নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢেপা নদী

২০ শে মে, ২০২০ রাত ২:০১



তুমি অনেক সময় ধরে ব্যলকনিতে দাড়িয়ে
এই বুঝি আমি এলাম!
সামনের লম্বা রাস্তাটার দিকে তাকিয়ে তুমি
তোমার চোখে মুখে টেনশন
এত দেরী করছে কেন!

দুপুর দুইটা বেজে গেছে
এখনও এসে দাড়াতে পারিনি কৃষ্ণচূড়া গাছটার নিচে
অথচ তুমি ঠিকই নীলসাদা শাড়ি পড়ে খোলা চুলে অপেক্ষায়
এদিকে আমি পান্থপথের জ্যামে বসে ঘামছি
ইচ্ছা করছে বাস থেকে নেমে এক দৌড়ে কৃষ্ণচূড়ায় গিয়ে দাড়াই

বিকেলের ট্রেনে তুমি যাবে দিনাজপুর
ঢেপা নদীর পাড়ে তোমাদের সুন্দর গ্রাম, জানি
যদি আজ দেখা না হয়, তুমি চিন্তা করো না
আমি ঠিক চলে আসবো ঢেপা নদীর ধারে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ রাত ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: পড়ে অভিভূত হলাম

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০২০ রাত ৩:০০

অজানা তীর্থ বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২০ শে মে, ২০২০ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


এখন কি কৈশোরের সেই দিনগুলো আছে যে, কেহ বেলকনিতে দাঁড়াবে, কিংবা জানালার পাশে!

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: এখন আর সেই দিন নাই। এখন অশান্তির দিন। তাই তো অতীতের শান্তির দিন গুলোর কথা ভাবি।

৪| ২০ শে মে, ২০২০ ভোর ৫:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিরা এমনি হয়।সারা রাত জেগে ভোর রাতে একটি কবিতা প্রসব করে।

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: আমি তো ভাই কবিতা। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই।

৫| ২০ শে মে, ২০২০ ভোর ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২০ শে মে, ২০২০ ভোর ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি কবিতা।
সাধু, সাধু, সাধু

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাবে আবেগের কথা লিখেছি। এই তো।

৭| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৪৩

সাইন বোর্ড বলেছেন: আহাওয়ার যা অবস্থা, দেখুন ঢেপা নদী কতটুকু প্রস্তুত আছে ।

২০ শে মে, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আম্ফান ঢেপা নদীর কিছু করতে পারবে না। ঢেপা এখন ছোট নদী। খালের মতোন হয়ে গেছে।

৮| ২০ শে মে, ২০২০ রাত ৯:৫১

কালো যাদুকর বলেছেন: ঢেপা নদিতে এখন ভয়াবহ অবস্থা । কয়েদিন পরে যান ভাই।
কবিতা সুন্দর হয়েছে।

২০ শে মে, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

৯| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন: ঢেপা নামে কোন নদী আছে জানতাম নাতো? এই নদীর নামটা এমন কেন?

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের নদী গুলোর নাম অদ্ভুত। কিন্তু সুন্দর লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.