নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বে ভোক্তাদের চাহিদা কমে যাচ্ছে। দেশের পোশাক কারখানার কাজও প্রায় ৫৫ শতাংশ কমেছে। এমন অবস্থায় জুন থেকেই শ্রমিক ছাঁটাই করা হবে। এ ব্যাপারে আমাদের মালিকদের কিছুই করার নেই।
শুনলাম- ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমাজনের হেডকোয়ার্টারে ৬ ঘন্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেড বাহিনী আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।
করোনা মহামারীতে অনেক কিছুই উল্টে গেছে। ডাক্তারের জ্বর মাপে এখন ব্যাংকের দারোয়ান! বিশ্বের যত ক্ষমতাধর দেশ, সেগুলো আজ তত বেশি অসহায়। সুদুর চীন থেকে যাওয়া এক সামান্য ভাইরাসের হাতের খেলার পুতুল এখন মার্কিন মুলুকসহ গোটা বিশ্ব! সত্যি! অনেক খেলা জমিয়ে রেখেছিল চীন, এখন একে একে তারা খেলা দেখিয়ে যাবে বিশ্বকে।
বিজ্ঞানীরা ভাইরাস বানানোর আগে ভ্যাকসিন বানায়। এটাই নিয়ম। চীনের হাতেই আছে ভ্যাকসিন। এটা আমার বিশ্বাস।
১।
বাজারে লিচু পাওয়া যাচ্ছে। একশ' লিচু আড়াই শ' টাকা থেকে সাড়ে তিনশ' টাকা।
২।
করোনার মধ্যেও বাজারে প্রচুর ফল আছে।
৩।
বাজারে প্রচুর মাছ। মাছ তরিতরকারির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ।
৪।
রুই মাছ। সাড়ে তিন শ' টাকা কেজি (বড় টা)।
৫।
ফার্মের মূরগী ১৫০ টাকা কেজি। গত সপ্তাহে ছিলো ১২০ টাকা কেজি।
৬।
এই মূরগীর নাম সোনালী। এগুলো ২৫০ টাকা কেজি।
৭।
রাস্তায় প্রচুর যানবাহন। প্রচুর মানুষ।
৮।
খিলগাও চৌরাস্তা।
৯।
এই মাসকে বলা হয় মধু মাস। নানান রকম ফল পাওয়া যায়। আম, লিচু, কাঠাল, তাল ইত্যাদি। হিমসাগর আম মাত্র ৬০ টাকা কেজি।
১০।
ব্যস্ত শহর।
০৭ ই জুন, ২০২০ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
২| ০৭ ই জুন, ২০২০ ভোর ৪:৪০
নেওয়াজ আলি বলেছেন: এবার গ্রামে আছি নিজের গাছের জাম আম সব খাচ্ছি
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৩| ০৭ ই জুন, ২০২০ ভোর ৬:৩৬
সোহানী বলেছেন: ছবিগুলো কেন দেখতে পারছি!!!!
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: হে হে---
৪| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৪৬
ইসিয়াক বলেছেন: আমারো মনে হয় চীনের হাতে ভ্যাকসিন আছে ।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: না নাই।
৫| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৪৯
ইসিয়াক বলেছেন: আপনি এই সময় এতো বাইরে ঘোরাঘুরি করছেন কেন? আপনার নিজের কিছু শারিরীক সমস্যা হয়েছিল কিছুদিন আগে সেটা মাথায় রাখুন। আপনার কিছু একটা হলে কী কী হতে পারে একটু ভেবে দেখেছেন কি?
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: সে ভাবতে চাই না। ভাবলেই প্রেসার বেড়ে যায়।
৬| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ভূত পছন্দ করি।
আমার খুব শখ আছে ভুতের ফার্ম করবো।
মানুষ যেমন মুরগির ফার্ম , গরুর ফার্ম করে ঠিক সেই রকম।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: আমাকেও সাথে নিয়েন।
৭| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে রুই মাছ খুবই সস্তা। ৭ রিঙ্গিত করে বড় গুলির কেজি । একটা থেকে চার থেকে পাঁচ কেজিও হয়।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ৭ রিংগিত বাংলাদেশের কত টাকা?
৮| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩০
মীর আবুল আল হাসিব বলেছেন: রুবানা হক এখন যেটা বলছেন, চাঁদগাজী সাহেব ১ মাস আগে সেটা বলেছেন।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বুদ্ধিমান মানুষ। আধুনিক মানূষ। তার চিন্তা ভাবনা উন্নত।
৯| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩১
মীর আবুল আল হাসিব বলেছেন: ফল আছে বলেই গরমকালটা একটু সয্য করে নেয়া যায়।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: ইচ্ছে মতোণ ফল খাবেন।
১০| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন:
আমার প্রিয় ল্যংড়া আম। খেতে খুব স্বাদ আর আমের ভিতরে আঁটি নেই বললেই চলে।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: ল্যাংড়াও মজা।
১১| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৫৫
এফ.কে আশিক বলেছেন: আপনার মনে হচ্ছে কাজের জন্য অনেক সময় বাইরে থাকতে হয়।
সাবধানে থাকবেন ভাই।
শুভ কামনা।
০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: না কাজের জন্য না।
ঘরে দম বন্ধ লাগলেই বাইরে যাই।
১২| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪
ইসিয়াক বলেছেন:
যে ভাবেই তুমি সকাল দেখো সুর্য কিন্তু একটাই
++++++++++++++++++++++++++++
কণ্ঠঃ শুভমিতা
+++++++++
গীতিকারও সুরকারঃ নাচিকেতা
**************************************************
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই ।।
প্রতিবার প্রেমে নতুন জনম
জীবন কি করে একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই ।।
কথার বাঁধনে হৃদয় ফেরার
সঠিক কথা একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই ।।
প্রতিবার প্রেমে নতুন জনম
জীবন কি করে একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই ।।
কথার বাঁধনে হৃদয় ফেরার
সঠিক কথা একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই ...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।
০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।
১৩| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন:
মৌচাক
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: খাটি মধু কোথায় পাওয়া যায়?
১৪| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬
ইসিয়াক বলেছেন:
গ্রামের দিকে যারা মৌমাছি পালন করে তাদের কাছে পাওয়া যায়। তাছাড়া কাছকাছি দেখা কোন মৌচাক থেকেও মধু পাওয়া যেতে পারে। দাড়িয়ে থেকে কিনতে হবে। নাহলে ঠকাবে।ভেজাল মিশিয়ে দেবে।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: সেটাই ঢাকা শহরে থেকে সব নকল খাই।
১৫| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাম আমার অনেক প্রিয় ফল। বের না হওয়ার কারণে খাওয়া হচ্ছে না। আপনাকে কি সেইফে নেওয়া হয়েছে?
০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: না সেইফ করা হয়নি এখনও।
১৬| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩১
ইসিয়াক বলেছেন:
আমি কোথাও এই কয়েন খুঁজে পাইনি।আপনি এই কয়েনের ব্যপারে কিছু জানেন?
০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: এটা কয়েন না।
১৭| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৩
ইসিয়াক বলেছেন: আপনার কাছে কয়টা আছে?
০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: আগে বেশ কিছু ছিলো।
এখন হারিয়ে গেছে।
১৮| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: আমার দাদা শ্রী সুলতান হোসেন বিশ্বাসের দেড়শত বছরের পুরানো অনেক ব্যবহার্য সামগ্রী আছে এ ব্যাপারে একটা পোস্ট দেবো?
০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: দিন ছবি সহ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:১৮
রাকু হাসান বলেছেন:
সাবাশ । আপনি পোস্ট করে যাচ্ছেন দেখে ভাল লাগছে। আবারও সেফ করার আবদেন জানাচ্ছি। ভালো থাকবেন । রাজীব ভাই।