নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি অদ্ভুত গল্প

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৩



১। আপনি গভীর ঘুমে।
রাত তিনটায় ঘুম ভাঙলো। ওয়াশরুমে যাবেন। বিছানা থেকে নামলেন। ওয়াশ রুমে গিয়ে বাতি জ্বালাতেই দেখলেন এক বুড়ো কমোডে বসে আছে। এই বুড়োকে আপনি চিনেন না। ভয়ে আপনার দম বন্ধ হয়ে এলো। আপনি স্ট্রোক করলেন। সকালে আপনাকে বাসার লোকজন দেখলো বাথরুমে মরে পড়ে আছেন।

২। রিকশা করে যাচ্ছেন।
শুক্রবার বলেই বেশ খালি রাস্তা। তাছাড়া আজ আ্পনার মেজাজ খুব ভালো। আপনি শিস দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করছেন। পারছেন না। তবু বারবার চেষ্টা করেই যাচ্ছেন। ঠিক তখন একটা পিকআপ ভ্যান আপনার রিকশাকে বেশ জোরেই ধাক্কা দিলো। আপনি রিকশা থেকে সাত হাত দূরে ছিটকে পরলেন। এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা গেলেন।

৩। রাস্তার পাশের চায়ের দোকান।
আপনি ফুটপাতে দাড়িয়ে বেশ আরাম করে চা খাচ্ছেন। চা শেষ করে একটা সিগারেট ধরাবেন। আপনার মাথার উপরে একটা ডাব গাছ। সেদিকে আপনার কোনো নজর নেই। হঠাৎ একটা ডাব ঠিক আপনার মাথায় পড়লো। অনেক উচু থেকে পড়েছে। মুহুর্তের মধ্যে আপনি একটা চিৎকার দিয়ে ফুটপাতে পড়ে গেলেন। এবং মরে গেলেন। চারপাশে মানুষের ভিড় জটলা লেগে গেছে।

৪। ভর সন্ধ্যায় বাসায় ফিরছেন।
হঠাৎ একটা পুলিশের গাড়ি আপনার সামনে থামলো। এবং আপনাকে জোর করে তুলে নিলো। থানায় গিয়ে আপনাকে বন্ধী করে রাখলো। তারা আপনার কোনো কথাই শুনছে না। আপনি যতই বলছেন, আপনি কোনো আসামী না। আপনার নামে কোনো মামলা নেই। পুলিশ আপনার দিকে কড়মড় করে তাকিয়ে বলল, একদম চুপ। কোনো কথা বললে, বাইড়াইয়া হাড্ডি ছুটায়ে ফেলব। আপনি ভয়ে চুপ করে গেলেন। পরের দিন পু্লিশ অন্যজনের মামলা আপনার নামে দিয়ে দিলো। আপনার হয়ে গেল পাঁচ বছরের জেল।

৫। আপনি সাপ খুব ভয় পান। খুব।
একদিন আপনি গভীর ঘুমে। হঠাত আপনার ঘুম ভেঙ্গে যায়। দেখলেন আপনার বুকের উপর একটা মোটা সাপ কুন্ডুলি পাকিয়ে বসে আছে। বিষাক্ত সাপ। অথবা আপনি গভীর ঘুমে। প্রস্বাবের চাপে ঘুম ভেঙ্গেছে। ওয়াশরুমে গেছেন। তখন দেখেন একটা সাপ কমোড এ মাথা বের করে বসে আছে। আপনার দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে আছে না। একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসছে।


একটা বোনাস।
৬। দুই রুমের বাসা আপনার।
গভীর রাত। ব্যলকনিতে বসে রাতের শেষ সিগারেট টানছেন। সিগারেট শেষ করেই ঘুমাতে যাবেন। পাশের রুমটাতে দীর্ঘদিন আপনার যাওয়া হয় না। কি মনে করে পাশের রুমের দরজা খুললেন। এবং দেখলেন একটা মেয়ে ফাসি দিয়েছে। ফ্যানের সাথে ঝুলে আছে। মেয়েটাকে আপনি চিনেন না। মেয়েটা দারুন সুন্দর। পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল।


(ছবিঃ আমার তোলা।)

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজে বাজে চিন্তা আমার এক দম পছন্দ নয়। আমি সব সময় পজিটিভ চিন্তা করতে চাই।
পৃথিবীটা খুব সুন্দর। আরো সুন্দর হতে পারতো। আমরা সেটা পারবো।

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: পৃথিবীটা সুন্দর। সুন্দর পৃথিবীতে অনেক অসুন্দর ঘটনা প্রতিনিয়ই ঘটছে।

২| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাথরুমের বুইড়া থেকে সাবধান থাকবেন। বুইড়া হলেও ঝাপ দিয়ে পা এমন শক্তভাবে আঁকড়ে ধরবে যে আপনাকে ক্রেন দিয়ে টেনেও ছোটানো সম্ভব না। তাছাড়া বাথরুমের দরজা অটো লক হয়ে যেতে পারে।

ঘটনার সত্যতা আছে আমি সাক্ষ্য দিচ্ছি। তবে কথা হচ্ছে এই ছয়টি ঘটনার যে কোনো একটি অথবা একের অধিক আপনার সাথে ঘটতে পারে। আপনার কি খাবার পছন্দ? পছন্দের খাবার দ্রুত খেতে শুরু করুন। আমার মনে হচ্ছে ঘটনা যে কোনোদিন ঘটে যেতে পারে!

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: ভয় দেখাবেন না প্লীজ।
আমি এমনিতেই যথেষ্ঠ ভীতু।

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: পছন্দের খাবার তো ফাসির আসামী খায়।

৩| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।

আমার তো এখনই বেহেশতে যেতে ইচ্ছা করছে।

খুবই সুন্দর মন্তব্য।

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: বেহেশতে যাবো। হুরদের মাস্তি করবো। দুনিয়াতে মাস্তি করতে পারি নি। পরকালে ইচ্ছে মতো মোজমাস্তি করবো। হে হে---

৪| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর কথার সাথে একমত! মরতে তো হবেই, সে মৃত্যু খুব খারাপ ভাবে আসতে পারে ভাল ভাবেও আসতে পারে- মরে গেলেই খারাপ ভালোর ব্যবধান ঘুচে যাবে! না হয় ভালটাই ভাবুন
ছবির প্রকৃতিক দৃশ্যটা মন-মুগ্ধকর!

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: ছবিটা তুলেছিলাম বোটানিকেল গার্ডেন থেকে। বহু পুরানো ছবি।

৫| ১৭ ই জুন, ২০২০ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


এসব আজগুবি খোয়াব আপনার মাথায় কেন আসছে
তা বুঝতে পারছিনা। আপনি যে কোন একজন ভালো
সাইক্রিয়েস্টের কাছে যান। আপনার সমস্যা খুলে বলুন।
দেরী করবেন না। নয়তো দেখা যাবে গুলিস্তানে
ট্রাফিক কন্ট্রোল করছেন।

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: ট্রাফিক কন্টোল করবো। এটা তো ভালো। ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব না।

৬| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পঁচিশ বছর জেলে থাকার পর দেখাগেলো তার নামে কোন মামলাই নেই।

১৮ ই জুন, ২০২০ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: হুম এরকমই হয়।
পয়সাওয়ালারা দিনকে রাত করে। রাত কে দিন।

৭| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার লেখা । ভীষণ ভাল লাগলো ।

১৮ ই জুন, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৮| ১৮ ই জুন, ২০২০ সকাল ৮:৩৫

কল্পদ্রুম বলেছেন: শেষেরটা ভালো বেশি লেগেছে।সাপ জিনিসটা আমারো অপছন্দ।আসলে সাপের মত কিলবিল করা যে কোন জিনিসই আমার অপছন্দ।

১৮ ই জুন, ২০২০ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সাপ আমি খুব বেশি ভয় পাই।

৯| ১৮ ই জুন, ২০২০ সকাল ১০:৩৫

নীল আকাশ বলেছেন: আপনার ক্ষ্ট সার্থক হয়েছে। আমি ভয় পেয়েছি।
জীবন অনেক সুন্দর। হারাতে চাইনা।

১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: জীবন সুন্দর। আর এই জীবন আনন্দময় না হলে অর্থহীন।

১০| ১৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৬

এনাম আহমেদ বলেছেন: অনবরত গলাকাটা লাশ, ফাঁসিতে ঝোলা লাশ, দুর্ঘটনায় থেঁতলে যাওয়া লাশ দেখে অভ্যস্থ। এসব চিন্তায় ভয় পাইনা। তবে ভূত ভাই। আপনার বাথরুমের বুড়ো লোকটার মতো ভূত। তবে কল্পনার ভূতগুলো অন্যরকম।

১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ভূতে ভয় না। ভালো কথা। তবে----

১১| ১৮ ই জুন, ২০২০ সকাল ১১:১২

এনাম আহমেদ বলেছেন: *তবে ভূত ভয় পাই। আপনার বাথরুমের বুড়ো লোকটার মতো ভূত। তবে আমার কল্পনার ভূতগুলো অন্যরকম।

১২| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৩

ইসিয়াক বলেছেন:


আজেবাজে চিন্তা বাদ দিন।
জীবন সুন্দর। উপভোগ করুন।

১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ওকে।

১৩| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৪

পদ্মপুকুর বলেছেন: মনে হচ্ছে প্রথম পাতায় ব্যান থাকার রাগ এখনও কমেনি আপনার... :-P

১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আমার কোনো রাগ নাই। মা্টির মানুষ হয়ে গেছি।

১৪| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম।

১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ট্রাফিক কন্টোল করবো। এটা তো ভালো। ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব না।

হায়রে পাগল !!! যা হোক
পাগলের সুখ মনে মনে !!
কিসে তার সুখ কে তা জনে

১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: মানব কল্যানেই আসল সুখ।

১৬| ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৬

আমি সাজিদ বলেছেন: প্রথম গল্পটা ভয়ংকর।

১৮ ই জুন, ২০২০ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।

১৭| ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩৩

আমি সাজিদ বলেছেন: বাকি গল্পগুলোতে ভয় পান নি?

১৮ ই জুন, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আমি এমনিতেই ভীতু মানুষ। ছোট বেলা থেকেই সব কিছুতেই আমার ভয়।

১৮| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৫১

আমি সাজিদ বলেছেন: আপনাকে দেখলে ভীতু মনে হয় না। আপনি ভীতু সাজেন। আপনি অসম্ভব বুদ্ধিমান লোক। এখনোও কি বিকালে বাইরে বের হয়ে গ্রিল খাওয়া হচ্ছে নাকি?

১৯ শে জুন, ২০২০ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: বুদ্ধিমানের ভান ধরে থাকি। তা না হলে পদে পদে ঠকতে হবে।
আমি প্রচন্ড ভীতু মানুষ। রাতে একা ঘুমাতে পারি না।

হুম, প্রতিদিনই বিকেলে হাটতে বের হই। গতকাল গ্রীল চিকেন আর নান রুটী খেয়েছি। খিলগাও তে আল রাহমানিয়া রেস্টুরেন্টে।

১৯| ১৯ শে জুন, ২০২০ রাত ১:০৪

আমি সাজিদ বলেছেন: এলাকার আশে পাশে করোনার অবস্থা কি?

১৯ শে জুন, ২০২০ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: এই এলাকা গুলো সারাদিন মানুষজন দিয়ে ভরা। কারো মধ্যে করোনার ভয় ডর আছে বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.