নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নাস্তিক, আস্তিক, মাওলানা, মুয়াজ্জিন,
ফাদার, সাধু, শিক্ষক, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান,
শিয়া, ব্লগার, মাজারপন্থী- কত শত মানুষ
কত শত তাদের রুপ!
গত একশত বৎসরে ট্রাম দুর্ঘটনায়
কোলকাতায় মৃত্যুর সংখ্যা মাত্র একটি
তিনি আর কেউ নন, কবি জীবনানন্দ দাশ
মৃত্যুচিন্তা কবির মাথায় দানা বেঁধেছিল
তিনি প্রায়ই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা বলতেন।
ঢাকার আকাশে আজ তুলো তুলো মেঘ
এই মেঘে বৃষ্টি হতেও পারে, না-ও হতে পারে
তবে আমার বিশ্বাস ইউরোপ-আমেরিকার মানুষ
একদিন পড়াশোনা ও গবেষণা করার জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে।
(আজ ব্লগার ইসিয়াকের জন্মদিন।
শুভ জন্মদিন ইসিয়াক। শুভ জন্মদিন বন্ধু। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে দূরে থাকুন। সাবধানে থাকুন। বন্ধু আপনার জন্য আজ আমার এ কবিতাখানি। আপনি আমার কবিতা গ্রহন করুন। যদিও আমি কবিতা লিখতে পারি না। তবু কবিতা লিখতে স্বাদ হয়। লিখি। ক্ষমা করবেন। আপনার জীবন হোক আনন্দময়। নিরন্তর শুভ কামনা।
ও ভালো কথা পুডিং টা সুরভি বানিয়েছে।)
০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বোন।
২| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:২৮
ইসিয়াক বলেছেন: আমি সত্যি অভিভূত এবং আপ্লুত।
ঠিক কি বলবো আর কি লিখবো মাথায় আসছে না ।
অনেক অনেক কৃতজ্ঞতা বন্ধু্।
শুভকামনা।
# ছবি আপু আপনিও আমার শুভকামনা জানবেন।
০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৩| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৩৭
ভুয়া মফিজ বলেছেন: ইসিয়াক ভায়ার জন্মদিন নাকি আজকে? সত্যিকারের নাকি সার্টিফিকেটের?
যেটাই হোক, উনার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: মানবিক ও মননশীল, সামাজিক ও সৃজনশীল একজন জন্মদাতাকে শ্রদ্ধা । রাজীব ভাই আপনাকে ধন্যবাদ ।
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
৫| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ইসিয়াক ভাই । ঢাবি আমাদের গর্ব। এমন একটা বিশ্ববিদ্যালয় যার অবদান স্বাধীন বাংলাদেশ । সারাপৃথিবীতে বিরল দৃষ্টান্ত ।
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:০০
শের শায়রী বলেছেন: প্রিয় কবি, কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাব আপনাকে? আমি তো কবি না, তাই যিনি কবিদের গুরু তার সেজুতি থেকে কয়েকটি লাইন তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়ে যাই, সুখী হোন, সুস্থ্য থাকুন, ভালো থাকুন ভাই।
দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ,
ধ্বনির ঝড়ে বিপন্ন ওই লোক।
জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে,
দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে--
সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়,
দুলুক খসুক শব্দ নাহি হয়।
সবার মাঝে পৃথক ও যে ভিড়ের কারাগারে
খ্যাতি-বেড়ির নিরন্ত ঝংকারে।
সবাই মিলে নানা রঙে রঙিন করছে ওরে,
নিলাজ মঞ্চে রাখছে তুলে ধরে,
আঙুল তুলে দেখাচ্ছে দিনরাত;
কোথায় লুকোয় ভেবে না পায়, আড়াল ভূমিসাৎ।
দাও-না ছেড়ে ওকে
স্নিগ্ধ -আলো শ্যামল-ছায়া বিরল-কথার লোকে,
বেড়াহীন বিরাট ধূলি-'পর,
সেই যেখানে মহাশিশুর আদিম খেলাঘর।
ভোরবেলাকার পাখির ডাকে প্রথম খেয়া এসে
ঠেকল যখন সব-প্রথমের চেনাশোনার দেশে,
নামল ঘাটে যখন তারে সাজ রাখে নি ঢেকে,
ছুটির আলো নগ্ন গায়ে লাগল আকাশ থেকে--
যেমন করে লাগে তরীর পালে,
যেমন লাগে অশোক গাছের কচি পাতার ডালে।
নাম ভোলা ফুল ফুটল ঘাসে ঘাসে
সেই প্রভাতের সহজ অবকাশে।
ছুটির যজ্ঞে পুষ্পহোমে জাগল বকুলশাখা,
ছুটির শূন্যে ফাগুনবেলা মেলল সোনার পাখা।
ছুটির কোণে গোপনে তার নাম
আচম্কা সেই পেয়েছিল মিষ্টিসুরের দাম;
কানে কানে সে নাম ডাকার ব্যথা উদাস করে
চৈত্রদিনের স্তব্ধ দুইপ্রহরে।
আজ সবুজ এই বনের পাতায় আলোর ঝিকিঝিকি
সেই নিমেষের তারিখ দিল লিখি।
তাহারে ডাক দিয়েছিল পদ্মানদীর ধারা,
কাঁপন-লাগা বেণুর শিরে দেখেছে শুকতারা;
কাজল-কালো মেঘের পুঞ্জ সজল সমীরণে
নীল ছায়াটি বিছিয়েছিল তটের বনে বনে;
ও দেখেছে গ্রামের বাঁকা বাটে
কাঁখে কলস মুখর মেয়ে চলে স্নানের ঘাটে;
সর্ষেতিসির খেতে
দুইরঙা সুর মিলেছিল অবাক আকাশেতে;
তাই দেখেছে চেয়ে চেয়ে অস্তরবির রাগে--
বলেছিল, এই তো ভালো লাগে।
সেই-যে ভালো-লাগাটি তার যাক সে রেখে পিছে,
কীর্তি যা সে গেঁথেছিল হয় যদি হোক মিছে,
না যদি রয় নাই রহিল নাম--
এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম।
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: আহা!!
৭| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ জন্মদিন! শুভ জন্মদিন!! শুভ জন্মদিন!!!
.............................................................
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন মানুষের জন্ম পৃথিবীতে একটি অসাধারণ ঘটনা।
অসাধারণ একটি ব্যাপার ।
এই অসাধারণ ব্যাপারটি আজকের দিনে ঘটেছিল ।
শুভ জন্মদিন, প্রিয় ব্লগার।
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: জ্বী।
৯| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪
কবীর হুমায়ূন বলেছেন: জন্মদিনের ফুলে ফুলে একটি মালা গেঁথে,
ইসিয়াকের কণ্ঠে সবাই দাও দাও পরিয়ে দাও,
তার গন্ধটুকু প্রাণে প্রাণে নাও ছড়িয়ে নাও।
জন্মদিনের শুভেচ্ছা কবি ইসিয়াককে। লেখা ভালো লাগলো।
স্বাদ < সাধ
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ০২ রা জুলাই, ২০২০ ভোর ৪:২৩
সোহানী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা কবি ইসিয়াক ।
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ০২ রা জুলাই, ২০২০ ভোর ৫:৩৯
ইসিয়াক বলেছেন:
সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
ভালো থাকুন সবাই। নিরাপদে থাকুন।
সু প্রভাত।
০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনিও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন ইসিয়াক ভাইয়া
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর উপহারের জন্য সহ ব্লগারের জন্য