নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হযরত ইসরাফিল আঃ

১০ ই জুন, ২০২০ রাত ৯:২৬



ইসরাফিল আঃ সিঙ্গা নিয়ে বসে আছেন আল্লাহতায়া'লার হুকুমের অপেক্ষায়।
ইসরাফীল (আঃ) এর প্রথম ফুঁকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এবং জিবরাইল, মীকাইল, ইসরাফীল, প্রমূখ নৈকট্যশীল ফেরেশতাগণও মারা যাবে এবং আল্লাহর সত্ত্বা ব্যতীত কোন কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআনে কিয়ামতের সময়ে মোট ২টি শিঙ্গাধ্বনির কথা বলা আছে। একটির মাধ্যমে মহাপ্রলয়ের সূচনা হবে, আর অন্যটির মাধ্যমে সকল মৃতরা পুনরুত্থিত হবে। রাসুল সাঃ এর কাছে একবার একজন বেদুঈন এসে জিজ্ঞাসা করল শিঙ্গা কী? রাসুল সাঃ বললেন, তা হচ্ছে শিং, কেয়ামতের সময় তাতে ফুৎকার দেওয়া হবে।’

ইসরাফিল আঃ এমন একজন ফেরেশতা যিনি জীবনে হাসেন নি।
মহাপ্রলয় শুরু করার জন্যে ফেরেশতা হযরত ইসরাফিল (আ) খোদার আদেশের প্রতীক্ষায় আছেন। আদেশ মাত্রই তিনি তাঁর সিংগায় ফুঁক দেবেন। আল্লাহ বলেন যে, তিনি যখন মানুষের সৃষ্টি করেছেন, তখন সৃষ্টি করার পর তার কাজ শেষ হয়ে যায়নি। তিনি মানুষের গতিবিধি লক্ষ্য রাখেন। এমন কি তার অন্তরের গভীরতম প্রদেশে যে চিন্তাধারার উদয় হয়-তাও তাঁর জানা আছে।

দশটি জিনিস পৃথিবী থেকে উঠে গেলে সিঙ্গায় ফুঁ দেবেন হযরত ইসরাফিল আঃ।

দশটি জিনিস হলোঃ
১। বরকত তুলে নেয়া হবে।
২। ইবাদতের স্বাদ বা মজা তুলে নেয়া হবে।
৩। পরস্পরিক মহব্বত তুলে নেয়া হবে।
৪। লজ্জা তুলে নেয়া হবে।
৫। হক বা সঠিক বিচার তুলে নেয়া হবে।
৬। সবর বা ধৈর্য তুলে নেয়া হবে।
৭। আলেমদের থেকে সত্য কথা তুলে নেয়া হবে। যারা হক কথা জানলেও তা বলবে না।
৮। ধনীদের অন্তর থেকে সৎ সাহস উঠিয়ে নেয়া হবে।
৯। ঈমানদার ব্যক্তি থাকেবে না। ঈমান উঠে যাবে।
১০। ক্বারিদের অন্তর থেকে কোরআন তুলে নেয়া হবে।
যখনই দুনিয়া থেকে মানুষের ঈমান ও কোরআন উঠিয়ে নেয়া হবে তখনই কেয়ামত শুরু হবে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সিঙ্গার ছবি না দিয়ে তালের ছবি দিলেন যে!
আমি তো মনে করি ভালো একখান সিঙ্গার ছবি দেয়া দরকার ছিল।

১০ ই জুন, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: এরকম কোনো ছবি নাই।

২| ১০ ই জুন, ২০২০ রাত ১০:১৭

কৃষিজীবী বলেছেন: ছবিটা কি আপনি তুলেছেন?

১০ ই জুন, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: না। নেট থেকে নিয়েছি।

৩| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:১৫

ইসিয়াক বলেছেন:


আপনার পুরানো কিছু গল্প আছে যা লিখে শেষ করেননি এবার সেগুলো শেষ করুণ।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: সেই গল্প গুলো কোথায় আছে জানি না।
কাহিনিও মনে নেই।

৪| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:১৬

ইসিয়াক বলেছেন:





আপনার পুরানো পোস্ট বাছাই করে আলাদা করে সেভ করুণ। যেগুলো রিপোস্ট দেওয়া যায়।

৫| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন:




আপনি বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে আপনার পোস্ট আছে। আমি কিন্তু পড়িনি মানে খুঁজে পাইনি। আমার মতো নতুন
ব্লগারদের সেই পোস্টগুলো পড়ার সুযোগ করে দিলে বাধিত হবো।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথকে ইয়ে ১০০ পর্বের ধারাবাহিক লিখেছিলাম সামু ব্লগেই।

৬| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন:
গল্পগুলো ব্লগেই আছে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.