নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যিনি দুঃখ দেন তিনিই ভিতরের থেকে সার্থকতা দেবেন।
২। বল্টু ক্লাসে সবার শেষে এল।স্যার তাকে জিজ্ঞেস করল, "কি ব্যাপার বল্টু? সবাই আগে আগে চলে এল কিন্তু তুমি সবার শেষে এলে কেন?"
বল্টু বলল, "স্যার ঝাঁক বেধে তো কুত্তা আসে! আমিতো বাঘ !!!"
বল্টু rocked !
স্যার shocked !
৩। জীবনে সুখী হতে পুরো পৃথিবীর দরকার হয় না, মনের মত একজন হলেই হয়।
৪। একটা ছেলে প্রচণ্ড ভাব নিয়ে বাইক চালিয়ে যাচ্ছে।
হঠাৎ সে দেখলে খুবই সুন্দরী একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছেলেটি আরও ভাব নিয়ে বাইকের স্পীড বাড়িয়ে মেয়েটির সামনে ব্রেক করতে গিয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল!
এই অবস্থা দেখে মেয়েটি খিলখিল করে হেঁসে উঠলো!
কিন্তু ছেলেটি একটুও বিচলিত না হয়ে বললঃ এটাই আমার নামার স্টাইল..!!
গার্ল shocked ...!!
বয় rocked ...!!
৫। ত্রিশ জন দুর্নীতিবাজদের তালিকা করেছি।
তারা সবাই-ই রাজনীতি করেন। তারা সবাই সাত শো কোটি টাকার মালিক। এদের সবার টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা আছে, অনলাইন নিউজ পোর্টাল আছে...আরও অনেক কিছু আছে এখন। এক সময় তাদের লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। দুদক কি করছে? প্রতিটা সরকারী অফিসে (রাজউক, নগর ভবন, সিটি কপোঃ অফিস) প্রতিদিন ঘুষ আদান প্রদান হচ্ছে। ছোট ছোট নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। দরিদ্র মানুষের কপাল বেয়ে কি সারা জীবন ঘাম ঝড়বে? আর নেতারা সংসদে বড় বড় কথা বলবেন।
৬। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করতে দু:সাহসিকতার দরকার হয়।’- কথাটা খুব বাস্তব ও যৌক্তিক।
৭। ভালোত্বের জ্ঞান ছাড়া জীবনে ভালোত্ব অর্জন করা সম্ভব নয়। ভালোত্বের জ্ঞান ছাড়া যখন ভালোত্ব অর্জন করা যায় না, তখন ‘মন্দ’ যারা করে তারা ইচ্ছাকৃতভাবে ‘মন্দ’ করে না; ভালোত্বের জ্ঞানের অভাবেই করে। ‘মন্দ’ আসলে একধরনের অজ্ঞানতা।
------------সক্রেটিস।
৮। যে তরুণ লেখক কোন মতবাদ অনুসরণ করে সে একটা আস্ত বোকা।’ কথাটি বলেছিলেন নোবেল বিজয়ী লেখক উইলিয়াম ফকনার।
(ছবিঃ আমার তোলা)
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: না। যে একা সে ই সামান্য।
২| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৫৮!!!
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: হুম। হয়ে গেল।
৩| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো কথা।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।
৪| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:১২
নেওয়াজ আলি বলেছেন: সুলিখিত ,সুবচন ।
১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকের মিষ্টি কথা।
৫| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
কৃষিজীবী বলেছেন: পড়লাম কিন্তু তেমন ভালো লাগলো না ( এক টুকরো সাদা মিথ্যা বললাম)
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: হে হে---
৬| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪০
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৪) ছেলের স্টাইল ভালো লাগছে।
সুন্দর লিখেছেন।
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:২৮
ইসিয়াক বলেছেন: একা একা কি সুখী হওয়া যায়?