছরে তা কি জানেন??? আমাদের রাষ্ট্রপতি চেকআপ করাতে লন্ডন যান। আমাদের দেশের বহু লোক যে কোনো চিকিতসার জন্য বিদেশ যান। অনেক দরিদ্র ঘরের মানুষও চিকিতসার জন্য চেন্নাই যায়। আরো শুনবেন?

১৩| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৫১

আমি সাজিদ বলেছেন: আপনার ব্লগের কোন জিনিসটা আমার ভালো লাগে? সেটা হলো অহেতুক সব জায়গায় আপনি জ্ঞানী সাজতে সাজতে পোস্ট দেন না। অনেক সিম্পল ও টু গো টপিক দিয়ে লেখেন৷ চমৎকার৷ তবে এর মধ্যেও দুই একটা কথায় ও মন্তব্যে আপনার গভীরতা চোখে পড়ে। নিরাপদে থাকুন।

২০ শে মে, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আমি ভাই সহজ ভাবে চিন্তা করি। সহজ সরল জীবন যাপন করি। ব্যস।

১৪| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

ইসিয়াক বলেছেন: আপনার সংসার করতে ইচ্ছা করে না? আপনি কি হতাশাগ্রস্থ যুবক। :P

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: শুধু হতাশা নবা দ্বিধা গ্রস্তও বলতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.