নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্লগাররা যা ভাবছেন

০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৮



আমেরিকানদের সবচেয়ে ভালো বন্ধু হলো- তাদের পুলিশ।
ট্রাম্প আমেরিকাকে পেছনে নিয়ে যাচ্ছে। আমেরিকা পেছনে পড়লে, বিশ্বের ক্ষতি হবে। ভাবসাব দেখে মনে হচ্ছে- ট্রাম্প হয়তো আবারো ক্ষমতায় আসবে। ট্রাম্পের সৌভাগ্য ডেমোক্রেটদের ভালো কেন্ডিডেট নেই। ফাকা মাঠেই ট্রাম্প গোল দেবে। আর বাইডেন মোটামুটি ছিল, কিন্তু ছেলের স্কানডাল তার কাল হয়ে দাড়িয়েছে। এদিকে, আমেরিকার জনগনের বেকুবের মতো আচরণ করায়, ইউরোপ ও বিশ্বের অনেকেই হতবাক।

গত ২০ বছরের মধ্যে এইটাই সম্ভবত আমেরিকায় সবচেয়ে বড় কৃষনাঙ্গ আন্দোলন। করোনাতে সরকারের অসফলতা, ট্রাম্পের উল্টাপাল্টা বক্তব্য মানুষকে ক্ষুব্ধ করেছে। এই আন্দোলন আসলে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের প্রকাশ। করোনার কারনে বেকার সমস্যা বেড়েছে। বেকার সমস্যা থেকে বিশৃঙ্খলা আর লুটপাট চলছে। হয়তো বেড়ে যাবে হত্যা, ছিনতাই। উন্নত দেশেরই এই হাল হলে- আমাদের মতোন গরিব দেশের কি অবস্থা হবে!

পরিস্থিতি স্বাভাবিক করার জন্য- অতি দ্রুত বিতর্কিত পুলিশ অফিসারদের বিচার শুরু করার পাশাপাশি চিহ্নিত দাঙ্গাবাজদের গ্রেপ্তার শুরু করা দরকার। অবশ্য বর্ণবাদী এই মনোভাব পরিবর্তন হওয়ার জন্য এই আন্দোলনটা কার্যকরি হওয়া দরকার। তবে দোকানপাট লুট। বাড়ি ঘরে আগুন দেয়াটা মোটেও ভালো কাজ হচ্ছে না। আমেরিকা নিজেদের উন্নত বলে যত যাই বলুক দিন শেষে তারা বহু যুগ পেছনেই পড়ে আছে। চিন্তার কথা হলো- আমেরিকার সমস্যা বিশ্বকে প্রভাবিত করে।

ভাবতে অবাক লাগে ১৭ বছরের একটি মেয়ে ভিডিও করে পুরো আমেরিকা ওলোট পালোট করে দিলো। আশা করি মেয়েটি নিরাপদে আছে। বিক্ষুব্ধ আমেরিকান বাঙ্গালিতে তফাৎ নেই। জ্বালাও পোড়াও ভাঙচুরের ভিতরে অনেকে লুট করার সুযোগ নিচ্ছে। বিক্ষুদ্ধ জনতা একটা সময় কি নিয়ে আন্দোলন শুরু করছিলো সেটা ভুলে যায়।দোষীরা যখন গ্রেফতার হয়েছে। এখন বিক্ষোভকারীদের থেমে যাওয়া উচিত। দোকানপাট লুট করার ফলে প্রতিবাদের মুল উদ্দেশ্য হারিয়ে যায়।

খবরে দেখলাম- অনেক ভবন ও গাড়ি বাড়ি দাউ দাউ করে জ্বলছে্। সত্যিই ভয়াবহ ভয়ংকর অবস্থা। ট্রাম্প হয়তো মনে মনে চাচ্ছে- মানুষের ক্ষোভ নিজের থেকে কমে আসবে। আমিরিকায় বর্ণবাদ জিনিসটা প্রকট হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে। ওবামার আমলে বলতে গেলে নিয়ন্ত্রণেই ছিল। আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিজয় মানে পৃথিবীতে সেই সাদাকালো বর্নবাদ এবং দাসত্বের গ্লোবালাইজেশন শুরু হবে। যে পুলিশ জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাটু চাপা দিছে তার খবর আছে। এদিকে পুলিশের স্ত্রী ডিভোর্সের জন্য আবেদন করেছে।

কতটা ক্ষোভ থাকলে মানুষ এভাবে ফেটে পড়ে, কারফিউ আর করোনার মত ভয়ংকর কিছুই মানছে না! ট্রাম্পের ব্যাক্তিত্ব থাকলে সে নিজে থেকেই পদত্যাগ করত। দুঃখজনক ব্যাপার আমেরিকার জনগন কেউ এখনও ট্রাম্পের পদত্যাগ চাচ্ছে না। গত বছর বাংলাদেশের স্কুল পড়ুয়া ছাত্ররা আন্দোলনে নেমেছিলো নিরাপদ সড়কের দাবীতে, তখন আমাদের মতোণ দরিদ্র দেশে কোনো লুটপাত হয়নি। বাংলাদেশের প্রতিবাদী মানুষ একজোট হয়ে রাস্তার মাঝখানে বসে পদত্যাগ দাবি করে। লুটপাত করে না।

২০২০ সাল বড় অদ্ভুত একটি বছর। এই বছরটি মানব ইতিহাসে অনেক কারণে বিখ্যাত হয়ে থাকবে। মানবতার জয় হয়ে স্থায়ী সমাধান আসুক এই কামনা করছি। ১০০ বছর আগে আমেরিকা তথা পুরো বিশ্ব অনেক মানবিক ছিল। বিশ্ববাসীকে মানবিক হতে হবে। মানুষ মানবিক হলেই অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। পৃথিবীর একটা উত্তম পরিবর্তন দরকার। পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ, খুনাখুনি সব কিছু দূর হয়ে যাওয়া দরকার। বর্ণবাদ চিরতরে দূর হয়ে যাওয়া দরকার। মানুষে মানুষে সুন্দর সম্পর্ক থাকা দরকার। পৃথিবীটা আমাদের সবার।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৭

আমি সাজিদ বলেছেন: দেশে যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার কথা ছিল, সেটা নিয়ে ব্লগাররা কি ভাবছেন? ভাড়া বাড়িয়ে দেওয়া হলো সেটা নিয়ে ব্লগাররা কি ভাবছেন? করোনা পরিস্থিতিতে সামনের দিনগুলোতে করনীয় কি, সেটা নিয়ে কি ভাবছেন ব্লগাররা।


আরেকজন ভাইকে বলেছি, আপনাকেও বলি। আমাদের আগে পান্তা টাইপ কিছুমিছু খেয়ে বাঁচা উচিত, বিরিয়ানীর কথা নাহয় বেঁচে থাকলে ভাবলেন!

০১ লা জুন, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: আমার ভাই সমস্যা একটাই ভালো খাবার ছাড়া আমার মুখে রুচে না।
এদিকে আমি দরিদ্র মানুষ। ঈশ্বরকে বলি, রুচি দিলে টাকা দিলে না।

২| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৮

মীর আবুল আল হাসিব বলেছেন: শেষ প্যারাটা পেয়ে অবাক হয়েছি........
কি হওয়া দরকার আপনি সাধারনত এমন কথা শোনান না।

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৯

আমি সাজিদ বলেছেন: সরকার থেকে কিন্তু কোন মনিটরিং করা হয় নাই গণপরিবহন নিয়ে। প্রথম আলো বাদে প্রতিটা অনলাইন পত্রিকায় আপডেট এসেছে।

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫২

মীর আবুল আল হাসিব বলেছেন: হায় হায়!!! ভাবছি এটা চাঁদগাজী সাহেবের পোস্ট।
প্লিজ কমেন্ট দুইটা ডিলিট করুন।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: বলা যায় এটা তার পোষ্ট। পোষ্টে ৮০% কথাই তার।

৫| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকার ওই পুলিশটি মানবতাবিরোধী কাজ করেছে ।
তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার ।
বর্তমান দুনিয়াতে এই ধরনের কাজ কল্পনাও করা যায় না । বিশেষ করে আমেরিকার মতো দেশে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও
জানাচ্ছি ও দোষীদের কঠিনতম শাস্তি দাবী করছি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনার তীব্র নিন্দার কথা আমি আমেরিকান বাসীকে জানিয়ে দিব।

৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৬

কাছের-মানুষ বলেছেন: ২০২০ সাল অনেক কারনেই ইতিহাসের পাতায় আলাদা হয়ে জায়গা করে নেবে।

যারা লুটপাট করছে তাদের আইনের আওতায় আনতে হবে। নয়ত এর ফল ভাল হবে না।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: ইয়েস। সহমত।

৭| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৯

আমি সাজিদ বলেছেন: সেটা আপনার না, আমাদের দেশের সবার সমস্যা। আমাদের রুচি আছে, খাবার কেনার মতো টাকা নেই।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: যাক বাচা গেল- তাহলে এই সমস্যা আমার একার না।

৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০০

গুরুভাঈ বলেছেন: যে খুন হয়েছে, সে জাল টাকা দিয়ে খরচ কিনেছিলো। যে হত্যা করেছে সেই পুলিশ এবং নিহত এক বছর আগেও এক বারে নিরাপত্তার কাজে কলিগ ছিলো। আমার মনে হয় এই খুনে ব্যাক্তিগত ক্রোধও ছিলো।

যেভাবে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ধারাটা আমার পছন্দ হচ্ছেনা তৃতীয় বিশ্বের একজন নাগরিক হিসাবে।

এই লুট, অগ্নিসংযোগের ফায়দা লুটবে হারা নিশ্চিত ট্রাম্প। যতোই সাদা কালা, কালা সাদা বলিনা কেনো আমরা, দিন শেষে সাদা ভোটাররাই বেশি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

৯| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৪

নেওয়াজ আলি বলেছেন: পুলিশের ঘরেই মানবিক মানুষ আছে। তবে জ্বালা পোড়াও লুটপাট আমাদের মত । সভ্য হলো কোথায়

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: জ্বালা পোড়াও লুটপাট তো আমেরিকার সব জনগন করছে না। অল্প কিছু মানূষ করছে। এই অল্প কিছু হলো দুষ্টশ্রেনীর লোক। এরা সব জাগায় থাকেই।

১০| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার কিছু গরীবের (১৪% ) অবস্হা আত খারাপ যে, এরা তেমন কিছু কেনার ক্ষমতা রাখে না; ওরা এতিমখানায় বড় হয়, ফষ্টার হোমে (অন্যের বাড়ীতে ) বড় হয়; অনেক দোকানী এদের সাথে খারাপ ব্যবহার করে; এই ধরণের পরিস্হিতিতে এরা লুটপাট করে।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আজ আমি লাইউভ ভিডিও দেখলাম। বিরাট এক দোকান লুট হচ্ছে। যেভাবে পারছে লুট করছে। বেশির ভাগই কালো।
এক কালো ইয়া মোটা মহিলাকে দেখলাম চারটা জুতার বাক্স নিয়ে দৌড়ে নিজের গাড়িতে উঠলো।

১১| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


@গুরুভাঈ,
আপনি বলেছেন, " যে খুন হয়েছে, সে জাল টাকা দিয়ে খরচ কিনেছিলো। যে হত্যা করেছে সেই পুলিশ এবং নিহত এক বছর আগেও এক বারে নিরাপত্তার কাজে কলিগ ছিলো। আমার মনে হয় এই খুনে ব্যাক্তিগত ক্রোধও ছিলো। "

-বড় সম্ভাবনা আছে।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমিও এটা সন্দেহ করেছি।

১২| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৭

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ।সবার বক্তব্যের একটা সারাংশ লেখার জন্য।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই আল্লাহ পাকের ইচ্ছা । উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে । আমরা কেবল দোয়া করতে পারি।

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আরে বাদ দেন ফালতু কথা। দুনিয়া আল্লাহর ইচ্ছায় চলছে না।

১৪| ০১ লা জুন, ২০২০ রাত ৯:১৪

রুদ্র নাহিদ বলেছেন: ট্রাম্প ব্যস্ত টুইটার আর ফেসবুকের ফিড গরম করতে। বিক্ষোভের বড় কারন ট্রাম্প প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা। বিক্ষোভেেে স্ফুলিঙ্গ নিজে একা জ্বলে না, আশেপাশের অনেক কিছুতেই আগুন ধরিয়ে দেয়।

০১ লা জুন, ২০২০ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: বিক্ষোভ আন্দোলন হচ্ছে ভালো কথা। লুটপাত কেন?

১৫| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবতে অবাক লাগে ১৭ বছরের একটি মেয়ে ভিডিও করে পুরো
আমেরিকা ওলোট পালোট করে দিলো।

........................................................................................
ট্রাম্প প্রশাসন , এখন পাগলের সাথে নাটক করছে,
গনতন্ত্র ও মানবিকতার ধারক বাহক দাবীদার, মুখোশ কিভাবে খুলে যায়
এবার ঘটনা তাই প্রমান করে ।
এত্ত শক্তিশালী ট্রাম্প ভীত হয়ে বান্কারে লুকায় ! হায় হায়
এটা কি বিশ্বের শক্তিধর দেশের হালচাল ???

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বাঘ হাতী সকলেই বিপদে পড়ে।

১৬| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: িছু বোঝা যাচ্ছে না!

০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ৩/৪ দিনের মধ্যে সব বুঝা যাবে।

১৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনার তীব্র নিন্দার কথা আমি আমেরিকান বাসীকে জানিয়ে দিব।

আপনি বরং ট্রাম্প সাহেবকে জানিয়ে দিন।

০১ লা জুন, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ট্রাম্প আছে গর্তে।

১৮| ০১ লা জুন, ২০২০ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পতন যখ্ন সমাসন্ন হয় তখন কোন একটা ইস্যুর দরকার হয়।
পতনের ইস্যু পাওয়া গেছে, এবার মেরিকার পতন হব। তাতে
বিশ্বমোড়লের কবল থেকে বিশ্ব মুক্তি পাবে। ট্রাম্প নাকি বাংকারে
আশ্রয় নিছে কিন্ত রক্ষা হবেনা। তাকে পরিনাম ভোগ করতে হবে।

০১ লা জুন, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ট্রাম্প ব্যবসায়ী মানুষ। রাজনীতি করতে এসে ফেসে গেছে।

১৯| ০১ লা জুন, ২০২০ রাত ১০:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা হোক।
মেহনতী মানুষ তার অধিকার ফিরে পাক ।
জয় হোক মানবতার।

০১ লা জুন, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আমিন।

২০| ০২ রা জুন, ২০২০ বিকাল ৩:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যত নষ্টের মূল ট্রাম্প।

০২ রা জুন, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের মাথায় বুদ্ধি কম।

২১| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ইসিয়াক বলেছেন: পড়লাম।

০২ রা জুন, ২০২০ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.