নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তথ্য জানুন, নিজেকে সমৃদ্ধ করুন

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১২



১। মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না। এটি মশার সেন্সর অকার্যকর করে দেয়। ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা।

২। প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তুপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাসের সমান।

৩। আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও!

৪। যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরলরেখা বরাবর হাঁটতে থাকে, তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই ফেরত আসবে।

৫। সমাজবিজ্ঞান অনুযায়ী পতিতাবৃত্তিও এক ধরনের সমাজসেবা।

৬। প্রতি বছর আমেরিকাতে প্রায় ৭০০ এর মতো ঘূর্নিঝড় হয়।

৭। একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।

৮। একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।

৯। 'ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শোনা গেলেও বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উড়তে দেখা যায় না।

১০। প্রত্যেক দিন প্রায় ৬ লাখ ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা হয়ে থাকে।

১২। বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

১৩। পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

১৪। মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

১৫। রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ বেশি।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মশা মারার ইলেকট্রিক ব্যাট অত্যন্ত কার্যকর একটি যন্ত্র ।।
এছাড়া হাত দিয়ে থাপ্রাইয়া মিরা আরো কার্যকর পদ্ধতি।
মশা মারার কীটনাশক মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক।

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: গরীব লোকেরা হাত দিয়েই মারে।

২| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার নারী পুরুষের অনুপাত নিচে দেখুন । তবে এখানকার মূল সমস্যা হচ্ছে পুরুষরা প্রচুর পরিমাণে তালাক দেয়। তালাকপ্রাপ্তা নারীদের সহজে বিয়ে হয় না।
16,559,150 - Current male population (50.7%)
16,097,005- Current female population (49.3%)

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: তালাকপ্রাপ্তা নারীদের আমাদের দেশে বেশি চাহিদা।

৩| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পানি খাওয়ার ব্যাপারটা আরেকটু পরিস্কার ভাবে বলা যেতে পারে ।

যে পানি টয়লেটের কাজে ব্যবহার করা হয় সেই পানি কোন এক সময় কোন ভদ্রলোককে আবার পান করতে হয়। এটাই প্রকৃতির নিয়ম ।

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অয়াক অয়াক!!

৪| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আটলান্টিক মহাসাগরের একটা জায়গা আছে যেখানে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, ক্যান এই জাতীয় জিনিসের স্তুপ জমে গেছে। যার আয়তন ফ্রান্সের আয়তন এর চেয়েও বেশি।

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: অকে।

৫| ২০ শে মে, ২০২০ রাত ৮:০৩

রাকিব আর পি এম সি বলেছেন: অনেক কিছুই জানা ছিল না। জানলাম। ধন্যবাদ আপনাকে।

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২০ শে মে, ২০২০ রাত ৮:১২

নতুন বলেছেন: ৩। আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও!


দুনিয়ার সকল পানিই পুরা পানি চক্রে ঘুরে ঘুরে ফিরে আসে। :)

মজার বিষয় হইলো আপনি যেই পানি পান করতেছেন সেটা কিন্তু ডাইনাসোর প্রসাব :)

https://www.youtube.com/watch?v=i67uCBegsyU

২০ শে মে, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ওয়াক ওয়াক।

৭| ২০ শে মে, ২০২০ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো ভায়ের আজকের পোস্টটি।
বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। এতবেগ যে নিজ অভিজ্ঞতা ছাড়া বোঝা যাবে না। বেশ কয়েকবার দরজা খুলতেই যেন হুড়মুড়িয়ে ভেঙে ফেলার উপক্রম। সঙ্গে ভয়ঙ্কর শা শা শব্দ।কখন যে এই দানব থামবে...

২০ শে মে, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: দাদা, আম্ফান।
সবচেয়ে বেশি ঝড় মনে হয় কোলকাতায় আর বাংলাদেশেই হয়।

৮| ২০ শে মে, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভালো তথ্য । জানা হলো

২০ শে মে, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২০ শে মে, ২০২০ রাত ৮:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পড় লাম জানলাম এবং সমৃদ্ধ হলাম।

২০ শে মে, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: হে হে---

১০| ২০ শে মে, ২০২০ রাত ৯:১৪

শের শায়রী বলেছেন: বালিশ ছাড়া ঘুমাতে পারব না তাতে যাই হোক।

২০ শে মে, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: আমি মাঝে মাঝে বালীশ ছাড়াই ঘুমাই ভালো লাগে।

১১| ২০ শে মে, ২০২০ রাত ৯:২৯

রুদ্র নাহিদ বলেছেন: পানির ব্যাপারটা পানি খাবার সময় মনে না আসলেই হয় । :-&

২০ শে মে, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সেটাই।

১২| ২০ শে মে, ২০২০ রাত ৯:৪৮

সোহানী বলেছেন: হাহাহা... পানির কথা বলেতো আপনি ভালোই ঝামেলা পাকালেন!

ঢাকায় বাতাসে টাকা উড়ে না, টাকা উড়ে সরকারী অফিসের টেবিলের নীচে!

২০ শে মে, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: এরপর সরকারী অফিসে গেলে টেবিলের নিচে ভালো করে চেক করবো।

১৩| ২০ শে মে, ২০২০ রাত ১০:৫৭

বিপ্লব০০৭ বলেছেন: ৪ নম্বর পয়েন্টটা বুঝলাম না। এটা কি আরেকটু পরিষ্কার করা যায়? যদি না যায়, তবে সেটাও আপনার ইচ্ছা।

২১ শে মে, ২০২০ রাত ২:১৬

রাজীব নুর বলেছেন: আরেকবার পড়ুন আপনি নিজেই বুঝতে পারবেন।

১৪| ২১ শে মে, ২০২০ ভোর ৬:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪,সরল রেখায় হাঁটলে দুইটা মহাসাগর ও ছোট বড় অনেক নদী পরবে।যেখানে হাঁটা সম্ভবনা।তারথেকে ভালো ,জুল ভার্নের, আশি দিনে বিশ্ব ভ্রমন বই প্ড়া।

২১ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৫| ২১ শে মে, ২০২০ সকাল ১১:৫৫

বিপ্লব০০৭ বলেছেন: না বুঝিনি। সরলরেখায় হাঁটলে মহাসাগর, ছোট-বড় অনেক নদী, দেশ ইত্যাদি পড়বে। তারপর একসময় আবার ঘুরে নিজের যাত্রা শুরু যেখান থেকে করেছিলাম সেখানে ফেরৎ আসবো। কিন্তু আপনি বলেছেন এই কাজে অসীম সময় লাগবে। তারমানে আপনি বলতে চাচ্ছেন মহাবিশ্ব অসীম?

২১ শে মে, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আপনি মনে হয় আমার সাথে দুষ্টমি করছেন।

১৬| ২১ শে মে, ২০২০ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি জানেন যে, সিলিং ফ্যান যে দিকে ঘুরে টেবিল ফ্যান ঠিক তার উল্টো দিকে ঘুরে?
এবং পরস্পর বিপরীতমুখী আচরণ করে। কেবল মাত্র বাতাস দেওয়া ছাড়া তাদের মধ্যে আর খুব বেশি একটা মিল নেই।

২১ শে মে, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: শতাব্দীর সেরা ব্যাপারটা জানলাম।

১৭| ২১ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

করুণাধারা বলেছেন: তথ্য জানা ভালো, তবে পানি সম্পর্কীয় তথ্য না জানতে পারলেই ভালো হতো।

২১ শে মে, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১৮| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

ইসিয়াক বলেছেন: চলেন রাশিয়ায় যাই।

২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: যশোর যাওয়ার টাকা নাই। আর আপনি বলছেন রাশিয়া যাওয়ার কথা।

১৯| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ০৩। পানির উৎস নদী বা সাগর। এই নদী বা সাগরে অনেক জলবিয়োগ করে। সুতরাং আপনিও তার একটা অংশ গলধকরণ করেছেন। কথা সত্য
০৫। পতিতাবৃত্তির জন্য নারীর সহযোগী হয় পুরুষ। পুরুষ না হলে তাদের সমাজ সেবা হবেনা। আপনিকি কখনো এই সমাজ সেবা করেছেন!! :-P
১২। আজ থেকে বালিশ পরিহার করুন।
১৪। আমিতো জানি মুচিরা জুতোর দিকে তাকায়।
১৫। আপনার খায়েশ পুরণ করেত আপনার রাশিয়া যাওয়া দরকার।

২১ শে মে, ২০২০ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ৫। না যাই নি।
১৫। টাকা নাই। আপনি স্পন্সর হলে আমি যেতে পাজি আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.