নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬২

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৭



১। আপনার সন্তানকে একজন ভালো বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। যদি বিবেক তৈরি হয়, তখন সে এমনিতেই সঠিক বেঠিক যাচাই করতে পারবে। দিনশেষে, এখন আমরা কারো উপরই আস্থা খুঁজে পাচ্ছি না। তাই সমাজকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে শুরুটা নিজেদের পরিবার থেকেই করতে হবে। আমরা শান্তিময় একটা দেশ চাই, যেখানে হাজারো দুঃখকষ্ট মেনে নিয়ে হাসি মুখে ঘুমাতে যেতে পারি। এতটুকুই আমাদের চাওয়া সরকারের কাছে।

২। এক বাচ্চা তার দাদীর সাথে কথা বলছে:
বাচ্চা : দাদী, আমরা কি সবসময় ৫ জনই থেকে যাবো? তুমি, আমি, আব্বু, আম্মু আর আপু?
দাদী : না, যখন তুমি বিয়ে করবে তখন আমরা ৬ জন হয়ে যাবো
বাচ্চা : তখন আপুর বিয়ে হয়ে গেলে তো আমরা আবার ৫ জন হয়ে যাবো
দাদী : হুম, কিন্তু তোমার যখন বাচ্চা হবে তখন আমরা আবার ৬ জন হয়ে যাবো
বাচ্চা : কিন্তু তারপর তুমি মরে গেলে আমরা আবার ৫ জন হয়ে যাবো
দাদী : নালায়েক ছেলে, চুপ কর... থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিবো।

৩। মানব সভ্যতার ইতিহাস আসলে দ্বন্দ্বের ইতিহাস। এ দ্বন্দ্ব যেমন চলে সমাজের মধ্যে, তেমনই ব্যক্তি মানুষের নিজের ভিতরেও। সে স্বপ্ন দেখে, স্বপ্নভঙ্গ হয়, তবু আবার স্বপ্ন দেখে। এভাবেই এগোতে থাকে সমাজ, পৃথিবী। অগ্রগতি সরল রেখায় হয় না, থাকে নানা বাঁক, উত্থান, পতন, বিপ্লব, প্রতিবিপ্লব।

৪। মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটলেও কথা শোনাবে আবার বাঁকা পথে হাঁটলেও কথা শোনাবে। তাই মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি বুদ্ধিমান মানুষেরা একেবারেই করেন না।

৫। পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা।

৬। মানুষ বদলায়। আমিও একদিন বদলে যাবো। পাঞ্জাবী পড়বো। আচকান পড়বো। মুখ ভরতি থাকবে দাড়ি। হাতে থাকবে তসবি। মাথায় সব সময় থাকবে নামাজের টুপি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসে যাবে দুইটা।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১০

জনৈক অপদার্থ বলেছেন: ৬ নাম্বার জন কে চেনা চেনা লাগছে ;)

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আল্লাহর বান্দা।

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


৫ নং:

পশ্চিমের মানুষের সেই ক্ষমতা এখনই আছে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে নেই।

৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩

জনৈক অপদার্থ বলেছেন: আপনার "রাস্তায় পাওয়া ডায়েরি হতে" কিংবা "টুকরো টুকরো সাদা মিথ্যা" সিরিজ দুটি খুব প্রিয়। ভাবছি প্রতিদিন এরকম কিছু লেখা যায় না কি, যেমন ধরুন "তেতো সত্য" কিংবা "লুকিয়ে রাখা কিছু কথা" কিংবা "স্বদেশের ভবিষ্যৎ"

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আজ থেকেই লিখতে শুরু করুন। আলসেমি করবেন না।

৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,পরিবারই যদি ভাল না হয় তখন কি হবে।
৩,উৎপাদন ব্যবস্থার সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব ।এটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একরকম ছিল পুঁজিবাদী সমাজে অন্য রকম।
৫,ক্ষমতাবানদের সামনে দাড়িয়ে সত্য কথা বলা বোকা লোকের কাজ,আসলকাজ হল নিজেকে ক্ষমতাবান হিসাবে তৈরি করা।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: চমতকার মন্তব্য করেছে ধন্যবাদ।

৫| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ৫ নং অসাধারণ।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এগুলো বাংলাদেশে হবে না। উন্নত বিশ্বে হতে পারে।
হুজুর হবেন।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: জ্বী। হুজুর হবো।

৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৩

কৃষিজীবী বলেছেন: ৫ নং, নুরুলইসলা০৬০৪ এর সাথে একমত।
৬ নং, আমিন, ছুম্মা আমিন

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: হে হে....

৮| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ আর ৫

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: হহুম।

৯| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি কখনোই হুজুর হবো না।
ভালো মানুষ হবো।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো মানুষেরাই হুজুর হয়।

১০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১।বিবেকহীন মানুষের দেশে বিবেকবান হলে অনেক বিপদ। তারপরও সন্তানরা বিবেকবান হউক এটাই চাওয়া উচিত।
২। অপ্রিয় সত্য কথা বলতে নেই।

০৭ ই জুলাই, ২০২০ রাত ২:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাবকে হুজুর বেশে দেখতে চাই !!

০৭ ই জুলাই, ২০২০ রাত ২:১৯

রাজীব নুর বলেছেন: আরো কিছু সময় পার হোক।

১২| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন: ৪ নম্বর,সত্য! সত্য!! সত্য!!

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:২০

ইসিয়াক বলেছেন: ৬ নম্বর , লোকটা কে ?

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: তাকে তো আপনাদের চেনার কথা।

১৪| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৫৭

কাছের-মানুষ বলেছেন: ৫ নং এর সাথে সহমত, সাথে আরেকটা জিনিষ, সত্য কথা শুনার জন্যও শক্তি লাগে, সহ্য ক্ষমতা লাগে।

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: জ্বী তা অবশ্যই।

১৫| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২২

এম ডি মুসা বলেছেন: সর্বত্র, ভালো লাগা রয়েছে

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৬| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৬

ইসিয়াক বলেছেন: লোকটা মনে হয় ফালু.........

০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৭| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: ক্ষমতাবানের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা আসলেই অনেক কঠিন কাজ।
এক সময় নামায পড়বেন, দাড়ি রাখবেন, টুপি পড়বেন সেই আশায় বর্তমান নষ্ট করবেন না প্লিজ।
পৃথিবীর সব বোকারাই এমন করে ভাবে। কিন্তু বেশিরভাগেরেই সেই নসিব হয়না।
তাই যা করবেন আজ থেকে, এই মুহুর্ত থেকে। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ঠিক কথা বলেছেন।যা করার এখনই করা দরকার। পরে করবো, ভাবলেই দেরী হয়ে যায়।

১৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


বুদ্ধিমানরা সময়ের কাজ সময়ে করে
আগামীদিনের জন্য রেখে দেয়না।
কে জানে আজই হয়তো তার শেষ
দিন। রসুলুল্লাহ {সঃ) আখের গোড়ার
দিক থেকে খাওয়া শুরু করতেন, কারন
শেষের দিকে মিষ্টি বেশী, যদি প্রথম দিক
থেকে শুরু করেন তা হলে গোড়ার পর্যন্ত আসার
আগেই যদি তার কাছে আজরাইল (আঃ)
হাজির হন তখন তার আফসোস থেকে যাবে।

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী। সেটাই। তাই মরার আগেই যত পারা যায় জীবনের আনন্দ গুলো উপভোগ করে নিতে হবে।

১৯| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:


সবগুলিই ভাল লেগেছে , সবকিছুই বদলায় ।

গাছ পাকা কলা না খেয়ে এখন খেতে হয় ফ্যকটরিতে পাকানো কলা।
কাওরান বাজারে দেখেছি ট্রাক থেকে নামিয়ে কাঁচা কলার ছড়িগুলিকে
মাটির তৈরী বিশেষ পুণে ঢুকিয়ে কিভাবে আগুনের তাপে পুড়িয়ে
এই পোষ্টের প্রচ্ছদে দেখানো ছবির মত পাকানো কলা বানানো হয়।

শুভেচ্ছা রইল

০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সব খাবারের মধ্যেই ওরা কিছু না কিছু করে।
কিন্তু আমাদের তো খেতে হবে বাচতে হবে।
সরকারের উচিত খাদ্যদ্রব্য বিষয় গুলোতে খুব বেশি মনোযোগ দেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.