নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ধরুন, আপনাকে বলা হলো-
আপনার সবচেয়ে প্রিয় মানুষকে খুন করুন
তাহলে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে
এই খুনের জন্য আপনাকে গ্রেফতার করা হবে না।
টাকা আপনার খুব দরকার, সংসারে অভাব, ভাড়া বাড়ি,
অসুস্থ মা, চাকরিটাও খুব একটা ভালো না, অনেক দেনা
পঞ্চাশ লক্ষ টাকা! ফ্ল্যাট হবে, একটা গাড়িও হয়ে যাবে হয়তো
অথবা পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলেও মাস শেষে
ভালো এমাউন্ট পাওয়া যাবে।
কি করবেন আপনি? আপনি কাকে খুন করবেন?
নাকি টাকার দরকার নেই আপনার?
খুন করবেন না। অবশ্য খুন না করাই ভালো
টাকা হয়তো আপনাকে সুখ দিবে কিন্তু স্বস্তি দিবে না
সুখের চেয়ে স্বস্তিতে থাকা অনেক ভালো।
(ছবিঃ ছবিটা আমারই তোলা)
১১ ই জুন, ২০২০ রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: পয়সাওয়ালা লোকদের জন্য খুন কোনো ঘটনাই না।
২| ১১ ই জুন, ২০২০ রাত ২:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: রাতে তাদের ঘুম হয় না। দুঃস্বপ্ন দেখে ঘুম থেবে চিৎকার করে উঠে বসে হাপাতে থাকেন।
১১ ই জুন, ২০২০ রাত ২:৩৯
রাজীব নুর বলেছেন: রাত বড় রহস্যময়।
সব কিছু ওলোট পালোট করে দেয়।
৩| ১১ ই জুন, ২০২০ রাত ২:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
টাকা আয় করার ১০০১ টি বৈধ উপায় আছে, খুন করতে হবে কেনো? সরকারি পেশা হলে ভিন্ন বিষয় ক্রস ফায়ারে পরে গেছে অজ্ঞাতনামা সন্ত্রাসী। রেল লাইনের পাশে যিনি সন্ধ্যা থেকে রাত অবদি ডিম সিদ্ধ করে বিক্রি করেন তার ইনকাম টাকা = ৩০,০০০ / মাস। টাকা আয় করার ইচ্ছা থাকতে হয়। খুন করা জরুরী নয়।
আপনাকে সেফ করে ছাড়বো ইনশাল্লাহ।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: সিদ্ধ ডিম বিক্রি করে ত্রিশ হাজার টাকা!!!
তাহলে আমি বসে আছি কেন?
৪| ১১ ই জুন, ২০২০ ভোর ৫:২১
নেওয়াজ আলি বলেছেন: খুন খারাবির কথা বলে ডর লাগানোর দরকার নাইকা। একটু সবুর করুণ । সবাই আপনাকে ফিরে পেতে ব্যাকুল । জাষ্ট ওয়েট।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: জাস্ট কবিতা।
৫| ১১ ই জুন, ২০২০ সকাল ১০:৪৫
আমি রানা বলেছেন: সুখ এবং স্বস্থির মধ্যে পার্থক্যটা এখনো ক্লিয়ার না। দুটই এক মনে হয় মুদ্রার এপিঠ আর ওপিঠ।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: না না এক না। অনেক তফাত আছে।
৬| ১১ ই জুন, ২০২০ সকাল ১০:৪৭
কল্পদ্রুম বলেছেন: প্রজাপতিটা সুন্দর।
১১ ই জুন, ২০২০ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: ছবিটা মনে হয় ঘোলা হয়েছে।
৭| ১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬
ইসিয়াক বলেছেন:
না বন্ধু টাকার জন্য আমি খুন করতে রাজী নই।এমনিতে আমার চাহিদা অল্প। সামান্যকিছুতে আমার ভালোই চলে যায়।
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৮| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩০
ইসিয়াক বলেছেন:
কেনো হঠাৎ তুমি এলে.....
**************************
কণ্ঠঃতাহসান
**************************
এ্যালবামঃ নীলপরি নীলঞ্জনা
**************************
বড়ো অবেলায় পেলাম তোমায়
কেনো এখনি যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে
দাড়িয়ে...
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছু পায়নি ঠাই
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা…
১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: তাহসানের গান একেবারেই শোনা হয় নাই।
৯| ১১ ই জুন, ২০২০ দুপুর ২:০৩
ইসিয়াক বলেছেন:
তাহসানের অনেক সুন্দর সুন্দর গান আছে। শুনে দেখতে পারেন।
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: গান শোনার মতো মানসিক অবস্থা নাই এখন।
১০| ১১ ই জুন, ২০২০ দুপুর ২:৫৯
কৃষিজীবী বলেছেন: খুনখুবই ইন্টারেস্টিং বিষয়
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: ওকে।
১১| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেখেন, এখন আর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনের হত্যার বিচার ঠেকিয়ে রাখতে পারবেন না । সুতরাং খুনখারাবির চিন্তা ভাবনা বাদ দিন।
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: না না খুন আমাকে দিয়ে হবে না।
আমি কোনো দিন একটা মূরগী জবাই করি নি। গরু কোরবানীও কোনো দিন দেখতে পারি নি।
১২| ১১ ই জুন, ২০২০ রাত ১০:০৯
মেঘশুভ্রনীল বলেছেন: প্রজাপতিটির খুব সুন্দর একটা বাংলা নাম আছে, চাঁদনরি । প্রজাপতির ভালো ছবি তোলার জন্যে খুব ধৈর্য লাগে। আপনি ভালো ছবি তুলেন।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
১৩| ১১ ই জুন, ২০২০ রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর প্রিয় ছোট ভাইকে দেখে আনন্দ পেলাম।
হিংসা আমার না পছন্দ। তবুও ভায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, আমরা শিক্ষিত মানুষেরা দিনে একাধিকবার মানসিকভাবে খুন হয়ে থাকি। একজন মৃত ব্যক্তি নিশ্চয়ই কাউকে খুন করতে পারে না।
অনেকদিন আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটা মুভি দেখেছিলাম 'কাগজের বউ'। ভাড়াটে খুনি লক্ষ্যস্থলে এসে উদ্দিষ্ট ব্যক্তিকে খুন করতে এলে, ব্যক্তি সরাসরি আততায়ীকে জানতে চাইলো অপারেশনটা করে সে কত টাকা পাবে। ভাড়াটে খুনি এমাউন্টটা বললে, ব্যাক্তি পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়ে ভাড়াটে খুনিকে পূর্বের স্থানে ফেরত পাঠায় প্রেরককে খুন করার জন্য।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৬
রাজীব নুর বলেছেন: ''কাগজের বউ'' পড়েছি দাদা।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৭
রাজীব নুর বলেছেন: 'কাগজের বউ' কি সিনেমা হয়েছে?
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২০ রাত ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: খুন ভয়ঙ্কর বিষয়। খুন করে হজম করা আরো ভয়ঙ্কর বিষয়।