নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে ব্লগাররা যা ভাবছেন

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২৮



অনেক ত্যাগ স্বীকার করেই তাঁরা নেতা হতে পেরেছিলেন। পৃথিবীতে তো চিরদিন থাকা যায় না। কেউ পারে নি। পারবেও না। আপনার মৃত্যু থেকেও কেউ শিক্ষা নেবে না। আমি শেষ নবীর উম্মত হিসেবে ওনার হেদায়েত চাই। যেহেতু এখন দুনিয়ার বিচারের বাইরে উনি চলে গিয়েছেন, আল্লাহর কাছে তার বিচারভার ন্যস্ত হয়েছে। একজন বললেন, ''আহারে অনেক ভাল মানুষ ছিল....আমাদের জন্য রেখে গেছেন সিঙ্গাপুরের চেয়ে উন্নত স্বাস্থ্যসেবা। তার মৃত্যুতে দেশ অনেক পিছিয়ে পড়বে।'' করোনা প্রমাণ করেছে যে, দেশের হাসপাতাল গুলো ব্যক্তি মালিকানায় থাকা উচিত নয়।

দেশটাকে কারা ধ্বজভঙ্গ করেছে? কোথায় আজ মাউন্ট এলিজাবেথ্? বিশ্বাস করুন দুষ্টলোকদের মৃত্যুতে আমার কষ্ট হয় না। উনি মারা যাওয়ার কারণে একটি আইসিইউ খালি হয়েছে সেই আনন্দে বাংলাদেশ দিশেহারা। বর্তমানে জুলুম, হালুম করেও মানুষের মুখ আর বন্ধ রাখা যাচ্ছে না। মানুষ এখন ভয় ডরের উর্ধে উঠে গেছে। করোনা এসে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। তবু কিছু বলা যাবে না! বলা যে যাবে না তার জন্য আইনও করা হয়েছে। আমাদের দেশের মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি বা সচিবরা চিকিৎসার জন্য বিদেশ যায় কেন? আমাদের দেশের চিকিৎসার মান কি ভালো নয়? যদি ভালো না হয়ে থাকে তাহলে ভালো করেন। দেশে সাধারণ মানুষ কি করবে, কোথায় যাবে?

দায়িত্ব বড় কঠিন জিনিস। যথাযথভাবে তা পালন করতে না পারলে পাবলিক ছাড় দেয় না। স্বাস্থ্যখাতকে লুটপাট করে আজ তিনিও পরপারে। একজন নাসিম সাহেবই কি শুধু দায়বদ্ধ সমগ্র সাস্থ্য ব্যাবস্থার জন্য? তার আগে ও পরের স্বাস্থ্যমন্ত্রীরা কতটুকু কি করেছেন সেটা কি ভেবেছেন কখনও? মানুষ যখন তার বিবেকের কাছে অপরাধ অনুভব না করে তখন থেকেই সে তার মনুষত্ব হারিয়ে ফেলে। আর সে মানুষের দ্বারা জাতি, ধর্ম, রাষ্ট্র বা পৃথিবি কেউ উপকৃত হবেনা এটাই স্বভাবিক। কাজেই যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তাদের খুজে বের করুন। কান ধরে বের করে দিন।

আগের মন্ত্রীরা কিছু করে নাই, তিনি চাইলে করতে কিছু পারতেন, তিনিও করেন নাই। কিছু করে গেলে মানুষ এখন তার জন্য দোয়া করত। স্বাস্থ্যখাতের মত জায়গায় মোটা গলায় ভাষণ দিলে কোন লাভ হয় না। এটা উনি বুঝতে চাননি। যেই দেশের জন্য ওনার বাবা প্রাণ দিয়েছেন সেই দেশের উনি সর্বোচ্চ ভালো কিছু করতে পারেন নি। যে যত বড় দূর্নীতিই করুক শেষ আশ্রয় হবে সাড়ে তিন হাত মাটির ঘর। ''কুল্লুন নাফসুন জালিকাল মাউত''। কেউ মৃত্যুর হাত থেকে পার পাবে না। সহজ সরল সত্য কথা হলো- এই দেশের কেউই আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। তাই গলাবাজি বন্ধ করুন।

আমাদের শিক্ষায় গলদ, রাজনীতিতে গলদ, অর্থনীতিতে গলদ এমনকি সামাজিক রীতি নীতিতেও গলদ। কারো মৃত্যুই কাম্য নয়- সে যত বিতর্কিতই হোক না কেন। প্রতিটা মৃত্যুই আমাকে যন্ত্রনা দেয়। তবে বর্তমানে করোনার বিভীষিকা এই স্খলিত সমাজের অনৈতিক ও অসৎ ব্যক্তিদের জন্য কিছুটা সতর্ক বাণী হিসাবেই কাজ করুক। উত্তরসূরীরা যদি এখন এসব দেখে একটু ভালো হয়। তবেই দেশের মঙ্গল হয়। লিখে লিখে যদি সমাজ বদলে দেওয়া যেত তবে আরো কত আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যেত। কাজেই কোনো কিছু লিখেই এই দেশে সমস্যার সমাধান হয় না। কাজেই সব লেখাই ফালতু। অপ্রয়োজনীয়।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: আমি ভেবেছি যেটা ভাবলে ভাল হয়।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: হহুম।

২| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার ভাবনাটা এখানে বলা ঠিক হবে না।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: বলে দিন। বলে দিন।

৩| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ৫০ বছর রাজনীতি করে, ক্ষমতার সঠিক ব্যবহার না করে, মৃত্যুর সময় শুধু হা হা

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আপনাকে ক্ষমতায় বসালে আপনিও একই রকম কিছু করতেন।

৪| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বলে দিন। বলে দিন।

আমার মন্তব্য দিলে আমি যেন জেনারেল হয়ে যাব ।
আপনিও ব্লকড হয়ে যেতে পারেন।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: থাক তাহলে।

ইনবক্স তো আছেই।

৫| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মরণ কথা স্মরণ হইলোনা তোর রে হাসন রাজা

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার একটা গান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৭

শেরজা তপন বলেছেন: 'লিখে লিখে যদি সমাজ বদলে দেয়া যেত, তবে আরো কত আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌছে যেত।' ঠিক বলেছেন; চীৎকার চ্যাঁচামেচি আর লেখালেখি করে ওদের কানে পৌছানো যাবে না! এবার ভাবি নতুন কিছু-

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: নতুন কিছু ভাববেন। সে গুলো লিখবেন।

৭| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬

সাইন বোর্ড বলেছেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে গ্রেফতার করেছে পুলিশ, অপরাধ নাসিম মারা যাওয়ায় সে খুশি হয়ে ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল ।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৮| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


সাইন বোর্ড বলেছেন, " বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে গ্রেফতার করেছে পুলিশ, অপরাধ নাসিম মারা যাওয়ায় সে খুশি হয়ে ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল । "

-গ্রেফতার তো শেষ নয়, উহাকে ট্রেনিং ও প্রমোশান দেবে।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমি তো আমার মনের কথা লিখি নাই। ব্লগারদের বক্তব্য তুলে ধরেছি মাত্র।

৯| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হেদায়েত অর্থ কি?কি আর ভাববে,ভাবার মতো আছেই বা কি! রাজনীতি করেছেন,মন্ত্রী হয়েছেন সে তো অনেকেই হয়।সমাজের বা দেশের জন্য এমন কিছু করেনি যে তার জন্য ভাবতে যাবে।নিজের জন্য কিছু করেছেন যেটা সবাই করে।
পুঁজিবাদী অর্থনীতির নিয়ম নাকি এটা,চুরিদারি করে যতবেশি পুঁজি সৃষ্টি করতে পারবে ততই দেশের উন্নতি।স্বাধীনতার পর থেকে তো সবকিছুই চোখের সামনে,এমন একজন পুঁজিপতি কি আছে যে বলতে পারে আমার অর্থ বৈধ।কিন্ত সবার অর্থই বৈধ,কারন আপনাকে প্রমান করতে হবে তার অর্থ অবৈধ।কার খেয়েদেয়ে কাজ নেই যে তার অর্থ অবৈধ প্রমান করতে যাবে।এটা রাষ্ট্রের কাজ। কিন্ত রাষ্ট্র তো তাঁরাই চালায়।
বুড়ো হলে এই এক সমস্যা,কি বলতে যে কি বলে ফেলি কিছুই ঠিক থাকে না।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: আপনি বুড়ো হয়ে গেছেন?

১০| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: মৃত ব্যক্তির সমালোচনা করা উচিৎ নয়। উনার জন্য দোয়া রইলো

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:০৬

নেওয়াজ আলি বলেছেন: জনগণের মুখ বন্ধ করলে যদি চোখ হতে অশ্রুজল গড়িয়ে পড়ে দোষ কি তাতে।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:০৪

মেটালক্সাইড বলেছেন:
ভাবনামূলক সমালোচনা গ্রহণযোগ্য হয় না - ক্ষণিক উত্তেজনা সৃষ্টি করে।

তথ্যনির্ভর ও গঠনমূলক সমালোচনা - মনে রেখাপাত করে এবং আবহ দীর্ঘসময় থেকে যায়।

নাসিম বা দেশের নয় - লেখাটির সমালোচনা করছি।

পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার অসহায় মুখ ও মীরজাফরের হাসি বাঙ্গালী জাতির পরিচয় হয়ে ইতিহাসে উঠে গেছে।
আর বর্তমান - এ যে তারই ধারাবাহিকতা।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: রাইট।

১৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে আবু জাহেলরে যে গালাগালি পারা হয়, এইটা বল করেন। আবু লাহাবরে অভিশাপ দিয়া কোরানে যে লাহাব নামের কবিতা আছে সেটা নিষিদ্ধ করেন। মীরজাফররে মাথায় তুলিয়া নাচেন। গো আ নিজামী মুজাহিদরে নিয়া গেলমানী গান গান।

যেইখানে কোরানে লাহাবের নামে অভিশাপ ও থেটারিং মারা কবিতা থাকতে পারে সেইখানে নাসিমরে গালি দিলে কেন খারাপ হবে বুঝায়া কন।

এইটারে কয় ডাবল স্ট্যান্ডার্ড বা ভোগলামী

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: শান্ত হোন ভাই।

১৪| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কোনটা কোন ব্লগারের ভাবনা সেটা আপনি কখনো পরিস্কার করেন না। আশা করি সামনে থেকে পরিস্কার করবেন। খুবই ভালো হয় তাহলে বিষয়টি। ধন্যবাদ।

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: একটা ভা্লো কথা বলেছেন। কিন্তু সমস্যা হলো এর মধ্যে আমি আমার কিছু কথা ঢুকিয়ে দেই। নাম দিতে গেলে আমি ধরা খেয়ে যাবো।

১৫| ১৫ ই জুন, ২০২০ রাত ১:২৬

কাছের-মানুষ বলেছেন: করোনা জাত পাত, ধনী, গরিব বাছ বিচার না করে আক্রমণ করছে। নেটি-জেনরা উনার মৃত্যুতে উল্লাসিত দেখলাম!! মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলো হয়তবা! আমাদের স্বাস্থ্য খাতের বেহাল দশা, এর থেকে কি শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্তা ব্যক্তিরা শিখবে!! শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সব থেকে বেশী বরাদ্ধ দেয়া দরকার এবং এই দুই খাতকে বিশেষ নজর দারিতে রেখে দুর্নীতিমুক্ত করা দরকার আগে।

১৬| ১৫ ই জুন, ২০২০ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: শিক্ষা, স্বাস্থ্য আর কৃষিখাতকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।

১৭| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এসময়ের সক্রিয় বিরোধীপক্ষ হলেন জাফরুল্লাহ চৌধুরী - তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। দেশে কোন কার্যকর বিরোধী তো নেই।
কাজেই জাফরুল্লাহ চৌধুরী যে সম্মানটুকু নাসিম সাহেবকে দিয়েছেন, সেটি তার সর্বনিম্ন প্রাপ্য। ভেবে দেখুন, কেন জাফরুল্লাহ সাহেব বর্তমান সময়ে কেমন আচরণ পাচ্ছেন দেশের কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তার মতো একজন ব্যক্তি কেন একজন ক্ষমতাহীন সাবেক মন্ত্রীর লাশকে স্যালুট জানাতে যাবেন!

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: জাফরুল্লাহ বড় মনের পরিচয় দিয়েছেন।

১৮| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষ বড়ই বেপরোয়া প্রাণী, সুযোগ বুঝে প্রতিশোধটা নিবেই। কাজে না হোক কথায় হলেও।

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৯| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৪২

ভবিষ্যত বলেছেন: জ্বী, দৃশ্যমান শক্তিকে তো পুলিশ, র‍্যাব, প্রশাসন, আদালত দিয়ে ভালোমতো দমন-পীড়ন করা যায়। অদৃশ্য শক্তিকে তো তা করা যায় না।

১৬ ই জুন, ২০২০ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: অদৃশ্য শক্তিকেও মানুষ দমন করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.