নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আসসালামু আলাইকুম।
আমি ব্লগিং করাই ছেড়ে দিবো। অনেক সহ্য করেছি। আর না। এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে এত দিন জেনারেল করে রাখতে হবে। আমি তো বনের হিংস্র পশু না। নিজের কাছে নিজেকে ছোট লাগছে। মনে হচ্ছে আমি গর্হিত মানুষ। নষ্ট মানুষ। ব্লগিং করতে এসে একি বিপদে পড়লাম? ব্লগিং করে আসলেই আমার বিপদ হয়েছে। আজ প্রায় এক বছর ধরে আমি বেকার।
এর মধ্যে ইসিয়াক ভাইকেও জেনারেল করা হয়েছে? উনার অন্যায় কি? সে আমাকে নিয়ে পোষ্ট করেছে? আমার সহ্যের বাধ ভেঙ্গে গেছে। আর না। এমন না যে ব্লগিং করে হাতি ঘোড়া বনে গেছি। নিজের ঘাটের পয়সা খরচ করে ব্লগিং করি। যখন ব্লগে এক দুষ্ট ব্লগার আমার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলল, তখন তো ব্লগ এডমিন সেই মন্তব্য মুছে দেয় নি। বা তাকে ব্লক করে নি। আর আমাকে বিনা অপরাধে জেনারেল। নাকি বিশেষ কারো ইচ্ছায় ব্লগে এমনটা ঘটছে?!
আমি সামু থেকে বিদায় নিবো। তুচ্ছ কারনে- ব্লগ থেকে এত তুচ্ছ তাচ্ছিল্য, এত অপমান আমার ভালো লাগে না। হয়তো ব্লগার ঠাকুর মাহমুদকেও পোষ্ট দেওয়ার কারনে জেনারেল করে দিতে পারে। যেহেতু ইসিয়াক ভাইকে জেনারেল করা হয়েছে। আমাকে আপনারা বিদায় দিন। আমি আর থাকবো না। ব্লগ এডমিনের এরকম আচরন আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি তো মানুষ। আমারে রাগ আছে, ভালোবাসা, সহ্যের সীমা আছে।
ব্লগকে ভালোবেসেই ব্লগে থাকি। ব্লগিং করি। ব্লগিং করতেও তো আমাদের টাকা খরচ হয়। নেট বিল দিতে হয়। রাউডার কিনতে হয়। অলরেডি আমার একটা ডেস্কটপ নষ্ট হয়েছে, একটা ল্যাপটপ নষ্ট হয়েছে। আর বর্তমানে যেটা ব্যবহার করছি, সেটা কীপ্যাডের সমস্ত অক্ষরের ছাপ উঠে গেছে। শেষমেষ সীমাহীন রাগ আর কষ্ট নিয়ে আমাকে ব্লগ থেকে বিদায় নিতে হচ্ছে। অথচ আমি ব্লগ ছেড়ে কখনও যেতে চাই নি। যেতে হবে কখনও ভাবিও নি।
আমি আমার ব্লগিং জীবিনে সুন্দর ভাবে ব্লগিং করেছি। আমি কোনোদিন কাউকে গালি দেই নি। কাউকে তুই করেও বলি নি। বা কাউকে অসস্মান করে কথাও বলি নাই। ব্লগে আমি যত লেখা লিখেছি তা আমার কাছে নেই। আমার কম্পিউটারেও নেই। কিছু জমা করে রাখার অভ্যাস আমার নেই। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। ব্লগিং করুন। আমি ব্লগে না থাকলে আপনাদের কোনো ক্ষতি হবে না। কারন আমি দুষ্টলোক। দুষ্টলোক বলেই তো আমাকে এত দিন ধরে জেনারেল করে রাখা হয়েছে। তাই আমি জেনারেল না করে একেবারে ব্লক করে দেন। বাশি থাকবে। বাশি বাজবেও না।
১০ ই জুন, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: জ্বী, আমি জানি- আমি ব্লগ থেকে গেলে আপনিসহ আরো কয়েকজনের শান্তি লাগবে।
অবশ্য শান্তি পাবেন না।
২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই সবুরে মেওয়া ফলে।
১০ ই জুন, ২০২০ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: কতদিন হয়ে গেল!
৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৩
তারেক_মাহমুদ বলেছেন: বড্ড অভিমানের কথা,আশাকরি বিষয়টি সমাধান হবে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: আরে না না--
মানুষ অভিমান করে মা বাবা, প্রেমিকা স্ত্রী বা কন্যার সাথে।
আমার হয়েছে রাগ।
অবশ্য রাগ আমাদের বংশগত।
৪| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি একটু রেষ্ট নেন, আপনাকে নিদ্দিষ্ট সমযয়ের জন্য জেনারেল করেছেন নিশ্চয়। একটু রিলাক্স করেন।
ব্লগারেরা আপনার পোষ্ট ও মনোভাব পছন্দ করেন; সুতরাং, মন খারাপ করার কোন কারণ নেই। যাঁরা লিখতে চান, তাঁরা লিখতে না পারলে, খারাপ অনুভব করেন, তা বোধগম্য; কিন্তু অধৈয্য হবেন না; এবং এই পোষ্টটা সরায়ে ফেলেন।
আপনি লিখুন, সবাই আপনাকে চেনেন, তাঁরা আপনার এলাকায় এসে পড়ে যােন।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: আমি বিশ্রামেই আছি। প্রায় এক বছর ধরে বিশ্রামেই আছি। ফুটবল তো আর খেলছি না। ব্লগিং করি। এই তো।
আমাকে তো এখনও বলা হয়নি কতদিন আমাকে 'জেনারেল' করে রাখা হবে। আমি একটূ পর সেন করি। এই করতে করতেই আমার দিন যাচ্ছে।
পোষ্ট একবার পোষ্ট করে আবার কে সরাবো? বিষয়টা লজ্জার। হয়তো অনেকে মন্দ কিছু ভাবতে পারে।
জেনারেল করার পরও কিন্তু আমি আমার লেখা চালিয়ে গেছি।
৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:১৬
অপু তানভীর বলেছেন: রাজীব সাহেব আপনি অস্থির হয়ে যাচ্ছেন । এতো অস্থিরতার কিছু নেই । আপনি যতই বলেন আপনি ফান কিংবা সাদা মন নিয়ে পোস্ট টা করেছিলেন কিন্তু সেটা নীতিমালা বহির্ভূত ছিল । এটা অন্যায় হয়েছে । এই জন্য আপনাকে শাস্তি দেওয়া হয়েছে । সেটা মেনে নিন । আপনি ব্লগিং ছেড়ে দিলে বিশ্বাস করুন কারো কিছু ক্ষতি হবে না । সামুরও কিছু যাবে আসবে না। আপনার পরিচিতরা হয়তো কিছুদিন হাহুতাশ করবে তারপর ভুলে যাবে।
আপনার কেবল পোস্ট প্রথম পাতায় আসছে না । আপনি পোস্ট পড়ুন, মন্তব্য করুন । সময় কাটান ! সময় পার হলে আবার আপনাকে সেইফ করা হবে !
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: যাই বলেছেন সত্য বলেছেন।
৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত কিছু হয়ে গেল আমি কিছুই জানি না। যাই হোক, আপনি যাকে উস্তাদ মানেন সেই চাঁদগাজী ভাই এতবার ব্লক, জেনারেল হওয়ার পরও ব্লগ ছেড়ে যাননি, আপনি কেন যাবেন?
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধ্যেয় চাঁদগাজীর কাছ থেকেই সাহস পাই ভরসা পাই।
৭| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা সাময়িক। দ্রুত সেফ হবেন।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: কবে কবে ???
আমার মাথার চুল সব সাদা হয়ে গেল?
৮| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯
নতুন নকিব বলেছেন:
ধৈর্য্য রাখুন। সম্মানিত এডমিন দ্রুত ব্যবস্থা নিবেন আশা করছি। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: ধৈর্য্য জি্নিসটা আমার মধ্যে খুব কম।
৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: একটু ধৈর্য্য ধরো ভাইয়া। এত তাড়াতাড়ি দুঃখ পেয়োনা। একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন যা না ভেবেই হয়ে গেছে তার জন্য একটু ঝামেলায় পড়তে হতেই পারে।
এমন ঝামেলা জয় বা যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত থাকতেই হয়। এত অভিমান বা দুঃখ করলে যুদ্ধের মানসিকতা হারিয়ে যায় ভাইয়া। নিশ্চয় তাড়াতাড়ি মুক্ত হবে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১০| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:২২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বি ইজি
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:২২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বি ইজি
১২| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭
ইসিয়াক বলেছেন:
বন্ধু আপনি শান্ত হন।খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।
এই মাত্র ব্লগে এসে জানতে নতুন ম্যাসেজের মাধ্যমে জানতে পারলাম ,
আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে
কৃতজ্ঞতা রইলো।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: শুনো এই কদিনের বন্দিত্বে মন খারাপের কিছুই নেই। কোনোভাবেই যে তোমাকে বেশিদিন আটকে রাখাই যাবে না তা চোখের সামনেই দেখতে পাচ্ছি!
খুব শিঘ্রীই মুক্তি পাবে নিশ্চয়ই। মডুভাইয়া মনে হয় বিজি আছে। বিজি থেকে ইজি হলেই দেখবে জেইলের ্তালা খুলে গেছে। কাজেই একটু ওয়েট করো
ভাইয়া এই মন্তব্য অপ্রয়োজনীয় মনে হয়েছে ঠাকুর ভাইয়ার। কিন্তু সেটা মনে হলে সে ভুল করেছে।
কারণ আমি এটাই বলতে চেয়েছিলাম এই ব্যান সাময়িকই হবে নিশ্চয়ই তুমি শিঘ্রী মুক্তি পাবে মনে হচ্ছে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ওকে বোন।
১৪| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: ২২. ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৩২১
রাজীব নুর বলেছেন: বোন শায়মা নিজের অবিশ্বাস দিয়ে আরেকজনের বিশ্বাসকে আহত করা ঠিক না।
( নিজের বিশ্বাস দিয়ে আরেকজনকে আহত করার কি হলো ভাইয়া? তার মানে তোমার বিশ্বাস তোমাকে কখনও সেইফ করা হবে না??? আর আমার বিশ্বাস তোমাকে সেইফ করা হবে? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস দিয়ে কি বুঝাতে চাচ্ছো!!! বুঝলাম না! )
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮০
লেখক বলেছেন:
মানুষের দুঃসময়ে যারা আনন্দ পায় তাদের আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলি। আপনি আপনার লেখা লিখে যান। ব্লগ কর্তৃপক্ষ আপনাকে ভালোবাসেন। সময়ে তার সুফলও আপনি পাবেন।
আবার ঠাকুর ভাইয়া মানুষের দুঃসময়ে আনন্দ পাওয়া আমি বুদ্ধি প্রতিবন্ধী মনে করছে। ভাইয়ার এই কমেন্ট আমি রিপোর্ট করতাম। কিন্তু ভাইয়া আবার আমাকে ব্লক করে রেখে দিলো!
হায়রে আমি আশা ব্যক্ত করলাম খুব তাড়াতাড়ি নিশ্চয় মুক্তি পাবে সেইটা নাকি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেলো!
ঠাকুর ভাইয়ার ব্রেইনই এখন ঠিক ঠাক পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা করতে হবে। এই জন্য বলে বোকা বন্ধুর চাইতে চালাক শত্রু ভালো!
তবে এটা হতে পারে ঠাকুর ভাইয়া মনে হয় চোখের পানির ছবি তুলে দেখাও বলাতে আমার অনেক আনন্দ হয়েছে ভেবে এটা লিখেছে। তবে আমার আরও দুইটা কথা আছে-
১) রাজীবভাইয়া তুমি যখন নুরু ভাইয়াকে নিয়ে তামাশা করে লিখেছিলে তখন তুমিও সেটা ফান মনে করেই আনন্দ পেয়েছিলে তাই না আর তাই তোমাকে ব্লক হতে হলো।
২) ঠিক একইভাবে তোমার চোখে পানি আসা শুনে আমার হাসি পেলো কারণ এত তুচ্ছ ব্যাপারে এত ইমোশনাল হলে চলবে না। এ কারণেই লিখেছি।
এত সহজ ব্যাপারগুলো একেকবার একেকভাবে বুঝলে কেমনে হবে???
১৫| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: জ্বী জ্বী। সব বুঝতে পেরেছি। ঠিক আছে।
১৬| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার লেখা খুবই মানসম্মত এবং আপনার হাত ও খুব ভালো চলে ।
তাই আমি মনে করি আপনার এই ব্লগে না থাকাই ভালো। আপনার উচিত ঢাকার কোন প্রথম শ্রেণীর পত্রিকার সাথে যুক্ত হওয়া। বিনা পয়সায় ফাও ফাওও লেখা এখন আপনার সাজে না।
আপনার জন্য শুভ কামনা।
১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
ভালো থাকুন।
১৭| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এমন হচ্ছে কেন ঠিক জানি না। তবু ভালো থাকুন এসময়ে।
ব্লগার হয়ে জন্মেছেন, ব্লগে তো থাকতেই হবে।
১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: হা হা হা-----
১৮| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি খুব সাধারণ একজন মানুষ আর ব্লগার। তবুও আপনাকে বিশেষভাবে বিনীত অনুরোধ করছি: আপনি এই পোস্টটি এখনই সরিয়ে ফেলুন।
আপনি একটুখানি ধৈর্যধারণ করুন।
আর কয়েকটি দিন বিশ্রাম নিন।
আমার সঙ্গে ফেসবুক-বন্ধুত্ব করুন।
আমার ফেসবুক-লিংক:
Syeed Rafiqul Haque
ভালো থাকুন। অশেষ শুভকামনা।
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: ওকে। ফেসবুকে যুক্ত হলাম।
১৯| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭
মেটালক্সাইড বলেছেন: রাজীব ভাই, সাময়িক সময়ের জন্য হলেও ব্লগ ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করলে আপনার অস্থিরতা কেটে যেতে পারে। শ্রদ্ধেয় চাঁদগাজী যা এডভাইজ করেছেন সেটাই সঠিক বলে মনে করছি। এই সময়টায় আপনি সামনের দিনে আপনার পছন্দনুযায়ী ব্লগ লিখাগুলোর উপর স্টাডি করে তৈরি করতে পারেন এবং সময়ও কেতে যাবে।
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ।
২০| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মাস খানিক পোস্ট না লিখলেি তো হয়। সবুর করুন।
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: ওকে।
২১| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আশাহত হবেন না।ব্লগারদের ও পাঠকদের আপনাকে প্রয়োজন।ব্লগ লিখে এবং কমেন্ট করে আপনি সবসময় ব্লগ জমিয়ে রাখেন।
ব্লগ মডারেটর সম্বন্ধে বলতে চেয়েও বেশি কিছু বলতে পারি না--পাছে নীতিমালা ভঙ্গ হয়।আপনার জন্য শুভকামনা।
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২২| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ভাই মন খারাপ কইরেন না!
এ সমস্যা সাময়িক, এটাকে উপভোগ করুন।
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: উপভোগ?
ভালো বলেছেন।
২৩| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০
কৃষিজীবী বলেছেন: সব কিছুরই একটা সীমা থাকে, ব্লগ কর্তৃপক্ষ একটু বেশিই করতেছে। এই মুহূর্তে আপনাকে ধৈর্য্য ধরতে বলা মানে আপনার ঘাড়ে অন্যায়ভাবে বোঝা চাপিয়ে দেওয়া। তারপরও বলছি শুধু মুডুদের দিকে না তাকিয়ে আপনার সহব্লগার, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের জন্যে হলেও ধৈর্য্য ধরুন
১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: জ্বী।
ধৈর্য্য ধরেই সহ্য করে আছি।
২৪| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: একটু দেরীতে এলাম। এর মধ্যে তো বোধকরি সমস্যাটির সমাধান হয়েই গেছে। এবারে মন দিয়ে ব্লগিং করেন।
১০ ই জুন, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: না। সমাধান হয়নি।
কিন্তু আপনি এসেছেন আমার পোষ্টে তাতেই আমি খুশি।
২৫| ১০ ই জুন, ২০২০ রাত ৯:২৯
মা.হাসান বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম।
মডু আপনার মনের বাসনা পূর্ণ করিবেন এই আশা রাখি।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: জ্বী।
কবি বলেছেন, দেরী হোক, যায় নি সময়।
২৬| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৪৩
শের শায়রী বলেছেন: এটা সাময়িক রাজীব ভাই। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শান্ত থাকুন প্লীজ।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি শান্ত হয়ে গেছি।
২৭| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৩
ঢাবিয়ান বলেছেন: আপনি আপনার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন আর ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর ব্লগ হতে হবে অবসরের সঙ্গী, দিন রাত চবিশ ঘন্টার সঙ্গী নয়।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: ওকে।
পরামর্শের জন্য ধন্যবাদ।
২৮| ১০ ই জুন, ২০২০ রাত ১০:০৬
সাহাদাত উদরাজী বলেছেন: এতে তো আপনি আরো হিরো হলেন! মানুষ খবরে থাকার জন্য কত কি করে, আর আপনি। এই আমাদের কপাল দেখেন, কখনোই আলোচনাতেই থাকতে পারলাম না!
ফিরে আসুন, এই সব চিন্তা না করে।
তবে একটা ব্যাপার বলি, বেঁচে থাকার জন্য আগে যা করার দরকার তাই করুন, আমার নিজের লেখক হবার স্বপ্ন ছিলো, আমি টাকার কাছে তা বিক্রি করেছি। মানে বিবাহের পর বুঝেছি, বাঁচতে হলে আগে টাকা চাই, ফলে টাকার পিছনেই আগে ঘুরেছি। এখন টাকা জমিয়ে যখন ভাবছিলাম, সব স্ত্রীকে বুঝিয়ে নিজে লেখা পড়ায় আবার নেমে যাব, এই সময় এল করোনা ভাইরাস, মানে আবারো টাকার পিছে দৌড়াও!
ফলে এগিয়ে চলুন।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: একজন মানূষের জীবনে কত টাকা আছে লাগে?
অর্থনীতিবিদ এডাম স্মিথ বলেছেন, চাহিদার শেষ নেই।
তাই টাকা টাকা করে এবং টাকা ইনকাম করে আপনি কোনো দিন কারো চাহিদা পূরন করতে পারবেন না।
আমাত টাকা নাই। তবে শান্তি আছে। স্বস্তি আছে।
২৯| ১০ ই জুন, ২০২০ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর আপনার জন্য শুভকামনা । ভালথাকুন সবসময় । বেটার ডেস উইল কাম। আসলে নিয়মিত পোস্ট যারা দেন তাদের পোস্ট দিতে না পারার কষ্ট আছে । আমি আপনার কমেন্ট অনুপ্রাণিত হই। এমন অনেকে আছে । আমরা সবা্ই আপনার মঙ্গল কামনা করি। ধৈর্য্য ধরুন।
১০ ই জুন, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৩০| ১১ ই জুন, ২০২০ রাত ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অধৈর্য্য হবেন না। মাথা ঠান্ডা রাখুন।
চাটুকারদের ফাঁদে পড়ে এমন দশা।
আশা করি সুহৃদ চিনতে পারছেন।
সময় স্রোহ কারো জন্য অপেক্ষা করেনা।
একদিন সব হয়ে যা্বে আগের মতো।
১১ ই জুন, ২০২০ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: আগের মতো কিচ্ছু হয় না। সব বদলে যায়।
৩১| ১১ ই জুন, ২০২০ রাত ১:০৬
কালো যাদুকর বলেছেন: আচর্য কি হলো ব্লগ ছাড়বেন কেন, কোথা থেকে কি হলো। কেউ কোনো মন্তব্য না করলেও আপনি সবার ব্লগে মন্তব্য করেন। এটি অনেক বড় গুণ। কয়েকদিন অফলাইনে যেয়ে, যেটা ভাল লাগে, সেটা করেন। যেমন, একটা নতুন উপন্যাস লিখতে পারেন। আমি সিউর কয়েকদীন পরে সেফ হলে আবার চলে আসবেন। ভাল এবং সুস্থ থাকুন।
১১ ই জুন, ২০২০ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: উপন্যাস লিখব আমি??
৩২| ১১ ই জুন, ২০২০ রাত ১:৩২
নতুন বলেছেন: ভাই কোন কিছুই বেশি সিরিয়াসলি নেবেন না।
যদি ব্লগের নিয়ম ভেঙ্গে থাকেন তবে তার পরিনতিও মেনে নিন।
যেহেতু জেনারেল করা হয়েছে তাই কদিন সবুর করুন। সব ঠিক হয়ে যাবে।
ব্লগে লেখা আপনার ভালো লাগে তাই ব্লগ ছেড়ে যাবেন না। আপনারই ভালো লাগবেনা।
ব্লগে কমেন্ট করুন। পড়ুন এবং লিখে রাখুন পরে্ ব্লগে প্রকাশ করবেন।
কোন কিছু নিয়ে জীবনে শান্তি নস্ট করবেন না। বেশি টেনশন নেবেন না কোন বিষয়ে।
৩৩| ১১ ই জুন, ২০২০ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
৩৪| ১১ ই জুন, ২০২০ রাত ১:৫৯
কালো যাদুকর বলেছেন: অসুবিধা কি? আপনি লিখতেই পারেন।
১১ ই জুন, ২০২০ রাত ২:৩৯
রাজীব নুর বলেছেন: জ্বী।
৩৫| ১১ ই জুন, ২০২০ রাত ৩:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার রবীন্দ্রনাথের বিকল্প নেই সিরিজটি আমার প্রিয় সিরিজ। বইটিও সংগ্রহে আছে।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: হায় হায়----
কি বলেন!!
ভালোবাসা ভাই।
৩৬| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:০৪
সোহানী বলেছেন: মাই ডিয়ার রাজিব ভাই, আপনার পোস্টটি অফলাইনে দেখে লগইন করলাম। রাত প্রায় একটা বাজে এখন।
আপনি বিশ্বাস করবেন কিনা জানি না প্রায় আপনাকে নিয়ে আমি নতুন নতুন লিখা লিখি কিন্তু মনে মনে। কোনভাবেই লিখার সময় করে উঠতে পারি না। কারন আপনি আমার কাছে অনেক এক্সপোরিমেন্টের ফলাফল। আর এ ধরনের এক্সপোরিমেন্টাল লেখার জন্য অনেক সময় প্রয়োজন।
যাইহোক, আপনি একজন সত্যিকারের ব্লগার, মনে এবং প্রানে। যেখানে একটা লিখা লিখতে আমার মাস যায় সেখানে আপনি ৪/৫টা লিখাও একদিনে পোস্ট করেন। তাই ব্লগ ছেড়ে যাবার প্রশ্নই উঠে না। তবে এও সত্য আপনাকে যে লেখার জন্য ব্লক করা হয়েছে তা আমি পড়েছি। তা পড়ে মনে হয়েছে আপনি এই মুহুর্তে মানসিকভাবে বেশ অ্স্থির আছেন। তাই অনেক স্বাভাবিক কিছুই বুঝে উঠতে পারছেন না। এটাকে অনেকটা পার্সোনালিটি ক্লেশ বলা যায় যা কোনভাবেই আপনার সাথে মানায় না। একটু ঠান্ডা মাথায় আপনার নিজের সেসব লিখাগুলো পড়বেন। বুঝতে পারবেন নিজের ভুলগুলো।
আর এ ব্যবস্থা সাময়িক, এটি না করলে ব্লগে অনেক বিশৃঙখলা তৈরী হবার সম্ভাবনা আছে। তা আপনি আমার চেয়েও বেশী জানেন।
অনেক ভালো থাকুন আর কোথাও যাবেন না আমাদের ছেড়ে।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: বোন আপনাকে অনেক ধন্যবাদ।
আমি এখন শান্ত।
৩৭| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:৩৯
নীল আকাশ বলেছেন: মাঝে মাঝে ব্যান না খেলে নাকি বড় ব্লগার হওয়া যায় না!
বড় ব্লগার হবার জন্য অভিনন্দন আপনাকে!
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: নেতারা যেমন জেলে না গেলে বড় নেতা হতে পারে। সেরকম?
৩৮| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯
কাছের-মানুষ বলেছেন: ব্লগাররা সবাই চাচ্ছে আপনার ব্যান উঠে যাক। আমার মনে হয় আপনি স্বাভাবিক ব্লগিং চালিয়ে যান, আপনার পোষ্ট সবাই পড়বে।
সেইফ হয়ে যাবেন।
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ইয়েস। তাই করছি।
৩৯| ১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩
ইসিয়াক বলেছেন: নীল আকাশ বলেছেন: মাঝে মাঝে ব্যান না খেলে নাকি বড় ব্লগার হওয়া যায় না!
বড় ব্লগার হবার জন্য অভিনন্দন আপনাকে!
তাহলে তো আমিও একই কাতারে,নাকি ?
শুভ সকাল প্রিয় ব্লগার।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৪০| ১১ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬
নূর আলম হিরণ বলেছেন: অনেকদিন ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। কি হয়েছিলো আপনার সাথে? নুরু ভাইকে নিয়ে কিছু হয়েছে নাকি?
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: না তেমন কিছু না।
৪১| ১১ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯
পদ্মপুকুর বলেছেন: বিষয়টা কষ্টকর, বিশেষত আপনার মত একজন নিবেদিতপ্রাণ ব্লগারের জন্য। কিন্তু সব প্রতিষ্ঠানেই কিছু নিজস্ব ডেকোরাম থাকে। সেখানে ব্যতয় হলে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আমার মনে হয়, আপনার অতীতের নিবেদন চিন্তা করে ব্লগিং ছেড়ে দেওয়াটা ইতিবাচক চিন্তা নয়।
যেটা আপনি বলেছেন- ব্লগিং করে হাতিঘোড়া কিছু হইনি... সত্যি কথা একদমই। এই যে হাতিঘোড়া না হয়েও দিনের পর দিন গাঁটের পয়সা খরচ করে ব্লগে লেগে থাকা, তার বদলে কি কিছূই পাওয়া হয়নি আপনার? যে ব্লগের কর্তৃপক্ষ আপনাকে জেনারেল করেছে সে্ একই ব্লগের ব্লগাররা আপনার জন্য বিভিন্ন লেখা দিচ্ছে, হিসাব বরাবর।
যাওয়া যাওয়ির চিন্তাভাবনা বাদ দেন। থুক্কু বলে আবার শুরু করেন। এখানে আপনার থাকা দরকার।
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: আগে বলেন আমার দাওয়াত টা এখনও আছে নাকি?
৪২| ১১ ই জুন, ২০২০ বিকাল ৩:০২
বুরহানউদ্দীন শামস বলেছেন: সহজে হার মেনে নেওয়া উচিত না।
ধৈর্য ধরুন।
সব ঠিক হয়ে যাবে।
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪৩| ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:০১
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আগে বলেন আমার দাওয়াত টা এখনও আছে নাকি?
যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান/ততকাল রবে এ আমন্ত্রণ অটুঁট হে রাজীব নুর খান
১১ ই জুন, ২০২০ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
আপনার তুলনা হয়।
ঈশ্বর আপনার মঙ্গল করুক।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪০
ঋণাত্মক শূণ্য বলেছেন: "......আমাকে আপনারা বিদায় দিন। আমি আর থাকবো না।................."
বিদায়