নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের গল্প

২৪ শে জুন, ২০২০ সকাল ১০:২৭



(ধার্মিকেরা দয়া করে এই গল্প পড়বেন না।)

আমি মরে যাওয়ার অনেক পরে বুঝতে পারলাম যে আমি মরে গেছি।
আমার এইটুকু মনে আছে, মরার আগে আমার মেজাজ অত্যন্ত বিক্ষিপ্ত ছিল। কারন জীবন, সমাজ, ঘর সংসার আর সমাজের জটিলতা- কুটিলতা নিয়ে আমি দিশেহারা ছিলাম। যাই হোক, মনে হয় সম্ভবত আমাকে কবর দেওয়া হয়েছে। অন্ধকার একটা জাগায় শুয়ে আছি, আশে পাশে কেউ নেই। জায়গাটা অন্ধকার হলেও সব কিছু দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পারছি জানি না।

হঠাৎ দুইটা অদ্ভুত লোক আসলো আমার সামনে।
কেন জানি লোক দুইটাকে দেখে মেজাজ গেলে আরও খারাপ হয়ে। অদ্ভুত লোক দুইটা আমার কাছে এসে বলল- দুইতিনটা প্রশ্ন করবো- তাড়াতাড়ি উত্তর দিবেন। আমাদের সময় কম।
বেয়াদপ দুইটার কথা শুনে- আমার মেজাজ হয়ে গেল খারাপ।
আমি বললাম, আচ্ছা, প্রশ্ন করেন কিন্তু তার আগে আপনাদের পরিচয়টা দেন। আমার কথা শুনেই লোক দুইজন অদ্ভুত ভাবে আমার দিকে তাকালো। যেন আমি তাদের অপমান করেছি। দুইজনের মধ্যে যে লোকটা একটু বেশী লম্বা সে চিবিয়ে চিবিয়ে বলল- মশকরা করো? আমাদের চিনতে পারো নি!
আমি বললাম- দেখেন আমার মেজাজ অত্যধিক খারাপ, এখন আমি মশকরা করার মত অবস্থায় নাই।
দুইজনের মধ্যে যে লোকটার দাঁত উঁচু সেই লোকটা বলল- তুমি মরে গেছো। এটা কবর আর আমরা আল্লাহর ফেরেশতা, আমার নাম মুনকার আর উনার নাম নকীর।

আমি এখন পুরোপুরি নিশ্চিত হলাম যে আমি মরে গেছি।
নিশ্চিত হওয়ার পর থেকেই এক ধরনের আনন্দ পেতে শুরু করলাম।
মুনকার আমাকে প্রশ্ন করলেন- বল, তোর রব কে? আমি মাথা চুলকে বললাম- ডোনাল্ড ট্রাম্প।
এই কথা বলতেই- তারা দুইজন এক আকাশ সমান অবাক হয়ে গেলেন!
নকীর আমার দিকে কিটমিটিয়ে তাকিয়ে বললেন- মুনকারের চেয়ে আমার রাগ অনেক বেশী- সজাসুজি উত্তর দে। তারপর তরে মজা দেখাচ্ছি ।

হঠাৎ আমার খুব রাগ লাগল।
হাতের কাছে পেলাম একটা লাঠি। সেই লাঠি দিয়ে দুইটাকে খুব মারলাম। মেরে রক্ত বের করে দিয়েছি। তারপর তারা কোথায় যেনো পালিয়ে গেল। হঠাৎ করে খুব অবস্বাদ লাগছে। আমি চিন্তা করতে লাগলাম আমার প্রিয় মানূষদের কথা। তারা কে কোথায় আছে? কেমন আছে? নীলা নামের একটা মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেই মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছে। কথা ছিল সেই মেয়েটার বু্কে মাথা রেখে একদিন খুব কাঁদবো। সেই মেয়েটার প্রতি আমার কত ভালোবাসা ছিল- তা কোনোদিন মেয়েটাকে আর বলা হবে না। মেয়েটা আমাকে এক আকশ ভালোবাসা নিয়ে গান শোনাতো- "মাঝে মাঝে তব দেখা পাই , চিরদিন কেন পাই না…

আমার চিন্তায় ছেদ পড়ল।
ওই দুইটা আবার আসছে। একটার হাতে বেন্ডেজ আর একটার কপালে বেন্ডেজ এবং দুজনেরই ঠোঁট ফুলে আছে। আমি তাদের বললাম, আবার কেন? তারা বলল- আমাদের হাজার বছরের ইতিহাসে আপনার মত 'পিস' একটাও পাইনি। আপনি তো রীতি মত মৃত্যুর পরের জগতে হৈচৈ ফেলে দিয়েছেন।
আমি বললম- পাকনামো বাদ দেন, কাজের কথায় আসেন। তারা বলল- আপনাকে ছেড়ে দেওয়া হলো। এখন আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আপনাকে কেউ বাঁধা দিবে না। নতুন আইন লেখা হবে তারপর আপনাকে ধরা হবে, বিচার হবে, শাস্তি হবে। ততদিন আপনি মুক্ত।

এই হচ্ছে আমার ভূত হওয়ার কাহিনী। কেউ আমাকে দেখে না কিন্তু আমি সবাইকে দেখি। খুব মেজাজ খারাপ হলে দুই একটাকে চড় থাপ্পড় দেই। জীবিত থাকা অবস্থায় যে রকম জেনেছিলাম- ভূত সম্পর্কে- সব ভুল জেনেছিলাম। ভূত কারো রক্ত খায় না। আসলে ভূতের কোনো ক্ষুধাবোধ নেই। ভূত কারো ভালো বা মন্দ করতে পারে না। শুধু শুধু মানুষ পৃথিবীতে বাজে কথা বলে ভূতদের নিয়ে। এটা আমার মোটেও পছন্দ না। এখন আমি খুব সুখে আছি। ইচ্ছা করলেই যেখানে খুশি যেতে পারি। আমি দূরে কোথাও যাই না। সারাক্ষণ মানুষদের আশেপাশে ঘোরাঘুরি করি। কি যে আনন্দ পাই! এত আনন্দের কারনে মাঝে মাঝে চোখ ভিজে ওঠে। ভূতদের সবচেয়ে কষ্ট হলো তারা খুব একা। অনেক লেখকরা বলেন- ভূতরা গাছে থাকে। হা হা হা...। লেখকগুলো কতো বোকা হয়। ভূতরা দূর থেকেই সব স্পষ্ট দেখতে পায়। খেলা শুরু হওয়ার আগেই প্রতিটা ভূত জানে আজ কে জিতবে। যে কোনো মানূষের দিকে তাকালের বলে দিতে পারে- তার মনের কথা গুলো কি কি!

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নাস্তিকরা সম্ভবত এভাবেই ভাবে, তাইনা !!

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: এর চেয়েও খারাপ ভাবে ।

২| ২৪ শে জুন, ২০২০ সকাল ১০:৫৭

আমি রানা বলেছেন: ভূত হয়ে নীলাকে বলে দিন কতটা ভালোবাসেন।
আমাকেও গতকাল নীলা ফোন করেছিল। কি অদ্ভুত বেচে আছি তারপরও বলতে পারলামনা তাকে অনেক ভালোবাসি।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: নীলাকে বলে দিন। বলে দেওয়া দরকার।

৩| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:০৬

ইসিয়াক বলেছেন:





আমি ধার্মিক তাই পড়লাম না বন্ধু।
শুভকামনা।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৪| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবনাগুলো শুদ্ধ করুন। সময় কাউকে ক্ষমা করেনা। ক্ষমার কোন অপশন তার জানা নাই।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ দয়ালু তিনি ক্ষমা করে দিবেন।

৫| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৩৪

সাইন বোর্ড বলেছেন: এখানে আস্তিক, নাস্তিকের তেমন কিছু পেলাম না, আপনার বিক্ষিপ্ত ভাবনার মত এটাও বিক্ষিপ্ত ছিল ।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: এক মরা লোক দুইজন কে মারলো। এটা কোনো কথা!

৬| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:২২

পদ্মপুকুর বলেছেন: কিন্তু নাস্তিকের গল্প হলেও উপাদান সব থাকলো আস্তিকের। কবর, মুনকার নকির, প্রশ্ন... সব।

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি ভালো লোক তাই কোনো উপাদানই আপনার কাছে খারাপ লাগে নি।

৭| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:২৬

ডার্ক ম্যান বলেছেন: মরার পর আর কিছু থাকে না । সেখানে ভূত হবার প্রশ্ন আসছে কেন ???

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: অলস মস্তিস্কের চিনা আর কি।

৮| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৪৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম বুজলাম!

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার লেখনী । জুতসই ।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

১০| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো একটু লম্বা করতে পারতেন।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: তা পারতাম।

১১| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

সুপারডুপার বলেছেন:



মানুষের লেখা গ্রন্থের জ্ঞান দিয়ে ভূত হতে গেছেন ! ভূত হতে গেলে দেখেন ভূতের লেখা কোনো গ্রন্থ খুঁজে পান কিনা !

পোস্টের উপরে পোস্ট পড়ার শর্ত দেওয়া হলেও অনেক ধার্মিক তা মানেন নি। তাহলে কী উনাদের বৈশিষ্ট্য প্রশ্নবিদ্ধ কিনা ! উনাদের মধ্যে কিছুজন ঠিক ধার্মিক না , উনারা হচ্ছে ধর্মানুভূতির লোক। মানে উনারা ধর্ম মনমত কিছু মানেন, কিছু মানেন না; কিন্তু মুখে বলতেও পারে না ধর্ম মেনে জীবন- যাপন সম্ভব না। উনাদের চরিত্র বলেছি আমার এই পোস্টে : কিছু উচ্চশিক্ষিত বিজ্ঞানমনস্ক মুসলিমদের ধর্মবিশ্বাস

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: আপনি কি কোনো কারনে আমার উপর রেগে আছেন?

১২| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

চাঙ্কু বলেছেন: তোর রব কে? - ডোনাল্ড ট্রাম্প।
খাইছে!! বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সাহসী লেখা হয়ে গেল না?

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: তা কিছুটা সাহসী বলা যায়।

১৩| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:২৬

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: আপনি কি কোনো কারনে আমার উপর রেগে আছেন?
- আমিতো বাস্তব কথা বললাম। কেন মনে হলো এই রকম?

আপনার লেখা সবসময় মজার হয়, কারণ লেখাতে বাংলাদেশের ম্যাংগো পিপলের চিন্তা ভাবনা ফুটে ওঠে। আর এইসব ম্যাংগো পিপল বিশ্বাস করেই যাচ্ছে ধর্মীয় গ্রন্থ গুলো ঈশ্বর থেকে ডাউনলোড হয়েছে।

১৪| ২৪ শে জুন, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ধর্মই দেশটারে খাইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.