নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
বিকেলে মা'র ঘরে টিভি দেখছিলাম।
রিমোট টিপতে টিপতে একটা চ্যানেলে দেখলাম বাংলা সিনেমা দেখাচ্ছে। আমি দুই মিনিট দেখলাম। যা দেখলাম-
বিয়ের আসরে জামাই বলছে, না না আমাকে হোন্ডা না দিলে আমি এ বিয়ে করবো না।
মেয়ের বাপ বলছে, টাকা যোগাড় করতে পারি নাই। তোমাকে পরে টাকার ব্যবস্থা করে হোন্ডা কিনে দিব।
জামাই কিছুতেই মানছে না। সে এখন বিয়ের আসর থেকে উঠে যাবে।
এমন সময় নায়ক জসিমের আগমন।
নায়ক জসিম জামাইকে বলে, হোন্ডা না পেলে বিয়ে করবি না?
জামাই বলে, না। করবো না।
ঘটনাচক্রে এমন সময় রাস্তা দিয়ে একলোক হোন্ডা চালিয়ে যাচ্ছিল। নায়ক জসিম দৌড় দিয়ে সেই হোন্ডা নিয়ে আসে।
স্টেজে জামাইয়ের পাশে হোন্ডাটাকে রাখে। হোন্ডাকে মালা পড়ায়, লাল ওড়না দিয়ে ডেকে রাখে।
শেষে, নায়ক জসিম জামাইকে বলে, এই হোন্ডার সাথেই আজ তোর বিয়ে হবে।
কাজী সাহেব, বিয়ে পড়ান।
এতটুকু দেখে আমি হাসতে হাসতে শেষ। চমতকার বিনোদন।
২।
অসহ্য গ্রীষ্মের দুপুর।
তবু রাস্তায় লোকজনের কমতি নেই। রাতের কয়েক ঘন্টা বাদ দিলে এ শহরের রাস্তায় সব সময় মানুষ থাকে। আমি দাঁড়িয়ে আছি, আসাদ গেটের সামনে। বাসে উঠবো, মতিঝিল যাবো।
গেরুয়া আলখাল্লা পরা এক সাধু আমার সামনে এসে দাঁড়ালো। মুখ ভর্তি দাড়ি গোঁফ। গলায় লোহার শিকল। দুই হাত উপরে তুলে বলল, জয়গুরু!
লোকটির মাথা ভরতি জট। এই জটের জন্য তাকে অবশ্যই দীর্ঘদিন সাধনা করতে হয়েছে।
সাধু গম্ভীর ভাবে বলল, 'তুমি যা নিয়ে চিন্তা করছো, তার সমাধান হয়ে যাবে। একটু সময় লাগবে, একমাস কি দেড় মাস। শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করো না। খারাপ সময় কারো দীর্ঘদিন থাকে না।
আমি হাসলাম। সাধু আমাকে তুমি করে বলছে। আমি বেশ ভদ্রভাবেই বললাম, আপনি আমাকে শুধু শুধু উপদেশ দিচ্ছেন। আমি আপনাকে একটা টাকাও দিব না।
সাধুটি বলল, আমি তো বাবা টাকার জন্য তোমার কাছে আসি নি। তোমার কপালে একটা অমঙ্গল চিহ্ন দেখলাম....
আমি বললাম, এখন তাবিজ কবচ নিতে হবে?
না না, সেসব কিছু না। আমি মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চাই। এখন তুমি যদি কিছুটা সাহায্য করো। তাতে তোমার পুণ্য হবে। খারাপ সময় কেটে যাবে।
আমি রেগে গিয়ে বললাম, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যত সব ভন্ড! সরে যাও আমার চোখের সামনে থেকে.....
সাধুটি বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছিল।
আমার বাস এসে গেছে, এখন আমি বাসে উঠবো।
সাধুটি চিৎকার করে বলল, আমি মানুষের ভালো ছাড়া মন্দ করি না। তোর কপালে অমঙ্গলের চিহ্ন।
বাস থেকে নেমেই রাস্তা পার হচ্ছিলাম। হঠাত একটা গাড়ি দ্রুত আসছিলো আমার দিকে। এমন অবস্থা- না সামনে যাওয়া যাবে, না পেছনে যাওয়া যাবে। নিশ্চিন্ত মৃত্যু জেনে আমি চোখ বন্ধ করলাম। মাঝে মাঝে অনেক রহস্যময় ব্যপার ঘটে। আমি বেঁচে গেলাম।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: কি?
কেন?
২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৩
এম ডি মুসা বলেছেন: সিনেমা এই রকমের হয়।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: বিনোদনটুকু সেই লাগছে।
৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জসিম খুব জনপ্রিয় নায়ক ছিল । একবার হলে গিয়ে ( সম্ভবত ১৯৮৮ সালে) তার একটি ছবি দেখেছিলাম। ছবির নাম ভাইজান। বোনের নাম শাবানা। ভাই খুব গরীব। বোন ঢাকা মেডিক্যালে কলেজে পড়ে। বড় লোকের ছেলের সাথে প্রেম। কিন্তু বিয়ের সময় অনেক টাকা লাগবে। পাবে কই?
ভাই জসিম মোটর গ্যারেজে কাজ নেয়। খুব দ্রতই সে বড়লোক হয়ে যায়। বোনের বিয়ে হয়ে যায়। এক সময় কোন এক কারণে বোনের চাহিদা মেটাতে গিয়ে সে আবার গরীব হয়ে যায় । তার পর ঝালমুড়ির টিন নিয়ে রাস্তায় বের হয়ে যায়। ঝাল মুড়ি...........।
খুবই সামাজিক ছবি। দর্শকরা খুব হাততালি দিয়েছিল।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: চমতকার মুভি। ১০০ % বিনোদন।
৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব ভন্ড সাধুকে ঝাড়ুপেটা করলে জাতির মঙ্গল হবে।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: হা হা হা---
মানুষকে ভালোবাসতে হবে। হোক সে খা্রাপ বা ভালো।
৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: আপনারা অনেকের পোস্টে গিয়ে বলে আসেন "ভালো"।
তাই আমি এখানে বললাম ভালো কেন?
আপনার পোস্ট ভালো কেন সেটা আপনার নিকট থেকে শুনতে চাই।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: যেটা ভালো লাগে সেটা ভালো বলি।
৬| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: বলেন সেটাতে কোন সমস্যা নেই।
এখন বলুন আপনার এই লেখাটি ভাল কেন?
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: অযথাই প্যাচাচ্ছেন!!!
৭| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: হা হা হা---
মানুষকে ভালোবাসতে হবে। হোক সে খা্রাপ বা ভালো।
ভাই, আমি পোপ জনপল নই। ভন্ড পীর ফকির , হুজুর মুজুর কে ভালোবাসতে পারবো না।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: মানূষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। ভালোবাসতে পারলে পিশাচও ভালো মানুষে পরিনত হয়।
৮| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
মানুষের চাকুরী নেই, প্রফেশান নেই, দক্ষতা নেই, মানুষ ফকির, সাধু হয়ে কোনভাবে বেঁচে থাকার চেষ্টা করে, কিভাবে দোষ দেবেন এদেরকে?
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: না আমি মানূষ কে দোষ দেই না। মানূষের প্রতি আমার সীমাহীন ভালোবাসা রয়েছে।
৯| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৩
কল্পদ্রুম বলেছেন: জসিমের অভিনয় খুব কষ্টদায়ক ছিলো।ওনাকে ভিলেন হিসেবে ভালো মানাতো।মাফিয়া ডন টাইপ।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
উনি অনেক ভিলেনের অভিনয়ও করেছেন।
১০| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৬
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: ???!!!?
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: কি?
১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৭
মোছাব্বিরুল হক বলেছেন: যে লোক অন্যের ভাগ্য বলে দেয় সেই বুঝতে পারল না আপনার কাছে এসে এমন ঝাড়ি খাবে। হায়রে বেচারা।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৩৯
সোহানাজোহা বলেছেন: হুম
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: ওকে।
১৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মানূষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। ভালোবাসতে পারলে পিশাচও ভালো মানুষে পরিনত হয়।
আমি অত বড় কেউ কেটা কেউ নই। আমি অন্য রকম।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: সবাই নিজেকে অন্যরকমই ভাবে।
১৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভলো !!
তবে সাধু সন্যাসীদের অবহেলা
করবেন না।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:০৩
রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।
১৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৪১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা ,ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:০৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৬| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সবাই নিজেকে অন্যরকমই ভাবে।
আমি ভাবি না। আমি আসলেই অন্য সবার থেকে আলাদা । আপনি আমার সাথে কয়েক দিন কথা বলে দেখতে পারেন।
০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: ওকে। সময় সব বলে দিবে।
১৭| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: চমতকার না "চমৎকার" হবে। ভাল থাকুন।
০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: জ্বী। চমৎকার।
১৮| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬
ইসিয়াক বলেছেন: আগেকার বাংলা ছবিতে অনেক অবাস্ত জিনিস দেখালেও কেন জানি ছবিগুলো দেখতে ভালো লাগতো। আসলে ছবিগুলো বানানো হতো মূলত সাধারণ নিম্ন মধ্যবিত্তরে কথা ভেবে ।
আমাদের বাড়িতে ছবি পাড়ার মানুষের নিত্য আনাগোনা ছিলো। তাদের মুখেই শোনা নিম্ন মধ্যবিত্তরে কথা ভেবে ছবিগুলো বানানো হতো, এই যেমন ড্রাইভার,রিকশাচালক,বাসায় কাজের লোক,গার্মেন্টস কর্মী এদের জন্য্, সাধারণত তাদের জীবনের কোন আশাই পুরণ হতো না কিন্তু ছবিতে তারা রাজ্জাক জসিম আলমগীরের মাধ্যমে সেই আশা পূরণের গল্প দেখতে পেতো। হাততালি দিতো। কিছুটা সময় নিজের দুঃখ কষ্ট ভুলে থাকতো। ছবি গুলো কিন্তু খুব চলতো। যেহেতু মানুষগুলো ছিলো খুব সহজ সরল সেহেতু তারা কোন যুক্তি তর্কের ধার ধারতো না। বিনোদনটাই ছিলো মূখ্য।
০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
১৯| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯
ইসিয়াক বলেছেন: ২ নম্বর, ভালো লাগেনি।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: ভালো কেন?