নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬২

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৩৭



১। একটি প্রদীপ তৈরি করে তা জ্বালিয়ে চারদিক আলোকিত করতে অনেক সময় লাগে কিন্তু ফু দিয়ে প্রদীপ নেভানোর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না।

২। নিজের অভাব, সমস্যা বা হতাশা কখনো অন্যের কাছে তুলে ধরতে যাবেন না। আপনি সব সময় ভেতর থেকে নিজেকে বিত্তবান ভাবুন। নিজের দৈন্য আরেকজেনর কাছে তুলে ধরে কোন সুফল পাওয়া যায় না। সবাই তার কাছেই যায় যার কাছে আলাদিনের চেরাগ আছে। নিজের কাছে আলাদিনের চেরাগ আছে এমন অনুভূতি অর্জন করাও অনেক বড় শিল্প।

৩। আপনার যত দুঃখ-কষ্ট, মনের মধ্যে চেপে রাখা যত অভিযোগ, যত ক্ষোভ— সব আল্লাহকে বলে দিন। তিনি অবশ্যই তা শুনবেন এবং তাঁর মতো করে আপনাকে সমাধান দিবেন। মানুষের কাছে ঘ্যান ঘ্যান না করে, ফেইসবুকে দীর্ঘশ্বাস না ছেড়ে, শুধুই তাঁর কাছে সব সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া শেয়ার করুন। একমাত্র তিনিই পারেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে।

৪। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সকল দুর্নীতিবাজসহ, ছাত্রনীতিবিদদের ছয়ত্রছায়ায় থাকা দূর্নীতিবাজদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে । অন্যথায় সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।

৫।
১৩ এপ্রিল, ১৯৭১। ঢাকার রাস্তায় পাকিস্তানের পতাকা বিক্রি করছে এক ফেরিওয়ালা, হয়তো পাকিস্তানি বুলেট থেকে বাচতে।
ফটোগ্রাফারঃ মাইকেল লরেন্ট।

৬। করোনা পরিস্থিতির অজুহাতে এবার বিপুল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে ব্যবসাসফল ও শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো।
এজন্য বিভাগীয় প্রধানদের উদ্দেশ্য একটি চিঠি ইস্যু করা হয়েছে। বলা হয়েছে, দ্রুত ছাঁটাই যোগ্য কর্মীদের তালিকা দিতে। এজন্য ডেটলাইন বেঁধে দেয়া হয়েছে ২৯জুন। জুলাই থেকে ছাঁটাই কার্যক্রম শুরু হবে। এমন সিদ্ধান্ত ভয়াবহ অমানবিক।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৪২

বিজন রয় বলেছেন: কোনটা সাদা আর কোনটা মিথ্যা এটা বুঝতেই তো জীবন শেষ!!

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এক জীবনে যতটুকু বুঝা যায় ততটুকু বুঝলেই চলবে।

২| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



প্রথম আলোতে কি পরিমাণ মানুষ চাকুরী করেন?

প্রথম আলোর গত ৩০/৩৫ বছরের লাভের টাকা কোথায় লুকালো?

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: জানি না।

৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ থেকে ৩ পর্যন্ত খুবই খাঁটি কথা।
৪ নাম্বার সম্পর্কে কিছু বলা আর ফাও কথা খরচ করা একই কথা।
৫ সেই লেভেলের সত্যি কথা।
৬ সব রসুনের গোড়া একই।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: খুব বেশি সাদা। সবগুলো কি মিথ্যা।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সাদা আর মিথ্যা মিলিয়েই এই দুনিয়া।

৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: টুকরো টুকরো সাদা সত্য , টুকরো টুকরো কালো মিথ্যার দেশ।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: জ্বী।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩৫

ইসিয়াক বলেছেন: ১ নম্বর, সহমত

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩৬

ইসিয়াক বলেছেন:




৪ নম্বর, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আপনি।

৮| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৪২

ইসিয়াক বলেছেন:
সবখানে ছাটাই! ছাটাই!! ছাটাই!!!.....উফ! আমাদের স্কুলেও ছাটাই হবে। আমরা ভয়ে ভয়ে আছি, কে জানে কে কে বাদ পড়ে যাই। এর মধ্যে আবার লবিং শুরু হয়েছে।আমি তো তেল মারতে পারি না।
এখন থেকে বেতনও ৬৫% দেবে। কি করে চলবো ভাবতেই মাথা খারাপ অবস্থা । টিউশনি করছি আগের চেয়ে অর্ধেক রেটে।
# বাড়ি ভাড়া তো কমেনি। বিদ্যুৎ বিল আগের চেয়ে বেশি আসছে। পানির বিল আরো কত খরচ।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আগে যদি সঞ্চয় করে রাখতেন তাহলে এখন চিন্তায় পড়তেন না।

৯| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন:



সঞ্চয় আছে তাই দিয়েই তো চলছি।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।
তাহলে আর চিন্তা কি?
তাছাড়া সঞ্চয় ফুরাবার আগে করোনা চলে যাবে।

১০| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন:


না আর কিছু বলবো না। আসলে আপনার চিন্তা ভাবনা সব আউলা ঝাউলা।
ভালো থাকুন।

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: চিন্তা ভাবনা একসুতায় আনতে চেষ্টা করছি।

১১| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমান।তিনি শীর্ষ ধনীদের একজন।তার তো টাকার অভাব নেই।তার পরও আরো চাই।কয়েক জন কর্মী ছাঁটাই করে কিছু টাকা বাজবে কিন্ত লোকগুলোর কি হবে।হায়রে পুঁজিবাদ কবে মানবিক হবে।
কেউ কেউ আশা করে মানবিক হবে।তারা পুজিবাদের ধর্ম জানে না।পুঁজির ধর্মই হলো আরো চাই আরো চাই।মানুষের কি হলো না হলো সেটা তার দেখার বিষয় না।

২৮ শে জুন, ২০২০ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: আসলে মানুষ যদি মানবিক হয়- তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.