নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৩

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭



১। আমাকে যদি বলা হয়, আমি শুধু একটি বই কাউকে পড়ার জন্য সুপারিশ করতে পারবো, তবে আমার পছন্দ হবে শীর্ষেন্দুর "দূরবীন" বইটি।

২। শুধু মাত্র রাজনীতিবিদদের ভুলের কারনে- মানুষের মধ্যে অনেকেই নীরব হতাশায় জীবন কাটায়।

৩। একজন মানুষ কি ধরণের আচরণ করবে সেটা নির্ধারণ হয় তার আশেপাশের মানুষের দ্বারা। আমি কিভাবে কথা বলব, কিভাবে চলব, তা সবার দ্বারা নিয়ন্ত্রিত।

৪। মানবতার শিক্ষা নিয়ে জীবন শুরু করলে- বড় ধরনের অঘটন ঘটে না। মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা, স্নেহ মায়া মমতা।

৫। "মা, মা, আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি!"
মা তখন পুত্রের মুখে হাত বুলাতে বুলাতে বলেন, "আজ যদি তোর বাবা বেঁচে থাকতো...!"
"ফার্স্ট ক্লাস ফার্স্ট" হওয়া নায়কদের যুগের অবসান ঘটেছে।

৬। তোরা তো নামায-রোযা করিস নারে বাপ। নামায রোযা কর, মনে শান্তি পাবি।"

৭। আমি যে দোকান থেকে নিয়মিত কলা কিনি সেই দোকানদার নিতান্তই বিশ্বস্ত লোক। সে কলায় যথেষ্ট পরিমান ফরমালিন দেয়। আমি কেনার পর ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখি এবং সপ্তাহ ধরে খাই, কখনোই নষ্ট হয় না!

৮। নিজের আনন্দের জন্য লিখে যান। টিকে থাকবে কিনা, খ্যাতিময় হবে কিনা- সময়ের হাতেই সেটা ছেড়ে দেয়াই বোধ হয় যথার্থ হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:০৫

সোহানাজোহা বলেছেন: বই এর নাম লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের লেখকের নাম লিখেন আর আপনার লেখাগুলো হয় হুমায়ূন আহমেদ ধাঁচের! - ব্যাপারটা কেমন হয়ে গেলো নাহ! - আপনি শীর্ষেন্দু শ্রীকান্ত টাইপ ভাষা দিয়ে পোস্ট লিখুন।


এরা আগ পর্যন্ত আমি আর মন্তব্য করবো না।

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: উফ--- আমাকে শান্তিতে থাকতে দিবেন না?

২| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:১৭

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: উফ--- আমাকে শান্তিতে থাকতে দিবেন না?

আপনাকে বিচলিত মনে হচ্ছে!!

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: না না আমি ঠিক আছি।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: ০৮ নন্বরটা আমিও মানুষকে বলি।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

জাহিদ হাসান বলেছেন: :) :)

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১:৫৩

কৃষিজীবী বলেছেন: গুরুভাই এর খোজ খবর কিছু জানেন নি? আপনার সেফ স্টাটাস এর দাবিতে নিরব হইলো , তারপর আর কোন সারা শব্দ নাই।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: তাকে দেখছি না অনেকদিন।
আমি তাকে খুজছি।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: সুগভীর কল্পনার বর্হিঃপ্রকাশ।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:২০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: দূরবীণ নিঃসন্দেহে আরো হাজার বছর মানুষের মনে জায়গা করে থাকবে, পঠিত হবে,হতে বাধ্য।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:১৬

ইসিয়াক বলেছেন:

১ নম্বর, দূরবীন আসলেই অনবদ্য।
২ নম্বর, ঠিক বলেছেন।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

৯| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দূরবীন পড়েছি। অতি চমৎকার উপন্যাস।
আমি অবশ্য বলতাম সুনীলের প্রথম আলো ট্রিলজি কথা।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

কৃষিজীবী বলেছেন: দিনকাল ভালোনা,একটু জোর দিয়ে খুজেন

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: আমার কাছে তার মেইল এড্রেস, ফোণ নাম্বার বা মোবাইল নাম্বার কিছুই নেই।

১১| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পেটের দায়ে সময় পাই না বলে।
সময় পেলে দুনিয়ার সব বই পড়ে শেষ করে ফেলতাম!

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: একটা ভালো কথা বলেছেন।
দেখুন আমার হাতে অনেক সময়। অথচ আমার ঘরে এখন নতুন বই নাই।

১২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,সব থেকে বেশি পঠিত বাইবেল।
২,হতাশ না হয়ে সে নিজেই রাজনীতি করতে পারে।
৩,এমন হলে বিশেষ একটা জন গুষ্ঠির লোক একরকম হত।
৭ঐ লোক অন্য কারো কাছ থেকে কিনে আনে।কে ফরমালিন মিসিয়েছে প্রমানিত না
৮,লিখার মান যদি ভালো না হয়,সব হবে গার্বেজ

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ। আপনার কথা মূল্যবান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.