নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কুসংস্কারে আমার কোনো বিশ্বাস নেই।
সব কিছুতেই যুক্তি খুঁজি আমি। যুক্তির বাইরে তো কিছুই নেই। সম্ভব না। যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের উপর আমার খুব রাগ হয়। হোক সে আমার বাপ অথবা কোনো ব্লগার। তবে আজকাল খুব অলৌকিক কোনো দৃশ্য দেখতে ইচ্ছে করে। কে দেখাবে আমাকে অলৌকিক দৃশ্য? আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
গতকাল রাতে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম।
মাঝরাতে হঠাত ঘুম ভেঙ্গে গেল। দরজায় ঠক ঠক শব্দ। কেউ একজন দরজায় নক করছে। একটু থেমে থেমে শব্দ হচ্ছে ঠক। ঠক ঠক। বাতি জ্বালিয়ে দেখব কে এসেছে? নাকি যুক্তি দিয়ে খুঁজে বের করবো, কে এসেছে? কোনো চোর? আমি জেগে আছি কিনা দেখার জন্য শব্দ করছে? আলসেমির কারনে বিছানা থেকে নামলাম না।
আবার দরজায় ঠক ঠক শব্দ।
বিরক্ত লাগছে। আমাকে কি ঘুমাতে দিবে না? আমার এখন উচিত দরজা খুলে দেখা। আমি বিছানায় শুয়ে নানান যুক্তি দিয়ে ভাবতে লাগলাম। শেষ পর্যন্ত পেয়ে গেলাম সমাধান। আমার যুক্তি বলছে- সম্ভবত টিকটিকি শব্দ করছে। রাতে সামান্য শব্দই জোরে শোনায়। আমি এতটাই নিশ্চিত হলাম যে, উঠে গিয়ে আর দরজা খুলে দেখলাম না। বাম পাশ ফিরে, বাম হাত বাম গালে রেখে ঘুমিয়ে গেলাম।
স্বপ্ন আমি দেখতে চাই না।
তবু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। নীল সাদা শাড়ি পরা একটি মেয়ে। মেয়েটা বৃষ্টিতে ভিজে একাকার। মেয়েটি আমার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলতে চায় আমাকে। হয়তো গোপন কোনো রহস্যের কথা। ঘরে ঢোকার আগে দরজায় নক করে অনুমতি প্রার্থনা করছে। আমি টিকটিকি মনে করে তাকে ফিরিয়ে দিলাম।
(ছবিঃ আমার তোলা)
১৬ ই জুন, ২০২০ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
২| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৩৮
মানতাশা বলেছেন: অভিনন্দন
১৬ ই জুন, ২০২০ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: কেন?
৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৫৩
নতুন বলেছেন: সম্ভবত ঐ টা ভুত ছিলো। আপনার দরোজা খোলা উচিত ছিলো।
১৬ ই জুন, ২০২০ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: আলসেমির কারনে দরজা খুলি নি।
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১:০৫
এনাম আহমেদ বলেছেন: যুক্তিটা কিন্তু সাংঘাতিক ছিলো। অনেক ভাল লেগেছে লিখাটি।
১৬ ই জুন, ২০২০ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই সাহেব।
৫| ১৬ ই জুন, ২০২০ রাত ১:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি বলছেন কুসংস্কারে বিশ্বাস করি না কিন্ত আপনার লেখা প্রমান করে কখনো কখনো বিশ্বাস করেন।অলৌকিক কিছু দেখতে চাওয়াটাও কুসংস্কার।
১৬ ই জুন, ২০২০ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: 'ছাড়'' দিন। 'ছাড়' দিন।
মাঝে মাঝে ছাড় দিতে হয়।
৬| ১৬ ই জুন, ২০২০ রাত ১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব সময় যুক্তি সঠিক পথের
দিশা দিতে পারেনা।
যুক্তি অনেক সময় মরিচিকার
মতো মনে হয়।
১৬ ই জুন, ২০২০ রাত ১:৪২
রাজীব নুর বলেছেন: ধর্ম কি যুক্তির বাইরে?
৭| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: যুক্তিতে বিশ্বাস
১৬ ই জুন, ২০২০ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: জ্বী।
৮| ১৬ ই জুন, ২০২০ ভোর ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: এই দেশে আপনি যুক্তি খুঁজে পাবেন না। অযৌক্তিক বিষয় গুলো আপনাকে অসুস্থ করে তুলবে।
১৬ ই জুন, ২০২০ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: আমি অলরেডি অসুস্থ হয়ে পড়েছি।
৯| ১৬ ই জুন, ২০২০ ভোর ৬:৫৫
ইসিয়াক বলেছেন:
এই নিন আপনার সেই স্বপ্নে দেখা রাজকন্যা.......
১৬ ই জুন, ২০২০ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: হায় হায়---
না না এরকম না।
১০| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যুক্তির বাইরে কিছু নেই। স্বপ্নের মধ্যে মেয়ে তো আসতেই পারে না। আসলে আসবে টিকটিকি!
১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: আমার স্বপ্নে সুন্দরী মেয়েরাই আসে সব সময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৭
কল্পদ্রুম বলেছেন: টিকটিকির পোড়া কপাল।