নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫৭

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:০৬



১। ভিক্ষুক আবু হোসেন কে কেউ চিনেন? সপ্তাহে দুইদিন পরীবাগ ওভার ব্রীজের উপর ভিক্ষা করে, সকাল আট টা থেকে রাত আট টা।

২। অভিজ্ঞ শিকারি কৌশলে বাঘ ধরতে পারে কিন্তু অনভিজ্ঞ শক্তিমান বীর বাঘের পেটে যায়।

৩। ইমরান এইচ সরকার, আসিফ মহিউদ্দিন, আরিফ জেবতিক, ডাক্তার আইজুদ্দিন, সুখন সুলায়মান, অমি রহমান পিয়াল এবং আরিফ আর হোসাইন এই সাত জনকে আমার দারুন বুদ্ধিমান বলে মনে হয়। তাদের দ্বারা মহৎ কিছু করা সম্ভব।

৪। ঈশ্বর যে সর্বত্র উপস্থিত, তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া সম্ভব?

৫। প্রথমে আমরা করোনা নিয়ে এতই উদাসীন ছিলাম যা পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যায়নি। উঁচু মহল থেকে নিচু মহল, সবাই। এখন সবাইকেই খেসারত দিতে হবে। হচ্ছে।

৬। কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের চক্রের অভিযোগে আটক সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে রিমান্ডে। করোনার কালে এই সমস্ত সংবাদ শুনানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। প্রত্যেক এমপি মহোদয় এরকম কোন না কোন মহৎ কাজের সাথে জড়িত। শুধু দুই একজন পাপিয়া আর পাপুল ধরা খায়।

৭। চীন থেকে নাকি বাংলাদেশে বিশেষজ্ঞ দল এসেছে? চীনের বিশেষজ্ঞ দল কী করছে জানতে পারলে মানুষের সাহসের ও ভরসা জায়গা একটু তৈরি হতো। আপডেট জানালো ভালো হতো মনে হয়।

৮। দেশে প্রায় ৭৫ হাজার আক্রান্ত, ১ হাজার মৃত। তারপরেও সব চলবে, অর্থনীতির চাকা ঘুরবে। গিনিপিগ জীবন। দরিদ্র দেশ বলে আজ আমাদের এই অবস্থা।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এদের মধ্যে ইমরান এইচ সরকার ছিল নাচের পুতুল ।
তার নাচানাচি শেষ।
বাকিরা আর তো লেখালেখি করছেন না ।
তাদের হয়তো অহংকার আছে প্রচুর।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: তারা জাতে উঠে গেছে।

২| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন সাহেব এর আজকের এই পোস্টটিতে রম্যটা ঠিক কোন জায়গায় আমি কিন্তু বুঝতে পারিনি ।
এটা কোন রম্যের বিষয় হতে পারে?

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: উতি উচ্চ স্তরের রম্য।

৩| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: উতি উচ্চ স্তরের রম্য।

কিন্তু মূল জিনিসটা তো নিচে্র স্তরেই থাকছে।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: আহহা আপনি জানেন না।

আপনি কি জানেন ফেরেশতারাও হজ করে। তাদেরও কাবা আছে। সাত আসমানে।

৪| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রম্য বুঝতে হলে আপনাকে সৈয়দ মুজতবা আলীর লেখা পড়তে হবে প্রচুর পরিমাণে। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা না পড়লে রম্য বুঝতে পারা যাবে না।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আলে আমি রম্য কম বুঝি। দশ জন হেসে দিলে আমিও হেসে দেই। না হাসলে মানূষ গাধা ভাববে।

৫| ১০ ই জুন, ২০২০ রাত ৮:২২

সাইদুর রহমান বলেছেন: আমিও রম্য কম বুঝি। সবাই হাসলে আমিও হাসি।

১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

৬| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৩৫

কৃষিজীবী বলেছেন: ৪। ঈশ্বর যে সর্বত্র উপস্থিত, তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া সম্ভব? আমার বিশ্বাস, ইশ্বরের দৃষ্টি সর্বত্র থাকে তবে তিনি সশরীরে সর্বত্র অবস্থান করছেন না। তবে সশরীরে সর্বত্র অবস্থান করার ক্ষমতা ইশ্বরের আছে।

১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৭| ১০ ই জুন, ২০২০ রাত ৯:২৭

সোহানাজোহা বলেছেন: সুলায়মান সুখন সাহেব আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ। তাকে অনেকেই হিংসা করেন তবে তিনি ভালো মানুষ।

১০ ই জুন, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: উনাকে কখনও ফালতু কথা বনলতে শুনি নাই।

৮| ১০ ই জুন, ২০২০ রাত ১০:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: বুদ্ধিমান না বিবেকবান? যাদের নাম উল্লেখ করলেন!

১০ ই জুন, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: মুশকিলে ফেলে দিলেন।

৯| ১১ ই জুন, ২০২০ সকাল ৮:১৭

আমি সাজিদ বলেছেন: ৩ নং পয়েন্টের সাথে একমত নই

১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: আমিও।

১০| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:২০

ইসিয়াক বলেছেন:


না আমি ভিক্ষুক আবু হোসেনকে চিনি না। বিস্তারিত বলেন। আমরা জানি।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.