নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৫৮

১৩ ই জুন, ২০২০ রাত ৯:৫৬



১। জ্ঞানী লোকেরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় কারো দিকে তাকাতে হয় না। বাবা, মা, পুত্র, কন্যা, স্ত্রী কারো দিকেই না। শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এর মধ্যে দোষের কিছু নেই। দুর্যোগের সময় যদি একজন আরেক জনকে বাঁচাতে চেষ্টা করে, তাহলে কেউ'ই বাঁচবে না। কিভাবে একা আমি পালিয়ে বাঁচবো? আমার পক্ষে সম্ভব না। আমি স্ত্রী কন্যা আছে। নিজে মরে হলেও আগে ওদের বাচাতে চেষ্টা করবো।

২। সৌন্দর্যের বসবাস আমাদের ভেতরে, আমাদের হৃদয়ে, আমাদের চোখে, আমাদের মুখের শব্দ গুলোতে, আমাদের দৃষ্টিতে, আমাদের চাহনিতে... সৌন্দর্য প্রকাশিত হয় আমাদের গোটা সত্ত্বাজুড়ে।

৩। ভালোবাসা হলো অনেকটা ডায়বেটিসের মত ! বেশী বাড়লেও সমস্যা আবার একবারে কমলেও সমস্যা।

৪। একটি শিশুর জন্মকে কেন্দ্র করে পরিবারের সবাই চঞ্চল হয়ে উঠে। জন্মের বার্তা এমনই মধুর, এমনই গ্রহনীয়। কারণ একটি শিশু জন্মায় পরিবারে, কিন্তু একই সঙ্গে ও সমাজের অংশ হয়, দেশের নাগরিক হয়। এক সময় সে পরিবার থেকে বেরিয়ে পড়ে। নিজ পরিবার গড়ে। বাড়তে থাকে মানুষের বিশ্বের আকার। এজন্যই জন্মের টান এমন সামাজিক। সেজন্য আনন্দের কোনো সীমা নেই। আনন্দ মধ্যে ছড়ায়।
উপন্যাসঃ পূর্ণ ছবির মগ্নতা # সেলিনা হোসেন।

৫। বিনা চিকিৎসায় নাসিম মরেন নাই। মরার আগেও তার জন্য সিঙ্গাপুর যাওয়ার তদারকি হচ্ছিলো। দেশের কয়টা মানুষ সিঙ্গাপুর যাওয়ার ক্ষমতা রাখে? চাইলেই বা চেষ্টা করলেই এই দেশে সিঙ্গাপুর ব্যংকক ইউরোপ আমেরিকার মানের চিকিৎসা ব্যাবস্থা গড়ে তুলতে পারতেন তিনি। করেননি।
এখনকার স্বাস্থ্যব্যবস্থার দায়িত্বে যারা আছেন তাঁরা কি কোন শিক্ষা নেবেন? এখনো কি কিছুটা হলেও বাঁচাবেন দেশের স্বাস্থ্যখাতটাকে? সাধারণ মানুষের জন্য না হোক, অন্তত নিজেদের জন্য হলেও?


(ছবিঃ আমার তোলা)

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: এটাও দেখি ১৫৮??

১৩ ই জুন, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: একটা টুকরো টুকরো সাদা মিথ্যা
আরেকটা রাস্তায় পাওয়া ডায়েরী থেকে দুটা একসাথেই শুরু করেছি।

২| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: নাসিমেরা জানে জনগণের সেবা করলেও এমপি মন্ত্রী হবে । সেবা না করলেও হবে। তাই পাপুলের মত বহু লোক আছে এমন

১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: বহু লোক না। তারা প্রত্যেকেই এক একজন পাপুল।

৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: নাসিমেরা জানে জনগণের সেবা করলেও এমপি মন্ত্রী হবে । সেবা না করলেও হবে। তাই পাপুলের মত বহু লোক আছে এমন

১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: আপনি তো তিন তিনটি সিরিজ লিখে চলেছেন......

জীবনের গল্প
রাস্তায় পাওয়া ডায়েরী থেকে
টুকরো টুকরো সাদা মিথ্যা

এত সময় পান কখন?

১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আরো আছে-

আজকের ডায়েরী
এই সমাজ
ঢাকার পথে পথে
আমাদের শাহেদ জামাল
একজন বিদ্রোহী কবি

৫| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫৩

ঢাবিয়ান বলেছেন: আসিফ নজরুল : ক্ষমতা থাকলে আইন করতাম সরকারি লোকজন বিদেশে চিকিৎসা করাতে পারবে না

১৩ ই জুন, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো চিন্তা।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব থেকে বড় মিথ্য,নিজের জীবন থেকে অন্যকে বেশি ভালোবাসি।মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভাবি আমরা মরবো না,তাই এমন কথা বলতে পারি,আর এজন্যই যুদ্ধে যেতে পারি।
উন্নয়ন হয় সমগ্রভাবে শুধু হসপিটাল উন্নত করা যাবে না।দেশ যখন উন্নত হবে তখন অনুন্নত হসপিটাল করতে পারবেন না।করলেও চলবে না।

১৪ ই জুন, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যাদ।

৭| ১৪ ই জুন, ২০২০ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রেসিডেন্ট চাইলে, আাদের এখানে সিংগাপুরের মতো ম্যানেজমেন্ট চালু করতে পারেন; উনি কি সেটা জানেন?

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আমাদের প্রেসিডেন্টকে আমার পুতুল বলে মনে হয়। সে নিজে থেকে কিছু করে না। তাকে যা করতে বলা হয় উনি তাহাই করেন।

৮| ১৪ ই জুন, ২০২০ রাত ২:৩৭

অনল চৌধুরী বলেছেন: জ্ঞানী লোকেরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় কারো দিকে তাকাতে হয় না। বাবা, মা, পুত্র, কন্যা, স্ত্রী কারো দিকেই না। শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হয়[/sb কোন বিশিষ্ট লোক একথা বলেছেন? ????

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আমি।

৯| ১৪ ই জুন, ২০২০ সকাল ৮:০৬

ইসিয়াক বলেছেন: ভালোবাসার সাথে ডায়বেটিসের তুলনা .......হা হা হা।
#আপনার ডায়বেটিস কি আবার বেড়ে গেছে?
ভালো থাকুন।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আমার ডায়বেটিকস নাই।

১০| ১৪ ই জুন, ২০২০ সকাল ৮:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১। এই নম্বরের পয়েন্টটা কোন জ্ঞানী লোকের কথা নয় । এটা হচ্ছে কোন একটি আবাল লোকের কথা । জ্ঞানী লোক কখনও এ ধরনের কথা বলবে না । যে বলেছে সে একটা রাম ভোদাই।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: হয়তো আজ আপনার কাছে কথাটা আবালের বলে মনে হচ্ছে।
হয়তো কোনো একদিন আপনি মহান সত্য বুঝতে পারবেন। অনুভব করতে পারবেন।

১১| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মরিয়াই নাসিম সাহেব প্রমাণ করিলেন, তিনি অসুস্থতার ভান করেননি (কপি)...

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.