নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫২

২২ শে মে, ২০২০ দুপুর ১২:১২



১। লেখক সুনীল গাঙ্গুলী তাঁর কোন এক লেখায় বলেছিলেন, ম্যারাডোনার খেলা না দেখলে তাঁর জানাই হতো না যে ফুটবল একটা শিল্প হতে পারে।

২। স্ত্রী যার নির্বোধ- জীবন তার দুর্বিষহ।

৩। জামাই- এমন থাপ্পড় খাবি...
কমলা- এইটা কেমন কথা? নিজের স্ত্রী'রে কেউ বলে থাপ্পড় খাবি।
জামাই- আমি বলি, আমি প্রেসিডেন্ট বুশ। আমি কারো ধারধারি না। সাইকেলে নাই পাম। আমার মেজাজ এখন অত্যাধিক খারাপ। এখন নিজের বাপেরেও তুই করে বলে ফেলতে পারি।
এই জায়গার সিনারি অত্যাধিক সুন্দর। কমলা একখান ছবি তোল।
কমলা- তুই তুকারি কইরেন না। আপনার পাও ধরি।
জামাই- চৈত্র মাসে তুই-আপনি সব সমান।
---হুমায়ূন আহমেদের নাটক- 'চৈত্র দিনের গান'।

৪।
অথচ পুলিশের পেটানোর কথা ছিল মালিককে। পেটাচ্ছে শ্রমিককে!

৫। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, অথচ তুমি ভন্ড। বিরাট বদ। তার মানে নামাজ রোজা করলেই তোমাকে ভালো মানুষ বলা যাবে না।

৬। দুজনের ভালোবাসায়- সংসার হয়, সন্তান হয়, বংশ বাড়ে, কিন্তু সবার ভালোবাসায় একটি সুখী সমৃদ্ধ দেশ ও পৃথিবী গড়ে ওঠে, এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না।

৭। বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৮। মারাত্মক এক সমস্যায় পড়েছি। সারাক্ষন মৃত্যুর কথা চিন্তা আসে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয় আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম।
ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল।
মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না।
মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে।
আর আমি নিজেকে বলি- সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:২৯

কল্পদ্রুম বলেছেন: বেশি বেশি মৃত্যুর চিন্তার জন্য ধর্মও উপদেশ দেয়।এতে খারাপ কাজ থেকে দূরে থাকা সহজ হয়।তবে এই চিন্তায় ঘুম বন্ধ হওয়া Thanatophobia।এটা মানুসিক রোগ।

২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে রোগ ছাড়া কোনো মানুষ নেই।

২| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যার বিদ্যার দৌড় যতটুকু সে ততটুকুই বলবে।

কবি বলেছেন, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত!

২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আমি সব সময় স্বীকার করি আমি প্রতিভা শূন্য মানুষ। জ্ঞান বলতে আমার কিচ্ছু নেই। ব্যর্থ আমি।
ভাববেন না বিনয় দেখাচ্ছি। এটাই সত্য কথা।

৩| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তারা সারাক্ষণ মৃত্যু নিয়ে ভাবে তারা হতাশাগ্রস্ত মানুষ।
মৃত্যু অবশ্যম্ভাবী । এটা নিয়ে এতো ভাবনার কিছু নেই।

২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: মৃত্যু নিয়ে ভাবার মধ্যে অন্য রকম একটা থ্রিল আছে।

৪| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মৃত্যু নিয়ে ভাবার মধ্যে অন্য রকম একটা থ্রিল আছে।


যে জিনিস নির্ধারিত ও অবধারিত হয়েই আছে সেই জিনিস নিয়ে অযথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই।
কাজ করতে থাকুন । নিজের জন্য । পরিবারের জন্য । সমাজের জন্য। দেশের জন্য । বিশ্বের জন্য ।

এক মাত্র কাজই পারে আপনাকে অমরতা দিতে।

২২ শে মে, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: তা ঠিক বলেছেন।
সবাই কাজ করুক। আমি থাকি ছন্নছাড়া।

৫| ২২ শে মে, ২০২০ দুপুর ১:৪০

নতুন বলেছেন: মৃত্যু অবশ্যম্ভাবী । এটা নিয়ে এতো ভাবনার কিছু নেই।

যদি ভালো মানুষ হয়ে থাকেন তবে মৃত্যু নিয়ে ভাবার কিছুই নাই্

ভাবী, পরীকে নিয়ে সুখী জীবনের জন্য ভাবনায় মগ্ন থাকুন। Life is Beautiful মুভিটা দেখুন।

এমন জীবন জাপন করুন যেন মারা যাবার আগে বলতে পারেন Life is Beautiful .

২২ শে মে, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: Life is Beautiful মুভিটা ১০ বার দেখেছি।

৬| ২২ শে মে, ২০২০ দুপুর ২:১৭

আলোকরশ্মি22 বলেছেন: মৃত্যুর ভয় থাকা ভালো , কারণ আমরা অধিকাংশ মানুষ উদাসীন ,উদাসীন হবার কারণে আমরা অসংগতি জীবন যাপন করে যাচ্ছি , মৃত্যুর ভয় মানুষকে সৎ ভাবে জীবন যাপন করতে সাহায্য করে।

২২ শে মে, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: ঠিক কথা বলেছেন।

৭| ২২ শে মে, ২০২০ দুপুর ২:২৯

ইসিয়াক বলেছেন: প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ।
************************************************************
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর


প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥

আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥

আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে।
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।

আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ জ্যৈষ্ঠ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ জুন, ১৯১২
রচনাস্থান: লোহিত সমুদ্রবক্ষে জাহাজে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

পর্যায়ঃ পূজা

২২ শে মে, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।

৮| ২২ শে মে, ২০২০ দুপুর ২:৫৬

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে
মানবের মাঝে আমি বাঁচিবার চাই

২২ শে মে, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটা মাঝে মাঝে বড় যন্ত্রনার।

৯| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:৩১

সাইন বোর্ড বলেছেন: স্ত্রীদের বোধ বাড়ানো কঠিন । পুলিশকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, সেটাই করে । মৃত্যু চিন্তাটা বেঁচে থাকা পর্যন্ত ।

২২ শে মে, ২০২০ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

২২ শে মে, ২০২০ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: থাকুন। বেঁচে থাকুন।

১১| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Muslims in Malaysia will celebrate Hari Raya Aidil Fitri on Sunday, May 24, says the Keeper of the Rulers’ Seal, Tan Sri Syed Danial Syed Ahmad.

"In adhering to the decree of His Majesty, the Yang di-Pertuan Agong, following consent from the Malay Rulers, I hereby declare that the date for Aidil Fitri for all states in Malaysia is Sunday, May 24,2020, ” he said.

২২ শে মে, ২০২০ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: ভালো।

১২| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভেবেছিলাম আগামীকাল ঈদ হবে ।
সেটা আর হলো না।
একদিন পিছিয়ে গেলাম।
আফসোস।

২২ শে মে, ২০২০ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: তার মানে কি আমাদের ত্রিশ টা রোজা হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.