নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তূর্ণা নিশীথা

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:৩১



কামরা ভরতি লোকজন নানান কথা বলে যাচ্ছে
জানালার কাছে মেয়েটা বসা, হাতে উপন্যাস 'শ্রীকান্ত'
খুব মন দিয়ে পড়ে যাচ্ছে! মুগ্ধ চোখে তাকিয়ে আছি।

ভৈরবে এসে ট্রেন থামলো, তখন অনেক রাত
কামরায় কেউ কেউ তখন হয়তো ঘুমে অচেতন
মেয়েটাকে বললাম, চলুন ঝটপট চা খেয়ে নিই
নামলাম, চা শেষ হওয়ার আগেই ট্রেন ছেড়ে দিলো!

মেয়েটা আর আমি শীতের রাতে ভৈরব স্টেশনে
দুইজন চুপ করে বসে আছি, জায়গাটা বেশ অন্ধকার
মেয়েটাকে বললাম, ভয় পেও না গো- আমি আছি
মেয়েটা আমার হাত ধরলো, কাধে মাথা রাখলো।






মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৩:১৮

সোহানাজোহা বলেছেন: শ্রিকান্ত পড়ছিলো! শান্তি নিকেতনের ছাত্রী?

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: শান্তিনিকেতনের ছাত্রী হলে শ্রীকান্ত পড়তে হয়?

২| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৫:০৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মোহিত  হলাম।

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:১৬

ইসিয়াক বলেছেন: চা খাইয়ে কাত করে ফেললেন?

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আত্মবিশ্বাসটা দেখলেন না?

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইসিয়াক বলেছেন: চা খাইয়ে কাত করে ফেললেন?

এ জন্যই তো লোকে বলে অচেনা কারো কাছ থেকে চা, ডাব কিংবা কোন কিছু নেই । সর্বস্ব হারাতে হতে পারে।
মেয়েটির জন্য সমবেদনা।

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মেয়েটির হয়তো ভাগ্য খুলে গেল।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইসিয়াক বলেছেন: চা খাইয়ে কাত করে ফেললেন?


এ জন্যই তো লোকে বলে অচেনা কারো কাছ থেকে চা, ডাব কিংবা কোন কিছু খেতে নেই । সামান্য খাবারের লোভের জন্য সর্বস্ব হারাতে হতে পারে।
মেয়েটির জন্য সমবেদনা।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: হারানোর কিছুই নেই। তাছাড়া সমাজের সবাই মন্দ লোক না।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি গত তিরিশ বছরে কারো হাতে শ্রীকান্ত দেখিনি।আমার ছেলে মেয়েদের হাতে রবি ঠাকুরের বইও দেখিনি।বড়টার হাতে দেখেছি সেবার বই বাকি দুইটার হাতে তাও দেখিনি।এটা আমার জীবনের বড় ব্যর্থতা।

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ছেলে মেয়েদের হাতে বই তুলে দিন। এবং বলেন, তারা যেন বই পড়ে আপনাকে রিভিউ দেয়।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: পৃথিবীর চমৎকার দৃশ্যগুলোর একটি হচ্ছে -কারো হাতে হাত রেখে কাঁধে মাথা রাখা,কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারেনা।

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি গ্রেট।

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

পদ্মপুকুর বলেছেন: কি চা ছিলো? আজকাল এক ধরনের চায়ের দোকান চালু হয়েছে, সেখানে লেবু চা, দুধ চা, মালাই চা, পুদিনা চা, মাল্টা চা, তেতুলের চা, জলপাই চা, মরিচ চাসহ বিভিন্ন পদের চা পাওয়া যায়..

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: হয় দুধ চা না হয় রঙ চা।
এছাড়া সব ফাজলামো চা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.