নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জেলখানার দিন গুলো -২

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১১



(এই লেখাটি আমার নয়। এটা লিখেছেন আমার শ্বশুরমশাই। তার অনুমতি নিয়েই লেখাটি ব্লগে দিলাম।)

জেল জীবন সম্পর্কে কোন ধরনের ধারনা ছিল না আমার। যেহেতু আমি সচিবালয় থেকে গ্রেফতার হয়েছি, সেহেতু আমার গায়ে একটি ফতুয়া, প্যান্ট ও জুতা ছাড়া কোন অতিরিক্ত কাপড় ছিল না। এক কাপড়ে থাকার কারনে সেভেন মার্ডারার নাটকা বাবু আমাকে বলল- মুরব্বি, আপনার পরিবারতো জানে না আপনি কোথায় কি ভাবে আছেন, এছাড়া জেল সম্পর্কে আপনাদের ধারনাও স্পষ্ট নয়, সুতরাং বাসার ঠিকানা দিন আমি খবর পাঠিয়ে দিব। সন্ত্রাসীদের সম্পর্কে আমার শুধু নয় সকলেরই একটা খারাপ ধারণা থাকে, আমার বেলায়ও তার ব্যতিক্রম নয়। ওর চাপাচাপিতে বাসার টিএন্ডটি ফোন নম্বর দিয়ে দিলাম। পরের দিন সুর্য উঠার পুর্বেই বাবুর দুই কর্মী আমার বাসায় হাজির হয়ে বিস্তারিত জানাল এবং জেল গেইটে নির্ধারিত সময়ে আমার জন্য প্রয়োজনীয় কাপড় ও শুকনো খাবার নিয়ে যেতে বলে ওরা বিদায় নিল।

ঐ দিন বিকেলে আমার শ্যালক মতিউর রহমান মিঠু ও দীন মোহাম্মদ ভাই জেল গেইটে আমার জন্য কাপড়, শুকনো খাবার নিয়ে যথাস্থানে হাজির হলে সকালে আমার বাসায় আসা ছেলেদ্বয় নাটকা বাবু ও সেভেন ষ্টার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড টিক্কার সাথে পরিচয় করিয়ে দেয়। সন্ধ্যাব্দি আমার রুমমেট হাসতে হাসতে বলল, মুরব্বি 'আপনারা আমাদের খারাপ ভাবেন এবং তুচ্ছ করেন অথচ কেউ জানতেও চায় না আমরা ক্যান খারাপ হলাম।' আমি ওদের এ কথার মধ্যে কি আবেগ জড়িত ছিল তা আমি কাছ থেকে দেখেছি এবং তোমাদের সে গল্প আর একদিন না হয় শুনবো।

এরপর একদিন পরপর মিঠু জেল গেইটে যেত এবং আমার স্ত্রী যাকে আমি ২০০৮ সালে হারিয়ে আজ একান্ত একা হয়ে জীবনের শেষ পংতির অপেক্ষায় দিন গুনছি। সে আমার জন্য রান্না করে জেল গেইটে মিঠুকে দিয়ে খাবার পাঠাত। এদিকে দীন মোহাম্মদ ভাই আমার ছবিসহ মুক্তির জন্য পোষ্টার ছাপিয়ে সচিবালয়ের বাহির দেয়ালে লাগাতে গিয়ে এক অপ্রতিকার পরিস্থিতি স্বীকার হলো যা হয়তো কোনদিনই ভুলব না। আমি দীন ভাইয়ের কাছে ঋণাবদ্ধ হয়ে আজও তা স্বরন করি। পরের দিন একটি পোষ্টার আমাকে পাঠালো যা আজব্দী সংরক্ষণ করে রেখেছি।

ইত্যবশরে আমি ডিটেনশন আদেশ প্রাপ্ত হই। যাতে লেখা ছিল পাঁচটি মামলায় আমি হুকুমের আসামী।

চলবে----

জেলখানার দিন গুলো- ১ পর্ব

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে যান

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: মুরব্বি 'আপনারা আমাদের খারাপ ভাবেন এবং তুচ্ছ করেন অথচ কেউ জানতেও চায় না আমরা ক্যান খারাপ হলাম।'
এটাই আমাদের সমাজের চরম নির্মমতা। যারা এদের খারাপ বানায় তারা বহাল তবিয়তেই থেকে যায়।

ইত্যবশরে আমি ডিটেনশন আদেশ প্রাপ্ত হই। যাতে লেখা ছিল পাঁচটি মামলায় আমি হুকুমের আসামী।
অবাক হয় নি। প্রাক্তন শিক্ষা মন্ত্রী মিলন ভাইকে নাকি মোবাইল চুরির দায়ে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। কম দামী মোবাইল। যিনি এই দেশে থেকে নকল বন্ধ করেছিলেন।

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: রাজনীতি খুব খারাপ জিনিশ।

৩| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭

রোকনুজ্জামান খান বলেছেন: জেলখানার জীবন অনেক কষ্টের হয় এবং কারো ক্ষেত্রে এর ব্যাতিক্রম ও হয়।
লেখা চালিয়ে যান.......

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৪০

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে+

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চলছে
চলতে থাকুক

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৬| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আসলেই আপনি জামাই রাজা!

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৭| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০১

ইসিয়াক বলেছেন: পরের পর্বের অপেক্ষাতে......

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: রেডি আছে।

৮| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:১২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী l

৯| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার শ্বশুরের লেখা ভালো হচ্ছে। ১ম পর্ব পড়ে আগ্রহ জন্মেছিল। সবগুলো পর্ব পড়বো বলে স্থির করেছি।

১০| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেষ পর্যন্ত মুরব্বির কি শাস্তি হয়েছিল?

উনার কি জেল হয়েছিল?
না জরিমানা?

১১| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১২

কল্পদ্রুম বলেছেন: নাটকা বাবু এত ভালো মানুষের মত আচরণ করছিলো কেন? আপনি কি জরাসন্ধের 'লৌহকপাট' পড়েছেন?

১২| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৮

সাইদুর রহমান বলেছেন: ভালো লাগছে। চলুক।

১৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


উনাকে কি কারণে আটক করা হয়েছিলো?

১৪| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৩০

এ কাদের বলেছেন: ছোট বলেই পুরুটা পড়েছি। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.